সেশন-১ বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা

1। মূলনীতির কথা কোন দফায় বলা হয়েছে?
উত্তরঃ দফা-১৫
2। রাষ্ট্র কীভাবে নাগরিক জীবনের উন্নতি ঘটায়?
উত্তরঃ অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে
3। দফা-১৮ কী?
উত্তরঃ জনস্বাস্থ্য ও নৈতিকতা
4। রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব কী?
উত্তরঃ পুষ্টির মাত্রা উন্নীত করা ও জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটানো
5। এলকোহল ও অন্যান্য নেশা জাতীয় পানীয় এবং মাদক ব্যবহার রোধকল্পে কে কার্যকরী পদক্ষেপ নেবে?
উত্তরঃ রাষ্ট্র
6। পেশাভিত্তিক যৌনকর্ম ও জুয়া বন্ধ করতে কে কার্যকরী পদক্ষেপ নেবে?
উত্তরঃ রাষ্ট্র
7। দেশীয় ওষুধ শিল্পের উন্নয়ন ও প্রসারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে কে?
উত্তরঃ রাষ্ট্র
8। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কয় ভাগে বিভক্ত?
উত্তরঃ দুই ভাগে
9। স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তরঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের
10। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিভাগ কয়জন সচিবের অধীনে পরিচালিত হয়?
উত্তরঃ দুইজন
11। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিভাগ কার অধীনে পরিচালিত হয়?
উত্তরঃ মন্ত্রী-প্রতিমন্ত্রীর
12। স্বাস্থ্য অধিদপ্তর (DGHS) ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর (DGFP) কোন মন্ত্রনালয়ের অধীন?
উত্তরঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের
13। স্বাস্থ্য অধিদপ্তর-এর সংক্ষিপ্ত রূপ কি?
উত্তরঃ DGHS
14। পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর সংক্ষিপ্ত রূপ কী?
উত্তরঃ DGFP
15। প্রতিটি অধিদপ্তরের নেতৃত্ব দিচ্ছেন কে?
উত্তরঃ মহাপরিচালক (DG)
16। জাতীয় ও মাঠ পর্যায়ে আলাদা ব্যবস্থাপনা ও সেবা প্রদানের কাঠামো রয়েছে কোন অধিদপ্তরের?
উত্তরঃ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের
17। ঔষধ প্রশাসন অধিদপ্তরের সংক্ষিপ্ত রূপ কী?
উত্তরঃ DGDA
18। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সংক্ষিপ্ত রূপ কী?
উত্তরঃ DGNM
19। হেলথ ইকোনোমিক ইউনিট সংক্ষিপ্ত রূপ কী?
উত্তরঃ HEU
20। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সংক্ষিপ্ত রূপ কী?
উত্তরঃ NIPORT
21। স্বাস্থ্য প্রকৌশল বিভাগের সংক্ষিপ্ত রূপ কী?
উত্তরঃ HED
22। পরিবহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থা এর সংক্ষিপ্ত রূপ কী?
উত্তরঃ TEMO
23। জাতীয় তড়িৎ-প্রকৌশল চিকিৎসা যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ওয়ার্কশপ এর সংক্ষিপ্তরূপ কী?
উত্তরঃ NEMEMW&TC
24। চিকিৎসা বিষয়ক যন্ত্রপাতি ও যানবাহন রক্ষণাবেক্ষণ করে থাকে কারা?
উত্তরঃ NEMEMW&TC এবং TEMO
25। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষায়িত দপ্তর কোনটি?
উত্তরঃ NEMEMW&TC ও TEMO
26। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কয়টি?
উত্তরঃ ৬ টি
27। বিএমডিসি এর পূর্ণরূপ কি?
উত্তরঃ বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল
28। পিসিবি এর পূর্ণরূপ কি?
উত্তরঃ ফার্মেসী কাউন্সিল অব বাংলাদেশ
29। এসএমএফ এর পূর্ণরূপ কি?
উত্তরঃ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি
30। বিএনএমসি এর পূর্ণরূপ কি?
উত্তরঃ বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল
31। বিএইচবি এর পূর্ণরূপ কি?
উত্তরঃ বোর্ড অব হোমিওপ্যাথি, বাংলাদেশ
32। বিইউ অ্যান্ড এবি এর পূর্ণরূপ কি?
উত্তরঃ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদ, বাংলাদেশ
33। ছয়টি স্বায়ত্বশাসিত পেশাজীবী নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের মাধ্যমে ডাক্তার, নার্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও ফার্মাসিস্ট এবং বিকল্প চিকিৎসা পেশাজীবী তৈরি করা কার দায়িত্ব?
উত্তরঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের
34। চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা সেবা দক্ষতার মান নিশ্চিত করা কোন প্রতিষ্ঠানের দায়িত্ব?
উত্তরঃ বিএমডিসি
35। ডাক্তার, ডেন্টিস্ট ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের নিবন্ধনের কাজটি নিয়ন্ত্রণ করে থাকে কোন সংস্থা?
উত্তরঃ বিএমডিসি
36। চিকিৎসা বিষয়ক যে কোন অবহেলা, সঠিক সেবা না দেয়া অথবা পেশার অপব্যবহার সম্পর্কিত বিষয়গুলি দেখভাল করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা কার দায়িত্ব?
উত্তরঃ বিএমডিসির
37। নার্সিং শিক্ষা ও নার্সিং সেবা নিয়ন্ত্রণ করে কোন সংস্থা?
উত্তরঃ বিএনএমসি
38। নার্সিং ইন্সটিটিউটসমূহের অন্তর্ভুক্তিকরণ, নার্সিং ও স্বগোত্রীয় পেশাজীবীদের পরীক্ষা এবং রেজিস্টার রক্ষণাবেক্ষণ করা কোন সংস্থার দায়িত্ব?
উত্তরঃ বিএনএমসি
39। এসএমএফ এর পূর্ণরূপ কি?
উত্তরঃ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি
40। ম্যাটস এর পূর্ণরূপ কি?
উত্তরঃ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল
41। আইএইচটি এর পূর্ণরূপ কি?
উত্তরঃ ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি
42। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও ল্যাব টেকনিশিয়ানদের শিক্ষার মান বৃদ্ধি ও তাদের পরীক্ষা নেয়ার দায়িত্ব পালন করে করে কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ এসএমএফ
43। ডিপ্লোমা ফার্মাসিস্টদের (গ্রেড বি) শিক্ষার মান নিয়ন্ত্রণ, পরীক্ষা নেওয়া এবং রেজিস্ট্রেশন দেওয়ার দায়িত্ব পালন করে কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল
44। বাংলাদেশ হোমিওপ্যাথি শিক্ষা ও হোমিওপ্যাথি সেবা নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ বিএইচবি
45। বাংলাদেশ বোর্ড অব ইউনানী এন্ড আয়ুর্বেদিক সিস্টেমস্ অব মেডিসিন (বিইউএন্ডএবি) এর কাজ কি?
উত্তরঃ ইউনানী ও আয়ুর্বেদিক শিক্ষা এবং সেবা দেয়া
46। বিএইচবি এবং বিইউএন্ডএবি কত সালের আইনের আওতায় কাজ করছে?
উত্তরঃ ১৯৮২ সালের
47। দি প্রাইভেট প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস রেগুলেশন অর্ডিন্যান্স আইন কত সালে তৈরি হয়?
উত্তরঃ ১৯৮২ সালে
48। বিএমএ এর পূর্ণ রূপ কি?
উত্তরঃ বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন
49। বিপিএস এর পূর্ণরূপ কি?
উত্তরঃ বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি
50। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রান্তিক পর্যায়ের সেবাকেন্দ্র কোনটি?
উত্তরঃ কমিউনিটি ক্লিনিক
51। ওয়ার্ড পর্যায়ে একটি কমিউনিটি ক্লিনিক গড়ে কতজনকে সেবা দেয়?
উত্তরঃ প্রায় ৬০০০
52। ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গড়ে কতজনকে সেবা দিচ্ছে?
উত্তরঃ ৩০০০০ জনকে
53। উপজেলা হেলথ কমপ্লেক্স সাধারণত কোথায় অবস্থিত?
উত্তরঃ উপজেলা সদরে
54। উপজেলা হেলথ কমপ্লেক্স এর পরবর্তী পর্যায়ের স্বাস্থ্যসেবা দেয়া হয় কোথায়?
উত্তরঃ জেলা সদরের হাসপাতালে
55। সরকারি চিকিৎসা সেবার দিক দিয়ে সবার উপরে রয়েছে কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ বিশেষায়িত হাসপাতালসমূহ
56। সরকারি বিশেষায়িত হাসপাতালগুলো বেশিরভাগ কোথায় অবস্থিত?
উত্তরঃ বিভাগীয় শহরে
57। DGDA এর পূর্নরূপ কি?
উত্তরঃ ঔষধ প্রশাসন অধিদপ্তর
58। বাংলাদেশে ২০১১ সালে নগরায়ণের হার কতো ছিল?
উত্তরঃ ৩১%
59। বাংলাদেশে ২০১৩ সালে নগরায়ণের হার কতো ছিল?
উত্তরঃ ৩৩%
60। বাংলাদেশে ২০১৫ সালে নগরায়ণের হার কতো ছিল?
উত্তরঃ ৩৪%
61। ২০৫০ সাল নাগাদ নগর জনসংখ্যা কত শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবার সম্ভবনা রয়েছে?
উত্তরঃ ৫৬%
62। নগরাঞ্চলের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা বিষয়ক স্বাস্থ্যসেবা সাধারণত কয় ধরনের স্বাস্থ্য সেবাপ্রদানকারীর মাধ্যমে দেয়া হয়ে থাকে?
উত্তরঃ তিন ধরনের
63। সারাদেশে স্বাস্থ্যসেবা প্রদানের ব্যাপক নেটওয়ার্ক রয়েছে কোন সংস্থার?
উত্তরঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের
64। নগর/মহানগর পর্যায়ে মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যক্ষা হাসপাতাল ও কুষ্ঠরোগ হাসপাতাল রয়েছে কোন অধিদপ্তরের অধীনে?
উত্তরঃ স্বাস্থ্য অধিদপ্তরের
65। হৃদরোগ, চোখের সমস্যা, কিডনী রোগ ইত্যাদি বিষয়ে সেবা প্রদান করে কোন ধরনের হাসপাতাল?
উত্তরঃ বিশেষায়িত হাসপাতাল
66। স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সেক্টরের নীতিমালা তৈরি ও পূণর্গঠনের পদক্ষেপ নিয়ে থাকে কোন মন্ত্রনালয়?
উত্তরঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
67। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন কত সালে করা হয়?
উত্তরঃ ২০০৯ সালে
68। স্থানীয় সরকার (মিউনিসিপ্যালিটি) আইন কত সালে করা হয়?
উত্তরঃ ২০০৯ সালে
69। আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট-এর অধীনে মোট কয়টি সিটি কর্পোরেশনে অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে?
উত্তরঃ ১১ টি
70। আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট-এর অধীনে মোট কয়টি মিউনিসিপ্যালিটি এলাকায় অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে?
উত্তরঃ ৫টি
71। আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট-এর অধীনে মোট কয়টি প্রাথমিক স্বাস্থ্য সেবাকেন্দ্র অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে?
উত্তরঃ ১৬১ টি
72। আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট-এর অধীনে মোট কয়টি সমন্বিত প্রজনন স্বাস্থ্য সেবাকেন্দ্র আছে?
উত্তরঃ ২৪টি
73। আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট-এর অধীনে মোট কয়টি স্যাটেলাইট ক্লিনিক আছে?
উত্তরঃ ৬৪৪টি
74। আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট-এর অধীনে মোট কয়টি ভলান্টারি কাউন্সেলিং ও চিকিৎসাকেন্দ্র আছে?
উত্তরঃ ২৪টি
75। আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট-এর অধীনে মোট কয়টি প্রত্যক্ষ চিকিৎসাকেন্দ্র আছে?
উত্তরঃ ৯২টি
76। আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট-এর অধীনে মোট কয়টি প্রাথমিক চক্ষুসেবা কেন্দ্র আছে?
উত্তরঃ ২৪টি
77। বস্তিবাসী প্রাথমিক স্বাস্থ্যসেবা নেয় কোথা থেকে?
উত্তরঃ ওষুধের দোকান থেকে
78। বস্তিবাসী দ্বিতীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা নেয় কোথা থেকে?
উত্তরঃ প্রাইভেট হাসপাতাল/ক্লিনিকে
79। অত্যাবশ্যকীয় সার্ভিস প্যাকেজ (ইএসপি) কয়টি?
উত্তরঃ ৬টি
80। COPD এর পূর্ণরূপ কি?
উত্তরঃ ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ
81। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ/মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস শেষ করেছে?
উত্তরঃ ২০১৫ সালে
82। ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ) টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি-এর জন্য কতটি লক্ষ্য গ্রহণ করে?
উত্তরঃ ১৭টি
83। বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টর/ফার্মেসী সেক্টরে নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি?
উত্তরঃ ঔষধ প্রশাসন অধিদপ্তর
84। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কোন দপ্তর দেশের ওষুধ নিয়ন্ত্রণ করে?
উত্তরঃ ঔষধ প্রশাসন অধিদপ্তর
85। আয়ুর্বেদিক, ইউনানী, ভেষজ ও হোমিওপ্যাথিক ব্যবস্থার ওষুধসহ সব ধরনের ওষুধ ও চিকিৎসা বিষয়ক যন্ত্রের আমদানি; কাচামাল ও মোড়কীকরণের উপকরণসমূহ কেনা; সম্পূর্ণ তৈরি ওষুধের উৎপাদন; আমদানি, রপ্তানী, বিক্রয়, দাম নির্ধারণ ইত্যাদি নিয়ন্ত্রণ করে কোন অধিদপ্তর?
উত্তরঃ ঔষধ প্রশাসন অধিদপ্তর
86। বর্তমানে দেশে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অধীনে কয়টি জেলা অফিস আছে?
উত্তরঃ ৫৫টি
87। ঔষধ প্রশাসন অধিদপ্তরের সকল অফিসার কি হিসাবে তাদের দায়িত্ব পালন করে?
উত্তরঃ ড্রাগ ইন্সপেক্টর
88। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে কোনটি স্বায়ত্বশাসিত সংস্থা?
উত্তরঃ বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল
89। কোন কাউন্সিল সব ধরনের ফার্মাসিস্টদের (গ্রেড এ, গ্রেড বি ও গ্রেড সি) রেজিস্ট্রেশন দিয়ে থাকে?
উত্তরঃ বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল
90। ফার্মেসী শিক্ষা ও পেশার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কে?
উত্তরঃ বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল
91। ফার্মেসী কাউন্সিলের মূল উদ্দেশ্য কী?
উত্তরঃ ফার্মেসী প্র্যাকটিসকে নিয়ন্ত্রণ করা
92। দেশে কত ভাগ ওষুধ উৎপাদন করা হয়?
উত্তরঃ ৯৫-৯৮%
93। দেশে কত ভাগ ওষুধ আমদানি করা হয়?
উত্তরঃ ২-৫%
94। সিএমএসডি এর পূর্ণরূপ কী?
উত্তরঃ সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপো
95। স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে সকল ধরনের ওষুধ, চিকিৎসা বিষয়ক ও অন্যান্য যন্ত্রপাতি এবং বিভিন্ন জিনিস ক্রয় করা, গ্রহণ করা, স্টোর ও বন্টন করার মূল দায়িত্ব পালন করে কে?
উত্তরঃ সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপো
96। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিকেলকলেজ ও হাসপাতাল এবং অন্যান্যদের এবং দুর্যোগ ও জরুরী অবস্থায় কে সহায়তা দিয়ে থাকে?
উত্তরঃ সিএমএসডি
97। সিএমএসডির মাধ্যমে ওষুধ ক্রয় ও বন্টন হয়ে থাকে কীভাবে?
উত্তরঃ সরকারিভাবে
98। সরকারিভাবে কয়ধরনের ওষুধ বন্টন লক্ষ্য করা যায়?
উত্তরঃ 2 ধরনের
99। প্রাইভেট সেক্টরে সারা দেশে ওষুধ বন্টনের জন্য কয়টি পদ্ধতি মেনে চলা হয়?
উত্তরঃ ৩টি
100। উৎপাদকের কাছ থেকে হাসপাতাল ও খুচরা ওষুধের বাজারে সরাসরি বন্টন কোন সেক্টরে হয়ে থাকে?
উত্তরঃ প্রাইভেট সেক্টরে
101। উৎপাদকের কাছ থেকে পাইকারী ও খুচরা বিক্রেতার কাছে বা হাসপাতালে সরাসরি বন্টন করা কোন সেক্টরে হয়ে থাকে?
উত্তরঃ প্রাইভেট সেক্টরে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top