Exam-100 1. বিশ্ব স্বাস্থ্য সংস্থার আয়োজনে ওষুধের যৌক্তিক ব্যবহারের ওপর কত সালে নাইরোবিতে আন্তর্জাতিক সম্মেলন হয়? (ক) ১৯৮৫ (খ) ১৯৯০ (গ) ১৯৯৫ (ঘ) ২০০০ 2. নিরাপদ ও সস্তা চিকিৎসা পদ্ধতি হিসাবে আবির্ভাব হয় কোন চিকিৎসা পদ্ধতির? (ক) আয়ুর্বেদ (খ) হোমিওপ্যাথি (গ) মঘা (ঘ) ইউনানি 3. কোন ধরনের ওষুধ বিক্রয়ের তথ্য ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত রেজিস্টারে লিখে রাখতে হবে? (ক) OTC (খ) ORS (গ) Antibiotic (ঘ) Antihistamine 4. তিক্ত ও বিস্বাদ ওষুধকে সুমিষ্ট, সুস্বাদু ও সুগন্ধময় করার উপায় হিসাবে সিরাপ আবিষ্কার করেন কে? (ক) হিপোক্রাটিস (খ) গ্যালেন (গ) আল রাজী (ঘ) ইবনে সিনা 5. আয়ুর্বেদ শাস্ত্রের উৎপত্তি কোন বই থেকে? (ক) ঋগবেদ (খ) যজুরবেদ (গ) সামবেদ (ঘ) আথর্ববেদ 6. বাংলাদেশে ২০১১ সালে নগরায়ণের হার কতো ছিল? (ক) ২৬% (খ) ২৭% (গ) ৩১% (ঘ) ৩৪% 7. জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিসমূহকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? (ক) দুইভাগে (খ) তিনভাগে (গ) চারভাগে (ঘ) পাঁচভাগে 8. মূত্রতন্ত্রের সংক্রমন, সামান্য পলিমাইক্রোবিয়াল সংক্রমন, যেমন- সেলুলাইটিস, সফট টিস্যু এবসেস, অটাইটিস মিডিয়া, সাইনোসাইটিস ইত্যাদির জন্য কোন ওষুধটি ব্যবহৃত হয়? (ক) সিপ্রোফ্লক্সাসিন (খ) সেফ্রাডক্সিল (গ) সেফ্রাডিন (ঘ) সেফাডিল 9. দুধ পান করার কয় ঘণ্টা পরে সিপ্রোফ্লোক্সাসিন সেবন করা উচিত? (ক) ১ ঘণ্টা (খ) ২ ঘণ্টা (গ) ৩ ঘণ্টা (ঘ) ৪ ঘণ্টা 10. মানুষের হাতে কয়টি পেশী রয়েছে? (ক) ১০টি (খ) ৩০টি (গ) ৫০টি (ঘ) ৬০ টিরও বেশি 11. ৫-১০ বছরের শিশুদের জন্য এমব্রোক্সল এর সঠিক ডোজেস ফর্ম কোনটি? (ক) ২ মিলি দিনে ২-৩ বার (খ) ৩ মিলি দিনে ২-৩ বার (গ) ৪ মিলি দিনে ২-৩ বার (ঘ) ৫ মিলি দিনে ২-৩ বার 12. জন্মনিয়ন্ত্রণ পিলের ২৮টির প্যাকেটে আয়রন জাতীয় ট্যাবলেটের রঙ কি ধরনের হয়ে থাকে? (ক) বাদামি (খ) নীল (গ) সাদা (ঘ) খয়েরি 13. দ্যা বেঙ্গল ড্রাগ রুলস, ১৯৪৬ এর পার্ট কত তে ওষুধ বিক্রয় সম্পর্কে বর্ণনা করা হয়েছে? (ক) পার্ট-১ (খ) পার্ট-২ (গ) পার্ট-৩ (ঘ) পার্ট-৪ 14. ইউরোপ মহাদেশের বিজ্ঞানীরা ‘ফাদার অব মেডিসিন’ নামে অভিহিত করেন কাকে? (ক) চরক (খ) তুতমকমেনেবী (গ) হিপোক্রাটিস (ঘ) শুশ্রুত 15. ভাইরাস দেখার জন্য কোন ধরনের অণুবীক্ষণ যন্ত্রের দরকার হয়? (ক) কম্পাউন্ড মাইক্রোস্কোপের (খ) ফ্লুওরেসেন্ট মাইক্রোস্কোপের (গ) ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের (ঘ) লাইট মাইক্রোস্কোপের 16. গ্রিক ও আরব বিজ্ঞানীবৃন্দ এবং ভারতের চরক ও শুশ্রুত দ্বারা প্রভাবিত হয়েছিলেন কে? (ক) আল রাজী (খ) চরক (গ) ইবনে সিনা (ঘ) মোহনলাল সরকার 17. ছত্রাক একধরনের…….। (ক) পরজীবী (খ) প্রাণী (গ) ব্যাকটেরিয়া (ঘ) প্লাজমা 18. COPD এর পূর্ণরূপ কি? (ক) ক্রনিক অ্যামিউটফারসিস ডিজিজ (খ) ক্রনিক অবস্ট্রাক্টিভ অ্যামিউটফারসিস ডিজিজ (গ) ক্রনিক অবস্ট্রাক্টিভ অস্থমা অ্যামিউটফারসিস ডিজিজ (ঘ) ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ 19. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কয় ভাগে বিভক্ত? (ক) দুই ভাগে (খ) তিন ভাগে (গ) চার ভাগে (ঘ) পাঁচ ভাগে 20. নিচের কোনটি বিটা ২ এড্রেনোরিসেপটর কার্যক্রমে সহায়তাকারী ওষুধ? (ক) প্যারাসিটামল (খ) ক্রোপিডোগ্রেল (গ) সালবিউটামল (ঘ) সালফিউরিক এসিজ 21. চীনের কৃষির জনক বলা হয় কাকে? (ক) শেন নাং (খ) তুতমকমেনেবী (গ) হ্যাটশেপসুত (ঘ) কিজিয়াক 22. COPD এর পূর্ণরূপ কি? (ক) ক্রনিক অবসট্রাকটিভ পালমিউনারি ডিজিজ (খ) ক্রনিক অবসট্রাকটিভ পালমারী ডিজিজ (গ) ক্রনিক অবসট্রাকটিভ পালফিউরিক ডিজিজ (ঘ) ক্রনিক অবসট্রাকটিভ পালমোনারী ডিজিজ 23. স্বাস্থ্য অধিদপ্তর (DGHS) ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর (DGFP) কোন মন্ত্রনালয়ের অধীন? (ক) মামলা ও বিচার মন্ত্রণালয়ের (খ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অধিনায়কের (গ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (ঘ) বাংলাদেশ সংসদের 24. ডিপ্লোমা ফার্মাসিস্টদের (গ্রেড বি) শিক্ষার মান নিয়ন্ত্রণ, পরীক্ষা নেওয়া এবং রেজিস্ট্রেশন দেওয়ার দায়িত্ব পালন করে কোন প্রতিষ্ঠান? (ক) বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল (খ) বিএইচবি (গ) বিইউএন্ডএবি (ঘ) বাংলাদেশ হোমিওপ্যাথি শিক্ষা ও হোমিওপ্যাথি সেবা নিয়ন্ত্রণ 25. ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমকে আবদ্ধ করে যে জড় প্রাচীর থাকে তাকে কি বলে? (ক) কোষ প্রাচীর (খ) প্লাজমা ঝিল্পী (গ) সাইটোপ্লাজম (ঘ) ক্যাপসুল 26. কে চিকিৎসকদের নৈতিকতার ওপর খুব জোর দিতেন? (ক) হিপোক্রাটিস (খ) গ্যালেন (গ) ডিওসকোরাইডিস (ঘ) চরক 27. নিচের কোন ওষুধটি কোষ্ঠকাঠিন্য তৈরি করে? (ক) বিউডেসোনাইড (খ) ব্রোমহেক্সিন (গ) বিটলটেরল (ঘ) কোডিন 28. ট্রাইকোমনাস্ ভ্যাজিনালিস্ এর কারণে কোন রোগটি হয়ে থাকে? (ক) জিয়ারডিয়াসিস্ (খ) ভলভো ভেজিনাইটিস্ (গ) প্লাসমোডিয়াম ম্যালেরিয়া (ঘ) লিশমেনিয়া 29. সাধারণত শরীরের কোথায় হাড় ডিসলোকেশন হয়ে থাকে? (ক) কাঁধ (খ) গোড়ালী (গ) কোমরে (ঘ) সবগুলো 30. চারকোল+যে কোন ওষুধ মুখে খেলে যদি একই সময়ে সেবন করা হয় তবে– (ক) ওষুধটি দুর্বল হয়ে যায় (খ) ওষুধটি সমৃদ্ধ হয়ে যায় (গ) চারকোলের প্রতিক্রিয়া বেড়ে যায় (ঘ) ওষুধটি সার্কুলেশন বাধা দেয় 31. ‘মেডিকেশন এরর’-কে সাধারণত কয় ভাগে ভাগ করা যেতে পারে? (ক) ৩ (খ) ৪ (গ) ৫ (ঘ) ৬ 32. মলমকে উন্নত করেনকে? (ক) হিপোক্রাটিস (খ) গ্যালেন (গ) আল-কেমিপ্রথম (ঘ) ইমালশান 33. এসকরবিক এসিড ট্যাবলেটে কত মি.গ্রা. সোডিয়াম এসকরবেট থাকে? (ক) ১৬৬.৭৫ মি.গ্রা. (খ) ১৬৭.৭৫ মি.গ্রা. (গ) ১৬৮.৭৫ মি.গ্রা. (ঘ) ১৬৯.৭৫ মি.গ্রা. 34. প্রকৃত পক্ষে একটি শিশুর জন্মদিন কখন? (ক) যৌন মিলনের পর বীর্যপাতের সময় (খ) যখন মাতৃগর্ভে এলো (গ) যখন ভ্রুণে প্রবেশ করে (ঘ) যখন সুষ্ঠুভাবে জন্মগ্রহণ করে 35. উৎপাদকের কাছ থেকে হাসপাতাল ও খুচরা ঔষধের বাজারে সরাসরি বন্টন কোন সেক্টরে হয়ে থাকে? (ক) প্রাইভেট সেক্টরে (খ) সরকারি সেক্টরে (গ) বেসরকারি সেক্টরে (ঘ) সার্ভিস সেক্টরে 36. আমাদের দেশে ইথিনাইল ইস্ট্রাডায়োল ৫০ মাইক্রোগ্রাম এর সাথে লেভোনরজেস্ট্রেল কত মাইক্রোগ্রাম পরিমানে থাকে? (ক) ১৫০ মাইক্রোগ্রাম (খ) ২৫০ মাইক্রোগ্রাম (গ) ৩০০ মাইক্রোগ্রাম (ঘ) ৩৫০ মাইক্রোগ্রাম 37. ইবনে সিনা হাতের বদলে স্বাস্থ্যসম্মতভাবে বটিকা তৈরির জন্য কাঠের ছাঁচ তৈরি করেন, পরবর্তীতে যার অনুকরণে কী আবিষ্কৃত হয়? (ক) বটিকা (খ) অস্পষ্ট ছাঁচের বটিকা (গ) ট্যাবলেট মেশিন (ঘ) চিনি মেশিন 38. কোন টিকা প্রথম ডোজে কোন রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে না? (ক) টিটি-১ (খ) টিটি-২ (গ) টিটি-৩ (ঘ) টিটি-৪ 39. কতবছর আগে ইউনানি চিকিৎসা পদ্ধতি মধ্যপ্রাচ্যে আসে? (ক) ১০০০ বছর (খ) ২০০০ বছর (গ) 3000 বছর (ঘ) 4000 বছর 40. শরীরের যে কোন হাড়ই ভাঙ্গতে পারে কিন্তু ___ হাড়ভাঙ্গার ক্ষেত্রে ভাঙ্গা হাড় ত্বকভেদ করে বের হয়ে আসে না। (ক) সাধারণ (খ) জটিল (গ) উন্মুক্ত (ঘ) ভাঙ্গা 41. গ্যালেন কোথায় জন্মগ্রহন করেন? (ক) গ্রিসে (খ) রোমে (গ) মিশরে (ঘ) ভারতে 42. আমাদের দৈনন্দিন খাদ্যের বিভিন্ন উপাদানের মধ্যে কোনটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে? (ক) আমিষ (খ) শর্করা (গ) স্নেহ (ঘ) ভিটামিন 43. সর্বপ্রথম গুটি বসন্ত ও হামের চিকিৎসা শুরু করেন কে? (ক) হিপোক্রাটিস (খ) গ্যালেন (গ) আল রাজী (ঘ) ইবনে সিনা 44. খাদ্যবস্তুর মধ্যে ______ পদার্থ সবচেয়ে বেশি তাপ ও শক্তি সরবরাহ করে। (ক) আমিষ (খ) শর্করা (গ) স্নেহজাতীয় (ঘ) ভিটামিন 45. সরকারি বিশেষায়িত হাসপাতালগুলো বেশিরভাগ কোথায় অবস্থিত? (ক) বিভাগীয় শহরে (খ) উপজেলা সদরে (গ) গ্রামে (ঘ) বিভাগীয় প্রতিষ্ঠানে 46. কোন ধরনের ওষুধের জন্য চিকিৎসক আলাদা নির্ধারিত ব্যবস্থাপত্র ব্যবহার করবেন? (ক) মাদক ওষুধ (খ) Prescription only medicine (গ) তরল (ঘ) হোমিওপ্যাথিক 47. ডাবল সায়ানাইড গজে কত শতাংশ মার্কারি সায়ানাইড থাকে? (ক) ০.৫-১.৫% (খ) ১.০-১.৫% (গ) ১.৫-২.০% (ঘ) ২.০-২.৫% 48. ৭০ কেজি ওজনের মানুষের শরীরে কত কেজি পানি থাকে? (ক) ৪১ কেজি (খ) ৪২ কেজি (গ) ৪৩ কেজি (ঘ) ৪৪ কেজি 49. এবারস্ প্যাপিরাসে কয় ধরনের ওষুধের বর্ণনা আছে? (ক) ৫০০টি (খ) ৭০০টি (গ) ১০০০টি (ঘ) ১৫০০টি 50. নিচের কোনটি অত্যন্ত বিশুদ্ধ এবং সুনির্দিষ্ট রোগের ওপর কাজ করে? (ক) আয়ুর্বেদ (খ) হোমিওপ্যাথি (গ) এলোপ্যাথি (ঘ) প্রাকৃতিক চিকিৎসা 51. ইউনিসেফ মূলত কাদের নিয়ে কাজ করে? (ক) শিশুদের (খ) বৃদ্ধদের (গ) যুবকদের (ঘ) মায়েদের 52. আমাদের দেশে সবচেয়ে বেশি অপপ্রচার করা হয় কোন রোগটি নিয়ে? (ক) ম্যালেরিয়া (খ) কোভিড-১৯ (গ) ডেঙ্গু (ঘ) যৌন রোগ 53. পেরিফেরাল নিউরোপ্যাথী কিসের রোগ? (ক) অন্ত্রের (খ) স্নায়ুর (গ) পেশীর (ঘ) দাঁতের মাড়ির 54. গাছগাছড়ার মূল ওষুধি উপাদানটিকে সনাক্ত করে সেটি দিয়ে ওষুধ তৈরি করা হয় কোন চিকিৎসা ব্যবস্থায়? (ক) আয়ুর্বেদ (খ) হোমিওপ্যাথি (গ) এলোপ্যাথি (ঘ) ইউনানি 55. WHO কী? (ক) বিশ্ব ওষুধ সংস্থা (খ) বিশ্ব শান্তি সংস্থা (গ) বিশ্ব ফার্মেসি সংস্থা (ঘ) বিশ্ব স্বাস্থ্য সংস্থা 56. বিশ্বব্যাপী সবচেয়ে সমাদৃত ও ব্যবহৃত জন্মবিরতিকরণ পদ্ধতি কোনটি? (ক) নরপ্ল্যান্ট (খ) ইনজেকশন (গ) পিল (ঘ) কনডম 57. কোন ফুল আমাদের মনকে প্রফুল্ল করে? (ক) বেলি (খ) বাকুল (গ) গোলাপ (ঘ) চন্দ্রমল্লিকা 58. স্কেলেটাল মাংসপেশীর দুর্বলতার লক্ষণ কোনটি? (ক) মৃদু পা কাঁপা (খ) মৃদু হাত কাঁপা (গ) উভয়ই (ঘ) কোনটিই নয় 59. কোন ধরনের ফ্র্যাকচারের ক্ষেত্রে ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের ঝুঁকি বেশি থাকে? (ক) সাধারণ (খ) জটিল (গ) উন্মুক্ত (ঘ) ভাঙ্গা 60. রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে কোনটি? (ক) আমিষ (খ) শর্করা (গ) স্নেহ (ঘ) ভিটামিন 61. বিজ্ঞানসম্মত ও স্বাস্থ্যসম্মতভাবে যেসব সহায়কদ্রব্য ক্ষত সারাতে ও ক্ষতকে বাইরের আঘাত হতে রক্ষা করতে ব্যবহৃত হয় তাই হলো___। (ক) এন্টিবায়োটিক (খ) প্রোটিন (গ) সবায়োটেন (ঘ) সার্জিক্যাল ড্রেসিং 62. যকৃতের জন্য ক্ষতিকর ওষুধ কোনটি? (ক) এসিটামিনোফেন (খ) এমিওডারোন (গ) মেথোট্রিকসে (ঘ) সবগুলো 63. ইউনানি পদ্ধতিতে রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা করা হতো……। (ক) রোগীর নাড়ির গতি (খ) মল-মূত্র (গ) উভয়ই (ঘ) কোনটিই নয় 64. দেহ গঠনের এবং কার্যকারিতার একককে কি বলে? (ক) কোষ (খ) প্রজননতন্ত্র (গ) কংকালতন্ত্র (ঘ) পেশীতন্ত্র 65. নড়াচড়া ও চলনে সহায়তা করা কোন তন্ত্রের কাজ? (ক) প্রজননতন্ত্র (খ) কংকালতন্ত্র (গ) অন্তক্ষরাগ্রন্থি তন্ত্র (ঘ) পেশীতন্ত্র 66. হরমোনজাতীয় ট্যাবলেট বা বড়ি, জন্মবিরতিকরণ ইনজেকশন, নরপ্ল্যান্ট, আই. ইউ. ডি, কনডম ইত্যাদি কোন ধরনের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি? (ক) স্থায়ী (খ) অস্থায়ী (গ) উভয়ই (ঘ) কোনটিই নয় 67. ড্রাগ সাধারণত কয়টি উৎস হতে প্রাপ্ত? (ক) দুটি (খ) তিনটি (গ) চারটি (ঘ) পাঁচটি 68. নিচের কোনটি জরায়ুতে স্থাপন করতে হয়? (ক) ভেসেক্টমি (খ) COPD (গ) ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসেস্ (ঘ) খ ও গ 69. তৈরি খাবার স্যালাইন দ্রবণ কত ঘন্টার মধ্যে শেষ করতে হবে? (ক) ৬ ঘন্টা (খ) ৯ ঘন্টা (গ) ১২ ঘন্টা (ঘ) ২৪ ঘন্টা 70. দরিদ্র দেশগুলিকে সুবিধাজনক শর্তে স্বাস্থ্যশিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক উন্নয়নের জন্য ঋণ প্রদান করে থাকে কোন সংস্থা? (ক) বিশ্ব ব্যাংক (খ) ইউনিসেফ (গ) ইউএনএফপি (ঘ) ইউএনডিপি 71. এমএসএইচ এর পূর্ণরূপ কি? (ক) ম্যানেজমেন্ট সায়েন্টিস্ট ফর হেলথ (খ) ম্যানেজমেন্ট সায়েন্সেস অব হেলথ (গ) ম্যানেজমেন্ট সায়েন্সেস ফর হিউম্যানটি (ঘ) ম্যানেজমেন্ট সায়েন্সেস ফর হেলথ 72. ____ হলো তুলার ফেব্রিক দ্বারা তৈরি ওষুধযুক্ত বা ওষুধবিহীন কাপড় বিশেষ। (ক) ওল (খ) প্লাস্টার (গ) লিন্ট (ঘ) প্যাচ 73. ইমহোটেপ এর জন্মস্থান কোথায়? (ক) মিশরে (খ) ভারতে (গ) গ্রীসে (ঘ) চীনে 74. প্রথম জেনারেশনের মানসিক সমস্যার ওষুধসমূহ সেবনের ফলে কোন সমস্যাটি দেখা দিতে পারে? (ক) ডিপ্রেশন (খ) গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা (গ) হাইপারটেনশন (ঘ) পারকিনসনিজম 75. ক্যালসিয়াম এবং ভিটামিন-ডি (কোলেক্যালসিফেরোল) এর সমন্বয়ে কোন ট্যাবলেট তৈরি হয়? (ক) কার্বো ডি (খ) ক্যালসিয়াম ট্যাবলেট (গ) কোলেক্যাসিফেরল (ঘ) ক্যালসিয়াম-ডি 76. ড্রাগসের দোকান সাময়িকভাবে বন্ধ করে দিতে পারেন কে? (ক) ঔষধ প্রশাসন অধিদপ্তর (খ) জেলা ম্যাজিস্ট্রেট (গ) জেলা পুলিশ সুপার (ঘ) ওসি 77. জেন্টামাইসিন, টেট্রাসাইক্লিন, ক্লটরিমাজল, কিটোকোনাজল, ফুকোনাজল, নিস্ট্যাটিন, ইকোনাজল, ব্যাট্র্যিাসিন, মিউপিরোসিন ইত্যাদি ওষুধগুলো কোন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? (ক) যৌনরোগ (খ) গনোরিয়া (গ) কানের ইনফেকশন (ঘ) চর্মরোগ 78. মীনা কার্টুন কোন সংস্থার দ্বারা পরিচালিত হয়? (ক) ইউএনএফপি (খ) ইউনিসেফ (গ) ইউএনডিপি (ঘ) WHO 79. ত্বকে কোন ক্ষত না থাকলে আঘাতের স্থানে ব্যথা কমানোর জন্য কি ব্যবহার করা হয়? (ক) এন্টিবায়োটিক (খ) ব্যাথানাশক (গ) হাইড্রোজেন পার অক্সাইড (ঘ) ভায়োডিন 80. স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলির মধ্যে বিশ্বব্যাংক মূলত কোন রোগটি নিয়ে বেশি মনোযোগী? (ক) এইডস্ (খ) যক্ষা (গ) বসন্ত (ঘ) ডেঙ্গু 81. অ্যাথেরোস্ক্লেরোসিস কোন ধরনের রোগ? (ক) যকৃতের (খ) রক্তনালীর (গ) ফুসফুসের (ঘ) যৌনাঙ্গের 82. নিচের কোনটিতে এলুমিনিয়ম ও ম্যাগনেসিয়াম আছে? (ক) রেনিটিডিন (খ) এন্টাসিড (গ) অলভেরাইন (ঘ) সালফাস্যালাজিন 83. সরকারি হোমিওপ্যাথিক ডিগ্রি কলেজে কতটি শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে? (ক) ১০ শয্যা (খ) ২০ শয্যা (গ) ৫০ শয্যা (ঘ) ১০০ শয্যা 84. খাদ্যের উপাদান কয়টি? (ক) ৪ টি (খ) ৫ টি (গ) ৬ টি (ঘ) ৭ টি 85. আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট-এর অধীনে মোট কয়টি স্যাটেলাইট ক্লিনিক আছে? (ক) ৪১২ টি (খ) ৫২১ টি (গ) ৬৪৪ টি (ঘ) ৭২৩ টি 86. কলিজা, দুধ,মাংস, গাঢ় সবুজ রঙের শাকসব্জি,শস্যদানা, পেস্তা, পাউরুটি, মাশরুম (ব্যাঙের ছাতা) ইত্যাদি কোন ভিটামিনের উৎস? (ক) ভিটামিন বি-১ (খ) ভিটামিন বি-২ (গ) ভিটামিন বি-৩ (ঘ) ভিটামিন বি-৪ 87. ওষুধ অধ্যাদেশ-১৯৮২ এর কততম ধারায় বলা হয়েছে “যে ব্যক্তি অনিবন্ধিত বা ভেজাল মিশ্রিত কোন ওষুধ উৎপাদন,আমদানি, বন্টন ও বিক্রয় করবে, সে শাস্তি হিসাবে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে যা ১০ বছর পর্যন্ত প্রলম্বিত হতে পারে বা ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় শাস্তি পেতে পারে।”? (ক) ১৫তম (খ) ১৬তম (গ) ১৭তম (ঘ) ১৮তম 88. কনডমের পিচ্ছিলকারক পদার্থকে কি বলে? (ক) লুব্রিকেন্ট (খ) ল্যাটেক্স (গ) পলিমার (ঘ) ফাইবার 89. ওষুধ অধ্যাদেশ-১৯৮২ এর কততম ধারায় বলা হয়েছে “অবৈধভাবে ওষুধ আমদানির শাস্তি হিসাবে ব্যক্তি সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে যা ৩ বছর পর্যন্ত প্রলম্বিত হতে পারে বা ৫০,০০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় শাস্তি পেতে পারে।”? (ক) ১৮তম (খ) ১৯তম (গ) ২০তম (ঘ) ২১তম 90. কে বানর ও শুকরের দেহ ব্যবচ্ছেদ করেন এবং ধারণা করেন যে এদের সাথে মানবদেহের অনেক মিল রয়েছে? (ক) গ্যালেন (খ) হিপোক্রাটিস (গ) ডিওসকোরাইডিস (ঘ) শ্যান 91. সার্জিক্যাল প্রোফাইলেক্সিস, লাইম ডিজিজ, গনোরিয়া ও কমিউনিটি একুয়ার্ড নিউমোনিয়া ইত্যাদি রোগে কোন ওষুধটি ব্যবহৃত হয়? (ক) সেফ্রাডিন (খ) সেফুরোক্সিম (গ) সেফপ্রোজিল (ঘ) সেফাক্লর 92. পিকর্নো ভাইরাস এর সংক্রমণের ফলে কোন রোগ দেখা দেয়? (ক) ইনফ্লুয়েঞ্জা (খ) কলেরা (গ) ডেঙ্গু (ঘ) পলিওমাইলেটিস 93. অস্থি ও দাঁতের কাঠামো গঠনে সাহায্য করে কোন ভিটামিন? (ক) ভিটামিন এ (খ) ভিটামিন বি (গ) ভিটামিন সি (ঘ) ভিটামিন ডি 94. সুস্থ-স্বাভাবিক জীবন ধারণের জন্য যে সমস্ত খাদ্য বা পুষ্টি উপাদান যে পরিমাণে সব সময় শরীরের জন্য প্রয়োজন তার সবকটি বা কোন একটি উপাদানের ঘাটতি হলে শারীরিক যে বৈকল্য বা অসুস্থতা দেখা দেয় তাকে ______ বলে । (ক) অসুস্থতা (খ) পুষ্টিহীনতা (গ) রক্তশূন্যতা (ঘ) কোনটিই নয় 95. সাধারণত ক্ষত সেরে যাওয়ার কোন ধরনের সুচারস সরিয়ে ফেলা হয়? (ক) স্যারিক্যাল সুচারস (খ) এমিস সুচারস (গ) ক্যাটগাট সুচারস্ (ঘ) অশোষণযোগ্য সুচারস 96. বাংলাদেশে ফার্মেসী প্র্যাকটিস নিয়ন্ত্রণের জন্য ফার্মেসী কাউন্সিল গঠন করার কথা বলা হয়েছে কোন আইনে? (ক) বিষ আইন,১৯৫২ (খ) বিশেষ ক্ষমতা আইন,১৯৭৪ (গ) মোবাইল কোর্ট আইন,২০০৯ (ঘ) ফার্মেসী অধ্যাদেশ আইন, ১৯৭৬, ২০১৩ 97. আয়ু্বেদ শিক্ষার জন্য কোন ডিগ্রি দেওয়া হয়? (ক) মাস্টার অব আয়ুর্বেদীক মেডিসিন এন্ড সার্জারি (খ) ডক্টর অব আয়ুর্বেদীক মেডিসিন এন্ড সার্জারি (গ) ব্যাচেলর অব আয়ুর্বেদীক মেডিসিন এন্ড সার্জারি (ঘ) ফেলো অব আয়ুর্বেদীক মেডিসিন এন্ড সার্জারি 98. বাংলাদেশে কতটি হোমিওপ্যাথিক ডিপ্লোমা কলেজ রয়েছে? (ক) ২৫টি (খ) ৩০টি (গ) ৩৫টি (ঘ) ৩৮টি 99. হতাশা কমানোর ওষুধ কোনটি? (ক) ডায়াজিপাম (খ) মিডাজোলাম (গ) ট্রায়াজোলাম (ঘ) সবগুলো 100. কোন শ্রেণির মানুষ ওষুধের বিরূপ প্রতিক্রিয়ার ঝুঁকিতে আছেন? (ক) যারা একই সাথে অনেকগুলো ওষুধ সেবন করেন (খ) যারা নতুন আবিষ্কৃত ওষুধ সেবন করছেন (গ) গর্ভবতী মা (ঘ) সবাই Loading …