Exam-100 1. চা-কফির ক্যাফেইন কি? (ক) মাদক (খ) স্টেরয়েড (গ) ড্রাগ (ঘ) প্রোটিন 2. মাইগ্রেন-এ ব্যবহৃত ওষুধ কোনটি? (ক) মেটোক্লোরপ্রামাইড (খ) ফেনোথায়াজিন (গ) উভয়ই (ঘ) কোনটিই নয় 3. পুষ্টিহীনতার সবচেয়ে বড় শিকার হয়ে থাকে কারা? (ক) দরিদ্ররা (খ) শিশুরা (গ) উভয়ই (ঘ) কোনটিই নয় 4. গ্রিক ও আরব বিজ্ঞানীবৃন্দ এবং ভারতের চরক ও শুশ্রুত দ্বারা প্রভাবিত হয়েছিলেন কে? (ক) আল রাজী (খ) চরক (গ) ইবনে সিনা (ঘ) মোহনলাল সরকার 5. সালবিউটামল ট্যাবলেট সেবনের ক্ষেত্রে ১২ বছর বয়স থেকে বৃদ্ধ পর্যন্ত সঠিক ডোজেস ফর্ম কোনটি? (ক) ০.৫ – ১ টি ট্যাবলেট ৩-৪ বার (খ) ১ – ২ টি ট্যাবলেট ৩-৪ বার (গ) ১.৫ – ২ টি ট্যাবলেট ৩-৪ বার (ঘ) ২ – ৩ টি ট্যাবলেট ৩-৪ বার 6. ক্লোসট্রিডিয়া ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয়? (ক) গনোরিয়া (খ) গ্যাস গ্যাংগ্রিন (গ) ম্যানিনজাইটিস (ঘ) নিউমোনিয়া 7. ভারী এবং বড় সাইজের পণ্য কোন তাকে রাখতে হবে? (ক) উপরের তাকে (খ) মাঝের তাকে (গ) নিচের তাকে (ঘ) পাশের তাকে 8. মডেল ফার্মেসীর উচ্চতা কমপক্ষে কত ফুট হতে হবে? (ক) ৫ ফুট (খ) ৬ ফুট (গ) ৭ ফুট (ঘ) ৮ ফুট 9. আয়ুর্বেদীয় চিকিৎসা পদ্ধতির ইতিহাস কত হাজার বছরের পুরনো? (ক) প্রায় ৫,০০০ বছর (খ) প্রায় ১০,০০০ বছর (গ) প্রায় ২,০০০ বছর (ঘ) প্রায় ২৫,০০০ বছর 10. এমপিসিলিন (৫০০ মি.গ্রা.) কতদিন খেতে হবে? (ক) ১ দিন (খ) ৩দিন (গ) ৫দিন (ঘ) ৭ দিন 11. _ হলো আঠাযুক্ত তুলার ফেব্রিক । (ক) এমিস সুচারস (খ) ক্যাটগাট সুচারস্ (গ) প্লাস্টার (ঘ) প্যাচ 12. সাধারণভাবে বিশ্বব্যাপী কয়টি রোগকে পুষ্টিহীনতার কারণ হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে? (ক) ৪টি (খ) ৫টি (গ) ৬ টি (ঘ) ৭ টি 13. আন্তর্জাতিক স্বাস্থ্যতত্ত্ব বিষয়ক কর্মশালা নিয়ন্ত্রণ করে কোন সংস্থা? (ক) ইউনিসেফ (খ) ইউএনএফপি (গ) ইউএনডিপি (ঘ) WHO 14. সাধারণত বিভিন্ন রাসায়নিক উপাদান দিয়ে কোন ধরনের ওষুধ তৈরি করা হয়? (ক) আয়ুর্বেদ (খ) হোমিওপ্যাথি (গ) এলোপ্যাথি (ঘ) প্রাকৃতিক চিকিৎসা 15. _______ সিস্টেমের ওষুধ প্রজনন অঙ্গ ও মূত্রতন্ত্রের সমস্যাসমূহ চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। (ক) লোপেরামাইড হাইড্রোক্লোরাইড (খ) ড্রোটাভেরিন হাইড্রোক্লোরাইড (গ) নিটাজোক্সানাইড (ঘ) জেনিটোইউরিনারি 16. সাইনোসাইটিস, অটাইটিস মিডিয়া, চামড়া ও সফট টিস্যু সংক্রমনের জন্য কোন ওষুধটি সেবন করতে হয়? (ক) সেফ্রাডিন (খ) সেফুরোক্সিম (গ) সেফিক্সিম (ঘ) সেফপ্রোজিল 17. রাজ-রোষের শিকার হয়ে অকালে প্রাণ দিতে হয় কাকে? (ক) গ্যালেন (খ) হিপোক্রাটিস (গ) শুশ্রুত (ঘ) ইবনে সিনা 18. লবন, ফসফরাস, আয়োডিন, কপার, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম ইত্যাদি কোন ধরনের খাদ্য উপাদান? (ক) জৈব (খ) অজৈব (গ) উভয়ই (ঘ) কোনটিই নয় 19. কিডনী, মূত্রথলি ও মূত্রনালী নিয়ে গঠিত কোন তন্ত্র? (ক) প্রজননতন্ত্র (খ) স্নায়ুতন্ত্র (গ) রেচনতন্ত্র (ঘ) প্রজননতন্ত্র 20. পেরিফেরাল নিউরোপ্যাথী কিসের রোগ? (ক) অন্ত্রের (খ) স্নায়ুর (গ) পেশীর (ঘ) দাঁতের মাড়ির 21. জাতিসংঘের শিশু তহবিল নিয়ন্ত্রণ করে কোন সংস্থা? (ক) ইউএনএফপি (খ) ইউনিসেফ (গ) WHO (ঘ) শিশু সংস্থা 22. নীচের কোনটি সেবনের ফলে ঘুম বৃদ্ধি পেতে পারে? (ক) Opioid (খ) এন্টিবায়োটিক (গ) ইনসুলিন (ঘ) স্টেরয়েড 23. আল রাজীর বিখ্যাত গ্রন্থ কোনটি? (ক) কিতাব আল মনসুরি (খ) আল হাউয়ি (গ) মানলা ইয়াহুদুরু আল-তাবীব (ঘ) সবগুলো 24. অ্যাথেরোস্ক্লেরোসিস কোন ধরনের রোগ? (ক) যকৃতের (খ) রক্তনালীর (গ) ফুসফুসের (ঘ) যৌনাঙ্গের 25. বেটা ২-এ্যাগোনিস্ট (Beta2-agonists), কর্টিকোস্টেরয়েড ও জ্যানথান (Xanthan) জাতীয় ওষুধগুলো কোন পথে প্রয়োগ করতে হয়? (ক) শিরায় (খ) মুখে (গ) উভয়ই (ঘ) কোনটিই নয় 26. গার্হস্থ্য চিকিৎসা ব্যবস্থায় খুসকি হলে কি দেয়া হয়? (ক) থানকুনি পাতার রস (খ) কচি আনারস পাতার রস (গ) তুলসি পাতার রস (ঘ) আমলকির রস 27. স্বাস্থ্য অধিদপ্তর (DGHS) ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর (DGFP) কোন মন্ত্রনালয়ের অধীন? (ক) মামলা ও বিচার মন্ত্রণালয়ের (খ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অধিনায়কের (গ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (ঘ) বাংলাদেশ সংসদের 28. ওষুধের সঠিক ব্যবহারে ফার্মাসিস্টে দায়িত্ব ও কর্তব্য কয়টি? (ক) ৩টি (খ) ৪টি (গ) ৫টি (ঘ) ৬টি 29. চিকিৎসা বিষয়ক যে কোন অবহেলা, সঠিক সেবা না দেয়া অথবা পেশার অপব্যবহার সম্পর্কিত বিষয়গুলি দেখভাল করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা কার দায়িত্ব? (ক) বিএমডিসির (খ) বিএনএমসির (গ) এমবিবিডির (ঘ) ডিসিডির 30. নিরাপদ ও সস্তা চিকিৎসা পদ্ধতি হিসাবে আবির্ভাব হয় কোন চিকিৎসা পদ্ধতির? (ক) আয়ুর্বেদ (খ) হোমিওপ্যাথি (গ) মঘা (ঘ) ইউনানি 31. কোনটি ব্যবহারের ফলে এপ্লাস্টিক এনিমিয়া হওয়ার ঝুঁকি থাকে? (ক) এজিথ্রোমাইসিন (খ) ক্লোরামফেনিকল (গ) ইরিথ্রোমাইসি (ঘ) ফ্লুক্লকক্সাসিলিন 32. আয়ুর্বেদীয় চিকিৎসা পদ্ধতির উৎপত্তি কোথায়? (ক) মিশর (খ) চীন (গ) ভারতবর্ষে (ঘ) গ্রীস 33. নিচের কোনটি মানবশরীরে প্রবেশ করে টাইফয়েড রোগের সৃষ্টি করে? (ক) সালমোনেলা টাইফি (খ) টিউবারকুলোসিস্ (গ) কলেরা (ঘ) প্লেগ 34. কোনটি এন্টিবায়োটিক? (ক) সেফুরক্সিম (খ) প্যারাসিটামল (গ) সেটিরিজিন (ঘ) মেভিড্রলিন 35. কোনটি কোষ্ঠকাঠিন্য দূর করে? (ক) ভিটামিন বি কমপ্লেক্স (খ) গ্লুকোজ (গ) সেলুলোজ (ঘ) গ্লাইকোজেন 36. করটিকোস্টেরয়েড জাতীয় মলম দিনে কত বারের বেশি ব্যবহার করা উচিত নয়? (ক) একবার (খ) দুইবার (গ) তিনবার (ঘ) চারবার 37. প্রতিটি মডেল ফার্মেসীর মালিকের কয় ধরনের তথ্যাদি থাকা আবশ্যক? (ক) ১ ধরনের (খ) ২ ধরনের (গ) ৩ ধরনের (ঘ) ৪ ধরনের 38. ১ মাইক্রন সমান কত মিলিমাইক্রন?? (ক) ১০ মিলিমাইক্রন (খ) ৫০০ মিলিমাইক্রন (গ) ৫০ মিলিমাইক্রন (ঘ) ১০০০ মিলিমাইক্রন 39. এক ধরনের তন্তু বা সুতা যা ক্ষত সেলাইয়ের কাজে ব্যবহৃত হয়, এটি কী? (ক) সার্জিক্যাল সুচারস (খ) এমিস সুচারস (গ) ক্যাটগাট সুচারস্ (ঘ) শোষণযোগ্য সুচারস 40. সেফোট্যাক্সিম এর সাথে কয়টি ওষুধ সেবন করতে হয়? (ক) ২টি (খ) ৩ টি (গ) ৪ টি (ঘ) ৫ টি 41. ড্রাগ কিসের জন্য ব্যবহৃত হয়? (ক) রোগমুক্তি (খ) রোগপ্রতিরোধ (গ) নেশা (ঘ) সবগুলো 42. বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগে সাহায্য প্রদান করে থাকে কোন সংস্থা? (ক) রেড ক্রিসেন্ট ও রেড ক্রস (খ) UNDP (গ) UNICEF (ঘ) WHO 43. একজন ভালো যোগাযোগকারীর গুণাবলি হলো- (ক) গ্রাহকের ব্যক্তিগত তথ্যসমূহগোপন রাখা (খ) সংক্ষেপে পরিষ্কার বার্তা জানানোর সক্ষমতা (গ) সহানুভূতি (ঘ) সবগুলো 44. যে তন্ত্রের মাধ্যমে জটিল খাদ্যদ্রব্য ভেঙ্গে দেহের গ্রহণোপযোগী হয়ে শোষিত হয় তাকে কি বলা হয়? (ক) সঞ্চালক কলা (খ) পরিপাকতন্ত্র (গ) স্নায়ুতন্ত্র (ঘ) রেচনতন্ত্র 45. প্যারাসিটামল ট্যাবলেট ৫০০ মি.গ্রা. প্রাপ্তবয়স্ক কারও জ্বর বা মাথাব্যথা হলে একটি করে ট্যাবলেট দিনে কয়বার খেতে হবে? (ক) 3-4 (খ) 4-5 (গ) 5-6 (ঘ) 6-7 46. প্রাচীনকালে মানুষ রোগমুক্তির জন্য যেসব ওষুধ ব্যবহার করতো তার অধিকাংশই কোন ধরনের ওষুধ ছিল? (ক) আয়ুর্বেদিক (খ) ভেষজ (গ) হোমিওপ্যাথিক (ঘ) প্রাকৃতিক 47. পুর্ণবয়স্কদের ক্ষেত্রে প্যারাসিটামল সেবনের সঠিক ডোসেজ ফর্ম কোনটি? (ক) ৩-৪ চামচ ৩-৪ বার (খ) ৪-৫ চামচ ৩-৪ বার (গ) ৪-৬ চামচ ৩-৪ বার (ঘ) ৪-৮ চামচ ৩-৪ বার 48. ২০১০ সালে পাচ বছরের নিচের শিশুদের মৃত্যুর হার হাজারে ছেলে শিশু কত ছিল? (ক) ৫৬ জন (খ) ৫৭ জন (গ) ৫৮ জন (ঘ) ৫৯ জন 49. সাধারণভাবে আমরা যে সব ওষুধ গ্রহণ করি তার বেশির ভাগই হচ্ছে বিভিন্ন_______। (ক) খাদ্য (খ) জল (গ) ভিটামিন (ঘ) রাসায়নিক 50. ইবনে সিনার বিখ্যাত গ্রন্থ কোনটি? (ক) কানুন (খ) মেডিকা (গ) পালিট (ঘ) স্ক্রিপ্ট 51. ১৯-৭০ বছর বয়সী পুরুষের জন্য দৈনিক কত মি.গ্রা. ভিটামিন সি দরকার? (ক) ২০মাইক্রোগ্রাম-১মি.গ্রা. (খ) ৩০মাইক্রোগ্রাম-১মি.গ্রা. (গ) ৪০মাইক্রোগ্রাম-১মি.গ্রা. (ঘ) ৫০মাইক্রোগ্রাম-১মি.গ্রা. 52. সেফালোস্পোরিন ও অন্যান্য বিটা ল্যাকটামে পেনিসিলিন-সংবেদনশীল রোগীর কত শতাংশের এলার্জি হয়? (ক) প্রায় ৮% (খ) প্রায় ১০% (গ) প্রায় ১৩% (ঘ) প্রায় ১৯% 53. ব্যাথানাশক ওষুধকে কি বলে? (ক) NSAID (খ) এন্টিবায়োটিক (গ) স্টেরয়েড (ঘ) প্রোটোন-পাম্প ইনহিবিটর 54. হতাশা কমানোর ওষুধ কোনটি? (ক) ডায়াজিপাম (খ) মিডাজোলাম (গ) ট্রায়াজোলাম (ঘ) সবগুলো 55. এটিনোলল, কার্ডেডিলল, র্যামিপ্রিল, লোসারটান, ভালসারটান, বেনেজাপ্রিল, এ্যামলোডিপিন ইত্যাদি কিসের ওষুধ? (ক) রক্তস্বল্পতার (খ) হৃদরোগের (গ) টনসিলের (ঘ) সাইনাসাইটিসের 56. একই ধরনের গঠন এবং একই ধরনের কাজ সম্পাদনকারী অনেকগুলো কোষকে একত্রে কি বলা হয়? (ক) সাইটোপ্লাজম (খ) নিউক্লিয়াস (গ) প্রাণকেন্দ্র (ঘ) কলা 57. বিভিন্ন গ্রাম এলাকায় নানাবিধ কর্মসূচি ও স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন কর্মশালা পরিচালনা করে কোন ধরনের সংস্থা? (ক) আন্তর্জাতিক সংস্থা (খ) এনজিও (গ) দেশীয় সংস্থা (ঘ) জাইকা 58. বিনা ব্যবস্থাপত্রের বা ওটিসি (Over the Counter) ভিটামিন হিসাবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটি? (ক) প্যারাসিটামল (খ) ভিটামিন সি (গ) ওরস্যালাইন (ঘ) নাপা 59. কোথায় ব্যাকটেরিয়ার উপস্থিতি আশা করা যায় না? (ক) পা (খ) মুখ (গ) পেট (ঘ) রক্তরস 60. নকল ওষুধসমূহ সাধারণত আসল ওষুধের তুলনায় অনেক _ মূল্যে বিক্রয় করা হয়ে থাকে। (ক) বেশি (খ) উচ্চ (গ) কম (ঘ) লস 61. আমাদের দেশে ইথিনাইল ইস্ট্রাডায়োল ৫০ মাইক্রোগ্রাম এর সাথে লেভোনরজেস্ট্রেল কত মাইক্রোগ্রাম পরিমানে থাকে? (ক) ১৫০ মাইক্রোগ্রাম (খ) ২৫০ মাইক্রোগ্রাম (গ) ৩০০ মাইক্রোগ্রাম (ঘ) ৩৫০ মাইক্রোগ্রাম 62. বেশির ভাগ প্যাথজেনিক অণুজীব কতগুলো রাসায়নিক বস্তু নিঃসৃত করে যাদেরকে ___ বলে। (ক) এঞ্জাইম (খ) টক্সিন (গ) অ্যামিনো এসিড (ঘ) ক্লরোফিল 63. পুকুর-দিঘী-নদীর পানি ছেঁকে কমপক্ষে কত মিনিট টগবগ করে ফুটাতে হবে? (ক) ৩০ মিনিট (খ) ৪০ মিনিট (গ) ৫০ মিনিট (ঘ) ৬০ মিনিট 64. ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয়? (ক) টাইফয়েড (খ) ম্যালেরিয়া (গ) ডেঙ্গু (ঘ) কলেরা 65. ফার্মেসীর ড্রাগ লাইসেন্স ও ট্রেড লাইসেন্স কোথায় রাখতে হবে? (ক) ফার্মেসির যেকোন জায়গায় (খ) সহজে দৃষ্টিগোচর হয় এরূপ স্থানে (গ) সিন্দুকে (ঘ) ড্রয়ারে 66. বিশ্ব স্বাস্থ্য সম্মেলন রেজ্যুলেশন কত সালে হয়েছিল? (ক) ১৯৯৬ (খ) ১৯৯৭ (গ) ১৯৯৮ (ঘ) ১৯৯৯ 67. সরকারিভাবে জন্ম নিয়ন্ত্রনের জন্য যে পিল আমাদের দেশে প্রচলিত সেই পিলের নাম কী? (ক) রিফামপিসিন (খ) নন্দিনী (গ) সুখী (ঘ) ডিপোপ্রোভেরা 68. আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট-এর অধীনে মোট কয়টি সমন্বিত প্রজনন স্বাস্থ্য সেবাকেন্দ্র আছে? (ক) ২১ টি (খ) ১৮ টি (গ) ২৪ টি (ঘ) ৩১ টি 69. ফুসফুসের ব্রংকিউলসের মাংসপেশী, ইউটেরাস বা জরায়ুর মাংসপেশীকে শিথিল করতে কোন ওষুধটি ব্যবহৃত হয়? (ক) প্যারাসিটামল (খ) ক্রোপিডোগ্রেল (গ) সালবিউটামল (ঘ) সালফিউরিক এসিজ 70. নিচের কোনটি সরাসরি দেহের গঠনে অংশগ্রহণ করে না? (ক) আমিষ (খ) শর্করা (গ) খনিজ (ঘ) ভিটামিন 71. বাংলাদেশে জন্মনিরোধক পিল, কনডম ইত্যাদি প্রদান করে আসছে কোন সংস্থাটি? (ক) UNFPA (খ) WHO (গ) UNDP (ঘ) UNICEF 72. ফুসফুসের যক্ষ্মার প্রধান লক্ষণ কি? (ক) দুই সপ্তাহের বেশি কাশি (খ) তিন সপ্তাহের বেশি কাশি (গ) চার সপ্তাহের বেশি কাশি (ঘ) পাঁচ সপ্তাহের বেশি কাশি 73. ডিসপেপসিয়া, অলটার্ড গাট মটিলিটি, পেপটিক আলসার, ইসোফেজাইটিস, কোষ্ঠকাঠিন্য, ক্রনিক ইনফ্ল্যামেটরী ডিজিজ, একিউট ও ক্রনিক ডায়রিয়া, গ্যাসট্রোইনটেস্টিনাল ট্রাক্ট সংক্রমন ও ইনটেস্টিনাল সিক্রেশন ইত্যাদি কোন ধরনের রোগ? (ক) গ্যাসট্রোইনটেস্টিনাল (খ) রক্তস্বল্পতার (গ) হৃদরোগের (ঘ) টনসিলের 74. আমাদের দেহের ভিতরে ও বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাকটেরিয়া কিভাবে বাস করে? (ক) তৈরি বোনা দ্বারা (খ) এককভাবে (গ) দল বেঁধে (ঘ) কোনটিই নয় 75. মেট্রোনিডাজল, সেফোপেরাজোন, ক্লোরপ্রোপামাইড (ডায়াবেটিস) এবং প্রোকার্বাজিনের সাথে কোনটি সেবন করা যাবে না? (ক) অ্যালকোহল (খ) ক্যাফেইন (গ) এসপিরিন (ঘ) প্রোটিন 76. ট্রান্সডারমাল বা ত্বকের মাধ্যমে কোনটি প্রয়োগ করা হয়? (ক) প্যাচ (খ) এন্টারাল রুট বা মুখে খাওয়ার মাধ্যমে (গ) প্যারেন্টারাল রুট বা ইঞ্জেকশনের মাধ্যমে (ঘ) টপিক্যাল বা সরাসরি চামড়ার মাধ্যমে 77. একটি হাঁচি, কাঁশিতে কত সংখ্যক ব্যাকটেরিয়া নির্গমন হয়? (ক) দশ হাজার (খ) এক লক্ষ (গ) দুই লক্ষ (ঘ) লক্ষ লক্ষ 78. তোয়ালে, বিছানাপত্র, খাওয়ার পাত্র ইত্যাদির মাধ্যমে কোন ধরনের সংস্পর্শ ঘটে থাকে? (ক) প্রত্যক্ষ (খ) পরোক্ষ সংস্পর্শে (গ) উভয়ই (ঘ) কোনটিই নয় 79. হিপোক্রাটিসের চিন্তাধারার সমর্থক ছিলেন কে? (ক) হিপোক্রাটিস (খ) গ্যালেন (গ) আল-রাজি (ঘ) শেন নাং 80. মাসিকের সময় বেশি রক্তক্ষরণ হওয়াকে কি বলে? (ক) এনাফিলেক্সিস (খ) মেনোরেজিয়া (গ) গনোরিয়া (ঘ) মেনিনজাইটিস 81. GRAMEEN BANK একটি…….। (ক) মাল্টিন্যাশনাল কোম্পানী (খ) এনজিও (গ) লাভজনক সংস্থা (ঘ) সরকারি সংস্থা 82. সাধারণত এসকরবিক এসিড বা ভিটামিন সি ট্যাবলেট দৈনিক কতবার সেবন করা যেতে পারে? (ক) ১ বার (খ) ১-২ বার (গ) ২-৩ বার (ঘ) ৩-৪ বার 83. আন্তর্জাতিক দাতা সংস্থাগুলির কাছ থেকে অনুন্নত দেশগুলো স্বাস্থ্য বাজেটের কত শতাংশ অনুদান পেয়ে থাকে? (ক) ২০ শতাংশ (খ) ৩০ শতাংশ (গ) ৪০ শতাংশ (ঘ) ৫০ শতাংশ 84. মুখ, জিহ্বা, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, মলাশয় বা কোলন, যকৃত, অগ্নাশয়, পিত্তথলি ও অন্যান্য গ্রন্থিসমূহ নিয়ে গঠিত কোন তন্ত্রটি? (ক) রেচনতন্ত্র (খ) স্নায়ুতন্ত্র (গ) প্রজননতন্ত্র (ঘ) পরিপাকতন্ত্র 85. যোগাযোগ প্রধানত কয় ধরনের? (ক) এক ধরনের (খ) দুই ধরনের (গ) তিন ধরনের (ঘ) চার ধরনের 86. ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের অভ্যন্তরে যে স্থিতিস্থাপক ঝিল্লী থাকে তাকে কি বলে? (ক) প্লাজমা ঝিল্পী (খ) ক্যাপসুল (গ) সাইটোপ্লাজম (ঘ) কোষ প্রাচীর 87. ঔষধ প্রশাসন অধিদপ্তরের সকল অফিসার কি হিসাবে তাদের দায়িত্ব পালন করে? (ক) ড্রাগ ইন্সপেক্টর (খ) মেডিকেল অফিসার (গ) ফার্মাসিস্ট (ঘ) হেল্থ ইন্সপেক্টর 88. ‘শুশ্রুত সংহিতা’ বই রচনা করেন কে? (ক) চরক (খ) শুশ্রুত (গ) গাঙ্গুলি (ঘ) শেন নাং 89. রাইবোফ্লেভিন কে কী বলা হয়? (ক) ভিটামিন বি১ (খ) ভিটামিন বি২ (গ) ভিটামিন বি৩ (ঘ) ভিটামিন বি৪ 90. জলাতংক শরীরে প্রবেশ করে… সংস্পর্শে। (ক) প্রত্যক্ষ সংস্পর্শে (খ) পরোক্ষ সংস্পর্শে (গ) শ্বাসের মাধ্যমে (ঘ) বায়ুমন্ডলে 91. কোন চিকিৎসা ব্যবস্থায় সূঁইয়ের সাথে মৃদু বৈদ্যুতিক আবেশও তৈরি করা হয়? (ক) আকুপাংচার (খ) আকুপ্রেসার (গ) এরোমাথেরাপি (ঘ) ন্যাচারোপ্যাথি 92. নিচের কোনটি ব্যাকটেরিয়ার বৃদ্ধি বন্ধ করার শ্রেণিভুক্ত এন্টিবায়োটিক? (ক) এজিথ্রোমাইসিন (খ) ক্লোরামফেনিকল (গ) ইরিথ্রোমাইসি (ঘ) ফ্লুক্লকক্সাসিলিন 93. একজন ফার্মাসিস্টের সাধারণ দায়িত্ব হচ্ছে……। (ক) সব ওষুধ যথাযথভাবে সংরক্ষণ করা (খ) মেয়াদোত্তীর্ণ ওষুধ ডিসপেন্স/বিক্রি না করা (গ) রোগীকে ডাক্তারের পরামর্শক্রমে ওষুধ গ্রহণে উৎসাহিত করা (ঘ) সবগুলো 94. কনডম কোন রাবার দিয়ে তৈরি? (ক) ভেরার চামড়া (খ) ল্যাটেক্স (গ) পলিমার (ঘ) কোনটিই নয় 95. এবারস্ প্যাপিরাসে কয় ধরনের ওষুধের বর্ণনা আছে? (ক) ৫০০টি (খ) ৭০০টি (গ) ১০০০টি (ঘ) ১৫০০টি 96. হাইপার অক্সালুরিয়া কি ধরনের রোগ? (ক) ফুসফুসজনিত (খ) কিডনি জনিত (গ) যৌন (ঘ) চর্ম 97. বিশেষভাবে আগুনে পোড়াজনিত ক্ষতের ব্যান্ডেজ হিসাবে ব্যবহৃত হয় কোনটি? (ক) স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ১০ (খ) স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ১১,১২ (গ) স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ১২ (ঘ) স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ১৩ 98. যে তন্ত্রের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সাহায্যে শরীর বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন-ডাই-অক্সাইড বায়ুতে নিঃসৃত করে তাকে কি বলে? (ক) সঞ্চালক কলা (খ) শ্বসনতন্ত্র (গ) পেশী কলা (ঘ) সংযোজক কলা 99. ১ মিলিমিটারে কত মাইক্রন? (ক) ১০ মাইক্রন (খ) ১০০ মাইক্রন (গ) ১০০০ মাইক্রন (ঘ) ৫০ মাইক্রন 100. এসকরবিক এসিড ১০০ মি.গ্রা. এবং সোডিয়াম এসকরবেট ১৬৮.৭৫ মি.গ্রা. এর সমন্বয়ে গঠিত ট্যাবলেট কত এসকরবিক এসিডের সমান? (ক) ১৫০ মি.গ্রা. (খ) ২৫০ মি.গ্রা. (গ) ৩৫০ মি.গ্রা. (ঘ) ৩৫০.৮ মি.গ্রা. Loading …