Exam-20

1. ওষুধ অধ্যাদেশ-১৯৮২ এর কততম ধারায় বলা হয়েছে “নিম্নমানের ওষুধ উৎপাদন ও বিক্রয়ের শাস্তি শাস্তি হিসাবে ব্যক্তি সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে যা ৫ বছর পর্যন্ত প্রলম্বিত হতে পারে বা ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় শাস্তি পেতে পারে।”?

 
 
 
 

2. পিসিবি এর পূর্ণরূপ কি?

 
 
 
 

3. খাদ্যবস্তুর মধ্যে ______ পদার্থ সবচেয়ে বেশি তাপ ও শক্তি সরবরাহ করে।

 
 
 
 

4. বিএমডিসি এর পূর্ণরূপ কি?

 
 
 
 

5. এসএমএফ এর পূর্ণরূপ কি?

 
 
 
 

6. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কয়টি?

 
 
 
 

7. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিভাগ কার নেতৃত্বে পরিচালিত হয়?

 
 
 
 

8. জি-কুইনাইন কোন কোম্পানীর ওষুধের ট্রেড নাম?

 
 
 
 

9. ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন নামক দুই ধরনের হরমোন থাকে কোনটিতে?

 
 
 
 

10. গার্হস্থ্য চিকিৎসা ব্যবস্থায় ছোটদের কাশি হলে কি দেয়া হয়?

 
 
 
 

11. রোগীকে সিপিআর দেয়ার সময় এমনভাবে চাপ দিতে হবে যেন _ ইঞ্চি দেবে যায়।

 
 
 
 

12. চরক কার রাজবৈদ্য ছিলেন?

 
 
 
 

13. মূত্রতন্ত্রের সংক্রমন, সামান্য পলিমাইক্রোবিয়াল সংক্রমন, যেমন- সেলুলাইটিস, সফট টিস্যু এবসেস, অটাইটিস মিডিয়া, সাইনোসাইটিস ইত্যাদির জন্য কোন ওষুধটি ব্যবহৃত হয়? 

 
 
 
 

14. আমেরিকাতে কত সালে নরপ্ল্যান্ট জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নিষিদ্ধ করা হয়েছে?

 
 
 
 

15. পুড়ে যাওয়ার তীব্রতা অনুযায়ী পুড়ে যাওয়া কত প্রকারের হয়ে থাকে?

 
 
 
 

16. বিএনএমসি এর পূর্ণরূপ কি?

 
 
 
 

17. বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ ব্যবহার বিপজ্জনক?

 
 
 
 

18. জন্মবিরতিকরণ ইনজেকশনে কোন হরমোন থাকে?

 
 
 
 

19. গজের মাপ সাধারণত প্রতি বর্গ ইঞ্চিতে কত সুতা পর্যন্ত হয়ে থাকে?

 
 
 
 

20. মোবাইল কোর্ট আইন করা হয় কত সালে?

 
 
 
 


Scroll to Top