Exam-20 1. ওষুধ অধ্যাদেশ-১৯৮২ এর কততম ধারায় বলা হয়েছে “নিম্নমানের ওষুধ উৎপাদন ও বিক্রয়ের শাস্তি শাস্তি হিসাবে ব্যক্তি সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে যা ৫ বছর পর্যন্ত প্রলম্বিত হতে পারে বা ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় শাস্তি পেতে পারে।”? (ক) ১৫তম (খ) ১৬তম (গ) ১৭তম (ঘ) ১৮তম 2. পিসিবি এর পূর্ণরূপ কি? (ক) ফার্মেসী কাউন্সিল অব বাংলাদেশ (খ) ফার্মেসী কাউন্সিল অব ঢাকা (গ) বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল (ঘ) পশ্চিমবঙ্গ ফার্মেসী বোর্ড 3. খাদ্যবস্তুর মধ্যে ______ পদার্থ সবচেয়ে বেশি তাপ ও শক্তি সরবরাহ করে। (ক) আমিষ (খ) শর্করা (গ) স্নেহজাতীয় (ঘ) ভিটামিন 4. বিএমডিসি এর পূর্ণরূপ কি? (ক) বাংলাদেশ মেডিকেল এক্সামিনেশন কাউন্সিল (খ) বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (গ) বাংলাদেশ মেডিকেল ফর ডেন্টাল কাউন্সিল (ঘ) বাংলাদেশ মেডিকেল কমিশন 5. এসএমএফ এর পূর্ণরূপ কি? (ক) স্টেট মেডিকেল এন্ড ফ্যাকাল্টি (খ) স্টেট মেডিকেল ফ্যাকাল্টি (গ) স্টেট মেডিকেল ফোরাম (ঘ) স্টেট মেডিকেল ফার্মেসী 6. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কয়টি? (ক) ৪ টি (খ) ৫ টি (গ) ৬ টি (ঘ) ৭ টি 7. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিভাগ কার নেতৃত্বে পরিচালিত হয়? (ক) প্রধানমন্ত্রীর (খ) মন্ত্রী-প্রতিমন্ত্রীর (গ) সভাপতির (ঘ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের 8. জি-কুইনাইন কোন কোম্পানীর ওষুধের ট্রেড নাম? (ক) স্ক্যানডিনেভিয়ান ফার্ম (খ) গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যাল লিমিটেড (গ) প্যারামেড (ঘ) ম্যাকসুলিন 9. ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন নামক দুই ধরনের হরমোন থাকে কোনটিতে? (ক) কনডমে (খ) লাইগেশনে (গ) মেট্রোনিডাজলে (ঘ) জন্মবিরতিকরণ পিলে 10. গার্হস্থ্য চিকিৎসা ব্যবস্থায় ছোটদের কাশি হলে কি দেয়া হয়? (ক) থানকুনি পাতার রস (খ) কচি আনারস পাতার রস (গ) তুলসি পাতার রস (ঘ) নিমের তেল 11. রোগীকে সিপিআর দেয়ার সময় এমনভাবে চাপ দিতে হবে যেন _ ইঞ্চি দেবে যায়। (ক) এক ইঞ্চি (খ) দেড় থেকে দুই ইঞ্চি (গ) তিন ইঞ্চি (ঘ) দুই থেকে চার ইঞ্চি 12. চরক কার রাজবৈদ্য ছিলেন? (ক) কাশীর মহারাজার (খ) কেনিয়া কুমারির মহারাজার (গ) সম্রাট আকবরের (ঘ) সম্রাট অশোকের 13. মূত্রতন্ত্রের সংক্রমন, সামান্য পলিমাইক্রোবিয়াল সংক্রমন, যেমন- সেলুলাইটিস, সফট টিস্যু এবসেস, অটাইটিস মিডিয়া, সাইনোসাইটিস ইত্যাদির জন্য কোন ওষুধটি ব্যবহৃত হয়? (ক) সিপ্রোফ্লক্সাসিন (খ) সেফ্রাডক্সিল (গ) সেফ্রাডিন (ঘ) সেফাডিল 14. আমেরিকাতে কত সালে নরপ্ল্যান্ট জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নিষিদ্ধ করা হয়েছে? (ক) ২০০২ সাল (খ) ২০০৩ সালে (গ) ২০০৪ সালে (ঘ) ২০০৫ সালে 15. পুড়ে যাওয়ার তীব্রতা অনুযায়ী পুড়ে যাওয়া কত প্রকারের হয়ে থাকে? (ক) ২ প্রকার (খ) ৩ প্রকার (গ) ৪ প্রকার (ঘ) ১ প্রকার 16. বিএনএমসি এর পূর্ণরূপ কি? (ক) বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল (খ) বাংলাদেশ নার্সিং কাউন্সিল (গ) বাংলাদেশ নার্সিং ফোরাম (ঘ) নার্সিং কাউন্সিল অব বাংলাদেশ 17. বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ ব্যবহার বিপজ্জনক? (ক) আয়ুর্বেদ (খ) হোমিওপ্যাথি (গ) এলোপ্যাথি (ঘ) প্রাকৃতিক চিকিৎসা 18. জন্মবিরতিকরণ ইনজেকশনে কোন হরমোন থাকে? (ক) টেস্টোস্টেরন (খ) প্রজেস্ট্রোজেন (গ) সিরাম (ঘ) সবগুলো 19. গজের মাপ সাধারণত প্রতি বর্গ ইঞ্চিতে কত সুতা পর্যন্ত হয়ে থাকে? (ক) ২×৩৬ হতে ৩৫×২৬ (খ) ৪×৩৬ হতে ২০×১২ (গ) ৩×৩৬ হতে ২২×৫৫ (ঘ) ২×১২ হতে ১১×৩৫ 20. মোবাইল কোর্ট আইন করা হয় কত সালে? (ক) ২০০৭ সালে (খ) ২০০৯ সালে (গ) ২০১০ সালে (ঘ) ২০১৪ সালে Loading …