সেশন-২ ফার্মাসিস্ট কোড অব ইথিকস এবং মডেল মেডিসিন শপে ফার্মেসি টেকনিশিয়ানের দায়িত্ব ও কর্তব্য

102। ফার্মাসিস্টদের জন্য কোড অব ইথিকস অ্যামেরিকান ফার্মাসিস্ট এসোসিয়েশনের সদস্য পদের মাধ্যমে কখন ফার্মাসিস্টদের জন্য কোড অব ইথিকস গ্রহণ করা হয়?
উত্তরঃ অক্টোবর ২৭, ১৯৯৪
103। ফার্মাসিস্টগণ কোন ধরনের পেশাজীবী?
উত্তরঃ স্বাস্থ্য পেশাজীবী
104। ব্যক্তি/রোগীকে ওষুধ প্রয়োগের ক্ষেত্রে সর্বোত্তম ব্যবহার করতে সাহায্য করেন কে?
উত্তরঃ ফার্মাসিস্ট
105। কোড অব ইথিকস কাদের দ্বারা তৈরি হয়েছে?
উত্তরঃ ফার্মাসিস্টদের
106। একজন ফার্মাসিস্ট, তার ও রোগীর মধ্যকার অর্জিত সম্পর্ককে কি করবেন?
উত্তরঃ সম্মান
107। ফার্মাসিস্টের প্রথম বাধ্যবাধকতা কার প্রতি?
উত্তরঃ রোগীর
108। গ্রেড ‘সি’ ফার্মাসিস্টদের (ফার্মেসী টেকনিশিয়ান) দায়িত্ব ও কর্তব্য কয়টি?
উত্তরঃ ১১টি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top