সেশন-৩ ওষুধ সম্পর্কে সাধারন জ্ঞান

109। বিদঘুটে স্বাদের লতাপাতার পাচন দেয় কে?
উত্তরঃ কবিরাজ
110। যা গ্রহণের মাধ্যমে আমরা রোগমুক্ত হই তাকে কি বলে?
উত্তরঃ ওষুধ
111। ওষুধের প্রধান উদ্দেশ্য কি?
উত্তরঃ রোগমুক্তি
112। সুস্বাস্থ্য রক্ষণাবেক্ষণ, রোগ প্রতিরোধ এবং অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য আমরা যা যা করি তার সবই কিসের অন্তর্ভুক্ত?
উত্তরঃ ওষুধের
113। কোন রোগটি কখনই সম্পূর্ণ ভাল হয় না?
উত্তরঃ ডায়াবেটিস
114। কিসের ইংরেজি পরিভাষা হিসেবে ড্রাগ (Drug) অথবা মেডিসিন (Medicine) দুটোকেই সাধারণত ব্যবহার করা হয়?
উত্তরঃ ওষুধের
115। চিকিৎসাশাস্ত্র অনুযায়ী যে কোন বস্তু যা গ্রহণের পর শরীরে প্রতিক্রিয়া তৈরিতে সক্ষম তাকে কি বলে?
উত্তরঃ ড্রাগ
116। সিগারেট বা তামাকের নিকোটিন কি?
উত্তরঃ ড্রাগ
117। চা-কফির ক্যাফেইন কি?
উত্তরঃ ড্রাগ
118। যে সব ড্রাগ শুধুমাত্র রোগমুক্তি ও রোগ প্রতিরোধে ব্যবহৃত হয় তাদেরকে কি বলে?
উত্তরঃ মেডিসিন
119। এ্যান্টিবায়োটিক কি?
উত্তরঃ মেডিসিন
120। একজন দক্ষ ওষুধবিজ্ঞানী তার জ্ঞান ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে ড্রাগকে কিসে পরিণত করেন?
উত্তরঃ ওষুধে
121। ড্রাগ সাধারণত কয়টি উৎস হতে প্রাপ্ত?
উত্তরঃ দুটি
122। ল্যাবরেটরিতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা ওষুধ, ওষুধের কোন ধরনের উৎস?
উত্তরঃ কৃত্রিম
123। ড্রাগকে বিশুদ্ধ রূপে আহরণ করে তার সাথে বিভিন্ন উপাদান মিশিয়ে কি তৈরি হয়?
উত্তরঃ মেডিসিন
124। প্রাচীনকালে মানুষ রোগমুক্তির জন্য যেসব ওষুধ ব্যবহার করতো তার অধিকাংশই কোন ধরনের ওষুধ ছিল?
উত্তরঃ ভেষজ
125। খ্রিস্টজন্মের বহু আগে থেকেই চীন, ভারত, মিশর,গ্রীস ইত্যাদি সভ্যতায় কোন ধরনের ওষুধ ব্যবহৃত হতো?
উত্তরঃ ভেষজ
126। এবারস্ প্যাপিরাস’ (Ebers’ Papyrus) খ্রিস্টের জন্মের প্রায় কত বছর আগে লেখা হয়?
উত্তরঃ ১৬০০ বছর
127। ……… একটি ৬০ ফুট লম্বা এবং ১ ফুট চওড়া কাগজের স্ক্রল যা অনায়াসে গুটিয়ে রাখা যায়?
উত্তরঃ এবারস্ প্যাপিরাস
128। এবারস্ প্যাপিরাসে কয় ধরনের ওষুধের বর্ণনা আছে?
উত্তরঃ ৭০০টি
129। এবারস্ প্যাপিরাসে কতগুলো ফর্মূলার বর্ণনা আছে?
উত্তরঃ ৮০০টিরও বেশি
130। ইমহোটেপ এর জন্ম কত খ্রিস্টপূর্বাব্দে?
উত্তরঃ ২৭২৫ সালে
131। ইমহোটেপ এর জন্মস্থান কোথায়?
উত্তরঃ মিশরে
132। মৃতদেহ সংরক্ষণের জন্য মমি তৈরির কৌশল আবিস্কার করেন কে?
উত্তরঃ ইমহোটেপ
133। ইমহোটেপ ছিলেন একজন মিশরীয় ……….?
উত্তরঃ সম্রাট বা ফারাও
134। কে সম্রাট হওয়া সত্বেও অতি সাধারণ পোশাক পরতেন এবং সাদাসিদা জীবনযাপন করতেন?
উত্তরঃ ইমহোটেপ
135। কে যুদ্ধে আহত সৈন্যদের হাড় জোড়া লাগানোর জন্য বিশেষ ব্যান্ডেজ ও লতাগুল্ম ব্যবহার করতেন?
উত্তরঃ ইমহোটেপ
136। চীনারা খ্রিস্টপূর্ব প্রায় কত বছর আগে থেকে ভেষজ ওষুধ ব্যবহার করত?
উত্তরঃ ৫,০০০ বছর
137। খ্রিস্টপূর্ব কত সালে চীনের সম্রাট শেন নাং পেন্‌টি-সাও’ (Pen-ti-Sao) রচনা করেন?
উত্তরঃ ২০০০ খ্রীস্টপূর্বে
138। ‘পেন্‌টি-সাও’ (Pen-ti-Sao) একটি……..?
উত্তরঃ ভেষজ গ্রন্থ
139। এখন পর্যন্ত সবচেয়ে পুরনো চৈনিক ওষুধ বিষয়ক বই কোনটি?
উত্তরঃ পেন্‌টি-সাও
140। কে নতুন ওষুধ নিজের শরীরে প্রয়োগ করে পরীক্ষা করতেন?
উত্তরঃ শেন নাং
141। চীনে শিকারের অভাবে দুর্ভিক্ষ দেখা দিলে শেন নাং তাঁর জনগণকে কিসে উৎসাহিত করেন?
উত্তরঃ চাষাবাদে
142। চীনের কৃষির জনক বলা হয় কাকে?
উত্তরঃ শেন নাং
143। কে প্রথম চা আবিষ্কার করেন?
উত্তরঃ শেন নাং
144। কে চিকিৎসা কাজে ব্যবহৃত উদ্ভিদের শ্রেণি বিন্যাস ও মানদণ্ড তৈরি করেন?
উত্তরঃ শেন নাং
145। শেন নাং কতটি উদ্ভিদ, প্রাণী এবং খনিজ ওষুধের তালিকা তৈরি করেন?
উত্তরঃ ৩৬৫টি
146। কোন সভ্যতার চিকিৎসকেরা অত্যন্ত সতর্কতার সাথে ভেষজ লতা-পাতাকে তাদের ওষুধি গুণ অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করেন?
উত্তরঃ ভারতীয়
147। ‘চরক সংহিতা’ কে রচনা করেন?
উত্তরঃ চরক
148। ‘চরক সংহিতা’ কত খ্রিষ্টপূর্বাব্দে লেখা হয়?
উত্তরঃ ৮০০ খ্রিস্টপূর্বাব্দে
149। চরক তার লিখিত ‘চরক সংহিতা’য় ওষুধের কতটি শ্রেণি তৈরি করেন?
উত্তরঃ ৫০টি
150। ‘চরক সংহিতা’ বইয়ে প্রতিটি শ্রেণিতে কয়টি ওষুধের কথা লেখা ছিল?
উত্তরঃ ১০টি
151। চরক কার রাজবৈদ্য ছিলেন?
উত্তরঃ কাশীর মহারাজার
152। কে তার ওষুধগুলোকে ডোজেস ফর্মে তৈরি করতেন?
উত্তরঃ চরক
153। আয়ুর্বেদীয় শাস্ত্রের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ চরক
154। আয়ুর্বেদ শাস্ত্রের প্রথম বই কোনটি?
উত্তরঃ চরক সংহিতা
155। চরক ওষুধের উৎসকে কয়ভাগে ভাগ করেন?
উত্তরঃ ৩ ভাগে
156। ইউরোপের বিজ্ঞানীরা কাকে ‘ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক’ বলে অভিহিত করেন?
উত্তরঃ চরক-কে
157। খ্রিস্টপূর্ব কত সালে শুশ্রুত সংহিতা রচনা করা হয়?
উত্তরঃ ৬০০ খ্রিস্টপূর্বে
158। ‘শুশ্রুত সংহিতা’ বই রচনা করেন কে?
উত্তরঃ শুশ্রুত
159। কোন বইতে ৭৬০ ধরনের ওষুধের কথা উল্লেখ আছে?
উত্তরঃ শুশ্রুত সংহিতা
160। শুশ্রুত সংহিতা বইয়ে ৭৬০ টি ওষুধকে তাদের সাধারণ গুণ অনুযায়ী কয়টি গোষ্ঠীতে ভাগ করা হয়?
উত্তরঃ ৭টি
161। প্রাচীন ভারতীয় সভ্যতায় চিকিৎসার পাশাপাশি কে প্রথম অস্ত্রোপচার প্রবর্তন করেন?
উত্তরঃ শুশ্রুত
162। শুশ্রুত অস্ত্রোপচারের জন্য কয়টি যন্ত্রপাতির নকশা লিপিবদ্ধ করেন?
উত্তরঃ ১২০টি
163। শুশ্রুত কোথাকার অধিবাসী ছিলেন?
উত্তরঃ বেনারসের
164। শুশ্রুতের হাসপাতাল কোন নদীর তীরে ছিল?
উত্তরঃ গঙ্গা নদীর
165। চরক এবং শুশ্রুত যে কাজ করে গেছেন সেগুলোই আজকের ……… এর ভিত?
উত্তরঃ আয়ুর্বেদীয় শাস্ত্র
166। ইউরোপ মহাদেশের বিজ্ঞানীরা ‘ফাদার অব মেডিসিন’ নামে অভিহিত করেন কাকে?
উত্তরঃ হিপোক্রাটিস
167। হিপোক্রাটিস কত খ্রিস্টপূর্বে জন্মগ্রহন করেন?
উত্তরঃ ৪২৫ খ্রিস্টপূর্বে
168। হিপোক্রাটিস কোথায় জন্মগ্রহন করেন?
উত্তরঃ গ্রিসে
169। হিপোক্রাটিসের লিখিত বইয়ের নাম কি?
উত্তরঃ ম্যাটেরিয়া মেডিকা
170। কে চিকিৎসকদের নৈতিকতার ওপর খুব জোর দিতেন?
উত্তরঃ হিপোক্রাটিস
171। নবীন চিকিৎসকদের পেশায় প্রবেশকালে নৈতিকতার শপথ নেয়ার জন্য হিপোক্রাটিস কি রচনা করেন?
উত্তরঃ হিপোক্রাটিক ওথ
172। ডিওসকোরাইডিস কোথায় জন্মগ্রহন করেন?
উত্তরঃ তুরস্কে
173। ডিওসকোরাইডিস কত খ্রিস্টাব্দে জন্মগ্রহন করেন?
উত্তরঃ ৩০ খ্রিস্টাব্দে
174। বিখ্যাত সম্রাট নিরোর প্রধান চিকিৎসক নিযুক্ত হন কে?
উত্তরঃ ডিওসকোরাইডিস
175। যুদ্ধক্ষেত্রের চাইতে সেই সব দেশের চিকিৎসকদের সাথে কথা বলে তথ্য বিনিময়ে তিনি বেশি আগ্রহী ছিলেন কে?
উত্তরঃ ডিওসকোরাইডিস
176। ‘দ্য মেটেরিয়া মেডিকা’ বইটি কে রচনা করেছেন?
উত্তরঃ ডিওসকোরাইডিস
177। গ্যালেন কোথায় জন্মগ্রহন করেন?
উত্তরঃ রোমে
178। গ্যালেন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১৩০ খ্রিস্টাব্দে
179। ঐতিহাসিকের মতে কে ছিলেন প্রথম ফার্মাসিস্ট?
উত্তরঃ গ্যালেন
180। মলমকে উন্নত করেন কে?
উত্তরঃ গ্যালেন
181। ইমালশান আবিস্কার করেন কে?
উত্তরঃ গ্যালেন
182। সর্বপ্রথম কোল্ড ক্রীম তৈরি করেন কে?
উত্তরঃ গ্যালেন
183। হিপোক্রাটিসের চিন্তাধারার সমর্থক ছিলেন কে?
উত্তরঃ গ্যালেন
184। কার সময়ে রোমে শব ব্যবচ্ছেদ কঠোরভাবে নিষিদ্ধ ছিল?
উত্তরঃ গ্যালেনের
185। কে বানর ও শুকরের দেহ ব্যবচ্ছেদ করেন এবং ধারণা করেন যে এদের সাথে মানবদেহের অনেক মিল রয়েছে?
উত্তরঃ গ্যালেন
186। স্নায়ুতন্ত্রের উপর পরীক্ষা করে কে তত্ত্ব প্রদান করেন যে, ‘মস্তিষ্ক সব মাংসপেশীর কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে’?
উত্তরঃ গ্যালেন
187। কত বছর বছর পূর্বে আরবের চিকিৎসকরা সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে তাঁদের অসামান্য জ্ঞান-প্রতিভার স্বাক্ষর রাখেন?
উত্তরঃ ১,০০০ বছর
188। আল রাজী চিকিৎসার মূল ভিত্তি হিসাবে কোনটি গ্রহণ করেন?
উত্তরঃ রসায়ন
189। রসায়নকে পূর্বে কি বলা হতো?
উত্তরঃ আল-কেমি
190। প্রথমবার চিকিৎসা ক্ষেত্রে গাছগাছড়ার বদলে মূল উপাদান বা পিওর কেমিক্যাল ব্যবহার শুরু করেন কে?
উত্তরঃ আল রাজী
191। ইউরোপের বিজ্ঞানীরা আল রাজীকে কি নামে ডাকে?
উত্তরঃ র‍্যাজেস্
192। আল রাজি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহন করেন?
উত্তরঃ ৮৬৫ খ্রিস্টাব্দে
193। আল রাজী কোথায় জন্মগ্রহন করে?
উত্তরঃ ইরানে
194। পেশাগতভাবে আল রাজী ছিলেন ইরাকের বাগদাদে অবস্থিত বিখ্যাত মুক্তাদারি হাসপাতালের……..?
উত্তরঃ প্রধান
195। সর্বপ্রথম গুটি বসন্ত ও হামের চিকিৎসা শুরু করেন কে?
উত্তরঃ আল রাজী
196। ফুলের পরাগ রেণু থেকেও যে এলার্জি হতে পারে তা প্রমাণ করেন কে?
উত্তরঃ আল রাজী
197। আল রাজী প্রথম অনুধাবন করেন যে শরীরে রোগ বিকাশের সাধারণ প্রথম ধাপ হলো……..?
উত্তরঃ জ্বর
198। ইবনে সিনা কত খ্রিস্টাব্দে জন্মগ্রহন করেন?
উত্তরঃ ৯৮০ খ্রিস্টাব্দে
199। ইবনে সিনা কোথায় জন্মগ্রহন করেন?
উত্তরঃ পারস্যে
200। ওষুধকে আধুনিক ও আকর্ষণীয় করার নিয়মের প্রবক্তা কে?
উত্তরঃ ইবনে সিনা
201। তিক্ত ও বিস্বাদ ওষুধকে সুমিষ্ট, সুস্বাদু ও সুগন্ধময় করার উপায় হিসাবে সিরাপ আবিষ্কার করেন কে?
উত্তরঃ ইবনে সিনা
202। ইবনে সিনা বটিকাকে চিনির প্রলেপ দিয়ে……… করেন?
উত্তরঃ সুগার কোটেড
203। ইবনে সিনা হাতের বদলে স্বাস্থ্যসম্মতভাবে বটিকা তৈরির জন্য কাঠের ছাঁচ তৈরি করেন, পরবর্তীতে যার অনুকরণে ………. আবিষ্কৃত হয়?
উত্তরঃ ট্যাবলেট মেশিন
204। ইউনানি চিকিৎসা শাস্ত্রের প্রধান বিজ্ঞানী হিসাবে বিবেচনা করা হয় কাকে?
উত্তরঃ ইবনে সিনা
205। ইবনে সিনার বিখ্যাত গ্রন্থ কোনটি?
উত্তরঃ কানুন
206। গ্রিক ও আরব বিজ্ঞানীবৃন্দ এবং ভারতের চরক ও শুশ্রুত দ্বারা প্রভাবিত হয়েছিলেন কে?
উত্তরঃ ইবনে সিনা
207। ইবনে সিনা কিসে অবদান রাখার জন্য অবিস্মরণীয় হয়ে আছেন?
উত্তরঃ ফার্মাকোলজীতে
208। সর্বপ্রথম সংক্রামক রোগ এবং যৌন রোগের ধারণা দেন কে?
উত্তরঃ ইবনে সিনা
209। প্রথমবারের মতো রোগের শ্রেণিবিন্যাস এবং স্বাস্থ্যবিধি প্রণয়ন করেন কে?
উত্তরঃ ইবনে সিনা
210। রোগ সংক্রমণকালে রোগীকে পৃথকভাবে রাখার ব্যবস্থার প্রবর্তক কে?
উত্তরঃ ইবনে সিনা
211। রাজ-রোষের শিকার হয়ে অকালে প্রাণ দিতে হয় কাকে?
উত্তরঃ ইবনে সিনাকে
212। সাধারণভাবে আমরা যে সব ওষুধ গ্রহণ করি তার বেশির ভাগই হচ্ছে বিভিন্ন………?
উত্তরঃ রাসায়নিক
213। বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে গাছগাছড়ার ওপর নির্ভরতা কমিয়ে ওষুধের মূল উপাদান দিয়ে চিকিৎসা করার জন্য কোন পদ্ধতির প্রচলন হয়?
উত্তরঃ এলোপ্যাথি
214। বর্তমান সময়ের মূলধারার ওষুধ কোনটি?
উত্তরঃ এলোপ্যাথি
215। সাধারণত বিভিন্ন রাসায়নিক উপাদান দিয়ে কোন ধরনের ওষুধ তৈরি করা হয়?
উত্তরঃ এলোপ্যাথি
216। নিচের কোনটি অত্যন্ত বিশুদ্ধ এবং সুনির্দিষ্ট রোগের ওপর কাজ করে?
উত্তরঃ এলোপ্যাথি
217। এলোপ্যাথি ওষুধের মূল অসুবিধা কি?
উত্তরঃ পার্শ্বপ্রতিক্রিয়া
218। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ ব্যবহার বিপজ্জনক?
উত্তরঃ এলোপ্যাথি
219। অষ্টাদশ শতকে কোন জার্মান চিকিৎসক ও রসায়নবিদ হোমিওপ্যাথির ধারণা দেন?
উত্তরঃ স্যামুয়েল হ্যানিম্যান
220। হোমিওপ্যাথি ওষুধ কোন ধরনের উপাদান দিয়ে তৈরি করা হয়?
উত্তরঃ ভেষজ উদ্ভিদ
221। কোন ধরনের ওষুধের কার্যকারিতা অত্যন্ত ধীর?
উত্তরঃ হোমিও
222। আয়ুর্বেদীয় চিকিৎসা পদ্ধতির ইতিহাস কয় হাজার বছরের পুরনো?
উত্তরঃ প্রায় ৫,০০০ বছরের
223। আয়ুর্বেদীয় চিকিৎসা পদ্ধতির উৎপত্তি কোথায়?
উত্তরঃ ভারতবর্ষে
224। গ্রিসের কোন প্রদেশে ইউনানি ধারার উৎপত্তি?
উত্তরঃ ইউনান প্রদেশে
225। কোন ধারায় রোগলক্ষণকে পাশ কাটিয়ে রোগের চিকিৎসা করা হয়?
উত্তরঃ ইউনানি
226। কোন চিকিৎসা ব্যবস্থায় ওষুধকে সুমিষ্ট, সুস্বাদু ও সুগন্ধময় করে তৈরি করা হয়?
উত্তরঃ ইউনানি
227। কোন ধারার চিকিৎসকেরা ‘হেকিম’ বা ‘হাকিম’ বা ‘তিব্ব’ নামে পরিচিত?
উত্তরঃ ইউনানি
228। কোনটি এন্টিবায়োটিক?
উত্তরঃ সেফরাডিন
229। কোনটি এন্টিবায়োটিক?
উত্তরঃ লিভোফ্লক্সাসিন
230। কোনটি এন্টিবায়োটিক?
উত্তরঃ সিপ্রোফ্লক্সাসিন
231। কোনটি এন্টিবায়োটিক?
উত্তরঃ সেফিক্সিম
232। কোনটি এন্টিবায়োটিক?
উত্তরঃ সেফুরক্সিম
233। সাধারণত চিকিৎসকেরা কোন রোগীর শরীরে ইনফেকশন বা জীবাণু সংক্রমণ হলে কি দিয়ে থাকেন?
উত্তরঃ এন্টিবায়োটিক
234। সাধারণ সর্দি-কাশিতে কোনটি দেয়া যাবে না?
উত্তরঃ এন্টিবায়োটিক
235। ওষুধ হচ্ছে বিশেষ ধরনের…….?
উত্তরঃ রাসায়নিক যৌগ
236। প্যারাসিটামল ট্যাবলেট ৫০০ মি.গ্রা. প্রাপ্তবয়স্ক কারও জ্বর বা মাথাব্যথা হলে একটি করে ট্যাবলেট দিনে কয়বার খেতে হবে?
উত্তরঃ তিন থেকে চার বার
237। কারা একমাত্র স্বীকৃত পেশাজীবী যারা রোগ নির্ণয় ও ওষুধের নাম, মাত্রা ও ব্যবহারের মেয়াদ নির্ধারণ করে থাকেন?
উত্তরঃ ডাক্তাররা
238। জন্ডিসের সময় কি গ্রহণ করলে তা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে?
উত্তরঃ প্যারাসিটামল
239। রোগ নিরাময় অথবা উপশমের জন্য যেসব রাসায়নিক যৌগ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা হয় তাকে কি বলে?
উত্তরঃ ওষুধ
240। ওষুধের পরিমাণ (ডোজ) নির্ণয়ের জন্য রোগীর কি জানা অত্যাবশ্যক?
উত্তরঃ বয়স ও ওজন
241। একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির সংক্রমণ (Infection) হলে এমপিসিলিন (৫০০ মি.গ্রা.) ৮ ঘন্টা অন্তর অন্তর দিনে কতবার খেতে?
উত্তরঃ ৩ বার
242। এমপিসিলিন (৫০০ মি.গ্রা.) কতদিন খেতে হবে?
উত্তরঃ ৭ দিন
243। রোগীর ওষুধ গ্রহণে ভুল ধরিয়ে দেয়া কার দায়িত্ব?
উত্তরঃ ফার্মাসিস্টের
244। ওষুধের ব্যবহার সম্পর্কে ভাল জ্ঞান রাখেন কে?
উত্তরঃ ফার্মাসিস্ট
245। ওষুধের সঠিক ব্যবহারে ফার্মাসিস্টে দায়িত্ব ও কর্তব্য কয়টি?
উত্তরঃ ৬টি
246। আন্তর্জাতিক দাতা সংস্থাগুলির কাছ থেকে উন্নয়নশীল দেশগুলো স্বাস্থ্য বাজেটের কত শতাংশ অনুদান পেয়ে থাকে?
উত্তরঃ ৫ শতাংশ
247। আন্তর্জাতিক দাতা সংস্থাগুলির কাছ থেকে অনুন্নত দেশগুলো স্বাস্থ্য বাজেটের কত শতাংশ অনুদান পেয়ে থাকে?
উত্তরঃ ২০ শতাংশ
248। স্বাস্থ্যসেবায় দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে কয়টি শ্রেণিতে ভাগ করা হয়?
উত্তরঃ ৩টি
249। যেসব এজেন্সির অর্থ সাহায্য বিভিন্ন দেশের সরকার ও অন্যান্য উৎস হতে প্রাপ্ত তাকে কি বলে?
উত্তরঃ মাল্টিল্যাটেরাল এজেন্সি
250। কোন ধরনের এজেন্সিগুলোর অধিকাংশের উৎপত্তি জাতিসংঘ হতে?
উত্তরঃ মাল্টিলেটেরাল
251। WHO কী?
উত্তরঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা
252। জাতিসংঘের শিশু তহবিল নিয়ন্ত্রণ করে কোন সংস্থা?
উত্তরঃ ইউনিসেফ
253। জাতিসংঘের জনসংখ্যা নিয়ন্ত্রণ তহবিল কোনটি?
উত্তরঃ ইউএনএফপিএ
254। জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা কোনটি?
উত্তরঃ WHO
255। জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক আন্তঃসরকার সংস্থা বলা হয় কোনটিকে?
উত্তরঃ WHO
256। সর্বোচ্চ সম্ভব পর্যায়ে জনসাধারণের সুস্বাস্থ্য নিশ্চিত করা কোন সংস্থাটির প্রধান উদ্দশ্য?
উত্তরঃ WHO
257। আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক কর্মসূচিগুলোর সঠিক নির্দেশনা দেওয়া ও এগুলোর সঠিক সমন্বয় সাধন করা কার দায়িত্ব?
উত্তরঃ WHO
258। বিভিন্ন দেশ ও সংস্থাকে স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রদান করা, স্বাস্থ্যবিষয়ক গবেষণা কাজকে উৎসাহিত করা, বিভিন্ন সংস্থা ও ব্যক্তিকে আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা কোন সংস্থার কাজ?
উত্তরঃ WHO
259। এইডস্ ও অন্যান্য যৌনবাহিত রোগ প্রতিরোধ বিষয়ক প্রকল্পের জন্য কোন সংস্থাটির বিশেষ ও আলাদা বাজেট রয়েছে?
উত্তরঃ বিশ্ব স্বাস্থ সংস্থা
260। ইউনিসেফ মূলত কাদের নিয়ে কাজ করে?
উত্তরঃ শিশুদের
261। ইউনিসেফের বাজেটের বৃহদাংশ ব্যবহার করা হয় কোন খাতে?
উত্তরঃ স্বাস্থ্য খাতে
262। অনুর্ধ ৫ বছর এর শিশু যাদের স্বাস্থ্য সর্বাধিক ঝুঁকিপূর্ণ তাদের স্বাস্থ্যের সুরক্ষায় সম্পদের সিংহভাগ খরচ করে থাকে কোন সংস্থাটি?
উত্তরঃ ইউনিসেফ
263। ইউনিসেফ-এর বাজেটের শতকরা কত ভাগ বিভিন্ন সরকারের দান হতে প্রাপ্ত?
উত্তরঃ ৭০ ভাগ
264। ব্যক্তি পর্যায়ের দাতাদের কাছ থেকে ইউনিসেফ তার বাজেটের কত শতাংশ পেয়ে থাকে?
উত্তরঃ ৩০ ভাগ
265। মীনা কার্টুন কোন সংস্থার দ্বারা পরিচালিত হয়?
উত্তরঃ ইউনিসেফ
266। আন্তর্জাতিক স্বাস্থ্যতত্ত্ব বিষয়ক কর্মশালা নিয়ন্ত্রণ করে কোন সংস্থা?
উত্তরঃ ইউনিসেফ
267। শিশুশ্রম বিষয়ক কর্মশালা নিয়ন্ত্রন করে কোন সংস্থা?
উত্তরঃ ইউনিসেফ
268। দরিদ্র দেশগুলিকে সুবিধাজনক শর্তে স্বাস্থ্যশিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক উন্নয়নের জন্য ঋণ প্রদান করে থাকে কোন সংস্থা?
উত্তরঃ বিশ্ব ব্যাংক
269। বর্তমানে স্বাস্থ্য বিষয়ক ও মানব সম্পদ উন্নয়ন খাতে বিশ্ব ব্যাংকের প্রদত্ত ঋণ তাদের প্রদত্ত মোট ঋণের কত শতাংশ?
উত্তরঃ ২৫
270। স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলির মধ্যে বিশ্বব্যাংক মূলত কোন রোগটি নিয়ে বেশি মনোযোগী?
উত্তরঃ এইডস্
271। এইডস্ সম্পর্কিত নানাবিধ জনসচেতনামূলক প্রকল্প পরিচালনা করে থাকে কোন সংস্থা?
উত্তরঃ বিশ্ব ব্যাংক
272। জাতিসংঘের জনসংখ্যা নিয়ন্ত্রণ তহবিল কোনটি?
উত্তরঃ UNFPA
273। UNFPA এর মোট বাজেটের শতকরা কত ভাগ অর্থ ব্যবহার করা হয় কারিগরি সুবিধা প্রদানে?
উত্তরঃ ৫০-৬০ ভাগ
274। UNFPA তার বাজেটের শতকরা কত ভাগ অর্থ প্রদান করে অনুন্নত দেশগুলিতে?
উত্তরঃ ৭০ ভাগ
275। UNFPA কত সাল থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে?
উত্তরঃ ১৯৭৪ সাল
276। বাংলাদেশে জন্মনিরোধক পিল, কনডম ইত্যাদি প্রদান করে আসছে কোন সংস্থাটি?
উত্তরঃ UNFPA
277। এইডস্, মাতৃত্বকালীন স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য ও মাতৃত্বকালীন মৃত্যুহার বিষয়ে কাজ করে থাকে কোন সংস্থাটি?
উত্তরঃ UNDP
278। UNDP বাজেটের শতকরা কত ভাগ অর্থ ব্যয় করে স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক খাতে?
উত্তরঃ ২০ ভাগ
279। জাইকা এর পূর্ণরূপ কি?
উত্তরঃ জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি
280। USAID, UKaid, JICA এগুলো কোন ধরনের সংস্থা?
উত্তরঃ দ্বি-পাক্ষিক সংস্থা
281। জাইকা কোন দেশের অধীনে পরিচালিত হয়?
উত্তরঃ জাপানের
282। বাংলাদেশে নিবন্ধিত এন.জি.ও এর সংখ্যা কত?
উত্তরঃ প্রায় ৪০০
283। বিভিন্ন গ্রাম এলাকায় নানাবিধ কর্মসূচি ও স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন কর্মশালা পরিচালনা করে কোন ধরনের সংস্থা?
উত্তরঃ এনজিও
284। সেভ দ্যা চিলডেন একটি…….?
উত্তরঃ এনজিও
285। সারা বিশ্বের শিশুদের স্বাস্থ্য ও অন্যান্য বিষয় নিয়ে কাজ করে থাকে কোন সংস্থাটি?
উত্তরঃ সেভ দ্যা চিলড্রেন
286। এমএসএইচ এর পূর্ণরূপ কি?
উত্তরঃ ম্যানেজমেন্ট সায়েন্সেস ফর হেলথ
287। বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগে সাহায্য প্রদান করে থাকে কোন সংস্থা?
উত্তরঃ রেড ক্রিসেন্ট ও রেড ক্রস
288। brac একটি……?
উত্তরঃ এনজিও
289। GRAMEEN BANK একটি…….?
উত্তরঃ এনজিও
290। CARITAS একটি…….?
উত্তরঃ এনজিও
291। ওষুধ তৈরি, ডিসপেন্সিং, রোগীকে ওষুধ সম্পর্কে জ্ঞান, ওষুধবিষয়ক সচেতনতা তৈরি, ওষুধ সংরক্ষণ, ওষুধ পরিবহন প্রভৃতি কর্মকাণ্ড কোন পেশার অন্তর্গত?
উত্তরঃ ফার্মাসিস্ট
292। স্বাস্থ্য সেবার প্রথম ধাপ কোনটি?
উত্তরঃ কমিউনিটি ফার্মেসী

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top