333। প্রতিটি মডেল ফার্মেসীর মালিকের কয় ধরনের তথ্যাদি থাকা আবশ্যক?
উত্তরঃ ৪ ধরনের
334। ফার্মেসীর ড্রাগ লাইসেন্স ও ট্রেড লাইসেন্স কোথায় রাখতে হবে?
উত্তরঃ সহজে দৃষ্টিগোচর হয় এরূপ স্থানে
335। ফার্মেসীতে দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্টের নাম এবং পেশাগত নিবন্ধন সনদ (ফার্মাসিস্ট সার্টিফিকেট) কোথায় রাখতে হবে?
উত্তরঃ সহজে দৃষ্টিগোচর হয় এরূপ স্থানে
336। মডেল ফার্মেসী স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কত দিনের মধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে লিখিতভাবে অবহিত করতে হবে?
উত্তরঃ ৩০ দিন
337। মডেল ফার্মেসীকে সাময়িক ভাবে বন্ধ হওয়ার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কত দিনের মধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে লিখিতভাবে পুনরায় চালু করার সম্ভাব্য তারিখসহ অবহিত করতে হবে?
উত্তরঃ ৩০ দিন
338। মডেল ফার্মেসী কত বছরের বেশী সময়ের জন্য বন্ধ থাকলে পুনরায় ফার্মেসীকে সচল করার জন্য ওষুধ প্রশাসনে নতুনভাবে আবেদন করতে হয়?
উত্তরঃ ১বছর
339। ফার্মেসীতে দায়িত্বপ্রাপ্ত অনুমোদিত কর্মীদের ক্ষেত্রে কোন পরিবর্তন হলে বা দায়িত্বরত ফার্মাসিস্টকে তার চুক্তি হতে অব্যহতি দিলে তা ঔষধ প্রশাসন অধিদপ্তরকে কত দিনের মধ্যে লিখিতভাবে অবহিত করতে হবে?
উত্তরঃ ৭দিনের মধ্যে
340। ওষুধ/দলিল/নথি চুরি হলে বা হারিয়ে গেলে কাকে অবহিত করতে হবে?
উত্তরঃ পুলিশ ও ঔষধ প্রশাসন অধিদপ্তরকে
341। সকল ‘এ’ গ্রেড ফার্মাসিস্টদের জন্য বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক অনুমোদিত মডেল ফার্মেসী স্থাপন ও পরিচালনার ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কত ঘন্টার হয়ে থাকে?
উত্তরঃ ৩০ঘন্টার
342। মডেল ফার্মেসীতে কাজ করতে চাইলে ‘সি’ গ্রেড ফার্মাসিস্টদের বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক অনুমোদিত কত ঘন্টার মডেল মেডেসিন শপ স্থাপন ও পরিচালনার ওরিয়েন্টেশন প্রশিক্ষণ নিতে হবে?
উত্তরঃ ৮০ ঘন্টার
343। একটি মডেল ফার্মেসী কোন গ্রেডের ফার্মাসিস্ট দ্বারা পরিচালিত হতে হবে?
উত্তরঃ ‘এ’
344। মডেল ফার্মেসীর আয়তন কমপক্ষে কত বর্গফুট হতে হবে?
উত্তরঃ ৩০০
345। মডেল ফার্মেসীর উচ্চতা কমপক্ষে কত ফুট হতে হবে?
উত্তরঃ ৮
346। বিদ্যুতের ব্যাক-আপ ব্যবস্থা (যেমন-জেনারেটর/তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ (IPS)বা সোলার প্যানেল) রাখতে হয় কোন ধরনের ফার্মেসিতে?
উত্তরঃ মডেল ফার্মেসীতে
347। মডেল ফার্মেসির চারপাশের তাপমাত্রা কত ডিগ্রী সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে?
উত্তরঃ ৩০ ডিগ্রী
348। মডেল ফার্মেসীতে কোনটি থাকা আবশ্যক?
উত্তরঃ রেফ্রিজারেটর
349। ওষুধ ও ফার্মার্সিউটিক্যাল পণ্য সংরক্ষণের জন্য মডেল ফার্মেসীতে কোন ধরনের রেফ্রিজারেটর ব্যবহার করতে হবে?
উত্তরঃ ফার্মেসী গ্রেড রেফ্রিজারেটর
350। কোন নষ্ট, নকল, নিম্নমান সম্পন্ন অথবা মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছে কি না এটি নিশ্চিত করা কার দায়িত্ব?
উত্তরঃ ফার্মাসিস্টের
351। কত বছরের নিচের শিশুদের কাছে ওষুধ ডিসপেন্স বা বিক্রয় থেকে বিরত থাকতে হবে?
উত্তরঃ ১২ বছরের
352। ব্যবস্থাপত্র ছাড়া কোন ধরনের ওষুধ বিক্রি করা যাবে না?
উত্তরঃ Prescription only
353। নষ্ট ও মেয়াদোত্তীর্ণ ওষুধসমূহ কোন ধরনের কালি দিয়ে চিহ্নিত করতে হবে?
উত্তরঃ লাল
354। …….. হাতে ট্যাবলেট ও ক্যাপসুল গোনা নিষিদ্ধ?
উত্তরঃ খালি
355। কোন ধরনের ওষুধ বিক্রয়ের তথ্য ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত রেজিস্টারে লিখে রাখতে হবে?
উত্তরঃ Antibiotic
356। OTC এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Over-the-Counter
357। কোন ধরনের ফার্মেসী প্রসাধনী ও অন্যান্য স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি উন্নয়ণের পণ্যাদি মজুদ ও বিক্রি করার অনুমোদন পাবে?
উত্তরঃ মডেল ফার্মেসী
358। মডেল মেডিসিন শপ কত বছরের বেশী সময়ের জন্য বন্ধ থাকলে পুনরায় মেডিসিন শপকে সচল করার জন্য ঔষধ প্রশাসনে নতুনভাবে আবেদন করতে হবে?
উত্তরঃ এক বছর