সেশন-১: ওষুধ ব্যবস্থাপনার মূলনীতি

526। ওষুধ ব্যবস্থাপনা চক্রের কয়টি ধাপ রয়েছে?
উত্তরঃ ৫টি
527। কোন ধরনের ওষুধ ব্যবস্থাপত্র ছাড়াই গ্রাহককে দেয়া যায়?
উত্তরঃ ওটিসি ওষুধসমূহ
528। ওষুধের মূল্য নির্ধারণ করে কে?
উত্তরঃ ঔষধ প্রশাসন অধিদপ্তর
529। কলেরার প্রাদূর্ভাব দেখা দিলে নিচের কোনটি বেশি করে মজুদ রাখতে হবে?
উত্তরঃ ব্লিচিং পাউডার
530। ট্যাবলেট, ক্যাপসূল, তুলা, সিরিঞ্জ কোন তাকে রাখা উচিত?
উত্তরঃ উপরের তাকে
531। সিরাপ ও সাপেনশন কোন তাকে রাখা উচিত?
উত্তরঃ মাঝের তাকে
532। ভারী এবং বড় সাইজের পণ্য কোন তাকে রাখতে হবে?
উত্তরঃ নিচের তাকে
533। অল্প মেয়াদসম্পন্ন ওষুধগুলোকে তাকের সামনের দিকে রাখা এবং দীর্ঘ মেয়াদসম্পন্ন ওষুধগুলোকে তাকের পেছনের দিকে রাখার পদ্ধতিকে কি বলে?
উত্তরঃ FEFO

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top