592। নকল ওষুধসমূহ সাধারণত আসল ওষুধের তুলনায় অনেক __ মূল্যে বিক্রয় করা হয়ে থাকে?
উত্তরঃ কম
session 4 module 4
593। কোনটি সেবনের ফলে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে রোগীর ঘুম পায়?
উত্তরঃ ক্লোরফেনিরামিন
594। স্বাভাবিক ডোজের ওষুধ সেবনের ফলে কখনো কখনো অপ্রত্যাশিত প্রতিক্রিয়া ঘটে থাকে তাকে ওষুধের __ প্রতিক্রিয়া বলে?
উত্তরঃ বিরূপ
595। বেশি ডোজের ওষুধ নেয়ার ফলে ওষুধের কোন ধরনের বিরুপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে?
উত্তরঃ টাইপ-এ
596। দীর্ঘদিন ওষুধ সেবনের ফলে যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় তা কোন ক্যাটাগরির?
উত্তরঃ টাইপ-সি
597। রক্তে গ্লুকোজ কমায় কোনটি?
উত্তরঃ ইনসুলিন
598। নীচের কোনটি সেবনের ফলে ঘুম বৃদ্ধি পেতে পারে?
উত্তরঃ Opioid
599। ত্বকে ঢাকা বা লালচে দাগ ফুটে উঠাকে কি বলে?
উত্তরঃ Skin Rash
600। তীব্র এলার্জির কারণে মৃত্যুঝুঁকি তৈরি হওয়াকে কি বলে?
উত্তরঃ Anaphylaxis
601। রক্ত কণিকা ধ্বংস হওয়াকে কি বলে?
উত্তরঃ Blood Dyscrasias
602। কোনটি ব্যবহারের ফলে গর্ভস্থ শিশুর উপর প্রভাব ফেলে এবং শিশু জন্মগত ত্রুটিসহ জন্ম নেয়?
উত্তরঃ Thalidomide
603। গর্ভাবস্থায় কোনটি ব্যবহার করলে ২০ বৎসরের বেশী সময় পর কন্যার যোনীপথে (Vagina) ক্যানসার দেখা দিতে পারে?
উত্তরঃ Stilbestrol
604। টাইপ-বি ওষুধের কোন ধরনের বিরুপ প্রতিক্রিয়া?
উত্তরঃ অদ্ভুত বা স্বক্রীয়
605। টাইপ-ডি ওষুধের কোন ধরনের বিরূপ প্রতিক্রিয়া?
উত্তরঃ বিলম্বিত
606। টাইপ-ই ওষুধের কোন ধরনের বিরূপ প্রতিক্রিয়া?
উত্তরঃ সেবনের শেষের প্রতিক্রিয়া
607। ব্যাথানাশক ওষুধকে কি বলে?
উত্তরঃ NSAID
608। ব্যাথানাশক ওষুধ সেবনের ফলে কোন সমস্যাটি দেখা দিতে পারে?
উত্তরঃ অন্ত্রে রক্তক্ষরণ
609। হরমোন জাতীয় জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের ফলে কোন সমস্যাটি দেখা দিতে পারে?
উত্তরঃ রক্ত জমাট বেঁধে যাওয়া
610। অ্যামাইনোগ্লাইকোসাইড এন্টিবায়োটিক সেবনের ফলে কোন সমস্যাটি দেখা দিতে পারে?
উত্তরঃ কানে শুনতে সমস্যা ও কিডনিতে সমস্যা
611। প্রথম জেনারেশনের মানসিক সমস্যার ওষুধসমূহ সেবনের ফলে কোন সমস্যাটি দেখা দিতে পারে?
উত্তরঃ পারকিনসনিজম
612। রক্তকণিকা গঠিত না হওয়াকে কি বলে?
উত্তরঃ এপ্লাস্টিক অ্যানিমিয়া
613। ক্লোরামফেনিকল সেবনের ফলে কোন সমস্যাটি দেখা দিতে পারে?
উত্তরঃ এপ্লাস্টিক অ্যানিমিয়া
614। ক্লোজাপাইন সেবনের ফলে কোন সমস্যাট দেখা দিতে পারে?
উত্তরঃ এগ্রানুলোসাইটোসিস
615। ক্যান্সার বিনাশী ওষুধসমূহ প্রয়োগের ফলে কোন সমস্যাটি দেখা দিতে পারে?
উত্তরঃ চুল পড়ে যাওয়া
616। ওষুধের বিরুপ প্রতিক্রিয়ার ঝুকিতে আছেন কত বছর বয়সের মানুষেরা?
উত্তরঃ ৬০ বছরের বেশি বয়সের