সেশন-১: পরিবার পরিকল্পনা

953। ….. সমস্যা আমাদের এক নম্বর জাতীয় সমস্যা?
উত্তরঃ জনসংখ্যা
954। ২০১০ এ বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল ১৬.৪৪ কোটি এটি কোন সংস্থার জরিপে উঠে এসেছে?
উত্তরঃ UNFPA
955। ২০১০ সালে বাংলাদেশের মোট জনসংখ্যা কত ছিল?
উত্তরঃ ১৬.৪৪ কোটি
956। ২০১০ সালে নবজাতকের মৃত্যুর হার হাজারে কত ছিল?
উত্তরঃ ৪১ জন
957। ২০১০ সালে পাচ বছরের নিচের শিশুদের মৃত্যুর হার হাজারে মেয়ে শিশু কত ছিল?
উত্তরঃ ৫৬ জন
958। ২০১০ সালে পাচ বছরের নিচের শিশুদের মৃত্যুর হার হাজারে ছেলে শিশু কত ছিল?
উত্তরঃ ৫৮ জন
959। BDHS এর পূর্ণরূপ কি?
উত্তরঃ বাংলাদেশ ডেমোগ্রাফিক এন্ড হেলথ্ সার্ভে
960। বিবাহিত দম্পতিদের একটি বিরাট অংশ জন্মবিরতিকরণ পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করে না এই তথ্যটি কোন সংস্থার জরিপে উঠে এসেছে?
উত্তরঃ BDHS
961। পরিকল্পিতভাবে পরিবারের সদস্য সংখ্যা বা সন্তান-সন্ততির সংখ্যা নিয়ন্ত্রণকে করাকে কি বলে?
উত্তরঃ পরিবার পরিকল্পনা
962। পরিকল্পিতভাবে মেয়েদের গর্ভধারণকে বিভিন্ন উপায়ে নিয়ন্ত্রণ করাকে কি বলে?
উত্তরঃ জন্মনিয়ন্ত্রণ
963। বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে সারা পৃথিবীতে প্রতি বছর ১৮-২০ কোটি গর্ভধারণের মধ্যে কত কোটি গর্ভধারণ অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত?
উত্তরঃ সাড়ে সাত কোটি
964। …… কম ব্যবধানে জন্মগ্রহণকৃত বাচ্চার মৃত্যুর হার অনেক বেশি?
উত্তরঃ দুই বছরের
965। কত বছরের ব্যবধানে জন্মগ্রহণকৃত বাচ্চার স্বাস্থ্য পূর্বের বাচ্চার তুলনায় অনেক ভাল থাকে?
উত্তরঃ তিন
966। সাধারণত মাসিক শুরুর পর কত তম দিনের মধ্যে একজন মায়ের জরায়ুতে একটি করে পরিপক্ক ডিম্বাণু অবস্থান করে?
উত্তরঃ ১০তম হতে ১৮তম
967। জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিসমূহকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ দুইভাগে
968। হরমোনজাতীয় ট্যাবলেট বা বড়ি, জন্মবিরতিকরণ ইনজেকশন, নরপ্ল্যান্ট, আই. ইউ. ডি, কনডম ইত্যাদি কোন ধরনের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি?
উত্তরঃ অস্থায়ী
969। ভ্যাসেকটমি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি কাদের ক্ষেত্রে প্রযোজ্য?
উত্তরঃ পুরুষদের
970। লাইগেশন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি কাদের ক্ষেত্রে প্রযোজ্য?
উত্তরঃ মহিলাদের
971। ভ্যাসেকটমি ও লাইগেশন কোন ধরনের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি?
উত্তরঃ স্থায়ী
972। জন্মবিরতিকরণ পিল বা বড়িতে কয় ধরনের হরমোন থাকে?
উত্তরঃ দুই
973। ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন নামক দুই ধরনের হরমোন কোনটিতে?
উত্তরঃ জন্মবিরতিকরণ পিলে
974। সাধারণত জন্মনিয়ন্ত্রণ পিলের প্যাকেটে কতটি ট্যাবলেট থাকে?
উত্তরঃ ২১টি এবং ২৮টি
975। জন্মনিয়ন্ত্রণ পিলের ২১টির প্যাকেটে কতটি ট্যাবলেট হরমোন জাতীয়?
উত্তরঃ ২১টি
976। জন্মনিয়ন্ত্রণ পিলের ২৮টির প্যাকেটে কতটি ট্যাবলেট হরমোন জাতীয়?
উত্তরঃ ২১
977। জন্মনিয়ন্ত্রণ পিলের ২৮টির প্যাকেটে কতটি ট্যাবলেট আয়রন জাতীয়?
উত্তরঃ ৭
978। জন্মনিয়ন্ত্রণ পিলের ২৮টির প্যাকেটে আয়রন জাতীয় ট্যাবলেটের রঙ কি ধরনের হয়ে থাকে?
উত্তরঃ খয়েরি
979। পিল কয় ধরনের হয়ে থাকে?
উত্তরঃ দুই ধরনের
980। ২১ টি পিলের প্যাকেট ব্যবহারের ক্ষেত্রে শেষ পিলটি খাবার কতদিন পর নতুন প্যাকেট থেকে বড়ি খাওয়া শুরু করতে হবে?
উত্তরঃ ৭দিন
981। সরকারিভাবে জন্ম নিয়ন্ত্রনের জন্য যে পিল আমাদের দেশে প্রচলিত সেই পিলের নাম কী?
উত্তরঃ সুখী
982। সুখী বড়িতে কত মাইক্রোগ্রাম লেভোনরজেসট্রিল থাকে?
উত্তরঃ ১৫০মাইক্রোগ্রাম
983। সুখী বড়িতে কত মাইক্রোগ্রাম ইথিনাইলইস্ট্রাডায়োল থাকে?
উত্তরঃ ৩০ মাইক্রোগ্রাম
984। সুখী বড়িতে কত মি.গ্রা. ফেরাস ফিউমারেট থাকে?
উত্তরঃ ৭৫ মি.গ্রা.
985। একদিন পিল খেতে ভুলে গেলে পরদিন কয়টি পিল খেতে হবে?
উত্তরঃ ২টি
986। সাধারণত কয় মাসের মধ্যে পিলের পার্শ্ব-প্রতিক্রিয়া ঠিক হয়ে যায়?
উত্তরঃ ৩-৪ মাস
987। পিল খেলে বমি বমি ভাব হলে কোন সময় পিল খাওয়া সবচেয়ে ভালো?
উত্তরঃ রাতে খাবারের পর
988। বুকের দুধ খাওয়ালে প্রসবের কত মাস পর হতে পিল গ্রহণ করতে হবে?
উত্তরঃ ৬ মাস
989। এন্টিবায়োটিক, রিফামপিসিন অথবা বেদনা নাশক ওষুধ সেবন করলে জন্মনিরোধক হিসেবে কি ব্যবহার করা উচিত?
উত্তরঃ কনডম
990। একটি ইমার্জেন্সি পিল ব্যবহারের কত ঘন্টা পর দ্বিতীয়টি গ্রহণ করা উচিত?
উত্তরঃ ১২ ঘন্টা
991। ইমার্জেন্সি পিল গ্রহণের কত ঘন্টার মধ্যে বমি হলে আরেকটি পিল গ্রহণ করতে হবে?
উত্তরঃ ২ ঘন্টা
992। নিচের কোনটি OTC ড্রাগ নয়?
উত্তরঃ ইমার্জেন্সি জন্মনিরোধক পিল
993। নিচের কোনটি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না?
উত্তরঃ ইমার্জেন্সি জন্মনিরোধক পিল
994। ইমারজেন্সি জন্মনিয়ন্ত্রণের জন্য US FDA প্রজেস্টিন জাতীয় ওষুধ হিসাবে নিচের কোনটি কে ব্যবহারের অনুমতি প্রদান করেছে?
উত্তরঃ লেভোনরজেস্ট্রিল
995। লেভোনরজেস্ট্রিল সহবাসের কত ঘন্টার মধ্যে ব্যবহার করতে হয়?
উত্তরঃ ৭২ ঘন্টা
996। লেভোনরজেস্ট্রিল এর কার্যকারিতা কত পার্সেন্ট?
উত্তরঃ ৮৯%
997। জন্মবিরতিকরণ ইঞ্জেকশন কোন ধরনের জন্মনিয়ন্ত্রন পদ্ধতি?
উত্তরঃ অস্থায়ী
998। জন্মবিরতিকরণ ইঞ্জেকশন গ্রহণ করলে কতদিন পর্যন্ত গর্ভধারণ প্রতিরোধ করে?
উত্তরঃ কয়েকমাস
999। মাসিক শুরুর কত দিনের মধ্যে জন্মবিরতিকরণ ইঞ্জেকশন নিতে হয়?
উত্তরঃ পাঁচ দিন
1000। জন্মবিরতিকরণ ইনজেকশনে কোন হরমোন থাকে?
উত্তরঃ প্রজেস্ট্রোজেন
1001। বাজারে কয় ধরনের জন্মবিরতিকরণ ইনজেকশন রয়েছে?
উত্তরঃ দুই
1002। ডিপোপ্রভেরা কোন জেনেরিকের ওষুধ?
উত্তরঃ মেডরক্সিপ্রজেসটেরন
1003। মেডরক্সিপ্রজেসটেরন কত মাস পর্যন্ত কার্যকর?
উত্তরঃ তিন মাস
1004। নরিস্টিরেট কোন জেনেরিকের ওষুধ?
উত্তরঃ নরইথিস্টেরন
1005। নরইথিস্টেরন কত মাস পর্যন্ত কার্যকর?
উত্তরঃ দুই মাস
1006। মাসিকের সময় বেশি রক্তক্ষরণ হওয়াকে কি বলে?
উত্তরঃ মেনোরেজিয়া
1007। জন্মবিরতিকরণ ইনজেকশন ছেড়ে দেয়ার পর গর্ভধারণ করতে চাইলে স্বাভাবিক হতে কতমাস সময় লাগে?
উত্তরঃ ৬ হতে ১২ মাস
1008। জন্মবিরতিকরণ ইনজেকশন নিলে কত শতাংশ মহিলাদের ক্ষেত্রে মাসিক বন্ধ থাকতে পারে?
উত্তরঃ ৭০%
1009। ….. মহিলাদের জন্য একটি দীর্ঘমেয়াদী অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি?
উত্তরঃ নরপ্ল্যান্ট
1010। একটি নরপ্লান্টের সেটে কয়টি ছোট নরম চিকন ক্যাপসুল থাকে?
উত্তরঃ ৬টি
1011। নিচের কোনটি হরমোন জাতীয় ওষুধ?
উত্তরঃ নরপ্লেন্ট
1012। নরপ্লেন্টে কত মি.গ্রা. লেভোনরজেস্ট্রিল থাকে?
উত্তরঃ ৩৬ মি.গ্রা.
1013। নরপ্লেন্ট ব্যবহারে কত বছর পর্যন্ত জন্মবিরতিকরণ করা যায়?
উত্তরঃ ৫ বছর
1014। নরপ্লেন্টের আকার লম্বায় কত মি.মি.?
উত্তরঃ ৩৪মি.মি.
1015। নরপ্লেন্টের পরিধি কত মি.মি.?
উত্তরঃ ২.৪ মি.মি.
1016। আমেরিকাতে কত সালে নরপ্ল্যান্ট জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নিষিদ্ধ করা হয়েছে?
উত্তরঃ ২০০২ সাল
1017। আমেরিকাতে নরপ্ল্যান্টের ব্যবহার বন্ধের কারন কোনটি?
উত্তরঃ পার্শ্বপ্রতিক্রিয়া
1018। প্রসবের কয় সপ্তাহ পর থেকে নরপ্ল্যান্ট ব্যবহার করা যায়?
উত্তরঃ ৬ সপ্তাহ
1019। নরপ্ল্যান্ট ব্যবহারের পর কয় মাস পর্যন্ত অনিয়মিত রক্তস্রাব দেখা দিতে পারে?
উত্তরঃ ৬-১২ মাস
1020। ….. হলো মহিলাদের জন্য একটি দীর্ঘমেয়াদী অস্থায়ী জন্মবিরতিকরণ পদ্ধতি?
উত্তরঃ ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসেস্
1021। নিচের কোনটি জরায়ুতে স্থাপন করতে হয়?
উত্তরঃ ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসেস্
1022। আইইউডি কোন আকৃতির হয়ে থাক?
উত্তরঃ T
1023। ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসেস্ কি দিয়ে তৈরি?
উত্তরঃ প্লাস্টিক
1024। ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসেস্ কয় ধরনের হতে পারে?
উত্তরঃ দুই
1025। …… আই.ইউ.ডি. জরায়ুতে স্পার্ম ও ডিম্বাণুর মিলনকে বাধা দেয় এবং জরায়ুর দেয়ালে ভ্রূণ গ্রথিত হতে বাধা দেয়?
উত্তরঃ কপারযুক্ত
1026। আমাদের দেশে কয় ধরনের কপার IUD রয়েছে?
উত্তরঃ তিন
1027। কপার-টি-৩৮০ IUD এর কার্যকারিতার মেয়াদ কত বছর?
উত্তরঃ ১০ বছর
1028। মাল্টিলোড-৩৭৫ IUD এর কার্যকারিতার মেয়াদ কতবছর?
উত্তরঃ পাঁচ বছর
1029। কপার-টি ২০০বি IUD এর কার্যকারিতার মেয়াদ কতবছর?
উত্তরঃ ৩ বছর
1030। সাধারণত আইইউডি এর কার্যকারিতার মেয়াদ কত বছর হয়ে থাকে?
উত্তরঃ ৩-১০ বছর
1031। হরমোনযুক্ত আই.ইউ.এস. এ কত মি.গ্রা. লেভোনরজেস্ট্রেল থাকে?
উত্তরঃ ৫২ মি.গ্রা.
1032। কনডম কোন রাবার দিয়ে তৈরি?
উত্তরঃ ল্যাটেক্স
1033। বিশ্বব্যাপী সবচেয়ে সমাদৃত ও ব্যবহৃত জন্মবিরতিকরণ পদ্ধতি কোনটি?
উত্তরঃ কনডম
1034। দ্রুত বীর্যপাতকে বাধা দেয় কোনটি?
উত্তরঃ কনডম
1035। কনডমের পিচ্ছিলকারক পদার্থকে কি বলে?
উত্তরঃ লুব্রিকেন্ট
1036। ভ্যাসেকটমি কাদের ক্ষেত্রে প্রযোজ্য?
উত্তরঃ পুরুষদের
1037। নিচের কোনটি পুরুষদের জন্য স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি?
উত্তরঃ ভ্যাসেকটমি
1038। কোন পদ্ধতিতে ছোট একটি অপারেশনের মাধ্যমে শুক্রথলিতে শুক্রাণুর প্রবেশ বন্ধ করে দেয়া হয়?
উত্তরঃ ভ্যাসেকটমি
1039। লাইগেশন কাদের ক্ষেত্রে প্রযোজ্য?
উত্তরঃ মহিলাদের
1040। নিচের কোনটি মহিলাদের জন্য স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি?
উত্তরঃ লাইগেশন
1041। কোন পদ্ধতিতে অপারেশনের মাধ্যমে ফেলোপিয়ান টিউব কেটে বা বেঁধে ডিম্বাণুকে জরায়ুতে আসতে বাধা দেয়ার মাধ্যমে জন্মনিয়ন্ত্রন করা হয়?
উত্তরঃ লাইগেশন
1042। প্রকৃত পক্ষে একটি শিশুর জন্মদিন কখন?
উত্তরঃ যখন মাতৃগর্ভে এলো
1043। বাচ্চা নেয়ার জন্য উত্তম সময় কোনটি?
উত্তরঃ ২০-৩৫ বছর
1044। বাচ্চার সংখ্যা কয়জনের বেশি হলে মায়ের গর্ভধারণ ও প্রসবজনিত সমস্যা এবং মা ও শিশুর স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়?
উত্তরঃ ৪ জন
1045। সুস্থভাবে সন্তান জন্ম দিতে চাইলে প্রথম সন্তান প্রসবের কত বছর পর দ্বিতীয় সন্তান ধারণ করা উচিত?
উত্তরঃ ২ বছর
1046। শিশুকে খাওয়ানোর ক্ষেত্রে একজন মায়ের কয়টি বিষয়ে জানা থাকতে হবে?
উত্তরঃ ৬ টি
1047। কয়মাস পর্যন্ত শিশু শুধু মায়ের বুকের দুধ পান করবে?
উত্তরঃ ৬ মাস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top