1150। ছোয়াচে বা সংক্রামক রোগকে কয়ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ ৩
1151। ভাইরাস জনিত ডায়রিয়া, আমাশয়, কলেরা, জন্ডিস (বা হেপাটাইটিস এ), টাইফয়েড ইত্যাদি কোন ধরনের রোগ?
উত্তরঃ পানিবাহিত
1152। ডায়রিয়ায় কত বছরের শিশুদের মৃত্যু হার বেশি?
উত্তরঃ পাঁচ বছরে কম শিশুদের
1153। দিনে কয়বার পাতলাপায়খানা হলে বুঝতে হবে ডায়রিয়া হয়েছে?
উত্তরঃ ৩ বার
1154। কোন রোগের লক্ষণ ও প্রতিকারসমূহ ডায়রিয়ার মতোই?
উত্তরঃ কলেরা
1155। রক্তে বিলিরুবিনের (Bilirubin) মাত্রা বেড়ে যাওয়াকে কি বলে?
উত্তরঃ জন্ডিস
1156। টাইফয়েড রোগ কোন ধরনের এলাকায় বেশি দেখা যায়?
উত্তরঃ শহরে
1157। ইনফ্লুয়েঞ্জা কোন ধরনের রোগ?
উত্তরঃ বায়ুবাহিত
1158। গোদ রোগ কোন ধরনের রোগ?
উত্তরঃ প্রাণীবাহিত
1159। স্ত্রী এনোফিলিস মশা কোন রোগের জীবানু বহন করে?
উত্তরঃ ম্যালেরিয়া
1160। এডিস মশা কোন রোগের জীবাণু বহন করে?
উত্তরঃ ডেঙ্গুজ্বর
1161। কিউলেক্স মশার কামড়ে কোন রোগ হয়?
উত্তরঃ গোদরোগ