703। সবচেয়ে বেশি ব্যবহৃত চিকিৎসা পদ্ধতিটি কোনটি?
উত্তরঃ এলোপ্যাথি
704। আধুনিক চিকিৎসা পদ্ধতি বলা হয় কোন চিকিৎসা পদ্ধতিকে?
উত্তরঃ অ্যালোপ্যাথি
705। আধুনিক চিকিৎসার বিপরীতে সকল চিকিৎসা পদ্ধতিই….. চিকিৎসা নামে পরিচিত?
উত্তরঃ লোকজ
706। আমাদের দেশের সবচেয়ে প্রাচীন চিকিৎসা ব্যবস্থা কোনটি?
উত্তরঃ আয়ুর্বেদ
707। ‘বেদ’ অর্থ কি?
উত্তরঃ জ্ঞান
708। আয়ুর্বেদ অর্থ কি?
উত্তরঃ জীবনের জ্ঞান
709। আজ থেকে কত হাজার বছর আগে এদেশে আয়ুর্বেদ এর প্রচলন হয়?
উত্তরঃ প্রায় ৫,০০০
710। আয়ুর্বেদ শাস্ত্রের উৎপত্তি কোন বই থেকে?
উত্তরঃ ঋগবেদ
711। মোঘল সম্রাটদের রাজত্বকালের আগ পর্যন্ত ভারতবর্ষে কোন চিকিৎসা ব্যবস্থার প্রচলন ছিল?
উত্তরঃ আয়ুর্বেদ
712। বৌদ্ধ ধর্মের বিকাশের সাথে সাথে কোন চিকিৎসা পদ্ধতি বিকশিত হতে থাকে?
উত্তরঃ মঘা
713। লোককথা অনুযায়ী মঘা চিকিৎসা পদ্ধতির উদ্বোধন করেন কে?
উত্তরঃ গৌতম বুদ্ধ ও জীবক
714। আয়ুর্বেদ থেকে কোন চিকিৎসা পদ্ধতির উদ্ভব হয়েছে?
উত্তরঃ মঘা
715। মঘা পদ্ধতিতে ওষুধের উৎস কোনটি?
উত্তরঃ উদ্ভিজ ও খনিজ
716। কোন ধর্মে প্রাণী হত্যা নিষিদ্ধ?
উত্তরঃ বৌদ্ধ
717। মোঘলরা কোন চিকিৎসা পদ্ধতি ব্যবহার করতো?
উত্তরঃ ইউনানি
718। ইউনানি চিকিৎসা পদ্ধতির আদি জন্মস্থান কোথায়?
উত্তরঃ ইউনান বা হুনান প্রদেশে
719। ইউনান বা হুনান প্রদেশ কোথায় অবস্থিত?
উত্তরঃ গ্রীসে
720। কতবছর আগে ইউনানি চিকিৎসা পদ্ধতি মধ্যপ্রাচ্যে আসে?
উত্তরঃ ২০০০ বছর
721। এদেশে এ্যালোপ্যাথি চিকিৎসা ব্যবস্থার প্রচলন করে কারা?
উত্তরঃ ইংরেজরা
722। ইংরেজ শাসনামলের প্রায় মাঝামাঝি কোন চিকিৎসা পদ্ধতির আবির্ভাব হয়?
উত্তরঃ হোমিওপ্যাথি
723। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেন কে?
উত্তরঃ ডাঃ হানিম্যান
724। কোথায় হোমিওপ্যাথি চিকিৎসার আবিষ্কার হয়?
উত্তরঃ জার্মানিতে
725। নিরাপদ ও সস্তা চিকিৎসা পদ্ধতি হিসাবে আবির্ভাব হয় কোন চিকিৎসা পদ্ধতির?
উত্তরঃ হোমিওপ্যাথি
726। বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি কোন দেশে আবিষ্কার হয়?
উত্তরঃ জার্মানিতে
727। মানবশরীরের বহু রোগের চিকিৎসা করা সম্ভব?
উত্তরঃ বায়োকেমিক
728। কোন চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথি পদ্ধতির সাথে একীভূত হয়ে গেছে?
উত্তরঃ বায়োকেমিক
729। আয়ুর্বেদি, মঘা ও ইউনানি শাস্ত্র কিসের উপর নির্ভরশীল?
উত্তরঃ গাছগাছড়ার
730। গাছগাছড়ার মূল ওষুধি উপাদানটিকে সনাক্ত করে সেটি দিয়ে ওষুধ তৈরি করা হয় কোন চিকিৎসা ব্যবস্থায়?
উত্তরঃ এলোপ্যাথি
731। গাছগাছড়ার মূল উপাদানগুলোকে কোন পদ্ধতিতে শিল্পকারখানায় কৃত্রিম ভাবে তৈরি করা হয়?
উত্তরঃ সিনথেসিস
732। বিপুল পরিমাণে ওষুধ উৎপাদনে কোনটির জুড়ি নেই?
উত্তরঃ এলোপ্যাথি
733। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে কোন পদ্ধতিতে ওষুধ তৈরি করা হয়?
উত্তরঃ ডাইল্যুশান
734। কোন পদ্ধতিতে শরীরের বিভিন্ন স্নায়ুতে সূঁচ ফোটানোর মাধ্যমে চিকিৎসা করা হয়?
উত্তরঃ আকুপাংচার
735। কত বছর আগে আকুপাংচার চিকিৎসা পদ্ধতির আবিষ্কার হয়েছিল?
উত্তরঃ প্রায় তিন হাজার
736। কারা আকুপাংচার চিকিৎসা পদ্ধতির আবিষ্কার করেছিল?
উত্তরঃ চীনারা
737। কোন চিকিৎসা ব্যবস্থায় সুঁইয়ের সাথে মৃদু বৈদ্যুতিক আবেশও তৈরি করা হয়?
উত্তরঃ আকুপাংচার
738। কোন পদ্ধতিতে শরীরে বিভিন্ন অংশে চাপ প্রয়োগের মাধ্যমে চিকিৎসা করা হয়?
উত্তরঃ আকুপ্রেসার
739। কোন চিকিৎসা পদ্ধতিতে বিভিন্ন রোগ নিরাময়ের জন্য প্রকৃতিকে ব্যবহার করা হয়?
উত্তরঃ ন্যাচারোপ্যাথি
740। নদীর বুকে ভ্রমণকালে আমাদের ….. বেড়ে যায়?
উত্তরঃ ক্ষুধা
741। পাহাড়ে বেড়াতে গেলে আমাদের ….. ভাল হয়?
উত্তরঃ ঘুম
742। কোন পদ্ধতিতে প্রাকৃতিক সুগন্ধ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়?
উত্তরঃ এরোমাথেরাপি
743। কোন ফুল আমাদের মনকে প্রফুল্ল করে?
উত্তরঃ গোলাপ
744। কোন ফুলের গন্ধ ঘুমের আবেশ তৈরি করে?
উত্তরঃ বেলি
745। মনের উত্তেজনা বাড়িয়ে তোলে কোন ফুল?
উত্তরঃ হাস্নাহেনা
746। মনের উত্তেজনা কমায় কোন ফুলের গন্ধ?
উত্তরঃ কণকচাপা
747। গার্হস্থ্য চিকিৎসা ব্যবস্থায় পেটের অসুখ হলে কি দেয়া হয়?
উত্তরঃ থানকুনি পাতার রস
748। গার্হস্থ্য চিকিৎসা ব্যবস্থায় ছোট কৃমির আক্রমণ হলে কি দেয়া হয়?
উত্তরঃ কচি আনারস পাতার রস
749। গার্হস্থ্য চিকিৎসা ব্যবস্থায় ছোটদের কাশি হলে কি দেয়া হয়?
উত্তরঃ তুলসি পাতার রস
750। গার্হস্থ্য চিকিৎসা ব্যবস্থায় চুলকানি হলে কি দেয়া হয়?
উত্তরঃ নিমের তেল
751। গার্হস্থ্য চিকিৎসা ব্যবস্থায় খুসকি হলে কি দেয়া হয়?
উত্তরঃ আমলকির রস
752। কোন চিকিৎসা ব্যবস্থায় কোন টাকা খরচ করতে হয়না?
উত্তরঃ গার্হস্থ্য
753। কোন চিকিৎসা জ্ঞান মানুষ উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে?
উত্তরঃ গার্হস্থ্য চিকিৎসা
754। হোমিওপ্যাথি, বায়োকেমিক, আকুপাংচার, আকুপ্রেসার ইত্যাদি চিকিৎসা পদ্ধতিগুলো ঠিক কীভাবে কাজ করে তা এখনো ….?
উত্তরঃ অজানা
755। আমাদের দেশে সবচেয়ে বেশি অপপ্রচার করা হয় কোন রোগটি নিয়ে?
উত্তরঃ যৌন রোগ
756। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সাল থেকে স্বল্পোন্নত দেশগুলোতে এলোপ্যাথির পাশাপাশি লোকজ চিকিৎসা পদ্ধতিগুলোকেও ব্যবহারের জন্য জোর সুপারিশ করে আসছে?
উত্তরঃ ১৯৭৬
757। বাংলাদেশে বর্তমানে লোকজ চিকিৎসা শিক্ষার জন্য কয়টি সরকারি মেডিক্যাল কলেজ রয়েছে?
উত্তরঃ দুটি
758। সরকারি ইউনানি ও আয়ুর্বেদ ডিগ্রি কলেজ এবং সরকারি হোমিওপ্যাথিক ডিগ্রি কলেজ কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকার মিরপুরে
759। সরকারি ইউনানি ও আয়ুর্বেদ ডিগ্রি কলেজে ভর্তির জন্য কোন গ্রুপ থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে?
উত্তরঃ বিজ্ঞান
760। সরকারি হোমিওপ্যাথিক ডিগ্রি কলেজে কয় শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে?
উত্তরঃ ১০০ শয্যা
761। লোকজ চিকিৎসা শেখার জন্য কত বছর মেয়াদী স্নাতক কোর্স শেষ করতে হয়?
উত্তরঃ ৫ বছর
762। ইউনানি শিক্ষার জন্য কোন ডিগ্রি দেয়া হয়?
উত্তরঃ ব্যাচেলর অব ইউনানি মেডিসিন এন্ড সার্জারি
763। আয়ুর্বেদ শিক্ষার জন্য কোন ডিগ্রি দেয়া হয়?
উত্তরঃ ব্যাচেলর অব আয়ুর্বেদীক মেডিসিন এন্ড সার্জারি
764। হোমিওপ্যাথি শিক্ষার জন্য কোন ডিগ্রি দেয়া হয়?
উত্তরঃ ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি
765। বাংলাদেশে কতটি ইউনানি ডিপ্লোমা কলেজ রয়েছে?
উত্তরঃ ১১টি
766। বাংলাদেশে কতটি আয়ুর্বেদ ডিপ্লোমা কলেজ রয়েছে?
উত্তরঃ ৭টি
767। বাংলাদেশে কতটি হোমিওপ্যাথিক ডিপ্লোমা কলেজ রয়েছে?
উত্তরঃ ৩৮টি
768। ইউনানি, আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথি ডিপ্লোমা কোর্সগুলো কত বছর মেয়াদী হয়ে থাকে?
উত্তরঃ ৪ বছর
769। ইউনানিতে কোন ডিপ্লোমা সার্টিফিকেট দেয়া হয়?
উত্তরঃ ডিপ্লোমা ইন ইউনানি মেডিসিন এন্ড সার্জারি
770। আয়ুর্বেদে কোন ডিপ্লোমা সার্টিফিকেট দেয়া হয়?
উত্তরঃ ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক মেডিসিন এন্ড সার্জারি
771। হোমিওপ্যাথিতে কোন ডিপ্লোমা সার্টিফিকেট দেয়া হয়?
উত্তরঃ ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি
772। সরকার জেলা হাসপাতালগুলোতে এলোপ্যাথি চিকিৎসার পাশাপাশি লোকজ চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে এ পর্যন্ত কতটি অতিরিক্ত মেডিক্যাল অফিসারের পদ সৃষ্টি করেছে?
উত্তরঃ ১৯৮টি
773। লোকজ চিকিৎসকদের সাহায্য করার জন্য সরকার কত জন সহকারী (বা কম্পাউন্ডার) নিয়োগ দিয়েছে?
উত্তরঃ ৬৪ জন
774। জনগণের মধ্যে ওষুধি গাছের চিকিৎসা-গুণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য সরকার সারা দেশে কতটি প্রদর্শনী বাগান প্রতিষ্ঠা করেছেন?
উত্তরঃ ৪৬৭টি
775। দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসা মোট রোগীদের মধ্যে কত শতাংশ রোগী লোকজ চিকিৎসা গ্রহণ করেছেন?
উত্তরঃ ২৮%