1165। বিশ্ব স্বাস্থ্য সম্মেলন রেজ্যুলেশন কত সালে হয়েছিল?
উত্তরঃ ১৯৯৮
session 1 module 7
1166। যক্ষ্মা রোগ সবচেয়ে বেশি আক্রান্ত করে কোন অঙ্গকে?
উত্তরঃ ফুসফুস
1167। বাংলাদেশে কত শতাংশ যক্ষ্মা রোগী শনাক্ত হচ্ছে না?
উত্তরঃ ৩৩%
1168। ফুসফুসের যক্ষ্মার প্রধান লক্ষণ কি?
উত্তরঃ দুই সপ্তাহের বেশি কাশি
1169। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর কতজন লোক নতুনভাবে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়?
উত্তরঃ ৩৬৪০০০
1170। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর কতজন লোক যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে?
উত্তরঃ ৫৯০০০
1171। আমাদের দেশের প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার প্রায় …. লোক যক্ষ্মার জীবাণু দ্বারা সংক্রমিত?
উত্তরঃ অর্ধেক
1172। এদেশে ওষুধ প্রতিরোধী যক্ষ্মায় আক্রান্ত লোকের সংখ্যা কত?
উত্তরঃ ৮৪০০
1173। একজন যক্ষ্মা রোগী বছরে কয়জন সুস্থ্য মানুষকে আক্রান্ত করতে পারে?
উত্তরঃ ১০ জন