Exam-100

1. জিয়ারডিয়া ল্যাম্বলিয়া এর কারণে কোন রোগটি হয়ে থাকে?

 
 
 
 

2. হৃৎপিন্ড, রক্ত এবং বিভিন্ন ধর্নের রক্তনালী যেমন ধমনী (Artery), শিরা (Vein), কৈশিকনালী (Capillary) ইত্যাদি নিয়ে গঠিত কোন তন্ত্রটি?

 
 
 
 

3. আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট-এর অধীনে মোট কয়টি প্রাথমিক চক্ষুসেবা কেন্দ্র আছে?

 
 
 
 

4. কোন ধরনের ওষুধ বিক্রয়ের তথ্য ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত রেজিস্টারে লিখে রাখতে হবে?

 
 
 
 

5. নরপ্লেন্টের পরিধি কত মি.মি.?

 
 
 
 

6. চা-কফির ক্যাফেইন কি?

 
 
 
 

7. বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগে সাহায্য প্রদান করে থাকে কোন সংস্থা?

 
 
 
 

8. সেফোট্যাক্সিম এর সাথে কয়টি ওষুধ সেবন করতে হয়?

 
 
 
 

9. একই ধরনের গঠন এবং একই ধরনের কাজ সম্পাদনকারী অনেকগুলো কোষকে একত্রে কি বলা হয়?

 
 
 
 

10. হোমিওপ্যাথি শিক্ষার জন্য কোন ডিগ্রি দেওয়া হয়?

 
 
 
 

11. কোন ধর্মে প্রাণী হত্যা নিষিদ্ধ?

 
 
 
 

12. মঘা চিকিৎসা পদ্ধতির জনক কে?

 
 
 
 

13. শ্বাসকষ্ট হচ্ছে এমন রোগীর মাথার নিচে বালিশ দিলে কি হবে?

 
 
 
 

14. প্রেসক্রিপশন ছাড়া কোন ধরনের ওষুধ ক্রয়/বিক্রয় করা যাবে না?

 
 
 
 

15. ডায়রিয়া, আমাশয়, রক্ত আমাশয়, কৃমি, জন্ডিস, টাইফয়েড ইত্যাদি কোন ধরনের রোগ?

 
 
 
 

16. কোন পদ্ধতিতে প্রাকৃতিক সুগন্ধ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়?

 
 
 
 

17. মেট্রোনিডাজল কোন শ্রেণির পরজীবী জীবাণুর ক্ষেত্রে কার্যকর?

 
 
 
 

18. রোগীকে সিপিআর দেয়ার সময় এমনভাবে চাপ দিতে হবে যেন _ ইঞ্চি দেবে যায়।

 
 
 
 

19. আয়ুর্বেদি, মঘা ও ইউনানি শাস্ত্র কিসের উপর নির্ভরশীল?

 
 
 
 

20. নতুন কোষ উৎপাদনে কোনটি মুখ্য ভূমিকা পালন করে? 

 
 
 
 

21. যে তন্ত্রের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সাহায্যে শরীর বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন-ডাই-অক্সাইড বায়ুতে নিঃসৃত করে তাকে কি বলে?

 
 
 
 

22. এলকোহল ও অন্যান্য নেশা জাতীয় পানীয় এবং মাদক ব্যবহার রোধকল্পে কে কার্যকরী পদক্ষেপ নেবে?

 
 
 
 

23. নিচের কোনটি অর্ধ তরল জাতীয় ওষুধ?

 
 
 
 

24. লিশমেনিয়া ডোনোভেনি এর কারনে কোন রোগটি হয়ে থাকে?

 
 
 
 

25. ক্ষত ড্রেসিং হিসাবে পরিচিত কোনটি?

 
 
 
 

26. খ্রিস্টপূর্ব কত সালে শুশ্রুত সংহিতা রচনা করা হয়?

 
 
 
 

27. স্বাস্থ্য শিক্ষা কয় ধরনের?

 
 
 
 

28. বিশ্ব স্বাস্থ্য সম্মেলন রেজ্যুলেশন কত সালে হয়েছিল?

 
 
 
 

29. সাধারণত ইস্টের আয়তন কত মাইক্রন হয়ে থাকে?

 
 
 
 

30. এ্যান্টিবায়োটিক কী?

 
 
 
 

31. ____ গ্রহণের সাথে এলকোহল গ্রহণ করলে জীবন নাশের ঝুঁকিপূর্ণ বিষক্রিয়ার সৃষ্টি হতে পারে।

 
 
 
 

32. আমাদের দেহের অবকাঠামো, ভারবহন ও সংরক্ষণ করা কোন তন্ত্রের কাজ?

 
 
 
 

33. আমাদের দৈনন্দিন খাদ্যের বিভিন্ন উপাদানের মধ্যে কোনটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে?

 
 
 
 

34. পিল কয় ধরনের হয়ে থাকে?

 
 
 
 

35. অ্যালবেনডাজল কোন এনজাইম সিস্টেমকে প্রভাবিত করে?

 
 
 
 

36. কলেরার প্রাদূর্ভাব দেখা দিলে নিচের কোনটি বেশি করে মজুদ রাখতে হবে?

 
 
 
 

37. জন্মনিয়ন্ত্রণ পিলের ২৮টির প্যাকেটে আয়রন জাতীয় ট্যাবলেটের রঙ কি ধরনের হয়ে থাকে?

 
 
 
 

38. উর্দ্ধ শ্বাসতন্ত্রের সংক্রমন, চামড়া ও সফট টিস্যু সংক্রমনের জন্য কোন ওষুধটি ব্যবহৃত হয়?

 
 
 
 

39. ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের বাইরে পুরু ও পিচ্ছিল পদার্থের যে আবরণী থাকে তাকে কি বলে?

 
 
 
 

40. পিরিডক্সিন কি নামে পরিচিত?

 
 
 
 

41. ওষুধ অধ্যাদেশ-১৯৮২ এর কততম ধারায় বলা হয়েছে “নিম্নমানের ওষুধ উৎপাদন ও বিক্রয়ের শাস্তি শাস্তি হিসাবে ব্যক্তি সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে যা ৫ বছর পর্যন্ত প্রলম্বিত হতে পারে বা ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় শাস্তি পেতে পারে।”?

 
 
 
 

42. উপজেলা হেলথ কমপ্লেক্স এর পরবর্তী পর্যায়ের স্বাস্থ্যসেবা দেয়া হয় কোথায়?

 
 
 
 

43. ______ কম ব্যবধানে জন্মগ্রহণকৃত বাচ্চার মৃত্যুর হার অনেক বেশি।

 
 
 
 

44. কে বানর ও শুকরের দেহ ব্যবচ্ছেদ করেন এবং ধারণা করেন যে এদের সাথে মানবদেহের অনেক মিল রয়েছে?

 
 
 
 

45. কোলাজেন এবং কোষের অভ্যন্তরিণ কিছু উপাদানের গঠনের জন্য কোনটি অতি গুরুত্বপূর্ণ? 

 
 
 
 

46. নিচের কোনটি একটি সিনথেটিক ষ্টেরয়েড?

 
 
 
 

47. উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ কোনটি?

 
 
 
 

48. ওষুধ অধ্যাদেশ-১৯৮২ এর কততম ধারায় বলা হয়েছে “সরকারি ওষুধ চুরির শাস্তি শাস্তি হিসাবে ব্যক্তি সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে যা ১০ বছর পর্যন্ত প্রলম্বিত হতে পারে বা ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় শাস্তি পেতে পারে।”?

 
 
 
 

49. বরডিটেলা পারটুসিস্ ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয়?

 
 
 
 

50. ওষুধ তৈরি-ডিসপেন্সিং,রোগীকে ওষুধ সম্পর্কে জ্ঞান,ওষুধবিষয়ক সচেতনতা তৈরি, ওষুধ সংরক্ষণ,ওষুধ পরিবহন প্রভৃতি কর্মকাণ্ড কোন পেশার অন্তর্গত?

 
 
 
 

51. কত বছর আগে আকুপাংচার চিকিৎসা পদ্ধতির আবিষ্কার হয়েছিল?

 
 
 
 

52. কোন ধরণের ঔষধ ব্যবস্থাপত্র ছাড়াই গ্রাহককে দেওয়া যায়?

 
 
 
 

53. স্কার্ভি রোগের ক্ষেত্রে ভিটামিন-সি (এসকরবিক এসিড) এর সঠিক সেবনবিধি কোনটি?

 
 
 
 

54. নবীন চিকিৎসকদের পেশায় প্রবেশকালে নৈতিকতার শপথ নেয়ার জন্য হিপোক্রাটিস কি রচনা করেন?

 
 
 
 

55. একটি হাঁচি, কাঁশিতে কত সংখ্যক ব্যাকটেরিয়া নির্গমন হয়?

 
 
 
 

56. সিএমএসডি এর পূর্ণরূপ কী?

 
 
 
 

57. ৭০ কেজি ওজনের  মানুষের শরীরে কত কেজি পানি থাকে? 

 
 
 
 

58. ____ জীবের একটি সার্বিক শারীরবৃত্তিয় প্রক্রিয়া যার মাধ্যমে জীব খাদ্যবস্তু গ্রহণ, পরিপাক, খাদ্যসার পরিশোষণ, কোষের আত্তিকরণ, দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধিসাধন ও শক্তি উৎপাদিত হয় এবং অপাচ্য খাদ্যাংশের নিষ্কাশন ঘটে।

 
 
 
 

59. হরমোন জাতীয় জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের ফলে কোন সমস্যাটি দেখা দিতে পারে?

 
 
 
 

60. USAID, UKaid, JICA এগুলো কোন ধরনের সংস্থা?

 
 
 
 

61. সিলভার সালফাডায়াজিন ক্রিমে কোন ধরনের উপাদান থাকে? 

 
 
 
 

62. ২১ টি পিলের প্যাকেট ব্যবহারের ক্ষেত্রে শেষ পিলটি খাবার কতদিন পর  নতুন প্যাকেট থেকে বড়ি খাওয়া শুরু করতে হবে?

 
 
 
 

63. কোনটি ব্যাকটেরিয়াঘাতী বিটা ল্যাকটাম এন্টিবায়োটিক? 

 
 
 
 

64. আয়ুর্বেদিক, ইউনানী, ভেষজ ও হোমিওপ্যাথিক ব্যবস্থার ওষুধসহ সব ধরনের ওষুধ ও চিকিৎসা বিষয়ক যন্ত্রের আমদানি; কাচামাল ও মোড়কীকরণের উপকরণসমূহ কেনা; সম্পূর্ণ তৈরি ওষুধের উৎপাদন; আমদানি, রপ্তানী, বিক্রয়, দাম নির্ধারণ ইত্যাদি নিয়ন্ত্রণ করে কোন অধিদপ্তর?

 
 
 
 

65. ‘দ্য মেটেরিয়া মেডিকা’ বইটি কে রচনা করেছেন?

 
 
 
 

66. মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস্ ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয়?

 
 
 
 

67. জরুরি রোগীকে প্রাথমিক সেবা দেয়ার সময় কোনটি মনে রাখতে হবে?

 
 
 
 

68. হাঁপানী কাদের বেশি হয়?

 
 
 
 

69. একই রকমের গঠন কাজসম্পন্ন কতগুলো কোষ মিলে কি তৈরি হয়?

 
 
 
 

70. প্রোটোজোয়া এক ধরনের……. অণুজীব বা জীবাণু।

 
 
 
 

71. বাংলাদেশ হোমিওপ্যাথি শিক্ষা ও হোমিওপ্যাথি সেবা নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান?

 
 
 
 

72. কোনটি ব্যবহারের ফলে এপ্লাস্টিক এনিমিয়া হওয়ার ঝুঁকি থাকে?

 
 
 
 

73. ওষুধ অধ্যাদেশ-১৯৮২ এর কততম ধারায় বলা হয়েছে “যে ব্যক্তি অনিবন্ধিত বা ভেজাল মিশ্রিত কোন ওষুধ উৎপাদন,আমদানি, বন্টন ও বিক্রয় করবে, সে শাস্তি হিসাবে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে যা ১০ বছর পর্যন্ত প্রলম্বিত হতে পারে বা ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় শাস্তি পেতে পারে।”?

 
 
 
 

74. চর্বিযুক্ত খাবারের সাথে ____ সেবন করতে হবে।

 
 
 
 

75. নিচের কোনটি  সরাসরি দেহের গঠনে অংশগ্রহণ করে না?

 
 
 
 

76. আজ থেকে কত হাজার বছর আগে এদেশে আয়ুর্বেদ এর প্রচলন হয়?

 
 
 
 

77. টাইপ-ডি ওষুধের কোন ধরনের বিরূপ প্রতিক্রিয়া?

 
 
 
 

78. নিচের কোনটি ডায়রিয়া সৃষ্টি করতে পারে?

 
 
 
 

79. দি প্রাইভেট প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস রেগুলেশন অর্ডিন্যান্স আইন কত সালে তৈরি হয়?

 
 
 
 

80. ফার্মাসিস্টের পুষ্টি ও স্বাস্থ্য সেবামূলক কার্যাবলীকে কয়ভাগে বিভক্ত করা যায়

 
 
 
 

81. গোলকৃমি, সুতা কৃমি, ফিতা কৃমি, ত্বকের লার্ভা ইত্যাদি বিভিন্ন ধরনের কৃমিনাশের জন্য ২ বছরের শিশু থেকে পূর্ণবয়স্ক মানুষের জন্য অ্যালবেনডাজল ৪০০ মি.গ্রা. ট্যাবলেট কতবার সেবন করতে হবে?

 
 
 
 

82. স্বাস্থ্যসেবা প্রদানের সর্বশেষ ধাপ কোনটি?

 
 
 
 

83. মাদক ও নিয়ন্ত্রিত ওষুধ ফার্মাসিস্ট একটি ব্যবস্থাপত্রের অধীনে সর্বোচ্চ কতবার ডিসপেন্স করতে পারবেন?

 
 
 
 

84. এসকেরিশিয়া কোলাই ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয়?

 
 
 
 

85. প্রাথমিক স্বাস্থ্য শিক্ষার লক্ষ্য কি?

 
 
 
 

86. ডাবল সায়ানাইড গজে কত শতাংশ জিঙ্ক সায়ানাইড থাকে?

 
 
 
 

87. মরফিন, পেথিডিন, ট্রামাডল ইত্যাদি কি জাতীয় ওষুধ? 

 
 
 
 

88. বস্তিবাসী প্রাথমিক স্বাস্থ্যসেবা নেয় কোথা থেকে?

 
 
 
 

89. ওষুধ ডিসপেন্সিং জনিত ভুল সাধারণত কার দিক থেকে হয়ে থাকে?

 
 
 
 

90. কোন ধরনের ফার্মেসী প্রসাধনী ও অন্যান্য স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি উন্নয়ণের পণ্যাদি মজুদ ও বিক্রি করার অনুমোদন পাবে?

 
 
 
 

91. কোন ধরনের ফ্র্যাকচারের ক্ষেত্রে ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের ঝুঁকি বেশি থাকে?

 
 
 
 

92. আধুনিক চিকিৎসা পদ্ধতি বলা হয় কোন চিকিৎসা পদ্ধতিকে?

 
 
 
 

93. শ্বসনতন্ত্র কয়টি অঙ্গ নিয়ে গঠিত?

 
 
 
 

94. চোখে ক্লোরামফেনিকল ব্যবহারের ক্ষেত্রে প্রথম ৪৮ ঘন্টার সঠিক সেবনমাত্রা কত?

 
 
 
 

95. চর্বিতে দ্রবণীয় ভিটামিনসমূহকে সংক্ষেপে কি বলে?

 
 
 
 

96. নাক, শ্বাসনালী, ট্রাকিয়া, ফুসফুস, ব্রংকাই ও অ্যালভিওলাই এর সমন্বয়ে গঠিত কোন তন্ত্র?

 
 
 
 

97. ব্যথানাশকসমূহের (NSAIDs) সাথে কোনটি সেবন করলে পাকস্থলীতে রক্তক্ষরণের সম্ভাবনা বৃদ্ধি পায়?

 
 
 
 

98. বাংলাদেশে ২০১৩ সালে নগরায়ণের হার কতো ছিল?

 
 
 
 

99. বৌদ্ধ ধর্মের বিকাশের সাথে সাথে কোন চিকিৎসা পদ্ধতি বিকশিত হতে থাকে?

 
 
 
 

100. শিশুশ্রম বিষয়ক কর্মশালা নিয়ন্ত্রন করে কোন সংস্থা?

 
 
 
 


Scroll to Top