Exam-100

1. আঘাত বা ক্ষতের ত্বক/চামড়া কাটার জন্য কোনটি ব্যবহার করা হয়?

 
 
 
 

2. ফার্মাসিস্টগণ কোন ধরনের পেশাজীবী?

 
 
 
 

3. জাইকা কোন দেশের অধীনে পরিচালিত হয়?

 
 
 
 

4. __ আই.ইউ.ডি. জরায়ুতে স্পার্ম ও ডিম্বাণুর মিলনকে বাধা দেয় এবং জরায়ুর দেয়ালে ভ্রূণ গ্রথিত হতে বাধা দেয়। 

 
 
 
 

5. নিসারিয়া ম্যানিনজাইটিস্ ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয়?

 
 
 
 

6. মস্তিষ্কে দুর্বল রক্ত সরবরাহের কারণে সাময়িকভাবে জ্ঞান হারানোকে কি বলে?

 
 
 
 

7. আধুনিক চিকিৎসা পদ্ধতি বলা হয় কোন চিকিৎসা পদ্ধতিকে?

 
 
 
 

8. স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ৩, ৪, ৫ এবং ৬ কে কি বলে?

 
 
 
 

9. বিখ্যাত সম্রাট নিরোর প্রধান চিকিৎসক নিযুক্ত হন কে?

 
 
 
 

10. পিরিডক্সিন কি নামে পরিচিত?

 
 
 
 

11. স্থিতিস্থাপক আঠালো প্লাস্টারের মধ্যে কত শতাংশ জিঙ্ক অক্সাইড থাকে?

 
 
 
 

12. ১-৩ মাস বয়সী শিশুদের ক্ষেত্রে প্যারাসিটামল সেবনের সঠিক ডোসেজ ফর্ম কোনটি?

 
 
 
 

13. মঘা পদ্ধতিতে ওষুধের উৎস কোনটি?

 
 
 
 

14. কোন ধর্মে প্রাণী হত্যা নিষিদ্ধ?

 
 
 
 

15. একজন ভালো যোগাযোগকারীর গুণাবলি হলো-

 
 
 
 

16. রোগীর ওষুধ গ্রহণে ভুল ধরিয়ে দেয়া কার দায়িত্ব?

 
 
 
 

17. আয়ুর্বেদ থেকে কোন চিকিৎসা পদ্ধতির উদ্ভব হয়েছে?

 
 
 
 

18. চালের কুঁড়া, মাংস, স্নায়ু, যকৃত, হৃৎপিন্ড এবং বৃক্কের মাংস, ঈস্ট,চর্বিহীন মাংস, ডিম, পাতাযুক্ত সবুজ শাকসব্জি, শস্যদানা, গমের বীজ, বাদাম, মটরশুঁটি ইত্যাদি কোন ভিটামিনের উৎস? 

 
 
 
 

19. কোন চিকিৎসা পদ্ধতিতে বিভিন্ন রোগ নিরাময়ের জন্য প্রকৃতিকে ব্যবহার করা হয়?

 
 
 
 

20. যেসকল উপাদান এলার্জির সৃষ্টি করে তাদেরকে কি বলে?

 
 
 
 

21. জন্মের ১৮ সপ্তাহ পর কোন টিকা দিতে হয়?

 
 
 
 

22. বাংলাদেশের জনসংখ্যার কত কোটি কিশোর-কিশোরী?

 
 
 
 

23. বাইফসফোনেট, ফ্লুরাইড, ফ্লুরোকুইনোলোন এবং টেট্রাসাইক্লিন এর কার্যকারিতা কমিয়ে দেয় কোনটি?

 
 
 
 

24. দীর্ঘদিন ওষুধ সেবনের ফলে যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় তা কোন ক্যাটাগরির?

 
 
 
 

25. তিক্ত ও বিস্বাদ ওষুধকে সুমিষ্ট, সুস্বাদু ও সুগন্ধময় করার উপায় হিসাবে সিরাপ আবিষ্কার করেন কে?

 
 
 
 

26. ১৯-৭০ বছর বয়সী পুরুষের জন্য  দৈনিক কত মি.গ্রা. ভিটামিন বি১ দরকার?

 
 
 
 

27. লোককথা অনুয়ায়ী মঘা চিকিৎসা পদ্ধতির উদ্বোধন করেন কে?

 
 
 
 

28. ছয়টি স্বায়ত্বশাসিত পেশাজীবী নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের মাধ্যমে ডাক্তার, নার্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও ফার্মাসিস্ট এবং বিকল্প চিকিৎসা পেশাজীবী তৈরি করা কার দায়িত্ব?

 
 
 
 

29. ‘চরক সংহিতা’ বইয়ে প্রতিটি শ্রেণিতে কয়টি ওষুধের কথা লেখা ছিল?

 
 
 
 

30. টিটি-৪ টিকা নেয়ার পর কত বছর পর টিটি-৫ টিকা নেয়া যায়?

 
 
 
 

31. টিটি-১ টিকা নেয়ার পর কতদিন পর টিটি-২ টিকা নেয়া যায়?

 
 
 
 

32. মডেল ফার্মেসী কত বছরের বেশী সময়ের জন্য বন্ধ থাকলে পুনরায় ফার্মেসীকে সচল করার জন্য ওষুধ প্রশাসনে নতুনভাবে আবেদন করতে হয়?

 
 
 
 

33. সাপোজিটরি, মলম, ক্রিম, ঢুশ ইত্যাদি কোন পথে প্রয়োগ করা হয়?

 
 
 
 

34. একজন জেলা ম্যাজিস্ট্রেট বা একজন পুলিশ কমিশনার একটি ড্রাগসের দোকানকে সর্বোচ্চ কতদিনের জন্য বন্ধ করে দিতে পারেন?

 
 
 
 

35. ত্বকে কোন ক্ষত না থাকলে আঘাতের স্থানে ব্যথা কমানোর জন্য কি ব্যবহার করা হয়?

 
 
 
 

36. কলা কত প্রকার?

 
 
 
 

37. আয়ুর্বেদ শাস্ত্রের প্রথম বই কোনটি?

 
 
 
 

38. মাসিকের সময় বেশি রক্তক্ষরণ হওয়াকে কি বলে? 

 
 
 
 

39. মোঘলরা কোন চিকিৎসা পদ্ধতি ব্যবহার করতো?

 
 
 
 

40. ডমপেরিডন, এপ্রিপিট্যান্ট, রেনিটিডিন, ওমিপ্রাজল, সিমেটিডিন, হেসপেরিডিনসহডায়োসমিন, মিসোপ্রস্টল, ট্রাইমেবুটিন ম্যালিয়েট, লোপেরামাইড হাইড্রোক্লোরাইড, ড্রোটাভেরিন হাইড্রোক্লোরাইড, নিটাজোক্সানাইড ইত্যাদি কোন ধরনের ওষুধ?

 
 
 
 

41. অ্যালবেনডাজল কোন গ্রুপের ওষুধ?

 
 
 
 

42. কনডমের পিচ্ছিলকারক পদার্থকে কি বলে?

 
 
 
 

43. টেট্রাসাইক্লিনজাতীয় ওষুধ যেমন ডক্সিসাইক্লিন, অক্সিটেট্রাসাইক্লিন সেবনের কতক্ষণ পর এন্টাসিড সেবন করা উচিত?

 
 
 
 

44. কে প্রথম অনুজীব সম্পর্কে আধুনিক ধারনা দেন?

 
 
 
 

45. ভ্যাসেকটমি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি কাদের ক্ষেত্রে প্রযোজ্য? 

 
 
 
 

46. মেট্রোনিডাজল ওষুধ গর্ভাবস্থায় প্রথম কয়মাস সেবন করা যাবে না?

 
 
 
 

47. রেটিনল কি নামে পরিচিত?

 
 
 
 

48. কার্বামাজেপিন, ক্লোনাজেপাম, গাবাপেনটিন ইত্যাদি ওষুধগুলো কোন  রোগে ব্যবহৃত হয়?

 
 
 
 

49. পোড়া রোগীর ক্ষেত্রে সিলভার সালফাডায়াজিন ক্রিম প্রতি ২৪ ঘণ্টায় কতবার ক্ষতস্থানে লাগাতে হবে? 

 
 
 
 

50. ভারতীয় ওষুধ আইন ১৯৪০ কত সালে বাংলাদেশের ওষুধ আইন হিসেবে গৃহীত হয়?

 
 
 
 

51. সায়ানোকোবালামিন কি নামে পরিচিত?

 
 
 
 

52. ফার্মাসিস্টের পুষ্টি ও স্বাস্থ্য সেবামূলক কার্যাবলীকে কয়ভাগে বিভক্ত করা যায়

 
 
 
 

53. পেলেগ্রা নামক রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন?

 
 
 
 

54. অধিকাংশ ভাইরাস কত মিলি মাইক্রন আয়তনের হয়ে থাকে?

 
 
 
 

55. সাধারণত এসকরবিক এসিড বা ভিটামিন সি ট্যাবলেট দৈনিক কতবার সেবন করা যেতে পারে?

 
 
 
 

56. হেলথ ইকোনোমিক ইউনিট সংক্ষিপ্ত রূপ কী?

 
 
 
 

57. স্ত্রী এনোফিলিস মশা কোন রোগের জীবানু বহন করে? 

 
 
 
 

58. হৃৎপিন্ড, রক্ত এবং বিভিন্ন ধর্নের রক্তনালী যেমন ধমনী (Artery), শিরা (Vein), কৈশিকনালী (Capillary) ইত্যাদি নিয়ে গঠিত কোন তন্ত্রটি?

 
 
 
 

59. CNS এর পূর্ণরূপ কি?

 
 
 
 

60. একটি হাঁচি, কাঁশিতে কত সংখ্যক ব্যাকটেরিয়া নির্গমন হয়?

 
 
 
 

61. যে নলকূপ _____ ফুটের বেশি গভীর সে নলকূপের পানি সর্বোত্তম।

 
 
 
 

62. আন্তর্জাতিক স্বাস্থ্যতত্ত্ব বিষয়ক কর্মশালা নিয়ন্ত্রণ করে কোন সংস্থা?

 
 
 
 

63. এইডস্ সম্পর্কিত নানাবিধ জনসচেতনামূলক প্রকল্প পরিচালনা করে থাকে কোন সংস্থা?

 
 
 
 

64. ব্যক্তি/রোগীকে ঔষধ প্রয়োগের ক্ষেত্রে সর্বোত্তম ব্যবহার করতে সাহায্য করেন কে?

 
 
 
 

65. কে প্রথম চা আবিষ্কার করেন?

 
 
 
 

66. কোন চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথি পদ্ধতির সাথে একীভূত হয়ে গেছে?

 
 
 
 

67. এইডস্, মাতৃত্বকালীন স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য ও মাতৃত্বকালীন মৃত্যুহার বিষয়ে কাজ করে থাকে কোন সংস্থাটি?

 
 
 
 

68. হোমিওপ্যাথি শিক্ষার জন্য কোন ডিগ্রি দেওয়া হয়?

 
 
 
 

69. সময়ের আগে প্রসব বেদনা শুরু হলে নিচের কোনটি ব্যবহার করা যাবে?

 
 
 
 

70. অ্যালবেনডাজল ____ সেবন করা যাবে না।

 
 
 
 

71. নকল ওষুধসমূহ সাধারণত আসল ওষুধের তুলনায় অনেক _ মূল্যে বিক্রয় করা হয়ে থাকে।

 
 
 
 

72. একই রকমের গঠন কাজসম্পন্ন কতগুলো কোষ মিলে কি তৈরি হয়?

 
 
 
 

73. দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসা মোট রোগীদের মধ্যে কত শতাংশ রোগী লোকজন চিকিৎসা গ্রহণ করেছেন?

 
 
 
 

74. বুকের দুধ খাওয়ালে প্রসবের কত মাস পর হতে পিল গ্রহণ করতে হবে?

 
 
 
 

75. সাধারণত ক্ষত সেরে যাওয়ার কোন ধরনের সুচারস সরিয়ে ফেলা হয়?

 
 
 
 

76. চীনে শিকারের অভাবে দুর্ভিক্ষ দেখা দিলে শেন নাং তাঁর জনগণকে কিসে উৎসাহিত করেন?

 
 
 
 

77. ওষুধ অধ্যাদেশ-১৯৮২ এর কততম ধারায় বলা হয়েছে “বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের যেকোন নিবন্ধনে নিবন্ধিত ফার্মাসিস্টের ব্যক্তিগত সুপারভিশন ছাড়া কোন ব্যক্তি কোন ওষুধ উৎপাদন ও বিক্রয় করতে পারবে না।” ?

 
 
 
 

78. এটোরভাসটাটিন এর সাথে নিচের কোনটি খেলে মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে?

 
 
 
 

79. রক্তস্বল্পতা, ম্যারাসমাস ও কোয়ারশিয়রকর ইত্যাদি রোগ হয় কিসের অভাবে?

 
 
 
 

80. মাদক ও নিয়ন্ত্রিত ওষুধ ফার্মাসিস্ট কতবার ডিসপেন্স করতে পারবেন?

 
 
 
 

81. জন্মবিরতিকরণ পিল বা বড়িতে কয় ধরনের হরমোন থাকে?

 
 
 
 

82. নিচের কোনটি মহিলাদের জন্য স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি?  

 
 
 
 

83. সাধারণত ইস্টের আয়তন কত মাইক্রন হয়ে থাকে?

 
 
 
 

84. মাইক্সো ভাইরাস এর সংক্রমণের ফলে কোন রোগ দেখা দেয়?

 
 
 
 

85. ওষুধ বা সেবা নির্ধারিত দামের চাইতে বেশি দামে বিক্রি করা, ভেজাল ওষুধ জেনে বিক্রি করা, ভেজাল ওষুধ উৎপাদন করা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা নিয়ন্ত্রন করে কোন আইন?

 
 
 
 

86. গ্রাহক মূল্যায়নের চতুর্থ ধাপ কোনটি?

 
 
 
 

87. শ্বাসতন্ত্রের সংক্রমন, বিশেষ করে যেগুলো রিকারেন্ট ও অন্য এন্টিবায়োটিকে প্রতিরোধী, নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমন, যেমন-ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়া, এবং চামড়া ও সফট টিস্যু সংক্রমন ইত্যাদি রোগে কোন এন্টিবায়োটিক টি ব্যবহৃত হয়? 

 
 
 
 

88. স্ট্রঙ্গিলইডিয়াসিস কৃমির ক্ষেত্রে ৪০০ মি.গ্রা. অ্যালবেনডাজল কতবার সেবন করতে হবে?

 
 
 
 

89. চর্বিযুক্ত খাবারের সাথে ____ সেবন করতে হবে।

 
 
 
 

90. _____এক ধরনের লিন্ট ফিঙ্গার ড্রেসিং যা আঙ্গুলের ব্যান্ডেজ হিসাবে ব্যবহৃত হয়।

 
 
 
 

91. ক্লোসট্রিডিয়া ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয়?

 
 
 
 

92. প্রেসক্রিপশনে সি-শ্রেণির মাদককে ওষুধ হিসাবে লিখতে পারে কে?

 
 
 
 

93. গার্হস্থ্য চিকিৎসা ব্যবস্থায় ছোটদের কাশি হলে কি দেয়া হয়?

 
 
 
 

94. গ্রাহক মূল্যায়নের দ্বিতীয় ধাপ কোনটি?

 
 
 
 

95. জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা কোনটি?

 
 
 
 

96. এইডস্ ও অন্যান্য যৌনবাহিত রোগ প্রতিরোধ বিষয়ক প্রকল্পের জন্য কোন সংস্থাটির বিশেষ ও আলাদা বাজেট রয়েছে?

 
 
 
 

97. একজন ফার্মাসিস্ট, তার ও রোগীর মধ্যকার অর্জিত সম্পর্ককে কি করবেন?

 
 
 
 

98. নিচের কোনটি সংস্পর্শের মাধ্যমে স্ক্যাবিস বা চুল্কানি রোগের বিস্তার ঘটায়?

 
 
 
 

99. সাধারণত কোষীয় এনজাইম দ্বারা পরিপাক হয়ে ব্যবহৃত স্থানেই শোষিত হয়ে যায় কোনটি?

 
 
 
 

100. নিচের কোনটি অত্যন্ত বিশুদ্ধ এবং সুনির্দিষ্ট রোগের ওপর কাজ করে?

 
 
 
 


Scroll to Top