Exam-20 1. বাচ্চার সময় ৯ মাস পূর্ণ হলে কোন টিকা দিতে হয়? (ক) এমআর ১ (খ) এমআর ২ (গ) কোনটিও না (ঘ) বেশিরভাগ সময় টিকা লাগে না 2. ‘ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল কোডেক্স’ মোতাবেক তৈরি বিশেষ ধরনের ড্রেসিং কোনটি? (ক) স্ট্যান্ডার্ড ড্রেসিং (খ) স্পেশাল ড্রেসিং (গ) এক্সট্রা ড্রেসিং (ঘ) সুপার ড্রেসিং 3. মাইকোপ্লাজমা নিউমোনিয়া সংক্রমন, ক্যামপাইলোব্যাক্টর এন্টেরাইটিস, গর্ভবতীদের ক্ল্যামাইডিয়াল ইউরোজেনিটাল সংক্রমন, ক্ল্যামাইডিয়াল নিউমোনিয়া, ডিপথেরিয়া, পারটুসিস, লিজিওনেয়ারস ডিজিজ ও একনি ভালগারিস চিকিৎসার জন্য কোন এন্টিবায়োটিক ব্যবহৃত হয়? (ক) ইরাইথ্রোমাইসিন (খ) এজিথ্রোমাইসিন (গ) সিপ্রোফ্লক্সাসিন (ঘ) সেফুরোক্সিম 4. ওষুধ অধ্যাদেশ-১৯৮২ এর কততম ধারায় বলা হয়েছে”যেসব ওষুধ এই আইনের তিনটি ভিন্ন সিডিউলের অন্তর্ভুক্ত,সেগুলো উৎপাদন,আমদানি ও বিক্রয় নিষিদ্ধ।”? (ক) ৩য় (খ) ৫ম (গ) ৮ম (ঘ) ১০ম 5. নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সংক্ষিপ্ত রূপ কী? (ক) DGNM (খ) DGMN (গ) DGME (ঘ) DGMM 6. ট্যাবলেট, ক্যাপসুল, তুলা, সিরিঞ্জ কোন তাকে রাখা উচিত? (ক) উপরের তাকে (খ) মাঝের তাকে (গ) নিচের তাকে (ঘ) পাশের তাকে 7. এন্টাসিড বড়ি/ট্যাবলেট বা সাসপেনশন কি দিয়ে তৈরি করা হয়? (ক) ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড (খ) অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড জেল (গ) উভয়ই (ঘ) কোনটিই নয় 8. শিশুশ্রম বিষয়ক কর্মশালা নিয়ন্ত্রন করে কোন সংস্থা? (ক) ইউনিসেফ (খ) ইউএনএফপি (গ) ইউএনডিপি (ঘ) WHO 9. হরমোন জাতীয় জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের ফলে কোন সমস্যাটি দেখা দিতে পারে? (ক) রক্ত জমাট বেঁধে যাওয়া (খ) গর্ভাবস্থার সমস্যা (গ) স্ত্রীর প্রজনন সমস্যা (ঘ) হরমোন বিলুপ্ত হওয়া 10. কে সম্রাট হওয়া সত্বেও অতি সাধারণ পোশাক পরতেন এবং সাদাসিদা জীবনযাপন করতেন? (ক) কিজিয়াক (খ) ইমহোটেপ (গ) হ্যাটশেপসুত (ঘ) তুতমকমেনেবী 11. সিলভার সালফাডায়াজিন ক্রিমে কোন ধরনের উপাদান থাকে? (ক) ক্লোরফেনিরামিন (খ) এজিথ্রোমাইসিন (গ) সালফার ডাই অক্সাইড (ঘ) কেমোথেরাপিউটিক 12. গ্রাহক মূল্যায়নের তৃতীয় ধাপ কোনটি? (ক) সম্ভাষণ (খ) জিজ্ঞাসা (গ) প্রতিক্রিয়া (ঘ) মূল্যায়ন 13. লবন, ফসফরাস, আয়োডিন, কপার, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম ইত্যাদি কোন ধরনের খাদ্য উপাদান? (ক) জৈব (খ) অজৈব (গ) উভয়ই (ঘ) কোনটিই নয় 14. জন্মবিরতিকরণ ইনজেকশনে কোন হরমোন থাকে? (ক) টেস্টোস্টেরন (খ) প্রজেস্ট্রোজেন (গ) সিরাম (ঘ) সবগুলো 15. জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সংক্ষিপ্ত রূপ কী? (ক) NEPORT (খ) NAPRO (গ) NIPORT (ঘ) RIPORT 16. বিএইচবি এর পূর্ণরূপ কি? (ক) বোর্ড অব হোমিওপ্যাথি, বাংলাদেশ (খ) হোমিওপ্যাথি ফার্মেসী বোর্ড, বাংলাদেশ (গ) হোমিওপ্যাথি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ঘ) হোমিওপ্যাথি মেডিকেল কাউন্সিল, বাংলাদেশ 17. নিচের কোনটি তরল ওষুধ? (ক) ইফারভিসেন্ট (খ) স্প্রে (গ) ইনসাফ্লেশন ডেন্ট্রিফিসেস (ঘ) পেস্ট 18. ফার্মেসি কাউন্সিলে সরকার কর্তৃক কতজন সদস্য মনোনীত হন? (ক) ১জন (খ) ২জন (গ) ৩জন (ঘ) ৪জন 19. স্মৃতি সংরক্ষণের কাজ করে কোন তন্ত্র? (ক) স্নায়ুতন্ত্র (খ) প্রজননতন্ত্র (গ) পরিপাকতন্ত্র (ঘ) রেচনতন্ত্র 20. আমাদের শরীরে জৈব সংশ্লেষিত ভিটামিন বি-কমপ্লেক্স সরবরাহ করে থাকে কোন ব্যাকটেরিয়া? (ক) এসকেরিশিয়া কোলাই (খ) সাইমোনেলা টাইফি (গ) টুবারকুলোসিস (ঘ) ডিফ্থেরিয়া Loading …