Exam-20 1. মাদকাসক্তি নিরাময়ে ব্যবহৃত কোন ওষুধ ব্যবহৃত হয়? (ক) এজিথ্রোমাইসিন (খ) গ্লীক্লাজাইড (গ) বিউপ্রোপিওন (ঘ) এসিটাইল 2. লুমারটেম কোন জেনেরিকের ওষুধ? (ক) প্যারাসিটামল (খ) আরটিমেথার/লুমিফ্যানট্রিন (গ) ইবুপ্রোফেন (ঘ) স্যালিসিলিন 3. কোন ধরনের সুচারস আমিষ জাতীয় উপাদান দ্বারা তৈরি? (ক) স্যারিক্যাল সুচারস (খ) এমিস সুচারস (গ) ক্যাটগাট সুচারস্ (ঘ) শোষণযোগ্য সুচারস 4. ৩০ বার বুকের উপর চাপ দেয়ার পর পরই মুখে মুখে ২ বার শ্বাস দেয়ার মাধ্যমে কয়টি চক্র বা Cycle পূর্ণ হয়? (ক) ১ চক্র (খ) ২ চক্র (গ) ৩ চক্র (ঘ) ৪ চক্র 5. মোঘল সম্রাটদের রাজত্বকালের আগ পর্যন্ত ভারতবর্ষে কোন চিকিৎসা ব্যবস্থার প্রচলন ছিল? (ক) আয়ুর্বেদ (খ) অ্যালোপ্যাথি (গ) মঘা (ঘ) ইউনানি 6. করটিকোস্টেরয়েড জাতীয় মলম দিনে কত বারের বেশি ব্যবহার করা উচিত নয়? (ক) একবার (খ) দুইবার (গ) তিনবার (ঘ) চারবার 7. সাধারণত কোষীয় এনজাইম দ্বারা পরিপাক হয়ে ব্যবহৃত স্থানেই শোষিত হয়ে যায় কোনটি? (ক) স্যারিক্যাল সুচারস (খ) এমিস সুচারস (গ) ক্যাটগাট সুচারস্ (ঘ) শোষণযোগ্য সুচারস 8. আমাদের দেশে কয় ধরনের কপার IUD রয়েছে? (ক) দুই (খ) তিন (গ) চার (ঘ) পাঁচ 9. মীনা কার্টুন কোন সংস্থার দ্বারা পরিচালিত হয়? (ক) ইউএনএফপি (খ) ইউনিসেফ (গ) ইউএনডিপি (ঘ) WHO 10. গজ কি দিয়ে তৈরি কাপড়বিশেষ? (ক) তুলা (খ) কাঠ (গ) ফসফেট (ঘ) লেনিন 11. ঐতিহাসিকের মতে কে ছিলেন প্রথম ফার্মাসিস্ট? (ক) হিপোক্রাটিস (খ) আল-কেমি (গ) গ্যালেন (ঘ) ডিওসকোরাইডিস 12. একটি ইমার্জেন্সি পিল ব্যবহারের কত ঘন্টা পর দ্বিতীয়টি গ্রহণ করা উচিত? (ক) ৮ ঘন্টা (খ) ১২ ঘন্টা (গ) ১৬ ঘন্টা (ঘ) ২৪ ঘন্টা 13. পরিপাকতন্ত্র কয়টি অঙ্গসমূহের সমন্বয়ে গঠিত? (ক) ৩টি (খ) ৭টি (গ) ১১টি (ঘ) ১৫টি 14. মোবাইল কোর্ট আইন করা হয় কত সালে? (ক) ২০০৭ সালে (খ) ২০০৯ সালে (গ) ২০১০ সালে (ঘ) ২০১৪ সালে 15. লোকজন চিকিৎসকদের সাহায্য করার জন্য সরকার কত জন সহকারী (বা কম্পাউন্ডার) নিয়োগ দিয়েছে? (ক) ৪২ জন (খ) ৫৬ জন (গ) ৬৪ জন (ঘ) ৭৮ জন 16. BRAC একটি……। (ক) মাল্টিন্যাশনাল কোম্পানী (খ) এনজিও (গ) লাভজনক সংস্থা (ঘ) সরকারি সংস্থা 17. ওষুধের পরিমাণ (ডোজ) নির্ণয়ের জন্য রোগীর কি জানা অত্যাবশ্যক? (ক) বয়স ও ওজন (খ) উচ্চতা (গ) তাপমাত্রা (ঘ) সবগুলো 18. মোবাইল কোর্ট আইন ২০০৯ সিডিউলের অধীনে……..তালিকাভুক্ত। (ক) ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ (খ) মোবাইল কোর্ট আইন ২০০৯ (গ) ওষুধ আইন ১৯৪০ (ঘ) দ্যা বেঙ্গল ড্রাগ রুলস ১৯৪৬ 19. এক প্যাকেট খাবার সেলাইন বানানোর জন্য কতটুকু ফুটানো এবং ঠান্ডা খাওয়ার পানি নিতে হবে? (ক) ১ লিটার (খ) ২ লিটার (গ) ৩ লিটার (ঘ) আধা লিটার 20. সার্জিক্যাল প্রোফাইলেক্সিসের জন্য কোনটি ব্যবহৃত হয়? (ক) সেফুরোক্সিম (খ) সেফিক্সিম (গ) সেফট্রিয়াক্সোন (ঘ) সেফোট্যাক্সিম Loading …