Exam-20 1. কোন চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথি পদ্ধতির সাথে একীভূত হয়ে গেছে? (ক) আয়ুর্বেদ (খ) মঘা (গ) বায়োকেমিক (ঘ) ইউনানি 2. বিপিএস এর পূর্ণরূপ কি? (ক) বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি (খ) বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান (গ) বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সামগ্রিক সমিতি (ঘ) বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি প্রতিষ্ঠান 3. ক্লোসট্রিডিয়া ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয়? (ক) ধনুষ্টংকার (খ) গনোরিয়া (গ) ম্যানিনজাইটিস (ঘ) নিউমোনিয়া 4. কোন ধরনের ওষুধ বিক্রয়ের তথ্য ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত রেজিস্টারে লিখে রাখতে হবে? (ক) OTC (খ) ORS (গ) Antibiotic (ঘ) Antihistamine 5. হোমিওপ্যাথি ওষুধ কোন ধরনের উপাদান দিয়ে তৈরি করা হয়? (ক) রাসায়নিক উপাদান (খ) মিশ্রণ উপাদান (গ) ভেষজ উদ্ভিদ (ঘ) স্যান্ড 6. ভেজাল খাদ্য,পানীয় ও ওষুধ বিক্রির শাস্তি উল্লেখ করা হয়েছে কোন আইনে? (ক) দ্যা বেঙ্গল ড্রাগ রুলস,১৯৪৬ (খ) বিষ আইন,১৯৫২ (গ) বিশেষ ক্ষমতা আইন,১৯৭৪ (ঘ) মোবাইল কোর্ট আইন,২০০৯ 7. বর্জ্য পদার্থ নিঃসরণ করা কোন তন্ত্রের কাজ? (ক) স্নায়ুতন্ত্রের (খ) প্রজননতন্ত্রের (গ) পরিপাকতন্ত্রের (ঘ) রেচনতন্ত্রের 8. গার্হস্থ্য চিকিৎসা ব্যবস্থায় খুসকি হলে কি দেয়া হয়? (ক) থানকুনি পাতার রস (খ) কচি আনারস পাতার রস (গ) তুলসি পাতার রস (ঘ) আমলকির রস 9. বিএনএমসি এর পূর্ণরূপ কি? (ক) বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল (খ) বাংলাদেশ নার্সিং কাউন্সিল (গ) বাংলাদেশ নার্সিং ফোরাম (ঘ) নার্সিং কাউন্সিল অব বাংলাদেশ 10. সাইটোপ্লাজম নিচের কোনটির সমন্বয়ে গঠিত? (ক) মাইটোকন্ড্রিয়া (খ) গল্জি বডি (গ) সেনট্রোজোম (ঘ) সবগুলো 11. ব্যক্তি পর্যায়ের দাতাদের কাছ থেকে ইউনিসেফ তার বাজেটের কত শতাংশ পেয়ে থাকে? (ক) ২০ ভাগ (খ) ৩০ ভাগ (গ) ৪০ ভাগ (ঘ) ৫০ ভাগ 12. শিশুকে খাওয়ানোর ক্ষেত্রে একজন মায়ের কয়টি বিষয়ে জানা থাকতে হবে? (ক) ৩ টি (খ) ৪ টি (গ) ৫ টি (ঘ) ৬ টি 13. সায়ানোকোবালামিন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়? (ক) রক্তস্বল্পতাজনিত (খ) হৃদরোগে (গ) টনসিলের সমস্যায় (ঘ) সাইনাসাইটিসের সমস্যায় 14. বিশেষভাবে আগুনে পোড়াজনিত ক্ষতের ব্যান্ডেজ হিসাবে ব্যবহৃত হয় কোনটি? (ক) স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ১০ (খ) স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ১১,১২ (গ) স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ১২ (ঘ) স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ১৩ 15. জীবকোষের বাইরে ভাইরাস কিসের মতো অবস্থান করে? (ক) প্লাজমা (খ) জড়বস্তু (গ) সেলুলোজ (ঘ) গ্লাইকোজ 16. খাদ্যদ্রব্য গ্রহণ করা, হজম করা ও শোষণ করা কোন তন্ত্রের প্রধান কাজ? (ক) রেচনতন্ত্র (খ) স্নায়ুতন্ত্র (গ) প্রজননতন্ত্র (ঘ) পরিপাকতন্ত্র 17. বিএমএ এর পূর্ণ রূপ কি? (ক) বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (খ) বাংলাদেশ মেডিকেল বোর্ড অ্যাসোসিয়েশন (গ) বাংলাদেশ মেডিকেল সোসাইটি (ঘ) বাংলাদেশ মেডিকেল সোসাইটি এ্যাসোসিয়েশন 18. নিচের কোনটি সাধারণত বর্ণহীন অর্ধ-তরল থকথকে বস্তু? (ক) সাইটোপ্লাজম (খ) ক্যাপসুল (গ) প্লাজমা (ঘ) কোষ প্রাচীর 19. বিজ্ঞানসম্মত ও স্বাস্থ্যসম্মতভাবে যেসব সহায়কদ্রব্য ক্ষত সারাতে ও ক্ষতকে বাইরের আঘাত হতে রক্ষা করতে ব্যবহৃত হয় তাই হলো___। (ক) এন্টিবায়োটিক (খ) প্রোটিন (গ) সবায়োটেন (ঘ) সার্জিক্যাল ড্রেসিং 20. ডমপেরিডন,প্রোমেথাজিন, মেটোক্লোপরামাইড, ফেনোেথায়াজিন, সিনারিজন, অনডানসেট্রোন ইত্যাদি ওষুধগুলো কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? (ক) গর্ভাবস্থায় (খ) বমি বমি ভাব ও মাথা ঘোরানো (গ) পেটের আলসার (ঘ) অন্ত্রে প্রদাহ Loading …