Exam-20 1. মেনিনজাইটিস (এইচ. ইনফ্লুয়েঞ্জি, পেনিসিলিন-সংবেদনশীল এস. নিউমোনি, এন. মেনিনজাইটিডিস ও গ্রাম-নেগেটিভ এনটেরিক ব্যাকটেরিয়া), গনোরিয়া, হেমোফিলাস এপিগ্লটাইটিসের জন্য কোন ওষুধটি ব্যবহৃত হয়? (ক) সেফ্রাডিন (খ) সেফুরোক্সিম (গ) সেফিক্সিম (ঘ) সেফোট্যাক্সিম 2. ইমালশান আবিস্কার করেন কে? (ক) গ্যালেন (খ) হিপোক্রাটিস (গ) আল-রাজি (ঘ) ডিওসকোরাইডিস 3. হৃৎপিন্ড, রক্ত এবং বিভিন্ন ধর্নের রক্তনালী যেমন ধমনী (Artery), শিরা (Vein), কৈশিকনালী (Capillary) ইত্যাদি নিয়ে গঠিত কোন তন্ত্রটি? (ক) প্রজননতন্ত্র (খ) স্নায়ুতন্ত্র (গ) রক্ত ও রক্তসংবহন তন্ত্র (ঘ) শ্বাসতন্ত্র 4. জন্মনিয়ন্ত্রণ পিলের ২৮টির প্যাকেটে কতটি ট্যাবলেট হরমোন জাতীয়? (ক) ২১টি (খ) ২২টি (গ) ২৩টি (ঘ) ২৭টি 5. শরীরের কোন হাড়গুলো ভাঙ্গার প্রবণতা বেশি? (ক) হাত (খ) পা (গ) উভয়ই (ঘ) কোনটিই নয় 6. একজন ব্যক্তি যিনি অন্যের প্রয়োজনে তাকে সাহায্য করেন এবং সমবেদনা জানান তাকে কি বলে? (ক) বেনিফিশারি (খ) সোসাইটি মেন্টর (গ) সেলফিশ (ঘ) স্যামারিটান 7. __ ওষুধ হলো সেগুলো যা প্রয়োগ বা সেবন করলে খুব দ্রুত মাত্রায় তার ওপর নির্ভরতা চলে আসে। (ক) এন্টিবায়োটিক (খ) প্রোটিন (গ) মাদক (ঘ) কোর্টিকোসটেরয়োয়েড 8. মাইক্সো ভাইরাস এর সংক্রমণের ফলে কোন রোগ দেখা দেয়? (ক) পলিওমাইলেটিস (খ) ইনফ্লুয়েঞ্জা (গ) কলেরা (ঘ) ডেঙ্গু 9. এ্যান্টিক প্যাপিরাস’ (Ebers’ Papyrus) খ্রিস্টের জন্মের প্রায় কত বছর আগে লেখা হয়? (ক) ১৬০০ বছর (খ) ১৭০০ বছর (গ) ১৮০০ বছর (ঘ) ১৯০০ বছর 10. জন্মবিরতিকরণ ইঞ্জেকশন কোন ধরনের জন্মনিয়ন্ত্রন পদ্ধতি? (ক) স্থায়ী (খ) অস্থায়ী (গ) উভয়ই (ঘ) কোনটিই নয় 11. বাংলাদেশের বার্ষিক প্রবৃদ্ধির হার শতকরা____ ভাগের বেশি অর্জিত হচ্ছে। (ক) ৫ (খ) ৬ (গ) ৭ (ঘ) ৮ 12. পক্স ভাইরাস এর সংক্রমণের ফলে কোন রোগ দেখা দেয়? (ক) স্মল পক্স (খ) কাউ পক্স (গ) উভয়ই (ঘ) কোনটিই নয় 13. কিটোসিস রোগ থেকে রক্ষা করে কোনটি? (ক) আমিষ (খ) শর্করা (গ) স্নেহ (ঘ) খনিজ 14. সাধারণত ক্ষত সেরে যাওয়ার কোন ধরনের সুচারস সরিয়ে ফেলা হয়? (ক) স্যারিক্যাল সুচারস (খ) এমিস সুচারস (গ) ক্যাটগাট সুচারস্ (ঘ) অশোষণযোগ্য সুচারস 15. একজন যক্ষ্মা রোগী বছরে কয়জন সুস্থ্য মানুষকে আক্রান্ত করতে পারে? (ক) ১০ জন (খ) ১১ জন (গ) ১২ জন (ঘ) ১৩ জন 16. মাদকাসক্তি নিরাময়ে ব্যবহৃত কোন ওষুধ ব্যবহৃত হয়? (ক) এজিথ্রোমাইসিন (খ) গ্লীক্লাজাইড (গ) বিউপ্রোপিওন (ঘ) এসিটাইল 17. একটি মডেল ফার্মেসি মালিকের কোন ধরনের তথ্যাদি থাকা আবশ্যক? (ক) জাতীয় পরিচয়পত্র (খ) ট্যাক্স সনাক্তকরণ নম্বর (টি আই এন) (গ) ট্রেড লাইসেন্স (ঘ) সবগুলো 18. ওষুধকে আধুনিক ও আকর্ষণীয় করার নিয়মের প্রবক্তা কে? (ক) হিপোক্রাটিস (খ) গ্যালেন (গ) আল রাজী (ঘ) ইবনে সিনা 19. কোন ফুল আমাদের মনকে প্রফুল্ল করে? (ক) বেলি (খ) বাকুল (গ) গোলাপ (ঘ) চন্দ্রমল্লিকা 20. রোগ সংক্রমণকালে রোগীকে পৃথকভাবে রাখার ব্যবস্থার প্রবর্তক কে? (ক) শুশ্রুত (খ) হিপোক্রাটিস (গ) গ্যালেন (ঘ) ইবনে সিনা Loading …