1. নিচের কোনটি চিকিৎসার পদ্ধতি নয়?
(ক) কবিরাজি
(খ) গার্হস্থ্য চিকিৎসা
(গ) এলোপ্যাথি
(ঘ) ঝাড়ফুঁক ⚫
2. ইউনানি চিকিৎসা ব্যবস্থার জন্ম কোন দেশে হয়?
(ক) পর্তুগাল
(খ) ইউক্রেন
(গ) গ্রীস ⚫
(ঘ) ফ্রান্স
3. কত বছর আগে এদেশে আয়ুর্বেদ চিকিৎসা প্রচলিত হয়?
(ক) প্রায় ৭০০০
(খ) প্রায় ৫০০০ ⚫
(গ) প্রায় ৪৫০০
(ঘ) প্রায় ৪০০০
4. ইউনানি চিকিৎসা পদ্ধতি কে উন্নত করেন?
(ক) আল রাজি
(খ) ইবনে সিনা ⚫
(গ) চরক
(ঘ) সবাই
5. বায়োকেমিক ওষুধ কোন দেশে আবিষ্কৃত হয়?
(ক) বাহরাইন
(খ) জার্মানি ⚫
(গ) পানামা
(ঘ) গ্রীস
6. এলোপ্যাথি চিকিৎসা ব্যবস্থার প্রচলক কারা?
(ক) মোগলরা
(খ) পর্তুগীজর
(গ) ওলোন্দাজরা
(ঘ) ইংরেজরা ⚫
7. চিকিৎসার মূল ভিত্তি হিসেবে রসায়নকে কে গ্রহন করেন?
(ক) আল রাজি ⚫
(খ) ইবনে সিনা
(গ) শুশ্ৰুত
(ঘ) চরক
8. আল কেমি বলা হয় কোন বিষয়কে ?
(ক) রসায়ন ⚫
(খ) পুষ্টি বিজ্ঞান
(গ) জীববিদ্যা
(ঘ) গার্হস্থ্য বিজ্ঞান
9. আধুনিক চিকিৎসা পদ্ধতি কোনটি ?
(ক) ইউনানী
(খ) হোমিওপ্যাথি
(গ) এলোপ্যাথি ⚫
(ঘ) সবগুলো
10. প্রাকৃতিক সুগন্ধ ব্যবহারের মাধ্যমে চিকিৎসা করা হয় ?
(ক) ন্যাচারোপ্যাথি ⚫
(খ) মঘা
(গ) ইউনানি
(ঘ) আকুপাংচার
11. কোন রোগের চিকিৎসার ক্ষেত্রে লোকজ ওষুধ নিয়ে সবচেয়ে বেশি অপপ্রচার চালানো হয়?
(ক) ডায়াবেটিস
(খ) হাপানি
(গ) যৌনরোগ ⚫
(ঘ) সবগুলো
12. বংশ পরম্পরায় বিরাজমান চিকিৎসা জ্ঞান কোনটি ?
(ক) আয়ুর্বেদী
(খ) মঘা
(গ) গাহস্থ্য চিকিৎসা ⚫
(ঘ) হোমিওপ্যাথি
13. নিরাপদ ও সস্তা চিকিৎসা পদ্ধতি হিসাবে কোনটি ভারতবর্ষে জনপ্রিয়তা পায়?
(ক) ইউনানি
(খ) আয়ুর্বেদী
(গ) ন্যাচারোপ্যাথি
(ঘ) হোমিওপ্যাথি ⚫
14. খুসকিতে আমলকির রসের ব্যবহার কোন চিকিৎসা পদ্ধতির উদাহরন?
(ক) মঘা
(খ) আয়ুর্বেদী
(গ) এরোমাপ্যাথি
(ঘ) গার্হস্থ্য চিকিৎসা ⚫
15. কোন চিকিৎসা পদ্ধতির কার্যকরণ বিজ্ঞানীর কাছে অজানা?
(ক) ইউনানি
(খ) আয়ুবেদী
(গ) মঘা
(ঘ) হোমিওপ্যাথি ⚫
16. আধুনিক ও অত্যন্ত কার্যকর চিকিৎসা পদ্ধতি কোনটি?
(ক) মঘা
(খ) গার্হস্থ্য চিকিৎসা
(গ) এরোমাপ্যাথি
(ঘ) এলোপ্যাথি ⚫
17. রোগী মূল্যায়নের জন্য কোন দক্ষতার প্রয়োজন নেই?
(ক) সক্রিয় শ্রবন
(খ) সহমর্মিতা
(গ) দয়ালু
(ঘ) যে কোন ভাষার ব্যবহার ⚫
18. গ্রাহক মূল্যায়নের ধাপ সমূহ কোনটি?
(ক) সম্ভাষন
(খ) মূল্যায়ন
(গ) জিজ্ঞাসা
(ঘ) সবগুলো ⚫
19. রোগী মূল্যায়নে কোন তথ্যগুলোর প্রয়োজন হতে পারে?
(ক) পারিবারিক ইতিহাস
(খ) স্বাস্থ্য সমস্যা ও উপসর্গ
(গ) এলার্জির তথ্য
(ঘ) উপরের সবগুলোই ⚫
20. মেডিকেশন এরর কয় প্রকার?
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫ ⚫
21. ওষুধ ডিসপেন্স জনিত ভুলের মূল কারন গুলো কি কি?
(ক) Spell-alike
(খ) Soured-alike
(গ) look-alike
(ঘ) সবগুলোই ⚫
22. ওষুধের যৌক্তিক ব্যবহার নিয়ে কত সালে আন্তর্জাতিক সম্মেলন হয়?
(ক) ১৯৭৬
(খ) ১৯৭৭
(গ) ১৯৮৫ ⚫
(ঘ) ১৯৮৮
23. ওষুধের যৌক্তিক ব্যবহারের জন্য প্রয়োজন-
(ক) সঠিক ওষুধ
(খ) সঠিক ডিসপেন্সিং
(গ) সঠিক রোগী
(ঘ) সবগুলো ⚫
24. বাংলাদেশে মাদক নিয়ন্ত্রন আইন কবে করা হয়?
(ক) ১৯৮৮
(খ) ১৯৮৫
(গ) ১৯৭৬
(ঘ) ১৯৯০ ⚫
25. কাদের অধিনে হাসপাতালে মাদক নিয়ন্ত্রিত ওষুধ থাকতে হবে?
(ক) চিকিৎসক
(খ) নার্স
(গ) ফার্মাসিস্ট ⚫
(ঘ) টেকনিশিয়ান
26. এন্টাসিড কখন প্রয়োগ করা যেতে পারে?
(ক) অতিরিক্ত এসিডিটি
(খ) গ্যাস্ট্রিক আলসার
(গ) অন্ধ্রপ্রদাহ
(ঘ) সবগুলো ⚫
27. কোন OTC ওষুধটি এখন বিক্রিযোগ্য নয়?
(ক) মেট্রোনিডাজল
(খ) সালবিউটামল ট্যাৰ
(গ) রেনিটিডিন ⚫
(ঘ) সবগুলো
28. নিচের কোনটি ভিটামিন-সি এর কাজ?
(ক) সর্দি-কাশি সারানো
(খ) কোলাজেন তৈরি
(গ) পুষ্টি উৎপাদন শোষনে সহায়তা করা
(ঘ) সবগুলো ⚫
29. কোন এন্টিবায়োটিকের সাথে ক্লোরামফেনিকল ড্রপ ব্যবহার করা যাবে না?
(ক) জেন্টামাইসিন
(খ) টেট্রাসাইক্লিন
(গ) পলিমিক্লিন বি
(ঘ) সবক্ষেত্রেই ⚫
30. মেট্রোনিডাজল কোন পরজীবীর বিরুদ্ধে কার্যকর?
(ক) এনারোবিক ব্যাকটেরিয়া
(খ) এন্টামিবা হিসটোলাইটিকা
(গ) ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস
(ঘ) সবগুলো ⚫
31. কোন ওষুধের সাথে এলকোহল সেবনে অতিরিক্ত বমি হতে?
(ক) প্যারাসিটামল
(খ) অ্যালবেনডাজল
(গ) সালবিউটামল
(ঘ) মেট্রোনিডাজল ⚫
32. মাল্টিভিটামিন কোন ক্ষেত্রে ব্যবহার হয়?
(ক) গ্লসাইটিস
(খ) বেরিবেরি
(গ) চিলোসিস
(ঘ) সর্বক্ষেত্রে ⚫
33. শ্বাসতন্ত্রের সমস্যায় কোন ওষুধ সমূহ ব্যবহৃত হয়?
(ক) থিওফাইলিন
(খ) মন্টেলুকাস্ট
(গ) কিটোটিফেন
(ঘ) সবগুলোই ⚫
34. হৃদরোগজনিত রোগে কোন ওষুধটি ব্যবহৃত হয় না?
(ক) কার্ভেডিলল
(খ) বিটলটেরল ⚫
(গ) এটিনোলল
(ঘ) র্যামিপ্রিল
35. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের আওতাধীন অধিদপ্তরের নেতৃত্ব দেন নিচের কে?
(ক) DC
(খ) DG ⚫
(গ) DD
(ঘ) GM
36. সংক্রামক রোগ কোনটি?
(ক) উচ্চ রক্তচাপ
(খ) ডায়াবেটিস মেলাইটাস
(গ) ক্যান্সার
(ঘ) ম্যালেরিয়া ⚫
37. অসংক্রামক রোগ কোনটি?
(ক) মানসিক স্বাস্থ্য ⚫
(খ) কৃমি
(গ) কালাজ্বর
(ঘ) কুণ্ঠ
38. The Bengal Drugs Rules কবে থেকে প্রয়োগ করা হয়?
(ক) ১৯৪০
(খ) ১৯৪৬ ⚫
(গ) ১৯৮২
(ঘ) ২০০৬
39. বাংলাদেশে কত ভাগ ওষুধ আমদানি করা হয়?
(ক) ২-৫% ⚫
(খ) ১০-১৫%
(গ) ৭-৮%
(ঘ) ৫-৬%
40. কতসালে বাংলাদেশে ফার্মাসিস্টদের জন্য কোড অব ইথিকস গ্রহণ করা হয়?
(ক) ১৯৮২
(খ) ১৯৯৪ ⚫
(গ) ১৯৯০
(ঘ) ১৯৯৮
41. ইমহোটেপ কোন দেশের বিখ্যাত চিকিৎসক ছিলেন?
(ক) ইতালি
(খ) ভারত
(গ) মিশর ⚫
(ঘ) তুরস্ক
42. যুদ্ধে আহত সৈন্যদের হাড় জোড়া লাগাতে বিশেষ ব্যান্ডেজ ব্যবহার করতেন কে?
(ক) শেন ন্যাং
(খ) চরক
(গ) ইমহোটেপ ⚫
(ঘ) ইবনে সিনা
43. ওষুধের উৎসগুলোকে তিন ভাগে বিভক্ত করেন কে?
(ক) শেন ন্যাং
(খ) চরক ⚫
(গ) হিপোক্র্যাটিস
(ঘ) শুশ্রুত
44. ইউরোপের বিজ্ঞানীরা কাকে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক বলে অবহিত করেন?
(ক) চরক ⚫
(খ) জীবক
(গ) আল রাজী
(ঘ) শুশ্রুত
45. চরক সংহিতা বইতে ওষুধি গুণ অনুযায়ী ভেষজ লতা-পাতাকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়?
(ক) ৫০টি ⚫
(খ) ৭০টি
(গ) ৬০টি
(ঘ) ৮০টি
46. ইউরোপ মহাদেশের বিজ্ঞানীরা কাকে ফাদার অব মেডিসিন নামে অভিহিত করেন?
(ক) গ্যালেন
(খ) হিপোক্র্যাটিস ⚫
(গ) ডিওকোরাইডিস
(ঘ) ইবনে সিনা
47. কোন চিকিৎসা বিজ্ঞানী চিকিৎসকদের নৈতিকতার শপথ দেবার জন্য ‘ওথ’ রচনা করেন?
(ক) ডিওকোরাইডিস
(খ) ইবনে সিনা
(গ) গ্যালেন
(ঘ) হিপোক্রাটিস ⚫
48. রোমের সম্রাট নিরোর প্রধান চিকিৎসক নিযুক্ত হন কে?
(ক) ডিওকোরাইডিস ⚫
(খ) গ্যালেন
(গ) হিপোক্রোটিস
(ঘ) ইবনে সিনা
49. ফুলের পরাগ রেনু থেকে যে এলার্জি হতে পারে সেটা প্রথম প্রমান করেন কে?
(ক) ইবনে সিনা
(খ) গ্যালেন
(গ) আল রাজী ⚫
(ঘ) চরক
50. ‘দ্য মেটেরিয়া মেডিকা’ বইটি কে রচনা করেন?
(ক) সক্রেটিস
(খ) গ্যালেন
(গ) ডিওকোরাইডিস ⚫
(ঘ) হিপোক্রোটিস
51. আল রাজী চিকিৎসার মূল ভিত্তি হিসাবে কোন বিষয় কে গ্রহন করেন?
(ক) পদার্থ
(খ) রসায়ন ⚫
(গ) জীববিদ্যা
(ঘ) গণিত
52. কে প্রথম অনুধাবন করেন যে জ্বর হলো শরীরের রোগ বিকাশের সাধারণ প্রথম ধাপ?
(ক) আল রাজী ⚫
(খ) সক্রেটিস
(গ) শেন ন্যাং
(ঘ) গ্যালেন
53. ইমালশান আবিষ্কার কে করেন?
(ক) শেন ম্যাং
(খ) গ্যালেন ⚫
(গ) আল রাজী
(ঘ) শুশ্রুত
54. ইউনানি চিকিৎসা সর্বপ্রথম কোথায় উৎপত্তি হয়?
(ক) গ্রীস ⚫
(খ) পারস্য
(গ) আরব
(ঘ) মিশর
55. নিম্নের কোন ধরনের ওষুধের কর্যকারিতা অত্যন্ত ধীর ?
(ক) এ্যালোপ্যাথি
(খ) হোমিওপ্যাথি ⚫
(গ) আয়ুর্বেদীয়
(ঘ) ইউনানি
56. প্রেসক্রিপশন ছাড়া নিচের কোন ওষুধটি ক্রয়/বিক্রয় করা যাবে?
(ক) হার্টের ওষুধ
(খ) এন্টিবায়োটিক
(গ) কিডনি রোগের ওষুধ
(ঘ) জ্বরের ওষুধ ⚫
57. নিচের কোনটি বহুমাত্রিক সংস্থা নয়?
(ক) বিশ্বস্বাস্থ্য সংস্থা
(খ) ইউকেএইড ⚫
(গ) ইউনিসেফ
(ঘ) বিশ্বব্যাংক
58. এক জন ফার্মাসিষ্ট এর সাধারণ দায়িত্ব নয় কোনটি?
(ক) রোগ নির্নয় করা ⚫
(খ) গুনগত মানসম্পন্ন ওষুধ প্রদান
(গ) নিয়ম মেনে ওষুধ সরবরাহ করা
(ঘ) রোগীকে সঠিক ওষুধ প্রদান করা
59. ফার্মেসী অধ্যাদেশ ১৯৭৬ অনুযায়ী কত জন সদস্য নিয়ে ফার্মেসী কাউন্সিল গঠিত হয়?
(ক) ০৪ জন
(খ) ০৭ জন
(গ) ১১ জন
(ঘ) ১৪ জন ⚫
60. একজন মডেল ফার্মেসী মালিকের কি কি তথ্যাদি থাকা অবশ্যক?
(ক) জাতিয় পরিচয় পত্র
(খ) টি আই এন
(গ) ট্রেড লাইসেন্স
(ঘ) সবগুলো ⚫
61. মডেল ফার্মেসীতে কর্মরত ফার্মাসিষ্টকে তার চুক্তি থেকে অব্যাহতি দিলে কত দিনের মাঝে ওষুধ প্রশাসন অধিদপ্তরকে জানাতে হবে?
(ক) ০৫ দিন
(খ) ০৭ দিন ⚫
(গ) ১০ দিন
(ঘ) ১৪ দিন
62. দেহের গঠন ও কার্যক্রমের একক-
(ক) কলা
(খ) দেহের অঙ্গ
(গ) কোষ ⚫
(ঘ) তন্ত্র
63. মানব দেহ মোট কতটি তন্ত্র (System) নিয়ে গঠিত?
(ক) ৭
(খ) ৮
(গ) ৯ ⚫
(ঘ) ১০
64. নিম্নের কোনটি স্নায়ুতন্ত্রের অংশ নয়।
(ক) মস্তিষ্ক
(খ) কোষ
(গ) মেরুরজ্জু
(ঘ) ধমনী ⚫
65. শরীর থেকে বর্জ্য পদার্থসমূহ বের করে দেওয়া নিম্নের কোন তন্ত্রের প্রধান কাজ?
(ক) শ্বাসতন্ত্র
(খ) রেচনতন্ত্র ⚫
(গ) পেশীতন্ত্র
(ঘ) সবগুলো
66. মানব দেহের ক্রোমোজোম কোথায় থাকে?
(ক) নিউক্লিয়াসে ⚫
(খ) কোষ আবরনীতে
(গ) রাইবোজমে
(ঘ) সাইটোপ্লাজমে
67. নিম্নের কোনটি কোষের শক্তি তৈরী করে?
(ক) গলজি বডি
(খ) রাইবোজম
(গ) মাইটোকন্ড্রিয়া ⚫
(ঘ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
68. প্রোটিন তৈরী হয় নিম্নের কোনটিতে?
(ক) রাইবোজমে ⚫
(খ) লাইসোজমে
(গ) সেনট্রোজমে
(ঘ) কোনটিই নয়
69. নিম্নের কোনটি অন্তক্ষরা গ্রন্থিতন্ত্রের কাজ নয়?
(ক) দেহের বৃদ্ধি ও গঠনে সহায়তা করা
(খ) রক্তের গ্লুকোজের পরিমান নিয়ন্ত্রণ করা
(গ) কোষের কার্যকারিতা নিয়ন্ত্রণ করা
(ঘ) স্মৃতি সংরক্ষন ⚫
70. প্যাটেলা অস্থিটির অবস্থান মানব দেহের নিম্নের কোন অঙ্গে?
(ক) পাঁজরে
(খ) গলাতে
(গ) হাঁটুতে ⚫
(ঘ) কব্জিতে
71. দেহের অঙ্গপ্রত্যঙ্গের নড়াচড়া এবং চলাফেরা করতে সাহায্য করে-
(ক) সংযোজক কলা
(খ) স্নায়ুকলা
(গ) পেশীকলা ⚫
(ঘ) সবগুলো
72. ট্রাকিয়া মানবদেহের নিম্নের কোন তন্ত্রের অঙ্গ?
(ক) পরিপাকতন্ত্র
(খ) রেচনতন্ত্র
(গ) প্রজননতন্ত্র
(ঘ) শ্বসনতন্ত্র ⚫
73. হজমকৃত খাদ্য প্রধানত শোষিত হয় পরিপাকতন্ত্রের কোন অঙ্গে?
(ক) পাকস্থলী
(খ) বৃহদন্ত
(গ) ক্ষুদ্রান্ত ⚫
(ঘ) কোলন
74. কোষে অক্সিজেন সরবরাহ করে——।
(ক) লোহিত রক্তকনিকা ⚫
(খ) অনুচক্রিকা
(গ) শ্বেত রক্তকনিকা
(ঘ) সবগুলো
75. মানব দেহের সবচেয়ে বড় অস্থি কোনটি?
(ক) ফিমার ⚫
(খ) ফিবুলা
(গ) টিবিয়া
(ঘ) রেডিয়াস
76. নিম্নের কোনটি সি এন এস (CNS) এর অংশ——।
(ক) গুরুমস্তিষ্ক
(খ) লঘুমস্তিষ্ক
(গ) সুষুষ্মাকান্ড ⚫
(ঘ) সবগুলো
77. অনুজীবের ক্ষেত্রে নিম্নের কোনটি সত্য?
(ক) খালিচোখে দেখা যায় না
(খ) অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়
(গ) অনুজীবের আরেক নাম জীবানু
(ঘ) সবগুলো ⚫
78. রোগ সৃষ্টিকারী অনুজীবকে কি বলে?
(ক) প্যাথজেনিক ⚫
(খ) নন-প্যাথজেনিক
(গ) উভয়ই
(ঘ) কোনটিই নয়
79. ব্যাকটেরিয়া হল——।
(ক) বহুকোষী
(খ) এককোষী ⚫
(গ) অকোষীয়
(ঘ) সবগুলো
80. মানব দেহের অঙ্গে বসবাসকারী E. coli ব্যাকটেরিয়া নিম্নের কোন ভিটামিন তৈরি করে—
(ক) ভিটামিন-এ
(খ) ভিটামিন-সি
(গ) ভিটামিন বি-কমপ্লেক্স ⚫
(ঘ) ভিটামিন-ডি
81. নিম্নের কোন অঙ্গটি ব্যাকটেরিয়া চলাচলে সাহায্য করে?
(ক) ফ্লাজেলা ⚫
(খ) কোষ ঝিল্লী
(গ) ক্যাপসুল
(ঘ) সাইটোপ্লাজম
82. সালমোনেলা টাইফি বিস্তার ঘটায় …….
(ক) বায়ুবাহিত হয়ে
(খ) সংস্পর্শের মাধ্যমে
(গ) পানিবাহিত হয়ে ⚫
(ঘ) কীট-পতঙ্গের দর্শনে
83. বটুলিজম নিম্নের কোন জীবানু দ্বারা হয়?
(ক) Salmonella
(খ) Shigella
(গ) Clostridia ⚫
(ঘ) Escherichia coli
84. ভাইরাস শব্দটির আভিধানিক অর্থ…….
(ক) জীবানু
(খ) ক্ষুদ্র জীব
(গ) বিষ ⚫
(ঘ) জড় বস্তু
85. ভাইরাস হলো—
(ক) এককোষী
(খ) বহুকোষী
(গ) অকোষীয় ⚫
(ঘ) কোনটিই নয়
86. COVID-১৯ রোগটি—-
(ক) ভাইরাস সৃষ্ট ⚫
(খ) ছত্রাক সৃষ্ট
(গ) প্রোটোজোয়া সৃষ্ট
(ঘ) ব্যাকটেরিয়া সৃষ্ট
87. জলাতঙ্ক রোগসৃষ্টিকারী ভাইরাস…….
(ক) মাইক্রো ভাইরাস
(খ) রুবেলা ভাইরাস
(গ) রাইনো ভাইরাস
(ঘ) র্যাবিস ⚫
88. মাইকোসিস রোগটি সৃষ্টি হয়……দ্বারা।
(ক) ছত্রাক ⚫
(খ) ভাইরাস
(গ) রিকেটসিয়া
(ঘ) প্রোটোজোয়া
89. ইষ্ট-এর ক্ষেত্রে সত্য……….
(ক) এককোষী ছত্রাক
(খ) পরজীবি
(গ) এলকোহল উৎপাদনে এবং বেকারীতে প্রচুর পরিমানে ব্যবহৃত হয়
(ঘ) সবগুলো ⚫
90. আমাশয় এবং ম্যালেরিয়া রোগের কারন……
(ক) ভাইরাস
(খ) প্রোটোজোয়া ⚫
(গ) ব্যাকটেরিয়া
(ঘ) ছত্রাক
91. টিকার ক্ষেত্রে সত্য—–
(ক) এটি মানুষের দেহে রোগ প্রতিরোধে ক্ষমতা তৈরি করে
(খ) টিকায় একটি জৈবিক দ্রব্য থাকে যা রোগ সৃষ্টিকারী জীবানুর অনুরূপ
(গ) সংক্রামক রোগ প্রতিরোধে টিকা সবচেয়ে কার্যকরী পদ্ধতি
(ঘ) সবগুলো ⚫
92. উন্নত ওষুধ ব্যবস্থাপনার মূল লক্ষ্য হলো প্রয়োজনীয় ওষুধ পত্রের–
(ক) যথাযথ সরবরাহ
(খ) সঠিক মজুদ
(গ) সঠিক দাম
(ঘ) সবগুলো ⚫
93. ওষুধ ব্যবস্থাপনা চক্রের তৃতীয় ধাপ কোনটি?
(ক) ওষুধ ডিসপেনসিং ⚫
(খ) ওষুধ ক্রয়
(গ) ওষুধ গ্রহন
(ঘ) ওষুধ নির্বাচন
94. একটি মডেল মেডিসিন শপে ক্রয় যোগ্য ওষুধ নির্বাচনের ক্ষেত্রে নিম্নের কোন বিষয়টি গুরুত্বপূর্ণ—–
(ক) ব্যবস্থাপত্রে ওষুধের ধরণ
(খ) OTC ওষুদের চাহিদা
(গ) প্রয়োজনীয় তহবিল
(ঘ) সবগুলো ⚫
95. লাইসেন্সধারী ওষুধ প্রস্তুত কারক বা সরবরাহকারীর কাছ থেকে পন্য ক্রয়ের সুবিধা নয় কোনটি—-
(ক) ভেজাল বা নকল ওষুধ কেনার ঝুঁকি থাকে ⚫
(খ) মূল্য বেশি হলেও গুনগতমান ভালো
(গ) সমস্যাযুক্ত ওষুধ পরিবর্তন করা যায়
(ঘ) মেয়াদোত্তীর্ন ওষুধ ফেরত দেওয়া বা বদলে ফেলা যায়
96. মডেল মেডিসিন শপে ওষুধ সাজানোর ক্ষেত্রে নিম্নের কোনটি অনুসরণযোগ্য নয়?
(ক) নামের আদ্যক্ষর
(খ) ওষুধের মূল্য/দাম ⚫
(গ) ওষুধের ডোজেস ফরম
(ঘ) চিকিৎসায় প্রয়োগের ধরণ
97. মডেল মেডিসিন শপে ওষুধ সাজানোর সময় ভারী এবং বড় সাইজের পণ্য কোন তাকে রাখতে হবে।
(ক) উপরের তাক
(খ) নিচের তাক ⚫
(গ) মাঝের তাক
(ঘ) যে কোন তাক
98. মডেল মেডিসিন শপে ওষুধ সংরক্ষনে নিম্নের কোন বিষয় প্রভাব ফেলে—
(ক) আদ্রতা
(খ) তাপমাত্রা
(গ) সরাসরি সূর্যালোক
(ঘ) সবগুলো ⚫
99. নিম্নের কোনটি বায়োলজিক্যাল প্রোডাক্ট—–
(ক) ভ্যাকসিন ⚫
(খ) ন্যাপ্রোক্সেন
(গ) এমোক্সিসিলিন
(ঘ) সেফিক্সিম
100. নথিভুক্ত মেয়াদোত্তীর্ন/ ক্ষতিগ্রস্থ ওষুধের প্যাকেট সিলগালা করার পর লেভল কোন কালিতে লিখতে হবে?
(ক) লাল কালি ⚫
(খ) হলুদ কালি
(গ) কালো কালি
(ঘ) যে কোন রং
101. ওষুধ ক্ষতিগ্রস্ত হতে পারে……..
(ক) সরাসরি সূর্যালোকের মাধ্যমে
(খ) উচ্চতাপমাত্রা
(গ) পানি বা ধূলোবালিতে ওষুধ উন্মুক্ত হলে
(ঘ) সবগুলো ⚫
102. ওষুধের মূল্য নির্ধারণ করে কে?
(ক) ওষুধ প্রস্তুতকারী কোম্পানী
(খ) ওষুধ প্রশাসন অধিদপ্তর ⚫
(গ) পাইকারী ওষুধ বিক্রেতা
(ঘ) মডেল মেডিসিন শপ
103. একজন রেজিষ্টার্ড চিকিৎসক কর্তৃক লিখিত ওষুধ সরবরাহের নির্দেশনা হলো—–
(ক) ব্যবস্থাপত্র ⚫
(খ) ওষুধ পত্র
(গ) ডিসপেনসিং
(ঘ) ডিসপেন্সার
104. নিচের কোনটি OTC ওষুধ —–
(ক) Paracetamol
(খ) Ibupooten
(গ) Omeprazole
(ঘ) সবগুলো ⚫
105. সঠিক ওষুধ ডিসপেনসিং এর ধাপ কয়টি?
(ক) ৩
(খ) ৪
(গ) ৫ ⚫
(ঘ) ৬
106. একটি আদর্শ ব্যবস্থাপত্রের ক্ষেত্রে নিম্নের কোন বিষয়টি সংগতিপূর্ণ নয়?
(ক) রোগীর নাম
(খ) রোগীর বয়স
(গ) রোগীর পেশা ⚫
(ঘ) ডাক্তারের নাম-পদবী ও স্বাক্ষর
107. আন্তর্জাতিক কর্তৃপক্ষের মাধ্যমে প্রদেয় ওষুধের নাম——-
(ক) জেনেরিক নাম ⚫
(খ) ট্রেড নাম
(গ) কেমিক্যাল নাম
(ঘ) সবগুলো
108. ওষুধ ডিসপেনসিং এর সময় রোগী/ গ্রাহককে প্রদেয় নির্দেশনার ক্ষেত্রে নিম্নের কোনটি প্রযোজ্য নয়—-
(ক) সেবন/ ব্যবহারবিধি বলতে হবে
(খ) সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বলতে হবে
(গ) ওষুধের দাম বলতে হবে ⚫
(ঘ) ওষুধের পুরো কোর্স সম্পন্ন করার উপদেশ
109. শুকনো পাউডার/গুড়া পুনপ্রস্তুতের ক্ষেত্রে নিম্নের কোনটি সত্য নয়।
(ক) বোতলটি প্রথমে ভালভাবে ঝাঁকাতে হবে
(খ) প্রয়োজনীয় পানি মেপে নিতে হবে
(গ) সম্পূর্ণ পানি একবারে যোগ করতে হবে ⚫
(ঘ) সবগুলো
110. নিম্নের কোনটি ওষুধের জেনেরিক নাম—
(ক) ডাইক্লোফেনাক
(খ) মেট্রোনিডাজল
(গ) সিপ্রোফ্লোক্সাসিন
(ঘ) সবগুলো ⚫
111. নিচের কোনটি Prescription only মেডিসিন।
(ক) সেফিক্সিম ⚫
(খ) ইবুপ্রোফেন
(গ) প্যারাসিটামল
(ঘ) এসকরবিক এসিড
112. বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে সারা পৃথিবীতে প্রতি বছর কত কোটি মা গর্ভধারণ করেন?
(ক) ৭.৫ কোটি
(খ) ১০-১৫ কোটি
(গ) ১৮-২০ কোটি ⚫
(ঘ) কোনটিই নয়
113. মাসিক শুরুর কত দিন পর একজন মায়ের জরায়ুতে একটি করে পরিপক্ক ডিম্বাণু অবস্থান করে?
(ক) ৫ তম হতে ১২ তম দিনের মধ্যে
(খ) ৭ তম হতে ১৪ তম দিনের মধ্যে
(গ) ১০ তম হতে ১৮ তম দিনের মধ্যে ⚫
(ঘ) কোনটিই নয়
114. নিম্নলিখিত কোন পদ্ধতিতে জন্মনিয়ন্ত্রন করা সম্ভব?
(ক) ডিম্বাণুকে পরিপক্ক হতে না দিলে
(খ) ডিম্বাণু ও শুক্রাণুর মিলনে তৈরি ভূণকে জরায়ুতে গ্রথিত হতে না দিলে
(গ) ডিম্বাণু ও শুক্রাণুর মিলনে বাধা তৈরি করলে
(ঘ) সবগুলো ⚫
115. জন্মনিয়ন্ত্রন পদ্ধতিসমূহকে প্রধানত —ভাগে ভাগ করা যায়?
(ক) তিন
(খ) চার
(গ) দুই ⚫
(ঘ) কোনটিই নয়
116. আই. ইউ. ডি কাদের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি?
(ক) মহিলাদের ⚫
(খ) পুরুষদের
(গ) উভয়
(ঘ) কোনটিই নয়
117. জন্ম বিরতিকরণ পিল বা বড়ি কিভাবে কাজ করে?
(ক) ভ্রুণকে জরায়ুতে গথিত হতে দেয়না
(খ) ডিম্বাণুর পরিপক্কতাকে (Ovulation) প্রতিরোধ করে ⚫
(গ) ডিম্বাণু ও শুক্রাণুর মিলনে বাধা তৈরি করে
(ঘ) কোনটিই নয়
118. জন্ম বিরতিকরণ বড়ির ২৮ টির প্যাকেটে কতটি হরমোন জাতীয় পিল থাকে?
(ক) ২৮ টি
(খ) ২১ টি ⚫
(গ) ৭টি
(ঘ) কোনটিই নয়
119. নিম্নের কোন হরমোনটি জন্ম বিরতিকরণ বড়িতে থাকে?
(ক) টি এস এইস
(খ) অক্সিটোসিন
(গ) টেসটোস্টেরন
(ঘ) প্রজেস্টেরন ⚫
120. নিম্নের কোন ওষুধ পিলের কার্যকারিতায় বাধা দান করে থাকে?
(ক) এন্টিবায়োটিক
(খ) রিফামপিসিন
(গ) উভয়ই ⚫
(ঘ) কোনটিই নয়
121. নিম্নের কোন ধরনের জন্মবিরতিকরণ ইনজেকশন তুলনামূলক বেশি সময় পর্যন্ত কার্যকর?
(ক) মেডরক্সিপ্রজেসটেরন ⚫
(খ) প্রজেস্টেরন
(গ) নরইথিস্টেরন
(ঘ) কোনটিই নয়
122. নিম্নের কোনটি জন্মবিরতিকরণ ইনজেকশন ব্যবহারের সুবিধা?
(ক) Ovarian cyst হতে রক্ষা
(খ) Actopic Pregnancy প্রতিরোধ করে
(গ) উভয় ⚫
(ঘ) কোনটিই নয়
123. নিম্নের কোন জন্মবিরতিকরণ পদ্ধতি তীব্র চুলকানি cholestatic pruritus) ইতিহাস থাকলে ব্যবহার করা উচিত নয়?
(ক) ইনজেকশন ⚫
(খ) Norplant
(গ) উভয়
(ঘ) কোনটিই নয়
124. হরমোন জনিত শারীরিক পার্শ্ব-প্রতিক্রিয়া নেই নিম্নের কোনটিতে?
(ক) পিল
(খ) Norplant
(গ) কপারযুক্ত আই. ইউ. ডি ⚫
(ঘ) কোনটিই নয়
125. ফেলোপিয়ান টিউব কেটে ফেলা হয় নিম্নের কোন স্থায়ী জন্মবিরতিকরণের পদ্ধতিতে?
(ক) ভ্যাসেকটমি
(খ) লাইগেশন ⚫
(গ) উভয়
(ঘ) কোনটিই নয়
126. মেয়েদের সন্তান ধারণের সবচেয়ে উপযুক্ত সময়কাল নিম্নের কোনটি?
(ক) ২০ বছরের আগে
(খ) ৩৫ বছরের পরে
(গ) ২০-৩৫বছরের মধ্যে ⚫
(ঘ) কোনটিই নয়
127. দেহের কোষ গঠনে সহায়তা করা নিম্নের কোনটির কাজ?
(ক) স্নেহ
(খ) আমিষ ⚫
(গ) ভিটামিন
(ঘ) শর্করা
128. রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে নিম্নের কোনটি?
(ক) শর্করা
(খ) আমিষ ⚫
(গ) স্নেহ
(ঘ) মিনারেল
129. গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে নিম্নের কোন খাদ্য উপাদান?
(ক) শর্করা ⚫
(খ) আমিষ
(গ) স্নেহ
(ঘ) মিনারেল
130. স্নেহ জাতীয় পদার্থের দহন সম্পন্ন হয়না নিম্নের কোন খাদ্য উপাদানের অভাবে?
(ক) শর্করা ⚫
(খ) আমিষ
(গ) স্নেহ
(ঘ) মিনারেল
131. ভিটামিন এ–ডি–ই ও -কে কিসে দ্রবিভূত হয়?
(ক) শর্করা
(খ) আমিষ
(গ) স্নেহ ⚫
(ঘ) পানি
132. দৈহিক বৃদ্ধি- স্বাস্থ্যরক্ষা ও প্রজননে নিম্নের কোনটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ?
(ক) শর্করা
(খ) আমিষ
(গ) খনিজ পদার্থ ⚫
(ঘ) স্নেহ
133. দেহের জলীয় অংশের সমতা রক্ষা করে নিম্নের কোনটি?
(ক) শর্করা
(খ) আমিষ
(গ) খনিজ পদার্থ ⚫
(ঘ) স্নেহ
134. নিম্নের কোনটিকে জৈবিক প্রভাবক বলে?
(ক) শর্করা
(খ) আমিষ
(গ) ভিটামিন ⚫
(ঘ) খনিজ পদার্থ
135. নিম্নের কোনটি সরাসরি দেহের গঠনে অংশগ্রহণ করে না?
(ক) শর্করা
(খ) ভিটামিন ⚫
(গ) খনিজ পদার্থ
(ঘ) কোনটিই নয়
136. টকোফেরল নিম্নের কোন ভিটামিনের বৈজ্ঞানিক নাম?
(ক) ভিটামিন-এ
(খ) ভিটামিন-ই ⚫
(গ) ভিটামিন-ডি
(ঘ) কোনটিই নয়
137. রেটিনল নিম্নের কোন ভিটামিনের বৈজ্ঞানিক না?
(ক) ভিটামিন-এ ⚫
(খ) ভিটামিন-ই
(গ) ভিটামিন-ডি
(ঘ) খনিজ পদার্থ
138. পরিপাক ক্রিয়া স্বাভাবিক রাখতে নিম্নের কোনটির ভূমিকা অপরিসীম?
(ক) শর্করা
(খ) ভিটামিন
(গ) আমিষ
(ঘ) ভিটামিন ⚫
139. দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে নিম্নের কোনটি?
(ক) আমিষ
(খ) খনিজ পদার্থ
(গ) ভিটামিন
(ঘ) কোনটিই নয়
140. অশম্লগ্রন্থির অকার্যকারিতা নিম্নের কোন ভিটামিনের অভাবে হয়?
(ক) ভিটামিন-ডি
(খ) ভিটামিন-এ ⚫
(গ) ভিটামিন-ই
(ঘ) কোনটিই নয়
141. বন্ধ্যাত্য হয় নিম্নের কোন ভিটামিনের অভাবে?
(ক) ভিটামিন-ডি
(খ) ভিটামিন-এ
(গ) ভিটামিন-ই ⚫
(ঘ) কোনটিই নয়
142. রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় নিম্নের কোন রোগের সময়?
(ক) জন্ডিস ⚫
(খ) কলেরা
(গ) করোনা
(ঘ) কোনটিই নয়
143. বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে কতো লোক নতুন ভাবে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়।
(ক) ২৬৪০০০
(খ) ৩৬৪০০০
(গ) ৪৬৪০০০০
(ঘ) ৩৬৪০০০ ⚫
144. ORS এর পূর্ণ রুপ নিম্নের কোনটি?
(ক) Oral Recurring Solution
(খ) Oral Rehydration Suspension
(গ) Oral Rehydration Solution ⚫
(ঘ) কোনটিই নয়
145. নিচের কোনটির উপর ওষুধের কার্যকারিতা নির্ভর করে না?
(ক) শক্তিমাত্রা
(খ) রুট অফ এন্ট্রি ⚫
(গ) ডোজেস ফর্ম
(ঘ) কোনটি নয়
146. জিহ্বার নিচে প্রয়োগ করার জন্য নিচের কোন ডোজেস ফর্মটি ব্যবহৃত হয়?
(ক) ঢুশ
(খ) স্প্রে
(গ) লজেন্স ⚫
(ঘ) প্যাচ
147. সাপোজিটরি ডোজেস ফর্মটি নিচের কোন প্রয়োগ পথে দেওয়া হয়?
(ক) ইউরেথেরাল
(খ) রেক্টাল
(গ) এন্টেরাল
(ঘ) ক ও খ ⚫
148. নিচের কোনটি এন্টেরাল রুটে দেওয়া হয়না?
(ক) লজেন্স ⚫
(খ) স্যাচেট
(গ) জেল
(ঘ) পিল
149. ইন্ট্রানাসাল ও ইন্ট্রারেস্পিরেটরি উভয় রুটে নিচের কোনটি দেওয়া হয়?
(ক) ফোঁটা
(খ) ইনহেলার ⚫
(গ) ক্রিম
(ঘ) দ্রবন
150. ত্বকের মাধ্যমে ওষুধ প্রয়োগের পথকে কি বলা হয় ?
(ক) টপিক্যাল
(খ) ইন্ট্রা-অকুলার
(গ) ট্রান্সডারমাল ⚫
(ঘ) ট্রান্সনাসাল
151. ডেন্টিফ্রিসেস ওষুধের ভৌত অবস্থা নিচের কোন ধরনের?
(ক) সলিড ⚫
(খ) লিকুইড
(গ) সেমি-লিকুইড
(ঘ) গ্যাস
152. চিকিৎসক এর নিকট ২ চা চামচ মানে কতটুকু ওষুধ?
(ক) ২.৫ এমএল
(খ) ৫ এমএল
(গ) ১২.৫ এমএল
(ঘ) ১০ এমএল ⚫
153. ইনহেলার ব্যবহারের সময় শ্বাস ছেড়ে দেওয়ার আগে কতক্ষণ শ্বাস আটকে রাখতে হয়?
(ক) ৫ সেকেন্ড
(খ) ১০ সেকেন্ড ⚫
(গ) ১৫ সেকেন্ড
(ঘ) ২০ সেকেন্ড
154. ‘ত্বকের নিচে’ বোঝাতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
(ক) Transdermal ⚫
(খ) Implantation
(গ) Subcutaneous
(ঘ) Intraperitoneal
155. নিচের কোনটি ওষুধের মিথস্ক্রিয়ার ফলাফল নয়?
(ক) চিকিৎসার সার্বিক কার্যকারিতা কমে যাওয়া
(খ) ওষুধের বিরূপ প্রতিক্রিয়া বেড়ে যাওয়া ⚫
(গ) ওষুধের বিরূপ প্রতিক্রিয়া কমে যাওয়া
(ঘ) রোগের অবস্থা জটিলতর হওয়া
156. নিচের কোন দুটি ওষুধ একত্রে সেবন করলে উভয়ই অপরটির শোষণকে প্রভাবিত করে?
(ক) ফেনোবারবিটল + ওয়ারফেরিন
(খ) মেট্রোনিডাজল + এলকোহল
(গ) অ্যাসপিরিন + ওয়ারফেরিন
(ঘ) ডক্সিসাইক্লিন + এন্টাসিড ⚫
157. ওয়ারফেরিন এর সাথে নিচের কোন ওষুধটি সেবন করলে উক্ত ওষুধের কার্যকারিতা নিষ্ক্রিয় হয়ে যায়?
(ক) ওমিপ্রাজল
(খ) অ্যাসপিরিন
(গ) ফেনোবারবিটল ⚫
(ঘ) এন্টাসিড
158. অ্যামোক্সিসিলিন সেবনের সময় নিচের কোনটি করা উচিত নয়?
(ক) জন্মনিয়ন্ত্রণ বড়ি সেবন ⚫
(খ) যৌন মিলন
(গ) কনডম ব্যবহার
(ঘ) কোনটি নয়
159. টেট্রাসাইক্লিন এর সাথে কোনটির মিথস্ক্রিয়া হয়?
(ক) এলকোহল
(খ) ক্যাফেইন
(গ) দুধ ⚫
(ঘ) জাম্বুরা
160. এলকোহল ও জাম্বুরা জাতীয় ফলের রস নিচের কোন ধরনের ওষুধের মিথস্ক্রিয়ার জন্য দায়ী ?
(ক) টেট্রাসাইক্লিন
(খ) আইবুপ্রেফেন
(গ) এটরভাস্টাটিন ⚫
(ঘ) ডেক্সামিথাসন
161. নিম্নমানের ওষুধ সনাক্ত করার জন্য নিচের কোন চিহ্নটি খেয়াল করা উচিত?
(ক) প্যাকেজিং
(খ) লেবেল
(গ) ওষুধের গন্ধ
(ঘ) সবগুলো ⚫
162. নিচের কোনটি নিম্নমানের সেমি সলিড ওষুধের লক্ষন নয়?
(ক) ওষুধ গলে যাওয়া
(খ) ওষুধের রং পরিবর্তন হওয়া
(গ) ওষুধ শুকিয়ে যাওয়া
(ঘ) ওষুধের স্বচ্ছতার পরিবর্তন ⚫
163. মেয়াদোত্তীর্ণ ওষুধের জন্য সংরক্ষিত নথিতে নিচের কোন তথ্যটি থাকা উচিত ?
(ক) ওষুধের নাম
(খ) ব্যাচ নং
(গ) ওষুধের পরিমান
(ঘ) সবগুলো ⚫
164. একটি মডেল ফার্মেসী চালাতে নিচের কোন নির্দেশনাটি জরুরী নয়?
(ক) ওষুধপত্র গ্রহনের নির্দেশনা
(খ) ওষুধপত্র সংরক্ষণের নির্দেশনা
(গ) ওষুধ ডিসপেন্সিং নির্দেশনা
(ঘ) ওষুধের মান নিয়ন্ত্রনের নির্দেশনা ⚫
165. নকল ওষুধ চিহ্নিত করার পর কোথায় কার কাছে রিপোর্ট করা জরুরী নয় ?
(ক) ড্রাগ ইন্সপেক্টর
(খ) সিভিল সার্জন
(গ) উৎপাদনকারী
(ঘ) ডাক্তার ⚫
166. নিচের কোন ধরনের বিরূপ প্রতিক্রিয়াটি ওষুধের বিলম্বিত প্রভাবের কারনে হয়ে থাকে?
(ক) টাইপ এ
(খ) টাইপ বি
(গ) টাইপ ডি ⚫
(ঘ) টাইপ ই
167. নিচের কোনটি টাইপ- সি ধরনের বিরূপ প্রতিক্রিয়া?
(ক) দীর্ঘমেয়াদী প্রভাব ⚫
(খ) বিলম্বিত প্রভাব
(গ) অদ্ভুত বা স্বক্রীয় প্রতিক্রিয়া
(ঘ) ওষুধ সেবনের শেষে প্রতিক্রিয়া
168. নিচের কোনটি ক্লোজাপাইন এর বিরূপ প্রতিক্রিয়া ?
(ক) অস্ত্রে রক্তক্ষরণ
(খ) রক্ত জমাট বাধা
(গ) এপ্লাস্টিক অ্যানিমিয়া
(ঘ) এগ্রানুলোসাইটেসিস ⚫
169. ওষুধ ডিসপেন্সার ও রোগীর চাহিদা নিরূপনের সময় কোন ধরনের যোগাযোগ পদ্ধতি ব্যবহার করা হয়?
(ক) মৌখিক ⚫
(খ) লিখিত
(গ) অঙ্গভঙ্গি
(ঘ) চোখাচোখি
170. মডেল মেডিসিন শপে ওষুধ ডিসপেন্সিং এর সময় কোনটি কার্যকর যোগাযোগের ক্ষেত্রে বাধার কারন হতে পারে ?
(ক) জটিল মেডিক্যাল পরিভাষা ব্যবহার
(খ) কুসংস্কার
(গ) রোগ সম্বন্ধে ভীতি
(ঘ) সবগুলো ⚫
171. প্রচলিত প্রাথমিক সেবা বক্সে নিচের কোনটি থাকেনা ?
(ক) এসপিরিন
(খ) মরফিন ⚫
(গ) প্যারাসিটামল
(ঘ) আয়োডিন দ্রবন
172. জরুরী রোগীর ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পদক্ষেপসমূহের মধ্যে শ্বাসনালী পরিষ্কার করা কততম ধাপ নির্দেশ করে?
(ক) প্রথম ⚫
(খ) দ্বিতীয়
(গ) তৃতীয়
(ঘ) চতুর্থ
173. অধিক রক্তক্ষরণের ক্ষেত্রে কখন শকের চিকিৎসা শুরু করতে হবে?
(ক) বি.পি. কমে গেলে
(খ) বি.পি. বেড়ে গেলে
(গ) পালস বেড়ে গেলে
(ঘ) ক ও গ ⚫
174. নিচের কোনটি শিশুদের ক্ষেত্রে পুড়ে যাওয়ার প্রধান কারনগুলোর মধ্যে অন্তর্ভুক্ত নয় ?
(ক) গরম পানি
(খ) এসিড জাতীয় তরল ⚫
(গ) গরম ইস্ত্রি
(ঘ) জলন্ত আগুন
175. কোনটি ‘দ্বিতীয় ডিগ্রি পুড়ে যাওয়ার লক্ষন?
(ক) ত্বক লালচে হওয়া
(খ) ফুলে যাওয়া ও ব্যাথা অনুভব হওয়া
(গ) রক্তনালী ক্ষতিগ্রস্থ হওয়া
(ঘ) ফোস্কা পড়া ⚫
176. নিচের কোনটি হাড় ভাঙ্গার লক্ষন এবং চিহ্নসমূহের মধ্যে পড়ে না?
(ক) ভাঙ্গার স্থান ফুলে যাওয়া
(খ) ক্ষতস্থান হতে রক্তক্ষরণ হওয়া
(গ) শ্বাস নিতে অসুবিধা হওয়া ⚫
(ঘ) ক্ষতস্থানে ব্যাথা অনুভূত হওয়া
177. শরীরের কোন অংশে অল্প কেটে গেলে ক্ষতস্থান কি দিয়ে জীবানুমুক্ত করা হয় ?
(ক) সার্জিক্যাল স্পিরিট
(খ) হাইড্রোজেন পার অক্সাইড
(গ) ক ও খ ⚫
(ঘ) কোনটি নয়
178. গরম কোন তরল বা বাষ্পের কারণে ত্বকে যে ক্ষতের সৃষ্টি হয় তাকে ইংরেজীতে কোন শব্দ দিয়ে বোঝানো হয়?
(ক) Scald ⚫
(খ) Scalb
(গ) Scale
(ঘ) Scalp
179. ডুবে যাওয়া রোগীর প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে নিচের কোনটি করা প্রয়োজন নয়?
(ক) যদি পালস থাকে তবে CPR দেওয়া ⚫
(খ) যদি কোন পালস না থাকে তাহলে CPR শুরু করা
(গ) রোগী নিশ্বাস না নিলে বার বার CPR দেওয়া
(ঘ) রোগী শ্বাস নিচ্ছে কিনা তা সর্বক্ষণ পর্যবেক্ষন করা
180. নিচের কোনটি এলার্জেন নয়?
(ক) ডাস্ট মাইট
(খ) কীটপতঙ্গ
(গ) বিড়াল
(ঘ) কোনটি নয় ⚫
181. শ্বাসকষ্ট হচ্ছে এমন রোগীর ক্ষেত্রে কোনটি করণীয় নয়?
(ক) রোগীকে দ্রুত হাসপাতালে বা ডাক্তারের কাছে পাঠানো
(খ) রোগীকে মুখে কিছু খেতে না দেওয়া
(গ) রোগীর মাথার নিচে বালিশ দেওয়া ⚫
(ঘ) খ ও গ উভয়ই
182. কুকুর বা অন্য কোন জীবজন্তুর কামড়ের প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্য কোনটি / কোনগুলো?
(ক) রক্তপাত নিয়ন্ত্রণ
(খ) সংক্রমনের ঝুঁকি কমানো
(গ) ক ও খ উভয়ই ⚫
(ঘ) কোনটি নয়
183. নিচের কোনটির কামড়ে রাবিস এর সংক্রমন হতে পারে?
(ক) কুকুর
(খ) বানর
(গ) বাদুর
(ঘ) সবগুলো ⚫
184. জরুরী রোগীকে প্রাথমিক সেবা দেয়ার জন্য গৃহীত DRABC ধাপগুলোর মধ্যে ‘B’ এর মাধ্যমে নিচের কোনটিকে নিশ্চিত করা হয়?
(ক) রোগী সাড়া দিচ্ছে কিনা
(খ) শ্বাসনালী খোলা আছে কিনা
(গ) শ্বাস চলছে কিনা ⚫
(ঘ) রক্ত চলাচল স্বাভাবিক আছে কিনা
185. যদি কোন কেমিক্যালের কারণে রোগীর শরীর পুড়ে গিয়ে থাকে তবে আক্রান্ত স্থানে কতক্ষণ ধরে ঠান্ডা পানি ঢালতে হবে?
(ক) ২০ সেকেন্ড
(খ) ২০ মিনিট ⚫
(গ) ৩০ সেকেন্ড
(ঘ) ৩০ মিনিট
186. ওষুধবিহীন গজ (Gauzes) কয় ধরনের হতে পারে?
(ক) ২
(খ) ৩
(গ) ৪ ⚫
(ঘ) ৫
187. নিচের কোনটি বিশেষ তুলার কাপড়ের তৈরী ব্যান্ডেজ এর উদাহরণ?
(ক) মসলিন ব্যান্ডেজ
(খ) জিঙ্ক পেস্ট ব্যান্ডেজ ⚫
(গ) ক্রেপ ব্যান্ডেজ
(ঘ) অয়েল সিল্ক ব্যান্ডেজ
188. প্লাস্টার অফ প্যারিস-এ নিচের কোনটি থাকে?
(ক) জিঙ্ক সালফেট
(খ) লেড সালফেট
(গ) ম্যাগনেসিয়াম সালফেট
(ঘ) ক্যালসিয়াম সালফেট ⚫
189. চোখের প্যাড নামে পরিচিত স্ট্যান্ডার্ড ড্রেসিং কোনটি?
(ক) স্ট্যান্ডার্ড ড্রেসিং নং ১০
(খ) স্ট্যান্ডার্ড ড্রেসিং নং ১২
(গ) স্ট্যান্ডার্ড ড্রেসিং নং ১৪
(ঘ) স্ট্যান্ডার্ড ড্রেসিং নং ১৬ ⚫
190. ক্রোমিক ক্যাটগাট শোষিত হতে কতদিন সময় লাগে?
(ক) ৩-৫দিন
(খ) ৫-১০ দিন
(গ) ১০-২০ দিন
(ঘ) ১০-৪০ দিন ⚫
191. নিচের কোনটি সার্জিক্যাল ড্রেসিং হিসেবে ব্যবহৃত হয়না?
(ক) লিন্টস্
(খ) প্লাস্টার
(গ) সুচারস্ ⚫
(ঘ) ব্যান্ডেজ
192. নিচের কোনটি দেখে নকল ওষুধ সনাক্ত করা সম্ভব ?
(ক) ব্যাচ নম্বর
(খ) মূল্য
(গ) ট্যাবলেটের গঠন
(ঘ) সবগুলো ⚫
193. কোন ওষুধের ব্যবহার গর্ভস্থ শিশুর উপর প্রভাব ফেলে?
(ক) Chloramphnenicol
(খ) Diazepan
(গ) Thalidomide ⚫
(ঘ) Stilbestrol
194. নিচের কোন ধরনের ওষুধের ব্যবহার Alopecia-র কারন হতে পারে ?
(ক) ব্যাথানাশক ওষুধ
(খ) চেতনানাশক ওষুধ
(গ) এন্টিহিস্টামিন
(ঘ) ক্যান্সার বিনাশী ওষুধ ⚫
195. ফার্স্ট এইড বক্সে নিচের কোনটি / কোনগুলো থাকে না?
(ক) ডিসপেনসেবল গ্লাভস
(খ) সার্জিক্যাল ব্রেড
(গ) ফরসেপ ⚫
(ঘ) সবগুলো থাকে
196. ত্বকে কোন ক্ষত না থাকলে আঘাতের স্থানে ব্যাথা কমানোর জন্য প্রাথমিক চিকিৎসা বাক্সের কোনটি ব্যবহার করা হয়?
(ক) H২O২
(খ) lodine
(গ) Glucose
(ঘ) Liniment ⚫
197. যোনীপথে প্রয়োগের ট্যাবলেট কে কি বলা হয়?
(ক) Vaginal tablets
(খ) Vaginal Pessaries ⚫
(গ) Vaginal Implants
(ঘ) Vaginal Suppositories
198. নিচের কোনটি প্রাথমিক সেবা প্রদানের লক্ষ্য নয়?
(ক) ব্যাথা কমানো
(খ) রক্তপাত কমানো
(গ) রক্তচাপ কমানো ⚫
(ঘ) সংক্রমণ প্রতিরোধ করা
199. ওষুধের বিরূপ প্রতিক্রিয়ার কারণে রোগীরা সাধারণত কোন ধরণের গুরুতর সমস্যায় পড়তে পারেন?
(ক) কোন অঙ্গের স্থায়ী ক্ষতি
(খ) গর্ভস্থ শিশুর জন্মগত ত্রুটি
(গ) রোগীর মৃত্যু
(ঘ) সবগুলো ⚫
200. একজন ভালো যোগাযোগকারীর কোন গুনাবলীর কারনে রোগীরা আস্থা খুজেঁ পান?
(ক) সক্রিয়ভাবে শোনা ⚫
(খ) প্রশ্ন করার দক্ষতা
(গ) ফলোআপ করার সক্ষমতা
(ঘ) কাউন্সিলিং দক্ষতা