৬০তম ব্যাচ পরীক্ষা (“গ” সেট) All in One

1. ফার্মাসিস্ট এর নৈতিক ও পেশাগত দায়িত্ব কোনটি?

(ক) লোকজ ওষুধের অপপ্রচার বিষয়ে রোগীদের সচেতন করা
(খ) রোগী যেন নিজে নিজে ওষুধ ব্যবহার না করে এই বিষয়ে জানানো
(গ) কোনটিই নয়
(ঘ) ক ও খ ⚫

2. আয়ুর্বেদী চিকিৎসা শাস্ত্র শিক্ষার জন্য বাংলাদেশে প্রচলিত সরকারি স্নাতক কোর্সটির নাম কী?

(ক) ডিএএমএস
(খ) বিইউএমএস
(গ) বিএএমএস ⚫
(ঘ) বিএইচএমএস

3. নিচের কোনটিতে ২০-৩০% জিঙ্ক অক্সাইড থাকে?

(ক) আঠালো রাবার প্লাস্টার
(খ) স্থিতিস্থাপক আঠালো প্লাস্টার ⚫
(গ) প্লাস্টার অব প্যারিস
(ঘ) ইউফ্লেভিন লিন্ট

4. ওষুধ যুক্ত গজে কোন ধরনের ওষুধ থাকতে পারে?

(ক) বোরিক এসিড
(খ) মারকারি সায়ানাইড
(গ) ট্রাইনাইট্ৰফেনল
(ঘ) সবগুলো ⚫

5. শরীরের পানি ও অম্ল-ক্ষার এর ভারসাম্য রক্ষায় ভূমিকা পালন করে কোন তন্ত্র?

(ক) পরিপাক তন্ত্র
(খ) শ্বসন তন্ত্র
(গ) রক্তস বহন তন্ত্র
(ঘ) সবগুলো ⚫

6. শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে কোন তন্ত্রটির ভূমিকা আছে?

(ক) রেচন তন্ত্র ⚫
(খ) অন্তঃক্ষরা গ্রন্থি তন্ত্র
(গ) কঙ্কাল তন্ত্র
(ঘ) প্রজনন তন্ত্র

7. গার্হস্থ্য চিকিৎসায় ছোট কৃমির আক্রমণে কোন পাতার রস ব্যবহার হয়?

(ক) তুলসি পাতা
(খ) বাসক পাতা
(গ) কচি আনারস পাতা ⚫
(ঘ) থানকুনি পাতা

8. তীব্র এলার্জির কারণে মৃত্যুঝুঁকি তৈরি হওয়াকে কী বলে?

(ক) Skin Rash
(খ) Anaphylaxis ⚫
(গ) Blood Dyscrasias
(ঘ) Alopecia

9. গর্ভাবস্থায় কোন ওষুধটির ব্যবহার ২০ বৎসরের বেশি সময় পর কন্যার যোনীপথে ক্যান্সারের কারণ হতে পারে?

(ক) Thalidomide
(খ) Stilbestorl ⚫
(গ) Opoid
(ঘ) Chloramphenicol

10. বাচ্চাদের ক্ষেত্রে মাংশপেশীর ইনজেকশন সর্বোচ্চ কত মি.লি. পর্যন্ত প্রয়োগ করা যেতে পারে?

(ক) ০-১
(খ) ১-২ ⚫
(গ) ২-৩
(ঘ) ৩-৪

11. সাধারণত ক্যাটগাট সুচারস্ শোষিত হতে কতদিন সময় লাগতে পারে?

(ক) ৩-৫ দিন ⚫
(খ) ১-২ দিন
(গ) ৭-১০ দিন
(ঘ) ৬-১২ দিন

12. ক্রোমিক ক্যাটগাট শোষিত হতে কত সময় লাগে?

(ক) ১০-৪০ দিন ⚫
(খ) ২০-২৫ দিন
(গ) ৫-৭ দিন
(ঘ) ১০-১৫

13. আমাদের দেশের সবচেয়ে প্রাচীন চিকিৎসা ব্যবস্থা কোনটি?

(ক) আয়ুর্বেদী ⚫
(খ) মঘা
(গ) হোমিওপ্যাথি
(ঘ) ইউনানী

14. নিচের কোন চিকিৎসা বিজ্ঞানী মঘা চিকিৎসাপদ্ধতির একজন প্রবর্তক?

(ক) চরক
(খ) জীবক ⚫
(গ) শুশ্রুত
(ঘ) আল রাজি

15. ইংরেজদের শাসনের মাধ্যমে এদেশে প্রচলন ঘটে কোন চিকিৎসা পদ্ধতির?

(ক) হোমিওপ্যাথি
(খ) এলোপ্যাথি ⚫
(গ) বায়োকেমিক
(ঘ) ইউনানী

16. কোন বিকল্প চিকিৎসা পদ্ধতিটি এখন হোমিওপ্যাথির সাথে একীভূত হয়ে গেছে?

(ক) ইউনানী
(খ) আকুপাংচার
(গ) বায়োকেমিক ⚫
(ঘ) গার্হস্থ্য চিকিৎসা

17. আকুপ্রেশার চিকিৎসা পদ্ধতিতে শরীরের বিভিন্ন অংশে কী প্রয়োগ করা হয়?

(ক) তাপ
(খ) ব্যথা
(গ) সূচ
(ঘ) চাপ ⚫

18. সিন্থেসিস এর মাধ্যমে বিপুল পরিমাণে ওষুধ শিল্প- কারখানায় উৎপাদনে কোন পদ্ধতির জুড়ি নেই?

(ক) এলোপ্যাথি ⚫
(খ) ইউনানী
(গ) বায়োকেমিক
(ঘ) আকুপাংচার

19. পুরনো গল্প-উপন্যাসে পাওয়া হাওয়া বদল বা বায়ু পরিবর্তন ইত্যাদি অনুষঙ্গগুলো মূলত কোন চিকিৎসা পদ্ধতির অন্তর্ভুক্ত?

(ক) হোমিওপ্যাথি
(খ) এরোমাথেরাপি
(গ) ন্যাচারোপ্যাথি ⚫
(ঘ) আয়ুর্বেদী

20. ঘরে ঘরে বংশ-পরম্পরায় বিরাজমান চিকিৎসা জ্ঞান যা সংস্কৃতির অংশ তাকে কী বলে?

(ক) ন্যাচারোপ্যাথি
(খ) হোমিওপ্যাথি
(গ) গার্হস্থ্য চিকিৎসা ⚫
(ঘ) এরোমাথেরাপি

21. কোন ওষুধটি রক্তে গ্লুকোজ কমায়?

(ক) ইনসুলিন ⚫
(খ) ট্যামসুলোসিন
(গ) অক্সিটোসিন
(ঘ) সবগুলো

22. সাধারণত ট্যাবলেট-ক্যাপসুল-সিরাপ প্রভৃতি ওষুধ …… ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখতে হবে।

(ক) ২৫
(খ) ৩০ ⚫
(গ) ৩৫
(ঘ) ৩৭

23. একজন ফার্মাসিস্টকে প্রতিমাসে অন্তত ……. বার ওষুধ পরীক্ষা করে দেখতে হবে যাতে ওষুধের মধ্যে অস্থিতির কোন লক্ষণ দেখা না যায়।

(ক) ১ ⚫
(খ) ২
(গ) ৩
(ঘ) ৪

24. ইনহেলারের মাধ্যমে ওষুধ প্রয়োগের সময় পর পর দুটি ডোজের ক্ষেত্রে প্রথম ডোজ নেয়ার পর অন্তত ……. মিনিট অপেক্ষা করতে হবে।

(ক) ১ ⚫
(খ) ৩
(গ) ৫
(ঘ) ৭

25. কোন ধরনের ওষুধ পাকস্থলীতে এসিড নিঃসরণ বৃদ্ধি করে?

(ক) ব্যথানাশক ⚫
(খ) এন্টিবায়োটিক
(গ) ভ্যাকসিন
(ঘ) হরমোন

26. নাকের ড্রপস প্রয়োগের অন্তত …….. মিনিট মাথাটি পেছনের দিকে হেলিয়ে রাখতে হবে যাতে ওষুধটি নাকের শেষ মাথা পর্যন্ত পৌঁছাতে পারে।

(ক) ১
(খ) ৩
(গ) ৪ ⚫
(ঘ) ৫

27. সাপোজিটরী ব্যবহারের পর অন্তত কত সময় টয়লেটে যাওয়া যাবে না (যদি তা কোষ্ঠকাঠিন্য দূরীকরণে ব্যবহৃত না হয়?

(ক) ০.৫ ঘণ্টা
(খ) ১ ঘণ্টা ⚫
(গ) ২ ঘণ্টা
(ঘ) ৩ ঘণ্টা

28. নিচের কোন ওষুধটি জিহ্বার নিচে প্রয়োগ করতে হয়?

(ক) নাইট্রোগ্লিসারিন ⚫
(খ) সেফিউরক্সিম
(গ) ভিটামিন এ
(ঘ) ডক্সিসাইক্লিন

29. সাধারণত একটি প্রেসক্রিপশন থেকে কয়টি তথ্য পাওয়া যায়?

(ক) ৩টি
(খ) ৮টি ⚫
(গ) ৯টি
(ঘ) ১০টি

30. প্রেসক্রিপশন অনুযায়ী স্বাস্থ্যসেবার জন্য কারা মুখ্য ভূমিকা পালন করে?

(ক) ফার্মাসিস্ট ⚫
(খ) নার্স
(গ) ডায়াগনোস্টিক টেকনেশিয়ান
(ঘ) সবগুলো

31. কোন খনিজের অভাবে রিকেটস্ রোগ হয়?

(ক) পটাশিয়াম
(খ) ক্যালসিয়াম ⚫
(গ) সোডিয়াম
(ঘ) লোহা

32. আয়োডিনের অভাবে মানবদেহে যে রোগটি হয় তা হল-

(ক) রাতকানা
(খ) বেরিবেরি
(গ) গলগন্ড ⚫
(ঘ) রক্তস্বল্পতা

33. খনিজ পদার্থের মধ্যে রক্তের অন্যতম প্রধান উপাদান কোনটি?

(ক) ক্যালসিয়াম
(খ) ফসফরাস
(গ) ম্যাগনেসিয়াম
(ঘ) লৌহ ⚫

34. চর্মরোগ প্রতিরোধ ও ত্বককে মসৃন রাখে কোন খাবার?

(ক) শর্করা
(খ) স্নেহজাতীয় ⚫
(গ) লবণ সমূহ
(ঘ) আমিষ

35. প্রাকৃতিকভাবে মানুষের দেহে রোগ জীবাণু আক্রমণ প্রতিরোধ ক্ষমতাকে কী বলে?

(ক) ইমিউনিটি ⚫
(খ) ইউনিটি
(গ) ইমিউন
(ঘ) ইউনিয়ন

36. নিচের কোনটি কোষ্ঠকাঠিন্য দূর করে?

(ক) সেলুলোজ ⚫
(খ) চর্বি
(গ) গ্লুকোজ
(ঘ) আমিষ

37. অস্থি ও দাঁতের এনামেল গঠনে প্রয়োজনীয় খনিজ পদার্থ কোনটি?

(ক) সোডিয়াম
(খ) পটাশিয়াম
(গ) ক্যালসিয়াম ⚫
(ঘ) আয়রণ

38. শিশুদের অপুষ্টি রোধ করার উপায় কোনটি?

(ক) বিশুদ্ধ পানি পান করা
(খ) কৃমিনাশক ওষুধ সেবন
(গ) শাকসবজি ফলমূল নিয়মিত গ্রহণ
(ঘ) সবগুলো ⚫

39. দূষিত পানি পান করলে কোন রোগ হওয়ার আশঙ্কা থাকে?

(ক) বসস্ত
(খ) ডায়রিয়া ⚫
(গ) চর্মরোগ
(ঘ) গলগন্ড

40. জন্ডিস রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়?

(ক) মস্তিষ্ক
(খ) যকৃত ⚫
(গ) কিডনী
(ঘ) ফুসফুস

41. ব্যাকটেরিয়ার আকার সাধারণত কত মাইক্রন?

(ক) ০.২-৫ ⚫
(খ) ১৫-১০
(গ) ১০-১৫
(ঘ) কোনটিই নয়

42. ছত্রাক দ্বারা উৎপন্ন রোগকে কী বলে?

(ক) মাইটোসিস
(খ) মিয়োসিস
(গ) মাইকোসিস ⚫
(ঘ) কোনটাই না

43. মদ্যশিয়ে নিচের কোনটা ব্যবহৃত হয়?

(ক) ছত্রাক
(খ) ভাইরাস
(গ) ব্যাকটেরিয়া
(ঘ) ইস্ট ⚫

44. রিউমাটয়েড আর্থাইটিস এ নিচের কোনটি ব্যবহৃত হয়?

(ক) মেথট্রেক্সেট ⚫
(খ) ক্লক্সাসিলিন
(গ) ফ্লুক্লক্সাসিলিন
(ঘ) হেপারিন

45. চর্বি কমানোর ওষুধ কোনটি?

(ক) ফেনো ফাইব্রেট ⚫
(খ) ডিগক্সিন
(গ) অ্যাসপিরিন
(ঘ) ক্লোপিডগ্রেল

46. নিচের কোনটি বিটা ব্লকার নয়?

(ক) এটিনোলল
(খ) প্রোপানোলল
(গ) টিমোলল
(ঘ) ভেরা পামিল ⚫

47. কফ বের হতে সহায়তা করে কোন ওষুধ?

(ক) কার্বোসিস্টিন
(খ) ডেক্সট্রোমেথর ফেন
(গ) ব্রোমহেক্সিন ⚫
(ঘ) মিথাইলসিস্টিন

48. নিচের কোনটি অনিদ্রা রোগে ব্যবহৃত হয়?

(ক) জলপিডেম
(খ) ডায়াজিপাম
(গ) মিডাজোলাম
(ঘ) সবগুলো ⚫

49. পাতলা পায়খানার চিকিৎসায় নিচের কোনটি ব্যবহৃত হয়?

(ক) মি অব ম্যাগনেসিয়াম
(খ) ডমপেরিডন
(গ) জিংক ⚫
(ঘ) ত্বলি

50. নিচের কোন ওষুধটি বমি বন্ধে ব্যবহৃত হয়?

(ক) অনডেনসেট্রোন
(খ) ডমপেরিডন
(গ) কোনটিই নয়
(ঘ) ক+খ ⚫

51. বাংলাদেশ সরকার কত সালে প্রথম কমিউনিটি ক্লিনিক স্থাপনের কাজ শুরু করে?

(ক) ১৯৯৮ ⚫
(খ) ২০০১
(গ) ২০০৫
(ঘ) ১৯৯৩

52. এইচ-২ (H-2) ব্লকার কোনটি?

(ক) এন্টাসিড
(খ) ফ্যামোটিডিন ⚫
(গ) ওমেপ্রাজল
(ঘ) ল্যানসোপ্রাজল

53. হাঁপানি রোগের চিকিৎসায় নিচের কোনটি ব্যবহৃত হয়?

(ক) সালবিউটামল
(খ) কিটোটিফেন
(গ) সালমেটেরল
(ঘ) সবগুলোই ⚫

54. ২০০১ সাল পর্যন্ত দেশব্যাপী কতগুলো কমিউনিটি ক্লিনিক স্থাপনের কাজ শুরু হয়?

(ক) ১০৭২৩ ⚫
(খ) ১৫০০০
(গ)১৬৯১৮
(ঘ) ১৮০০০

55. নিচের কোনটি হরমোনাল কন্ট্রাসেপটিভ?

(ক) আয়োডিন
(খ) নরপ্লান্ট ⚫
(গ) বেটামেথাসোন
(ঘ) কাৰ্বিমাজল

56. কমিউনিটি ক্লিনিক স্থাপনের জন্য কত সদস্যের কমিউনিটি গ্রুপ তৈরি করা হয়?

(ক) ১৫
(খ) ৭
(গ) ১৩ ⚫
(ঘ) ২১

57. গ্রামের প্রতি কত মানুষের জন্য একটি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়?

(ক) ৫০০০
(খ) ২৫০০
(গ) ৬০০০ ⚫
(ঘ) ৩০০০

58. কমিউনিটি ক্লিনিক চালু করায় মাতৃ মৃত্যুর হার কত শতাংশ কমেছে?

(ক) ২০
(খ) ৩০
(গ) ৪০ ⚫
(ঘ) ৮০

59. কমিউনিটি ক্লিনিকে কী কী ওষুধ বিনামূল্যে দেয়া হয়?

(ক) এন্টাসিড
(খ) স্যালাইন
(গ) সালবিউটামল
(ঘ) সব ⚫

60. কমিউনিটি ক্লিনিক স্থাপনে নবজাতক মৃত্যুর হার প্রতি লক্ষে কত (২০১৫)?

(ক) ৩২২
(খ) ১৯৪ ⚫
(গ) ২২৩
(ঘ) ১০০

61. বিপজ্জনক ওষুধের প্রেসক্রিপশন শুধুমাত্র দিতে পারেন-

(ক) সি-শ্রেণির ফার্মাসিস্ট
(খ) পল্লী চিকিৎস
(গ) মেডিকেল প্রতিনিধি
(ঘ) রেজিস্টার্ড চিকিৎসক ⚫

62. বাংলাদেশে জাতীয় ওষুধ নীতি প্রণয়ন হয়-

(ক) ১৯৮২ সালে ⚫
(খ) ১৯৮০ সালে
(গ) ১৯৯৯ সালে
(ঘ) ১৯৯০ সালে

63. ফার্মেনী কাউন্সিলের দায়িত্ব নয় কোনটি?

(ক) রেজিস্ট্রেশন প্রদান
(খ) পরীক্ষার বিষয় নির্ধারণ
(গ) ওষুধের রেজিস্ট্রেশন প্রদান ⚫
(ঘ) ফার্মেসী কোর্স তত্ত্বাবধান করা

64. ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশের কত ধারায় ভেজাল ওষুধ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে?

(ক) ১৩ নং ধারায়
(খ) ২১ নং ধারায়
(গ)১৬ নং ধারায় ⚫
(ঘ) ২৪ নং ধারায়

65. ভেজাল ওষুধ উৎপাদন ও বিতরণকারীর শাস্তি কী?

(ক) ১০ বছর পর্যন্ত জেল
(খ) ২ লাখ টাকা জরিমানা
(গ) যেকোন একটি
(ঘ) ক ও খ ⚫

66. ১৯৮২ সালে বাংলাদেশের ওষুধ বাজারের কত ভাগ বহুজাতিক কোম্পানি নিয়ন্ত্রণ করত?

(ক) ৭৫ ভাগ ⚫
(খ) ৬০ ভাগ
(গ) ৭০ ভাগ
(ঘ) ৬৫ ভাগ

67. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন কত সালে প্রণয়ন করা হয়?

(ক) ১৯৭৬ সালে
(খ) ১৯৯০ সালে ⚫
(গ) ১৯৯৫ সালে
(ঘ) ১৯৮২ সালে

68. ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়া ওষুধের বিজ্ঞাপন প্রকাশের শাস্তি কী?

(ক) ২০ হাজার টাকা জরিমানা ⚫
(খ) ৩ বছরের জেল ও ২৫ হাজার টাকা জরিমানা
(গ) ৫ বছরের জেল ও ২ লাখ টাকা জরিমানা
(ঘ) ৩ বছর পর্যন্ত জেল ও ২ লাখ টাকা জরিমানা

69. ওষুধীয় সেবা পরিবেশন করে থাকে-

(ক) কমিউনিটি ফার্মেসী ⚫
(খ) জেলা ফার্মেসী
(গ) মালিকানা সংগঠন
(ঘ) কমিউনিটি ফার্মেসী ব্যবস্থাপনা

70. নতুন কমিউনিটি ফার্মেসী প্রতিষ্ঠার লক্ষ্যে স্থান নির্ধারণের জন্য প্রধানত কয়টি বিষয়ে মূল্যায়ন করতে হয়?

(ক) ৩টি
(খ) 8টি ⚫
(গ) ৫টি
(ঘ) ৬টি

71. নিচের কোন জন্মবিরতিকরণ পদ্ধতিটি যৌন তাড়নায় পরিবর্তন আনতে পারে?

(ক) নরপ্ল্যান্ট ⚫
(খ) ইনজেকশন
(গ) কনডম
(ঘ) আই ইউ ডি

72. মোট কয়টি তন্ত্র বা সিস্টেম (System) নিয়ে mমানবদেহ গঠিত?

(ক) ৮
(খ) ৯ ⚫
(গ) ১০
(ঘ) ৭

73. মানবদেহের কোষে নিউক্লিয়াসের মধ্যে কোনটি থাকে?

(ক) ক্রোমোজোম ⚫
(খ) সেন্ট্রোজোম
(গ) রাইবোজোম
(ঘ) লাইসোজোম

74. কোন কলা দেহের বিভিন্ন অঙ্গের সাথে অথবা একই অঙ্গের বিভিন্ন অংশের সাথে সংযোগ স্থাপন এর কাজ করে?

(ক) আবরণী
(খ) সংযোজক ⚫
(গ) পেশী
(ঘ) স্নায়ু

75. রক্ত কণিকা সমূহের মধ্যে কোনটির আধিক্য সবচেয়ে বেশি?

(ক) লোহিত ⚫
(খ) শ্বেত
(গ) অণুচক্রিকা
(ঘ) রক্তরস

76. কোন ধরনের রক্তকণিকার উপস্থিতি রক্তে কমে গেলে রোগাক্রান্ত হবার ঝুঁকি বেড়ে যায়?

(ক) নিউট্ৰফিল
(খ) ব্যাসোফিল
(গ) লিম্ফোসাইট
(ঘ) সবগুলো ⚫

77. অনুচক্রিকার কাজ কোনটি?

(ক) রক্তের রঙ লাল করা
(খ) অক্সিজেন পরিবহন করা
(গ) ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধানো ⚫
(ঘ) রোগ প্রতিরোধ করা

78. এলভিউলাই কোন তন্ত্রের অংশ?

(ক) প্ৰজনন
(খ) পেশী
(গ) রেচন
(ঘ) শ্বসন ⚫

79. পূর্ণাঙ্গ মানবদেহের কঙ্কালতন্ত্রে সর্বমোট কয়টি হাড় থাকে?

(ক) ৩০৬
(খ) ২০৬ ⚫
(গ) ২০৭
(ঘ) ২১০

80. নিচের কোন অঙ্গটি পরিপাকতন্ত্র এবং অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র দুটোরই অন্তর্ভুক্ত?

(ক) গলনালী
(খ) ত্বক
(গ) অগ্ন্যাশয় ⚫
(ঘ) থায়রয়েড

81. কোন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় রোগীর ঘুম পায়?

(ক) Thalidomide
(খ) Stilbestrol ⚫
(গ) Analgesics
(ঘ) Chloramphenicol

82. চোখের মলম সাধারণত কখন ব্যবহার করা উত্তম?

(ক) সকালে ঘুম থেকে উঠে
(খ) দুপুরে খাবার পর
(গ) রাতে ঘুমানোর আগে ⚫
(ঘ) খ এবং গ

83. ত্বকের ইনজেকশন প্রয়োগের জন্য বহুল ব্যবহৃত জায়গা কোনটি?

(ক) নিম্নবাহু ⚫
(খ) উরুর সামনের মাংশ পেশী
(গ) নিতম্বের গ্লুটিয়াল পেশী
(ঘ) ডেলটয়েড পেশী

84. মাংশপেশীর ইনজেকশনের ক্ষেত্রে কত ডিগ্রী কোনে সুই প্রবেশ করিয়ে ওষুধ প্রয়োগ করতে হবে?

(ক) ১৫
(খ) ২৫
(গ) ৪৫
(ঘ) ৯০ ⚫

85. শিরায় ইনজেকশনের ক্ষেত্রে ওষুধের পরিমাণ ১৫. মি.লি. এর বেশি হলে তাকে কী বলে?

(ক) সলিউশন
(খ) ইমালশন
(গ) ইনফিউশন ⚫
(ঘ) লোশন

86. চোখে ড্রপস প্রয়োগের পর কত মিনিট চোখের পাতা বন্ধ রাখতে হবে?

(ক) ০-১
(খ) ১-২ ⚫
(গ) ২-৩
(ঘ) ৩-৪

87. ত্বকের ইনজেকশন পদ্ধতিতে কতটুকু তরল ওষুধ সুই ও সিরিজের সাহায্যে ত্বকের নিচে দেয়া যেতে পারে?

(ক) ০.০১-০.০২ মি.লি.
(খ) ০.১০-০.২০ মি.লি. ⚫
(গ) ০.৩০-০.৪০ মি লি
(ঘ) ০.০৩-০৪ মি.লি.

88. ইনহেলারের মাধ্যমে ওষুধ সরাসরি…… পৌঁছানো যায়।

(ক) বৃক্কে
(খ) ফুসফুসে ⚫
(গ) পাকস্থলিতে
(ঘ) হৃদপিণ্ডে

89. ইনহেলারের মাধ্যমে ওষুধ প্রয়োগের ক্ষেত্রে ….. সেকেন্ড শ্বাস বন্ধ রাখতে হবে।

(ক) ৩-৫
(খ) ৫-১০
(গ) ১০-১৫ ⚫
(ঘ) ১৫-২০

90. বুকের ব্যথার (Angina pectoris) এর জন্য কোন ওষুধ প্রয়োগ করা হয়?

(ক) গ্লিসারল
(খ) হেপারিন
(গ) নাইট্রোগ্লিসারিন ⚫
(ঘ) অক্সিটোসিন

91. নিচের কোনটি ব্যবহারের পূর্বে পানি যোগ করে ঝাঁকিয়ে নিতে হয়?

(ক) ড্রাই সিরাপ
(খ) পাউডার ফর সাসপেনশন
(গ) ইমালসন
(ঘ) ক ও খ ⚫

92. …………. তার সরবরাহকৃত নির্দেশাবলীতে ওষুধের পার্শ্ব-প্রতিক্রিয়ার বিষয়টি উল্লেখ করে থাকে?

(ক) ওষুধ প্রস্তুতকারক ⚫
(খ) ফার্মাসিস্ট
(গ) চিকিৎসক
(ঘ) ক এবং খ

93. ফার্মাসিস্ট এর নৈতিক নীতিমালার অন্তর্ভুক্ত নয় কোনটি?

(ক) কার্যকরভাবে ওষুধ প্রস্তুত
(খ) ওষুধ বিতরণ
(গ) ব্যবস্থাপত্র প্রদান ⚫
(ঘ) ওষুধ সংরক্ষণ

94. চোখে ওষুধের প্রয়োগের ক্ষেত্রে ড্রপস এর সাথে অয়েন্টমেন্ট ব্যবহারের সঠিক নিয়ম কোনটি?

(ক) আগে ড্রপস এবং পরে অয়েন্টমেন্ট ⚫
(খ) আগে অয়েন্টমেন্ট এবং পরে ড্রপস
(গ) অয়েন্টমেন্ট ও ড্রপস একই সাথে
(ঘ) কোনটি সঠিক নয়

95. ফার্মাসিস্ট মেয়াদোত্তীর্ণ ওষুধ নষ্ট করে ফেলার জন্য কাকে ফেরত দিবেন?

(ক) চিকিৎসক
(খ) প্রস্তুতকারক ⚫
(গ) ওষুধ প্রশাসন
(ঘ) খ এবং গ

96. কোন ভিটামিন এর অভাবে মানবদেহে স্কার্ভি রোগ হয়?

(ক) ভিটামিন- এ
(খ) ভিটামিন বি
(গ) ভিটামিন সি ⚫
(ঘ) ভিটামিন-ডি

97. ভিটামিন-এ (A)- এর ঘাটতির ফলে যে রোগ হয়-

(ক) বন্ধ্যাত্ব
(খ) রাতকানা ⚫
(গ) রিকেটস
(ঘ) চুল পড়া

98. রক্ত জমাট বাঁধার জন্য নিচের কোন ভিটামিনটি প্রয়োজন?

(ক) ভিটামিন -কে ⚫
(খ) ভিটামিন -এ
(গ) ভিটামিন সি
(ঘ) ভিটামিন -বি

99. মানুষের জিহ্বার ঘা যে ভিটামিনের অভাবে দেখা যায়-

(ক) রিবোফ্লাভিন ⚫
(খ) প্রাযোসিন
(গ) থায়ামিন
(ঘ) নিয়াসিন

100. কোন খনিজ পদার্থের অভাবে অ্যানিমিয়া হয়?

(ক) ক্যালসিয়াম
(খ) পটাসিয়াম
(গ) সোডিয়াম
(ঘ) আয়রণ ⚫

101. নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানুষের কোন অঙ্গ?

(ক) কলিজা
(খ) ফুসফুস ⚫
(গ) অন্ত্র
(ঘ) প্লীহা

102. কোন মশার কামড়ে ম্যালেরিয়া হয়?

(ক) এনোফিলিস মশা ⚫
(খ) কিউলেক্স মশা
(গ) হেমাগোনাস
(ঘ) এডিস মশা

103. রক্তে বিলিরুবিন বেড়ে গেলে কী হয়?

(ক) অ্যানেমিয়া
(খ) যক্ষ্মা
(গ) জন্ডিস ⚫
(ঘ) নিউমোনিয়া

104. কোন মশার কামড়ে চিকুনগুনিয়া জ্বর হয়?

(ক) হেমাগোসাস
(খ) এনোফিলিস
(গ) ভেরালিনা
(ঘ) এডিস ⚫

105. গলগন্ড রোগের প্রভাব শরীরের কোন অংশে প্রভাব বিস্তার করে?

(ক) থাইরয়েড গ্রন্থি ⚫
(খ) প্লীহা
(গ) যকৃত
(ঘ) চোখ

106. একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক কতটুকু পানি পান করা উচিত?

(ক) ১-২ লিটার
(খ) ২-৩ লিটার ⚫
(গ) ৫-৬ লিটার
(ঘ) ৪-৫ লিটার

107. নিচের কোন ওষুধটি ডাক্তারের স্বাক্ষরিত ব্যবস্থাপত্র ছাড়া কোন ক্রমেই বিতরণ করা যাবে না?

(ক) পেথিডিন ⚫
(খ) এন্টাসিড
(গ) প্যারাসিটামল
(ঘ) র‍্যানিটিডিন

108. ওষুধ মূলত নিম্নের কোন কারণে নষ্ট হয়?

(ক) জীবাণুর আক্রমণ
(খ) সঠিকভাবে সংরক্ষণ না করা
(গ) রাসায়নিক বিক্রিয়া
(ঘ) সবকয়টি ⚫

109. শারীরিক দুর্বলতায় কোন ভিটামিনটি অত্যন্ত ফলপ্ৰসু-

(ক) ভিটামিন বি-কমপ্লেক্স ⚫
(খ) ভিটামিন-কে
(গ) ভিটামিন ডি
(ঘ) ভিটামিন-সি

110. কোনটি তরল ডোসেজ ফর্মের উদাহরণ নয়?

(ক) সিরাপ
(খ) পেসারিজ ⚫
(গ) ইমালশন
(ঘ) ট্রানেক্সামিক এসিড

111. নিচের কোনটি রক্তপাত বন্ধে ব্যবহৃত হয়?

(ক) ওয়ারফেরিন
(খ) হেপারিন ⚫
(গ) ফলিক এসিড
(ঘ) ট্রানেক্সামিক এসিড

112. একজন ব্যক্তি দুর্ঘটনায় ৩ ইঞ্চির বেশি পুড়ে গেছে। এটি কোন ধরনের পোড়া?

(ক) প্রাথমিক
(খ) দ্বিতীয় মাত্রা
(গ) তৃতীয় মাত্রা ⚫
(ঘ) কোনটাই না

113. পানিতে ডোবা ব্যক্তিকে কী করতে হবে?

(ক) রোগীকে ভেজা অবস্থায় ফেলে রাখতে হবে
(খ) রোগীকে উষ্ণ রাখতে হবে ⚫
(গ) রোগীকে শ্বাস প্রশ্বাস দিতে হবে পানি বের না করে
(ঘ) কোনটাই না

114. সাপে কাটার লক্ষণগুলো কী?

(ক) দুর্বলতা
(খ) বমি ভাব
(গ) ঘুমিয়ে পড়ার প্রবণতা
(ঘ) সবগুলোই ⚫

115. বিষ আক্রান্ত হওয়ার লক্ষণ কোনটি?

(ক) নিঃশ্বাসে গন্ধ
(খ) শ্বাসকষ্ট
(গ) পেট ব্যাথা
(ঘ) সবগুলোই ⚫

116. কোনটা এলার্জির লক্ষণ?

(ক) হাচি
(খ) কাশি
(গ) ত্বক লাল
(ঘ) সব ⚫

117. কোন ধরনের রোগে প্রাথমিক চিকিৎসা দেয়া যেতে পারে?

(ক) সাপে কাটা
(খ) হাড় ভাঙ্গা
(গ) এলার্জি
(ঘ) সবগুলিই ⚫

118. সাধারণ ঠান্ডাজনিত রোগের জন্য কোন ধরনের ভাইরাস দায়ী?

(ক) পিকর্নো
(খ) পক্সভাইরাস
(গ) ল্যাক্সি
(ঘ) রাইনো ভাইরাস ⚫

119. যক্ষ্মা রোগের বিস্তার ঘটায় কোন ধরনের ব্যাকটেরিয়া?

(ক) টিউবার কুলোসিস ⚫
(খ) নাইসেরিয়া গনোরিয়া
(গ) স্ক্যাবিস
(ঘ) কোনটিই নয়

120. রিকেটসিয়ার দৈর্ঘ্য কত ন্যানোমিটার?

(ক) ২৫০
(খ) ৩৫০ ⚫
(গ) ৪৫০
(ঘ) ৫৫০

121. নিচের কোনটি চিকিৎসার পদ্ধতি নয়?

(ক) এলোপ্যাথি
(খ) কবিরাজি
(গ) হোমিওপ্যাথি
(ঘ) ঝাড়ফুক ⚫

122. চরক সংহিতা কোন শাস্ত্রের প্রথম বই?

(ক) হোমিওপ্যাথি
(খ) মঘা
(গ) আয়ুর্বেদ ⚫
(ঘ) এলোপ্যাথি

123. ভারতীয় সভ্যতার প্রথম অস্ত্রোপচার পদ্ধতির প্রবর্তন করেন?

(ক) ইবনে সিনা
(খ) আল রাজী
(গ) চরক
(ঘ) শুশ্রুত ⚫

124. “ফাদার অফ মেডিসিন” নামে কাকে অভিহিত করা হয়?

(ক) হিপোক্র্যাটিস ⚫
(খ) ইমহোটেপ
(গ) গ্যালেন
(ঘ) চরক

125. চিকিৎসার মূল ভিত্তি হিসাবে রসায়নকে কে গ্রহণ করেন?

(ক) আল রাজী ⚫
(খ) ইবনে সিনা
(গ) চরক
(ঘ) শুশ্ৰুত

126. আল কেমি বলা হতো কোন বিষয়কে?

(ক) রসায়ন ⚫
(খ) ভেষজ
(গ) এলোপ্যাথি
(ঘ) গাছ-গাছড়া

127. আল রাজী পেশাগত ভাবে কী ছিলেন?

(ক) শিক্ষক
(খ) মোক্তার
(গ) চিকিৎসক ⚫
(ঘ) পোপ

128. শরীরে রোগ বিকাশের প্রথম ধাপ কী?

(ক) হাম
(খ) ডায়রিয়া
(গ) জ্বর ⚫
(ঘ) কাশি

129. ওষুধকে আধুনিক ও আকর্ষণীয় করার প্রবক্তা কে?

(ক) আল রাজী
(খ) ইমহোটেপ
(গ) ইবনে সিনা ⚫
(ঘ) চরক

130. প্রথম রোগের শ্রেণিবিন্যাস করেন কে?

(ক) ইমহোটেপ
(খ) হিপোক্র্যাটিস
(গ) ইবনে সিনা ⚫
(ঘ) গ্যালেন

131. ওষুধ বণ্টন সম্পর্কিত ভুল কোনটি?

(ক) ব্যবস্থাপনাজনিত ভুল
(খ) ভুল মোড়ক
(গ) ওষুধ বন্টনজনিত ভুল
(ঘ) উপরের সবগুলো ⚫

132. ওষুধের যৌক্তিক ব্যবহারের উপায় নয় কোনটি?

(ক) সঠিক ওষুধ নির্বাচন
(খ) ওষুধ বন্টন জনিত ভুল
(গ) ভুল মোড়ক
(ঘ) ওষুধের যেকোন মাত্রা ⚫

133. বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে কয়টি রোগ প্রতিরোধের জন্য EPI টিকা দেয়া হয়?

(ক) ৫
(খ) ৬ ⚫
(গ) ৭
(ঘ) ৮

134. কয়টি উপায়ে জন্মবিরতিকরণ করা সম্ভব?

(ক) ১০
(খ) ৬
(গ) ৩
(ঘ) ২ ⚫

135. সাধারণত জন্মবিরতিকরণ পিল কোন জাতীয় ওষুধ?

(ক) এনজাইম
(খ) প্রোটিন
(গ) হরমোন ⚫
(ঘ) এন্টিবডি

136. মুখী জন্মবিরতিকরণ পিলের উপাদানে কোনটি থাকে না?

(ক) ইথিনাইল স্ট্রাডিল
(খ) লেভোনরজেস্ট্রল
(গ) ইস্ট্রোজেন ⚫
(ঘ) ফেরাস ফিউমারেট

137. জন্মবিরতিকরণ পিল গ্রহণের শুরুর দিকে কী কী সমস্যা হতে পারে?

(ক) বমি বমি ভাব
(খ) স্তন ফুলে যাওয়া
(গ) মাথা ব্যাথা
(ঘ) সবকয়টি ⚫

138. জন্মবিরতিকরণ ইনজেকশনের সুবিধা কোনটি?

(ক) মিলনে বাধা সৃষ্টি করে
(খ) ওভারিয়ন সিস্ট হতে রক্ষা করে ⚫
(গ) ওজন কমায়
(ঘ) কোনটিই নয়

139. নরপ্ল্যান্ট মহিলাদের জন্য একটি-

(ক) স্বল্প মেয়াদি জন্মবিরতিকরণ পদ্ধতি
(খ) দীর্ঘমেয়াদি জন্মবিরতিকরণ পদ্ধতি ⚫
(গ) স্থায়ী জন্মবিরতিকরণ পদ্ধতি
(ঘ) উপরের কোনটিই নয়

140. ভ্যাসেক্টমি পুরুষদের জন্য একটি-

(ক) অস্থায়ী পদ্ধতি 
(খ) স্থায়ী পদ্ধতি⚫
(গ) দীর্ঘমেয়াদি অস্থায়ী পদ্ধতি
(ঘ) উপরের কোনটিই নয়

141. প্রস্তুতপ্রণালী অনুযায়ী ব্যান্ডেজকে কয়ভাগে ভাগ করা যায়?

(ক) ৪ ⚫
(খ) ৫
(গ) ৬
(ঘ) ৩

142. প্লাস্টার অব প্যারিসে শতকরা কতভাগ ক্যালসিয়াম সালফেটের মাধ্যমে চামড়ার সাথে যুক্ত থাকে?

(ক) ২০.০০%
(খ) ৭০.০০%
(গ) ৩০%
(ঘ) ৮০.০০% ⚫

143. সারজিক্যাল স্ট্যান্ডার্ড ড্রেসিং এর মধ্যে কোনটি চোখের প্যাড নামে পরিচিত?

(ক) স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ৮ ও ৯
(খ) স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ২
(গ) স্ট্যান্ডার্ড ড্রেসি নম্বর ১৬ ⚫
(ঘ) স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ১০

144. ওষুধযুক্ত গজ এবং লিন্টে বোরিক এসিড কী পরিমাণে থাকে?

(ক) ১-২%
(খ) ৩-৭% ⚫
(গ) ১০-১৫%
(ঘ) ০.৫-১.৫%

145. বিশেষভাবে আগুনে পোড়ার ব্যান্ডেজ হিসেবে পরিচিত নিচের কোনগুলো?

(ক) স্ট্যান্ডার্ড ড্রেসিং নং ১১ ও ১২ ⚫
(খ) স্ট্যান্ডার্ড ড্রেসিং নং ৩ ও ৪
(গ) স্ট্যান্ডার্ড ড্রেসি নং ১৩,১৪
(ঘ) স্ট্যান্ডার্ড ড্রেসিং নং ৮ ও ৯

146. এলোপ্যাথি ব্যতীত দেশে প্রচলিত অন্যান্য চিকিৎসা পদ্ধতিগুলো কী নামে পরিচিত?

(ক) লোকজ চিকিৎসা
(খ) বিকল্প চিকিৎসা
(গ) লোকায়ত চিকিৎসা
(ঘ) সবগুলো ⚫

147. নিচের কোন লোকজ চিকিৎসা পদ্ধতিতে প্রাণীজ ওষুধ নিষিদ্ধ?

(ক) ইউনানি
(খ) আয়ুর্বেদী
(গ) মঘা ⚫
(ঘ) ন্যাচারোপ্যাথি

148. ইউনানি চিকিৎসা পদ্ধতির আদি জন্মস্থান কোথায়?

(ক) মধ্য এশিয়া
(খ) আফগানিস্তান
(গ) মধ্যপ্রাচ্য
(ঘ) গ্রীসের হুনান ⚫

149. নিচের কোন চিকিৎসা পদ্ধতি জার্মানিতে আবিষ্কৃত হয়?

(ক) হোমিওপ্যাথি
(খ) বায়োকেমিক
(গ) ইউনানী
(ঘ) ক এবং খ ⚫

150. নিচের কোন চিকিৎসা পদ্ধতিতে গাছের নির্যাস এলকোহলে মিশিয়ে তা ডাইল্যুশন বা লঘুকরণ এর মাধ্যমে ওষুধ তৈরি করা হয়?

(ক) এলোপ্যাথি
(খ) ইউনানী
(গ) হোমিওপ্যাথি ⚫
(ঘ) আয়ুর্বেদী

151. চোখে ওষুধ প্রয়োগের ক্ষেত্রে চোখের নিচের পাতা নিচের দিকে টেনে…… সে.মি. পরিমাণ মলম লাগাতে হয়?

(ক) ০.৫
(খ) ১.২
(গ)১.০
(ঘ) ১.৩ ⚫

152. ওষুধ সাধারণত কয়টি পথে শরীরে প্রয়োগ করা হয়?

(ক) ৩টি
(খ) ৫টি
(গ) ৪টি ⚫
(ঘ) ৬টি

153. কোন প্রকার ওষুধ সাধারণত খালি পেটে বা খাবারের কমপক্ষে আধা ঘণ্টা আগে বা পরে খেতে হয় যাতে ওষুধের সঠিক মাত্রা বিশোধনের মাধ্যমে রক্তে ওষুধ পৌছাতে পারে?

(ক) এনটিবায়োটিক ⚫
(খ) ব্যথানাশক
(গ) হরমোন
(ঘ) ভ্যাকসিন

154. ইনসুলিন ভ্যাকসিন এবং সাপোজিটরী জাতীয় ওষুধগুলো সংরক্ষণ করতে হয়……. তাপমাত্রায়।

(ক) ২-৮°C ⚫
(খ) ১০-১২°C
(গ) ১১-১৫° C
(ঘ) ৮-১২°C

155. বাচ্চা বা অতি বৃদ্ধদের ক্ষেত্রে শোয়ানো অবস্থায় ওষুধ খেতে না দিয়ে বসানো অবস্থায় দিতে হবে। তা না হলে ওষুধ ও পানি শ্বাসনালিতে গিয়ে……হতে পারে।

(ক) কাশির উদ্রেক
(খ) বমি
(গ) শ্বাসকষ্ট
(ঘ) ক ও গ ⚫

156. …….. সাধারণত খাবারের গ্রহণের সাথে বা ভরা পেটে খেতে হয় যাতে পাকস্থলিতে ওষুধ জনিত এসিড নিঃসরণ কম হয়?

(ক) এন্টিবায়োটিক
(খ) ব্যাথানাশক ⚫
(গ) হরমোন
(ঘ) ভ্যাকসিন

157. নিচের কোনটি সেমিসলিড ডোজেজ ফরম নয়?

(ক) মলম
(খ) সাপোজিটরি
(গ) পেশারীজ
(ঘ) ক্যাপসুল ⚫

158. নিম্নলিখিত কোন তথ্যটি সাধারণত একটি প্রেসক্রিপশনে উল্লেখ থাকে না?

(ক) চিকিৎসক সম্পর্কিত তথ্য
(খ) রোগীর তথ্য
(গ) ওষুধ খাওয়ার নিয়মাবলী
(ঘ) ওষুধ সংরক্ষণ ⚫

159. …………অনুযায়ী ঔষধ সংরক্ষণ না করলে তা অবশ্যই মেয়াদকালের পূর্বে কার্যকারিতা হারিয়ে নষ্ট হব।

(ক) নির্দেশাবলী ⚫
(খ) ব্যবস্থাপত্র
(গ) কার্যকারিতা
(ঘ) ওষুধের মাত্রা

160. ওষুধ নষ্ট হওয়ার জন্য পরিবেশগত নিয়ামক কোনটি?

(ক) অর্দ্রতা
(খ) আলো
(গ) তাপমাত্রা
(ঘ) সবগুলো ⚫

161. পেশাজীবী হিসাবে ডাক্তারের কাজ নয় কোনটি?

(ক) রোগ নির্ণয়
(খ) ওষুধের দাম নির্ধারণ ⚫
(গ) ওষুধের মাত্রা নির্ধারণ
(ঘ) ওষুধ বিতরণ

162. নিচের কোনটি ওষুধের অপব্যবহারের কারণ?

(ক) প্রেসক্রিপশন ছাড়া ওষুধ ক্রয়/বিক্রয়
(খ) মাত্রা অনুযায়ী না যাওয়া
(গ) নির্দেশিত দিন পর্যন্ত না খাওয়া
(ঘ) উপরের সবগুলোই ⚫

163. জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা কোনটি?

(ক) WHO ⚫
(খ) UNDP
(গ) UNFPA
(ঘ) UNICEF

164. নিম্নোক্ত কোনটিকে নিয়ন্ত্রণের জন্য বিষ আইন করা হয়?

(ক) বিষ জাতীয় রাসায়নিক প্রব্য আমদানি
(খ) বিষ জাতীয় দ্রব্যাদির মজুদকরণ
(গ) বিষ জাতীয় দ্রব্যাদির বিক্রি নিয়ন্ত্রণ
(ঘ) উপরের সবগুলোই ⚫

165. বিষের অবৈধ মজুদের বিষয়ে শাস্তির বিধান রয়েছে কত নম্বর ধারায়?

(ক) ৩
(খ) ৪
(গ) ৫ ⚫
(ঘ) ৬

166. বিপজ্জনক ওষুধ আইন কত সালে করা হয়?

(ক) ১৯৩০ ⚫
(খ) ১৯৪০
(গ) ১৯৫০
(ঘ) ১৯৬০

167. ধূমপানের জন্য আফিমকে নিষিদ্ধ করা হয়েছে বিপজ্জনক ওষুধ আইনের কোন অংশে?

(ক) প্রথম
(খ) দ্বিতীয় ⚫
(গ) তৃতীয়
(ঘ) চতুর্থ

168. ওষুধ আইন সর্বপ্রথম কত সালে প্রণয়ন করা হয়?

(ক) ১৯৩০
(খ) ১৯৪০ ⚫
(গ) ১৯৫০
(ঘ) ১৯৬০

169. ওষুধ আইন ১৯৪০ এ কতটি ধারা বর্ণিত রয়েছে?

(ক) ৪০
(খ) ৪১ ⚫
(গ) ৪২
(ঘ) ৪৫

170. ইংরেজ আমলে ভারতবর্ষে ওষুধ বিষয়ক প্রথম আইন হলো-

(ক) Poisons Act- 1919
(খ) Dangerous drugs Act-1930
(গ) Drugs Act, 1940 ⚫
(ঘ) Pharmacy ordinace- 1976

171. কমিউনিটি ফার্মেসীর মূলধন–

(ক) ২ ধরনের
(খ) ৩ ধরনের
(গ) ৪ ধরনের ⚫
(ঘ) ৫ ধরনের

172. কমিউনিটি ফার্মেসী থেকে ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীর নিকট ফার্মাসিস্ট ওষুধ বিতরণ করেন কয়টি ধাপে?

(ক) ৭টি
(খ) ৮টি
(গ) ৯ টি ⚫
(ঘ) ১০টি

173. মেডিকেশন এরর বা ওষুধ গ্রহণ সম্পর্কিত ভুলের সাধারণ প্রকারভেদ হলো-

(ক) ৩টি
(খ) ৪টি
(গ) ৫ টি ⚫
(ঘ) ১০টি

174. নিচের কোনটি কমিউনিটি ফার্মেসীর উদ্দেশ্য নয়?

(ক) ওষুধ সরবরাহ
(খ) বিনামূল্যে বিতরণ ⚫
(গ) ওষুধ সম্পর্কিত তথ্য প্রদান
(ঘ) সামাজিক কল্যাণ

175. কমিউনিটি ফার্মেসী কার তত্ত্বাবধানে পরিচালিত হয?

(ক) ডাক্তার
(খ) ফার্মাসিস্ট ⚫
(গ) নার্স
(ঘ) মনোবিদ

176. কমিউনিটি ফার্মেসী ব্যবসা শুরু করার জন্য কী থাকতে হয়।

(ক) খ্যাতি
(খ) অভিজ্ঞতা
(গ) বৈধ ড্রাগ লাইসেন্স ⚫
(ঘ) টাকা

177. ড্রাগ লাইসেন্সের আবেদনের সাথে নিচের কোনটি জমা দিতে হয় না?

(ক) ট্রেড লাইসেন্স
(খ) ব্যাংক সচ্ছলতা সনদ
(গ) অভিজ্ঞতা পত্র ⚫
(ঘ) রেজিস্ট্রেশন সনদের অনুলিপি

178. নিচের কোনটি বাংলাদেশি কমিউনিটি ফার্মেসী মালিকানার ধরন নয়?

(ক) একক মালিকানা
(খ) কর্পোরেশন
(গ) যৌথ মালিকানা
(ঘ) সরকারি ⚫

179. নিচের কোনটি ব্যবস্থাপত্রের অংশ নয়?

(ক) চিকিৎসকের নাম সহ পূর্ণ ঠিকানা
(খ) রোগীর নাম-বয়স ও ঠিকানা
(গ) তারিখ
(ঘ) কোনটিই নয় ⚫

180. সাধারণত কতদিনের বেশি পুরাতন ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ বিতরণ করা উচিত নয়?

(ক) ৪ মাস
(খ) ৫মাস
(গ) ৬ মাস ⚫
(ঘ) ৮মাস

181. নিচের কোন তথ্যটি সত্যি নয়?

(ক) লোকজ ওষুধের কখনোই কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয়না ⚫
(খ) এলোপ্যাথি গাছ গাছড়ার ওষুধি উপাদানকে সনাক্ত করে
(গ) হোমিও ওষুধ অনেক কম দামে সরবরাহ সম্ভব
(ঘ) আয়ু্র্বেদী ও মঘা চিকিৎসা পদ্ধতি প্রায় একই ধরনের

182. প্রাকৃতিক সুগন্ধ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা করা হয় কোন পদ্ধতিতে?

(ক) ন্যাচারোপ্যাথি
(খ) আকুপ্রেশার
(গ) এরোমা থেরাপি ⚫
(ঘ) বায়োকেমিক

183. মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে কোন ধরনের রোগের চিকিৎসার ক্ষেত্রে লোকজ ওষুধ নিয়ে সবচেয়ে বেশি অপপ্রচার চালানো হয়?

(ক) হাঁপানি
(খ) ক্যান্সার
(গ) যৌনরোগ ⚫
(ঘ) জন্ডিস

184. লোকজ চিকিৎসা শিক্ষার জন্য দেশের দুইটি সরকারি মেডিক্যাল কলেজ ঢাকার কোথায় অবস্থিত?

(ক) বনানী
(খ) শাহবাগ
(গ) মিরপুর ⚫
(ঘ) সাভার

185. লোহিত রক্ত কণিকা কতদিন পর্যন্ত বেঁচে থাকে?

(ক) প্রায় ১২০ দিন ⚫
(খ) প্রায় ২১০ দিন
(গ) গড়ে ৮-১০ দিন
(ঘ) গড়ে ১-২০ দিন

186. নিচের কোনটি অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র এর অংশ নয়?

(ক) অগ্নাশয়
(খ) ডিম্বাশয়
(গ) পিত্তথলী ⚫
(ঘ) শুক্রাশয়

187. কোনটি উপযুক্ত ব্যান্ডেজের উদাহরণ?

(ক) মসলিন ব্যান্ডেজ
(খ) জিঙ্ক পেস্ট ব্যান্ডেজ
(গ) ক্রেপ ব্যান্ডেজ ⚫
(ঘ) অয়েল সিল্ক ব্যান্ডেজ

188. আয়োডফরম গজে আয়োডফরম ওষুধের পরিমাণ কত?

(ক) ৪-৬% ⚫
(খ) ৫-১০%
(গ) ২-৪%
(ঘ) ১-৪%

189. স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর কী কী নামে পরিচিত?

(ক) ডাবল সায়ানাইড ড্রেসিং
(খ) ফার্মেন্টেশন ড্রেসিং ⚫
(গ) আঠালো ক্ষত ড্রেসি
(ঘ) লিস্ট ফিচার ড্রেসিং

190. ক্যাটগাট সুচারস্ কোন প্রাণীর ক্ষুদ্রান্ত্রের যোজন কলা থেকে তৈরি হয়?

(ক) বিড়াল
(খ) গরু
(গ) ভেড়া ⚫
(ঘ) ঘোড়া

191. নিম্নের কোন বিষয়টি ওষুধ সংরক্ষণের সময় বিবেচনায় রাখতে হবে?

(ক) তাপমাত্রা
(খ) আর্দ্রতা
(গ) সংরক্ষণ পাত্র
(ঘ) সবকয়টি ⚫

192. সবচেয়ে দ্রুত কাজ করে কোন ডোসেজ ফর্মটি?

(ক) ইনজেকটেবলস্ ⚫
(খ) ক্যাপসুল
(গ) এন্টেরিক কোটেড ট্যাবলেট
(ঘ) পিলেট

193. ওষুধের মাত্রা নিম্নের কোন বিষয়টির উপর নির্ভর করে?

(ক) রোগীর বয়স
(খ) অসুখের ধরন
(গ) রোগীর ওজন
(ঘ) সবকয়টি ⚫

194. বিনা ব্যবস্থাপত্রে কোন ভিটামিনটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?

(ক) বি
(খ) এ
(গ) ডি
(ঘ) সি ⚫

195. কোভিড-১৯ রোগটি প্রথম কোথায় সনাক্ত করা হয়?

(ক) উহান- চীন ⚫
(খ) টোকিও- জাপান
(গ) সিউল দক্ষিন কোরিয়া
(ঘ) দিল্লী- ভারত

196. কোন রোগের প্রতিরোধের জন্য বিসিজি টিকা দেওয়া হয়?

(ক) কলেরা
(খ) যক্ষ্মা ⚫
(গ) হাম
(ঘ) ধনুষ্টংকার

197. কোন রোগটি মশার কামড়ে হয় না-

(ক) যক্ষ্মা ⚫
(খ) চিকুনগুনিয়া
(গ) গোদ
(ঘ) ম্যালেরিয়া

198. কোনটি ব্যাকটেরিয়াজনিত রোগ নয়?

(ক) কলেরা
(খ) যক্ষ্মা
(গ) কুষ্ঠ লেপ্রসী
(ঘ) ডেঙ্গু জ্বর ⚫

199. নিউক্লিক এসিডের বহিঃস্থ আবরণটির নাম কী?

(ক) লিপিড
(খ) পেপলেমিয়ার
(গ) প্লাজমিক
(ঘ) ক্যাপসিড ⚫

200. মরণব্যাধি AIDS এর কারণ কী?

(ক) ZIKA ভাইরাস
(খ) Covid-19
(গ) HIV ⚫
(ঘ) সবগুলোই

Scroll to Top