359। চিকিৎসা বিজ্ঞানের (Medical Science) যে অংশ মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ এবং তাদের কার্যক্রম নিয়ে আলোচনা করে, তাকে কি বলে?
উত্তরঃ শারীরবিদ্যা (Physiology)
360। মানবদেহ কি দিয়ে গঠিত?
উত্তরঃ কোষ (Cell)
361। দেহের গঠন ও কার্যক্রমের একক কোনটি?
উত্তরঃ কোষ
362। একই রকমের গঠন কাজসম্পন্ন কতগুলো কোষ মিলে কি তৈরি হয়?
উত্তরঃ কলা (Tissue
363। অনেকগুলো কলা মিলে আমাদের দেহের কি তৈরি হয়?
উত্তরঃ অঙ্গ (Organ)
364। কয়েকটি অঙ্গ ও সহযোগী কলা মিলে…….. তৈরি হয়?
উত্তরঃ তন্ত্র (System)
365। মানবদেহ কয়টি তন্ত্র মিলে গঠিত?
উত্তরঃ ৯টি
366। হৃৎপিন্ড, রক্ত এবং বিভিন্ন ধরনের রক্তনালী যেমন ধমনী (Artery), শিরা (Vein), কৈশিকনালী (Capillary) ইত্যাদি নিয়ে গঠিত কোন তন্ত্রটি?
উত্তরঃ রক্ত ও রক্তসংবহন তন্ত্র
367। রক্ত সঞ্চালন, ভারসাম্য রক্ষা ও যোগাযোগ রক্ষা কোন তন্ত্রের প্রধান কাজ?
উত্তরঃ রক্ত ও রক্তসংবহন তন্ত্র
368। মস্তিষ্ক (Brain), মেরুরজ্জু (Spiral cord) ও স্নায়ু (Nerve) নিয়ে গঠিত কোন তন্ত্রটি?
উত্তরঃ স্নায়ুতন্ত্র
369। যোগাযোগ, সমন্বয় সাধন, ব্যবহার, বুদ্ধি,স্মৃতিশক্তি সংরক্ষণ কোন তন্ত্রের প্রধান কাজ?
উত্তরঃ স্নায়ুতন্ত্র
370। মুখ, জিহ্বা, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, মলাশয় বা কোলন, যকৃত, অগ্নাশয়, পিত্তথলি ও অন্যান্য গ্রন্থিসমূহ নিয়ে গঠিত কোন তন্ত্রটি?
উত্তরঃ পরিপাকতন্ত্র
371। খাদ্যদ্রব্য গ্রহণ করা, হজম করা ও শোষণ করা কোন তন্ত্রের প্রধান কাজ?
উত্তরঃ পরিপাকতন্ত্র
372। নাক, শ্বাসনালী, ট্রাকিয়া, ফুসফুস, ব্রংকাই ও অ্যালভিওলাই এর সমন্বয়ে গঠিত কোন তন্ত্র?
উত্তরঃ শ্বাসতন্ত্র
373। আমাদের শরীরে অক্সিজেন সরবরাহ করা কোন তন্ত্রের কাজ?
উত্তরঃ শ্বাসতন্ত্র
374। কিডনী, মূত্রথলি ও মূত্রনালী নিয়ে গঠিত কোন তন্ত্র?
উত্তরঃ রেচনতন্ত্র
375। মূত্রের মাধ্যমে শরীর থেকে বর্জ্য পদার্থসমূহ বের করে দেয়া কোন তন্ত্রের কাজ?
উত্তরঃ রেচনতন্ত্র
376। টেসটিস্ (Testis) ও অন্যান্য প্রজনন অঙ্গসমূহ নিয়ে কাদের প্রজননতন্ত্র গঠিত হয়?
উত্তরঃ পুরুষদের
377। ওভারি ও অন্যান্য প্রজনন অঙ্গ নিয়ে কাদের প্রজননতন্ত্র গঠিত হয়?
উত্তরঃ মহিলাদের
378। প্রজনন ক্ষমতার মাধ্যমে ভবিষ্যৎ বংশধর সৃষ্টি করা কোন তন্ত্রের প্রধান কাজ?
উত্তরঃ প্রজননতন্ত্র
379। নালীবিহীন গ্রন্থিসমূহ যেমন থাইরয়েডগ্রন্থি, পিটুইটারিগ্রন্থি, এড্রেনালগ্রন্থি, প্যারাথাইরয়েডগ্রন্থি ইত্যাদি নিয়ে গঠিত কোন তন্ত্র?
উত্তরঃ অন্তক্ষরাগ্রন্থি তন্ত্র
380। শরীরের বৃদ্ধি, গঠন, ভারসাম্য রক্ষা, সমন্বয় সাধন করা কোন তন্ত্রের কাজ?
উত্তরঃ অন্তক্ষরাগ্রন্থি তন্ত্র
381। হাত ও পায়ের পেশী, অন্যান্য অঙ্গের পেশী, দেহকান্ডের পেশী এবং হৃৎপেশী নিয়ে গঠিত কোন তন্ত্র?
উত্তরঃ পেশীতন্ত্র
382। নড়াচড়া ও চলনে সহায়তা করা কোন তন্ত্রের কাজ?
উত্তরঃ পেশীতন্ত্র
383। শরীরের হাড়সমূহ নিয়ে গঠিত কোন তন্ত্র?
উত্তরঃ কংকালতন্ত্র
384। আমাদের দেহের অবকাঠামো, ভারবহন ও সংরক্ষণ করা কোন তন্ত্রের কাজ?
উত্তরঃ কংকালতন্ত্র
385। দেহের সবচেয়ে বড় পেশী কোনটি?
উত্তরঃ ল্যাটিসিমাস ডরসি
386। মানুষের হাতে কয়টি পেশী রয়েছে?
উত্তরঃ ৬০ টিরও বেশি
387। দেহ গঠনের এবং কার্যকারিতার একককে কি বলে?
উত্তরঃ কোষ
388। মানবদেহে কোষ কয়টি অংশ নিয়ে গঠিত?
উত্তরঃ ৩টি
389। কোষের কোন অংশে ছোট ছোট ছিদ্র থাকে যার মধ্য দিয়ে খাদ্যদ্রব্য ও অন্যান্য বস্তু যাতায়াত করতে পারে?
উত্তরঃ কোষ আবরণী
390। কোষকে রক্ষা করে কোনটি?
উত্তরঃ কোষ আবরণী
391। ………. কোষের মাঝের এক ধরনের জটিল ও ঘন তরল পদার্থ?
উত্তরঃ সাইটোপ্লাজম
392। নিউক্লিয়াসের অপর নাম কি?
উত্তরঃ প্রাণকেন্দ্র
393। কোষের কেন্দ্রে কি থাকে?
উত্তরঃ নিউক্লিয়াস
394। ক্রোমোজোম কোথায় থাকে?
উত্তরঃ নিউক্লিয়াসে
395। একই ধরনের গঠন এবং একই ধরনের কাজ সম্পাদনকারী অনেকগুলো কোষকে একত্রে কি বলা হয়?
উত্তরঃ কলা
396। কলা কত প্রকার?
উত্তরঃ চার
397। দেহের বাইরের ও ভিতরের আবরণ তৈরি করে কোন কলা?
উত্তরঃ আবরণী কলা
398। দেহের বিভিন্ন অঙ্গের সাথে অথবা একই অঙ্গের বিভিন্ন অংশের সাথে সংযোগ স্থাপন করে কোন কলা?
উত্তরঃ সংযোজক কলা
399। সংকোচন ও প্রসারণের মাধ্যমে আমাদের অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন, নাড়াচড়া ও চলাফেরা করতে সাহায্য করে কোন কলা?
উত্তরঃ পেশী কলা
400। শরীরে পানি ও এসিডের ঘাটতি পূরন করা কোন তন্ত্রের কাজ?
উত্তরঃ পরিপাকতন্ত্রের
401। রক্তের গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্র করা কোন তন্ত্রের কাজ?
উত্তরঃ পরিপাকতন্ত্রের
402। পুরুষ ও মহিলাদের সেক্স হরমোন তৈরি করা কোন তন্ত্রের কাজ?
উত্তরঃ প্রজননতন্ত্রের
403। স্মৃতি সংরক্ষণের কাজ করে কোন তন্ত্র?
উত্তরঃ স্নায়ুতন্ত্র
404। দেহের ভারসাম্য রক্ষা করে কোন তন্ত্র?
উত্তরঃ স্নায়ুতন্ত্র
405। বর্জ্য পদার্থ নিঃসরণ করা কোন তন্ত্রের কাজ?
উত্তরঃ রেচনতন্ত্র
406। যে তন্ত্রের মাধ্যমে জটিল খাদ্যদ্রব্য ভেঙ্গে দেহের গ্রহণোপযোগী হয়ে শোষিত হয় তাকে কি বলে?
উত্তরঃ পরিপাকতন্ত্র
407। পরিপাকতন্ত্র কয়টি অঙ্গসমূহের সমন্বয়ে গঠিত?
উত্তরঃ ১১টি
408। যে তন্ত্রের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সাহায্যে শরীর বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন-ডাই-অক্সাইড বায়ুতে নিঃসৃত করে কি বলে?
উত্তরঃ শ্বসনতন্ত্র
409। শ্বসনতন্ত্র কয়টি অঙ্গ নিয়ে গঠিত?
উত্তরঃ ৭টি
410। যে সকল অঙ্গ মানবদেহের প্রজননে সহায়তা করে তাদেরকে একত্রে কি বলা হয়?
উত্তরঃ প্রজননতন্ত্র
411। যে তন্ত্রের সাহায্যে দেহ উদ্দীপনায় সাড়া দিয়ে প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে এবং দেহের বিভিন্ন অঙ্গের পারস্পরিক সংযোগ সাধন করে শরীরের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে তাকে কি বলে?
উত্তরঃ স্নায়ুতন্ত্র
412। যে প্রক্রিয়ায় বিপাকের ফলে তৈরি ক্ষতিকর বর্জ্যপদার্থ দেহ থেকে বের হয়ে যায় তাকে কি বলে?
উত্তরঃ রেচনতন্ত্র
413। যে সকল গ্রন্থি হতে হরমোন নিঃসৃত হয়, তাদেরকে কি বলে?
উত্তরঃ অন্তক্ষরা গ্রন্থি
414। _ হচ্ছে এক ধরনের তরল যোজক কলা?
উত্তরঃ রক্ত
415। যে তন্ত্র রক্তের মাধ্যমে দেহের সর্বত্র খাদ্যসার, অক্সিজেন ও কার্বন-ডাই-অক্সাইড গ্যাস, বিপাকীয় পদার্থ ও অন্যান্য রাসায়নিক পদার্থ স্থানান্তর করে তাকে কি বলে?
উত্তরঃ রক্ত সংবহনতন্ত্র
416। বিভিন্ন ধরনের পেশীকলার সমন্বয়ে যে তন্ত্র গঠিত হয় তাকে কি বলে?
উত্তরঃ পেশীতন্ত্র
417। যে তন্ত্র দেহের কাঠামো, গঠন, আকৃতি প্রদান, বিভিন্ন অঙ্গকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা এবং দেহের চলাচলে সহায়তা করে তাকে কি বলে?
উত্তরঃ কংকালতন্ত্র