Exam-200 Hard Mode 1. চোখের প্যাড নামে পরিচিত কোন ড্রেসিং? (ক) স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ১৬ (খ) স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ১৭ (গ) স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ১৮ (ঘ) স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ১৯ 2. কোন রোগটি কখনই সম্পূর্ণ ভাল হয় না? (ক) জ্বর (খ) ডায়াবেটিস (গ) প্যানক্রিয়াটাইটিস (ঘ) জন্ডিস 3. থায়ামিন কি নামে পরিচিত? (ক) ভিটামিন বি১ (খ) ভিটামিন বি২ (গ) ভিটামিন বি৩ (ঘ) ভিটামিন বি৪ 4. বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে সারা পৃথিবীতে প্রতি বছর কত কোটি মহিলা গর্ভধারণ করেন? (ক) ১৬-২০ কোটি (খ) ১৭-২০ কোটি (গ) ১৮-২০ কোটি (ঘ) ১৯-২০ কোটি 5. স্নায়ুর ব্যথায় কোন ওষুধটি কার্যকর? (ক) কার্বামাজেপিন (খ) এমিট্রিপটালিন (গ) উভয়ই (ঘ) কোনটিই নয় 6. ৬-১২ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে প্যারাসিটামল সেবনের সঠিক ডোসেজ ফর্ম কোনটি? (ক) ২-৩ চামচ দিনে ৩-৪ বার (খ) ২-৪ চামচ দিনে ৩-৪ বার (গ) ২-৫ চামচ দিনে ৩-৪ বার (ঘ) ২-৬ চামচ দিনে ৩-৪ বার 7. রাইনো ভাইরাস এর সংক্রমণের ফলে কোন রোগ দেখা দেয়? (ক) সাধারণ ঠান্ডা লাগা (খ) ইনফ্লুয়েঞ্জা (গ) কোলেরা (ঘ) পলিওমাইলেটিস 8. স্থূলতা চিকিৎসায় ব্যবহৃত ওষুধ কোনটি? (ক) কার্বামাজেপিন (খ) এম কিট (গ) ফুপেনটিক্সল (ঘ) ডাইহাইড্রোক্লোরাইড 9. একজন ব্যক্তি যিনি অন্যের প্রয়োজনে তাকে সাহায্য করেন এবং সমবেদনা জানান তাকে কি বলে? (ক) বেনিফিশারি (খ) সোসাইটি মেন্টর (গ) সেলফিশ (ঘ) স্যামারিটান 10. _______ হচ্ছে স্বল্পসময়ের জন্য কার্যকরী 32 এড্রেনার্জিক রিসেপ্টর। (ক) সালবিউটামল (খ) এরোসল (গ) এটরভাস্টাটিন (ঘ) ক্লোপিডোগ্রেল 11. কোন ফুলের গন্ধ ঘুমের আবেশ তৈরি করে? (ক) চন্দ্রমল্লিকা (খ) রোজ (গ) বেলি (ঘ) সোনালী 12. শিশুশ্রম বিষয়ক কর্মশালা নিয়ন্ত্রন করে কোন সংস্থা? (ক) ইউনিসেফ (খ) ইউএনএফপি (গ) ইউএনডিপি (ঘ) WHO 13. স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন কত সালে করা হয়? (ক) ২০০৮ সালে (খ) ২০০৯ সালে (গ) ২০১০ সালে (ঘ)২০১১ সালে 14. নিচের কোনটি কোষ্ঠকাঠিন্য না থাকলে ব্যবহার করা যাবে না? (ক) প্যারাসিটামল (খ) গ্লিসারিন সাপোজিটরি (গ) ভেজাইনাল পেসারিস (ঘ) প্যারাসিটামল সাপোজিটরি 15. প্যারাসিটামল, এসিটাইল স্যালিসাইলিক এসিড ইত্যাদি কি জাতীয় ওষুধ? Non-Opioids (ক) Opioids (খ) Non Opioids (গ) ক্ষার (ঘ) বিটা ব্লকার 16. পেরিফেরাল নিউরোপ্যাথী কিসের রোগ? (ক) অন্ত্রের (খ) স্নায়ুর (গ) পেশীর (ঘ) দাঁতের মাড়ির 17. একজন জেলা ম্যাজিস্ট্রেট বা একজন পুলিশ কমিশনার একটি ড্রাগসের দোকানকে সর্বোচ্চ কতদিনের জন্য বন্ধ করে দিতে পারেন? (ক) ১৪ দিন (খ) ১৫ দিন (গ) ১৬ দিন (ঘ) ১৭ দিন 18. গার্হস্থ্য চিকিৎসা ব্যবস্থায় ছোট কৃমির আক্রমণ হলে কি দেয়া হয়? (ক) থানকুনি পাতার রস (খ) কচি আনারস পাতার রস (গ) তুলসি পাতার রস (ঘ) নিমের তেল 19. পরিকল্পিতভাবে মেয়েদের গর্ভধারণকে বিভিন্ন উপায়ে নিয়ন্ত্রণ করাকে কি বলে? (ক) গর্ভপাত (খ) জন্মনিয়ন্ত্রণ (গ) উভয়ই (ঘ) কোনটিই নয় 20. ইমহোটেপ এর জন্মস্থান কোথায়? (ক) মিশরে (খ) ভারতে (গ) গ্রীসে (ঘ) চীনে 21. ক্যান্সার বিনাশী ওষুধসমূহ প্রয়োগের ফলে কোন সমস্যাটি দেখা দিতে পারে? (ক) চুল পড়ে যাওয়া (খ) কানে সমস্যা (গ) মাথা ব্যথা (ঘ) দাঁতে সমস্যা 22. মাসিক শুরুর কত দিনের মধ্যে জন্মবিরতিকরণ ইঞ্জেকশন নিতে হয়? (ক) দুই (খ) তিন (গ) চার (ঘ) পাঁচ 23. আয়োডোফর্ম গজে কত শতাংশ আয়োডোফর্ম থাকে? (ক) ২-৩% (খ) ৩-৪% (গ) ৪-৬% (ঘ) ৫-৬% 24. পুড়ে যাওয়ার তীব্রতা অনুযায়ী পুড়ে যাওয়া কত প্রকারের হয়ে থাকে? (ক) ২ প্রকার (খ) ৩ প্রকার (গ) ৪ প্রকার (ঘ) ১ প্রকার 25. ওষুধ তৈরি-ডিসপেন্সিং,রোগীকে ওষুধ সম্পর্কে জ্ঞান,ওষুধবিষয়ক সচেতনতা তৈরি, ওষুধ সংরক্ষণ,ওষুধ পরিবহন প্রভৃতি কর্মকাণ্ড কোন পেশার অন্তর্গত? (ক) ফার্মাসিস্ট (খ) ডাক্তার (গ) নার্স (ঘ) টেকনিশিয়ান 26. ক্লোসট্রিডিয়া ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয়? (ক) ধনুষ্টংকার (খ) গনোরিয়া (গ) ম্যানিনজাইটিস (ঘ) নিউমোনিয়া 27. নগর/মহানগর পর্যায়ে মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যক্ষা হাসপাতাল ও কুষ্ঠরোগ হাসপাতাল রয়েছে কোন অধিদপ্তরের অধীনে? (ক) স্বাস্থ্য অধিদপ্তরের (খ) মেডিকেল শিক্ষা অধিদপ্তরের (গ) হাসপাতাল পরিষদের (ঘ) জেলা পরিষদের 28. কোন ধরনের ওষুধ শুধু মাত্র রেজিস্টার্ড চিকিৎসকের দ্বারা লিখিত ব্যবস্থাপত্রের মাধ্যমে বিক্রি করা যাবে? (ক) Over-the-Counter Medicine (খ) Prescription-only Medicine (গ) Generic Medicine (ঘ) Non-prescription Medicine 29. টিটি-৩ টিকা নেয়ার পর কত বছর পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বিদ্যমান থাকে? (ক) ৩ বছর (খ) ৪ বছর (গ) ৫ বছর (ঘ) ৬ বছর 30. আহত/আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে শক্তির চাহিদা পূরণের জন্য কোনটি দেয়া হয়? (ক) আমিষ (খ) প্রোটিন (গ) গ্লুকোজ (ঘ) ব্যাথানাশক 31. স্ত্রী এনোফিলিস মশা কোন রোগের জীবানু বহন করে? (ক) ম্যালেরিয়া (খ) টাইফয়েড (গ) ইনফ্লুয়েঞ্জা (ঘ) মেনিনজাইটিস 32. সারাদেশে স্বাস্থ্যসেবা প্রদানের ব্যাপক নেটওয়ার্ক রয়েছে কোন সংস্থার? (ক) স্বাস্থ্য অধিদপ্তরের (খ) বাংলাদেশ হাসপাতাল পরিষদের (গ) স্বাস্থ্য প্রকৌশল প্রশাসনের (ঘ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের 33. আমাদের দেশের প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার প্রায় ____ লোক যক্ষ্মার জীবাণু দ্বারা সংক্রমিত। (ক) তিন ভাগের এক ভাগ (খ) তিন ভাগের দুই ভাগ (গ) চার ভাগের এক ভাগ (ঘ) অর্ধেক 34. সবজি, টক ফল,বিশেষ করে আমলকি, লেবু, কমলা ইত্যাদিতে কোন ভিটামিন রয়েছে? (ক) ভিটামিন এ (খ) ভিটামিন বি (গ) ভিটামিন সি (ঘ) ভিটামিন ডি 35. হোমিওপ্যাথি ডাক্তার কোন ধরনের ওষুধ দেন? (ক) সাদা মিষ্টি পাউডারের পুরিয়া (খ) ছোট ছোট সাদা দানার মত বড়ি (গ) তরল (ঘ) সবগুলো 36. বাংলাদেশে বর্তমানে লোকজন চিকিৎসা শিক্ষা প্রদান করতে কয়টি সরকারি মেডিক্যাল কলেজ রয়েছে? (ক) ১টি (খ) ২টি (গ) ৩টি (ঘ) ৪টি 37. মডেল ফার্মেসির চারপাশের তাপমাত্রা কত ডিগ্রী সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে? (ক) ২৭ ডিগ্রী (খ) ২৮ ডিগ্রী (গ) ২৯ ডিগ্রী (ঘ) ৩০ ডিগ্রী 38. ওষুধ অধ্যাদেশ-১৯৮২ এর কততম ধারায় বলা হয়েছে “সরকার অফিসিয়াল গেজেটে প্রজ্ঞাপণ জারির মাধ্যমে এই অধ্যাদেশের উদ্দেশ্য পালনের জন্য বিধিমালা তৈরি করতে পারবে।”? (ক) ১০ম (খ) ১৫তম (গ) ২০তম (ঘ) ২৫তম 39. নিচের কোনটি গ্যাস জাতীয় ওষুধ? (ক) এরোসল (খ) ইনহেলার (গ) উভয়ই (ঘ) কোনটিই নয় 40. কোন ধরণের ঔষধ ব্যবস্থাপত্র ছাড়াই গ্রাহককে দেওয়া যায়? (ক) বোতল (খ) টিটি-৪ (গ) ওটিসি ঔষধসমূহ (ঘ) ইনজেকশন 41. আমিষ থেকে চর্বি উৎপাদনে সাহায্য করে কোন ভিটামিন? (ক) ভিটামিন বি-১ (খ) ভিটামিন বি-২ (গ) ভিটামিন বি-৩ (ঘ) ভিটামিন বি-৪ 42. কোলাজেন এবং কোষের অভ্যন্তরিণ কিছু উপাদানের গঠনের জন্য কোনটি অতি গুরুত্বপূর্ণ? (ক) ভিটামিন-এ (খ) ভিটামিন-বি (গ) ভিটামিন-সি (ঘ) ভিটামিন-ডি 43. মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস্ ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয়? (ক) যক্ষা (খ) মূত্রনালী এবং ক্ষতের সংক্রমণ (গ) সেপটিসেমিয়া (ঘ) গনোরিয়া 44. জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক আন্তঃসরকার সংস্থা বলা হয় কোনটিকে? (ক) ইউএনএফপি (খ) ইউএনডিপি (গ) WHO (ঘ) WORLD BANK 45. ইউরোপের ওষুধবিজ্ঞানিদের মধ্যে উল্লেখযোগ্য…….? (ক) হিপোক্রাটিস্ (খ) ডিওসকোরাইডিস্ (গ) গ্যালেন (ঘ) সবাই 46. পুর্ণবয়স্কদের ক্ষেত্রে প্যারাসিটামল সেবনের সঠিক ডোসেজ ফর্ম কোনটি? (ক) ১-২ টি ট্যাবলেট ২-৩ বার (খ) ১-২ টি ট্যাবলেট ৩-৪ বার (গ) ১-২ টি ট্যাবলেট ৪-৫ বার (ঘ) ১-২ টি ট্যাবলেট ৫-৬ বার 47. এডিস মশা কোন রোগের জীবাণু বহন করে? (ক) কালাজ্বর (খ) ডেঙ্গুজ্বর (গ) টাইফয়েড জ্বর (ঘ) কোনটিই নয় 48. আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট-এর অধীনে মোট কয়টি মিউনিসিপ্যালিটি এলাকায় অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে? (ক) ৪ টি (খ) ৫ টি (গ) ৬ টি (ঘ) ৭ টি 49. বিশ্বজুড়ে প্রতিবছর আনুমানিক কতজন মানুষ পানিতে ডুবে মারা যায়? (ক) ২০,০০০ (খ) ৩০,০০০ (গ) ৫০,০০০ (ঘ) ৩৭২,০০০ 50. কোন টিকা প্রথম ডোজে কোন রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে না? (ক) টিটি-১ (খ) টিটি-২ (গ) টিটি-৩ (ঘ) টিটি-৪ 51. খাদ্যপ্রাণ বলা হয় কোনটিকে? (ক) আমিষ (খ) শর্করা (গ) খনিজ (ঘ) ভিটামিন 52. এসকরবিক এসিড ট্যাবলেটে কত মি.গ্রা. সোডিয়াম এসকরবেট থাকে? (ক) ১৬৬.৭৫ মি.গ্রা. (খ) ১৬৭.৭৫ মি.গ্রা. (গ) ১৬৮.৭৫ মি.গ্রা. (ঘ) ১৬৯.৭৫ মি.গ্রা. 53. ক্লোরামফেনিকল শরীরের কোথায় ব্যবহার করা যায়? (ক) কানে (খ) চোখে (গ) উভয়ই (ঘ) কোনটিই নয় 54. গার্হস্থ্য চিকিৎসা ব্যবস্থায় পেটের অসুখ হলে কি দেয়া হয়? (ক) থানকুনি পাতার রস (খ) কচি আনারস পাতার রস (গ) তুলসি পাতার রস (ঘ) নিমের তেল 55. মাসিকের সময় বেশি রক্তক্ষরণ হওয়াকে কি বলে? (ক) এনাফিলেক্সিস (খ) মেনোরেজিয়া (গ) গনোরিয়া (ঘ) মেনিনজাইটিস 56. কোনটি এন্টিবায়োটিক? (ক) সেফুরক্সিম (খ) প্যারাসিটামল (গ) সেটিরিজিন (ঘ) মেভিড্রলিন 57. ইস্ট এক প্রকার এককোষী__? (ক) ব্যাকটেরিয়া (খ) ভাইরাস (গ) ছত্রাক (ঘ) প্রোটোজোয়া 58. ক্যাফেইন এর সাথে বিক্রিয়া করে কোনটি? (ক) হতাশানাশক ওষুধ (খ) এন্টিবায়োটিক (গ) প্রোটিন (ঘ) প্রোটন-পাম্প ইনহিবিটর 59. ____ একটি কাঠের টুকরা যা হাতের বা পায়ের হাড় ভেঙ্গে গেলে তাকে সোজা ও সঠিকভাবে রাখতে সহায়তা করে। এই স্টেটমেন্টটির জন্য কোনটি সঠিক? (ক) স্প্লিন্ট (খ) প্লাস্টার (গ) গজ (ঘ) ব্যান্ডেজ 60. থায়ামিন হাইড্রোক্লোরাইড কি নামে পরিচিত? (ক) ভিটামিন বি১ (খ) ভিটামিন বি২ (গ) ভিটামিন বি৩ (ঘ) ভিটামিন বি৪ 61. ক্যালসিয়াম ট্যাবলেটের সঠিক ডোজ কোনটি? (ক) ১ টি করে একবার (খ) ১ টি করে দুইবার (গ) ২ টি করে একবার (ঘ) ২ টি করে দুইবার 62. দেশীয় ওষুধ শিল্পের উন্নয়ন ও প্রসারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে কে? (ক) ওষুধ পর্ষদ (খ) বিষয়বস্তু নিয়ন্ত্রণ কমিটি (গ) রাষ্ট্র (ঘ) সংসদ নিয়ন্ত্রণ কমিটি 63. _ পাকস্থলীতে ওমিপ্রাজলের কার্যকারিতা নষ্ট করে দেয়। (ক) ক্যালসিয়াম ক্লোরাইড (খ) ম্যাগনেসিয়াম এন্টাসিড (গ) সোডিয়াম সালিসিলেট (ঘ) পটাসিয়াম নাইট্রেট 64. ওষুধের পরিমাণ (ডোজ) নির্ণয়ের জন্য রোগীর কি জানা অত্যাবশ্যক? (ক) বয়স ও ওজন (খ) উচ্চতা (গ) তাপমাত্রা (ঘ) সবগুলো 65. দেহ গঠনের এবং কার্যকারিতার একককে কি বলে? (ক) কোষ (খ) প্রজননতন্ত্র (গ) কংকালতন্ত্র (ঘ) পেশীতন্ত্র 66. সর্বপ্রথম গুটি বসন্ত ও হামের চিকিৎসা শুরু করেন কে? (ক) হিপোক্রাটিস (খ) গ্যালেন (গ) আল রাজী (ঘ) ইবনে সিনা 67. কে তার ওষুধগুলোকে ডোজেস ফর্মে তৈরি করতেন? (ক) চরক (খ) আল রাজি (গ) শুশ্রুত (ঘ) শেন নাং 68. কোনটি ব্যবহারের ফলে গর্ভস্থ শিশুর উপর প্রভাব ফেলে এবং শিশু জন্মগত ত্রুটিসহ জন্ম নেয়? (ক) এন্টিহিস্টামিন (খ) থ্যালিডোমাইড (গ) প্রোটোন-পাম্প ইনহিবিটর (ঘ) এন্টিবায়োটিক 69. নিচের কোনটি গ্লাইকোজেন রূপে সঞ্চিত থেকে দেহের কর্মশক্তি উৎপন্ন করে? (ক) আমিষ (খ) শর্করা (গ) স্নেহ (ঘ) ভিটামিন 70. COPD এর পূর্ণরূপ কি? (ক) ক্রনিক অবসট্রাকটিভ পালমিউনারি ডিজিজ (খ) ক্রনিক অবসট্রাকটিভ পালমারী ডিজিজ (গ) ক্রনিক অবসট্রাকটিভ পালফিউরিক ডিজিজ (ঘ) ক্রনিক অবসট্রাকটিভ পালমোনারী ডিজিজ 71. এটোরভাসটাটিন এর সাথে নিচের কোনটি খেলে মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে? (ক) প্যারাসিটামল (খ) জাম্বুরা (গ) আস্পিরিন (ঘ) ক্যালসিয়াম 72. সাইটোপ্লাজম নিচের কোনটির সমন্বয়ে গঠিত? (ক) মাইটোকন্ড্রিয়া (খ) গল্জি বডি (গ) সেনট্রোজোম (ঘ) সবগুলো 73. মডেল ফার্মেসীকে সাময়িক ভাবে বন্ধ হওয়ার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কত দিনের মধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে লিখিতভাবে পুনরায় চালু করার সম্ভাব্য তারিখসহ অবহিত করতে হবে? (ক) ১০ দিন (খ) ১৫ দিন (গ) ২০ দিন (ঘ) ৩০ দিন 74. নকল ওষুধসমূহ সাধারণত আসল ওষুধের তুলনায় অনেক _ মূল্যে বিক্রয় করা হয়ে থাকে। (ক) বেশি (খ) উচ্চ (গ) কম (ঘ) লস 75. ‘চরক সংহিতা’ বইয়ে প্রতিটি শ্রেণিতে কয়টি ওষুধের কথা লেখা ছিল? (ক) ৮টি (খ) ১০টি (গ) ১২টি (ঘ) ১৫টি 76. পেটের মাংসপেশীর আকস্মিক ব্যথায় ব্যবহৃত ওষুধ কোনটি? (ক) হাইওসিন (খ) টাইমোনিয়াম (গ) উভয়ই (ঘ) কোনটিই নয় 77. খালি পেটে ____ সেবন করলে রক্তে গ্লুকোজ তৈরি বাধাগ্রস্থ হতে পারে। (ক) অ্যালকোহল (খ) ক্যাফেইন (গ) এসপিরিন (ঘ) জাম্বুরা 78. সাধারণ সর্দি-কাশিতে কোনটি দেয়া যাবে না? (ক) এন্টিবায়োটিক (খ) এন্টিহিস্টামিন (গ) নসোয়াসিডাল (ঘ) এন্টিজেন 79. আঘাত বা ক্ষতের ত্বক/চামড়া কাটার জন্য কোনটি ব্যবহার করা হয়? (ক) সার্জিক্যাল ব্লেড (খ) থার্মোমিটার (গ) হাইড্রোজেন পার অক্সাইড (ঘ) কটন গজ 80. কে চিকিৎসা কাজে ব্যবহৃত উদ্ভিদের শ্রেণি বিন্যাস ও মানদণ্ড তৈরি করেন? (ক) আল রাজী (খ) ইমহোটেপ (গ) শেন নাং (ঘ) শুশ্রুত 81. WHO কী? (ক) বিশ্ব ওষুধ সংস্থা (খ) বিশ্ব শান্তি সংস্থা (গ) বিশ্ব ফার্মেসি সংস্থা (ঘ) বিশ্ব স্বাস্থ্য সংস্থা 82. কপার-টি-৩৮০ IUD এর কার্যকারিতার মেয়াদ কত বছর? (ক) ৫ বছর (খ) ১০ বছর (গ) ১৫ বছর (ঘ) ২০ বছর 83. ডিওসকোরাইডিস কোথায় জন্মগ্রহন করেন? (ক) গ্রিসে (খ) রোমে (গ) মিশরে (ঘ) তুরস্কে 84. শরীরের হাড়সমূহ নিয়ে গঠিত কোন তন্ত্র? (ক) প্রজননতন্ত্র (খ) কংকালতন্ত্র (গ) অন্তক্ষরাগ্রন্থি তন্ত্র (ঘ) পেশীতন্ত্র 85. শুকনো তাপের সংস্পর্শে যে ক্ষতের সৃষ্টি হয় তাকে কি বলে? (ক) স্কার (খ) পুড়ে যাওয়া (গ) ঝলসে যাওয়া (ঘ) দহন 86. বেশির ভাগ প্যাথজেনিক অণুজীব কতগুলো রাসায়নিক বস্তু নিঃসৃত করে যাদেরকে ___ বলে। (ক) এঞ্জাইম (খ) টক্সিন (গ) অ্যামিনো এসিড (ঘ) ক্লরোফিল 87. চুল পড়া রোধ করে কোন ভিটামিন? (ক) ভিটামিন এ (খ) ভিটামিন সি (গ) ভিটামিন ডি (ঘ) ভিটামিন ই 88. জন্মবিরতিকরণ ইনজেকশন ছেড়ে দেয়ার পর গর্ভধারণ করতে চাইলে স্বাভাবিক হতে কতমাস সময় লাগে? (ক) ২-৩ মাস (খ) ৩-৪ মাস (গ) ৪-৬ মাস (ঘ) ৬-১২ মাস 89. শেন নাং যেসব ওষুধের কথা উল্লেখ করেছেন তার মধ্যে আজকের দিনেও ব্যবহৃত হয়…..? (ক) রুবার্ব (খ) পডোফাইলাম (গ) জিনসেং (ঘ) সবগুলো 90. বিদ্যুতের ব্যাক-আপ ব্যবস্থা (যেমন-জেনারেটর/তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ (IPS)বা সোলার প্যানেল) রাখতে হয় কোন ধরনের ফার্মেসিতে? (ক) কমিউনিটি ক্লিনিকে (খ) আধুনিক ফার্মেসিতে (গ) মডেল ফার্মেসীতে (ঘ) যেকোন ফার্মেসিতে 91. সিপ্রোফ্লোক্সাসিন এর কার্যকারিতা কমিয়ে দেয় কোনটি? (ক) ক্যালসিয়াম ক্লোরাইড (খ) ম্যাগনেসিয়াম এন্টাসিড (গ) সোডিয়াম সালিসিলেট (ঘ) পটাসিয়াম নাইট্রেট 92. তৃতীয় প্রজন্মের সেফালোস্পোরিন কোনটি? (ক) ক্রোমোজোমাল (খ) সেফুরোক্সিম (গ) উভয়ই (ঘ) কোনটিই নয় 93. কে চিকিৎসকদের নৈতিকতার ওপর খুব জোর দিতেন? (ক) হিপোক্রাটিস (খ) গ্যালেন (গ) ডিওসকোরাইডিস (ঘ) চরক 94. কয়মাস পর্যন্ত শিশু শুধু মায়ের বুকের দুধ পান করবে? (ক) ৫ মাস (খ) ৬ মাস (গ) ৭ মাস (ঘ) ৮ মাস 95. চিকিৎসক বা ফার্মাসিস্ট এর নিকট ১ চা-চামচ মানে কত এমএল? (ক) 1 এমএল (খ) 5 এমএল (গ) 10 এমএল (ঘ) 15 এমএল 96. ‘বেদ’ অর্থ কি? (ক) জ্ঞান (খ) ভাষা (গ) ধর্ম (ঘ) শব্দ 97. বিশ্ব স্বাস্থ্য সংস্থার আয়োজনে ওষুধের যৌক্তিক ব্যবহারের ওপর কত সালে নাইরোবিতে আন্তর্জাতিক সম্মেলন হয়? (ক) ১৯৮৫ (খ) ১৯৯০ (গ) ১৯৯৫ (ঘ) ২০০০ 98. হোমিওপ্যাথি ওষুধ কোন ধরনের উপাদান দিয়ে তৈরি করা হয়? (ক) রাসায়নিক উপাদান (খ) মিশ্রণ উপাদান (গ) ভেষজ উদ্ভিদ (ঘ) স্যান্ড 99. উৎস বা সূত্র হতে ব্যাকটেরিয়ার চলাচল বা স্থানান্তর কয়টি পদ্ধতিতে ঘটে থাকে? (ক) ১ টি (খ) ২ টি (গ) ৩ টি (ঘ) ৫ টি 100. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিকেলকলেজ ও হাসপাতাল এবং অন্যান্যদের এবং দুর্যোগ ও জরুরী অবস্থায় কে সহায়তা দিয়ে থাকে? (ক) সিএমএসডি (খ) সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপো (গ) স্বাস্থ্য বিভাগের পরিচালক (ঘ) উপজেলা প্রশাসক 101. সাধারণত আইইউডি এর কার্যকারিতার মেয়াদ কত বছর হয়ে থাকে? (ক) ২-৫ বছর (খ) ৪-৮ বছর (গ) ৩-৮ বছর (ঘ) ৩-১০ বছর 102. অ্যালবেনডাজল কোন গ্রুপের ওষুধ? (ক) এন্টিবায়োটিক (খ) কোর্টিকোসটেরয়োয়েড (গ) বেনজিমিডাজল (ঘ) প্রোটিন 103. সরকারি চিকিৎসা সেবার দিক দিয়ে সবার উপরে রয়েছে কোন প্রতিষ্ঠান? (ক) সরকারি হাসপাতালসমূহ (খ) বিশেষায়িত হাসপাতালসমূহ (গ) প্রাইভেট হাসপাতালসমূহ (ঘ) সেন্ট্রাল হাসপাতালসমূহ 104. ওষুধকে আধুনিক ও আকর্ষণীয় করার নিয়মের প্রবক্তা কে? (ক) হিপোক্রাটিস (খ) গ্যালেন (গ) আল রাজী (ঘ) ইবনে সিনা 105. হাত বা পায়ের ব্যান্ডেজ হিসাবে ব্যবহৃত হয় কোনটি? (ক) স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ৮ ও ৯ (খ) স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ৯ (গ) স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ১০ (ঘ) স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ১১ 106. সুস্থভাবে সন্তান জন্ম দিতে চাইলে প্রথম সন্তান প্রসবের কত বছর পর দ্বিতীয় সন্তান ধারণ করা উচিত? (ক) ১ বছর (খ) ২ বছর (গ) ৩ বছর (ঘ) ৪ বছর 107. চা-কফির ক্যাফেইন কি? (ক) মাদক (খ) স্টেরয়েড (গ) ড্রাগ (ঘ) প্রোটিন 108. আধুনিক চিকিৎসা পদ্ধতি বলা হয় কোন চিকিৎসা পদ্ধতিকে? (ক) অ্যালোপ্যাথি (খ) আকুপাংচার (গ) আকুপ্রেসার (ঘ) ইউনানি 109. নিচের কোনটি একটি সিনথেটিক ষ্টেরয়েড? (ক) বেকলোমেথাসন (খ) বামবিউটেরল (গ) সিলভার (ঘ) কিটোটিফেন 110. খাদ্যের কাজ কয়টি? (ক) ২ টি (খ) ৩ টি (গ) ৪ টি (ঘ) ৫ টি 111. আমাদের দেশে ভিটামিনের সবচেয়ে অপব্যবহার হয় কোথায়? (ক) শহরাঞ্চলে (খ) গ্রামাঞ্চলে (গ) উভয়ই (ঘ) কোনটিই নয় 112. রেক্টাল অর্থ কি? (ক) মুখ (খ) পায়ুপথ (গ) মাথা (ঘ) কোমর 113. গজ কি দিয়ে তৈরি কাপড়বিশেষ? (ক) তুলা (খ) কাঠ (গ) ফসফেট (ঘ) লেনিন 114. হাঁপানীর লক্ষণগুলো কখন বেশি দেখা যায়? (ক) সকালে ও রাতে (খ) সকালে ও বিকালে (গ) রাতে ও মধ্যরাতে (ঘ) রাতে ও ভোরে 115. আয়ুর্বেদি, মঘা ও ইউনানি শাস্ত্র কিসের উপর নির্ভরশীল? (ক) বৃক্ষের (খ) মানবশরীরের (গ) পানির (ঘ) আকাশের 116. ২-৩ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে প্যারাসিটামল সেবনের সঠিক ডোসেজ ফর্ম কোনটি? (ক) ১ এমএল (খ) ১.৫ এমএল (গ) ২ এমএল (ঘ) ২.৫ এমএল 117. UNFPA তার বাজেটের শতকরা কত ভাগ অর্থ প্রদান করে অনুন্নত দেশগুলিতে? (ক) ৫০ ভাগ (খ) ৬০ ভাগ (গ) ৭০ ভাগ (ঘ) ৮০ ভাগ 118. হুল ফোটার জায়গায় হুল সরিয়ে ফেলার পর অন্তত ___ মিনিট বরফ চেপে ধরতে হবে। (ক) ৫ (খ) ১০ (গ) ১৫ (ঘ) ২০ 119. কে যুদ্ধে আহত সৈন্যদের হাড় জোড়া লাগানোর জন্য বিশেষ ব্যান্ডেজ ও লতাগুল্ম ব্যবহার করতেন? (ক) মেগাস্থিনিজ (খ) শেন নাং (গ) ইমহোটেপ (ঘ) তুতমকমেনেবী 120. সিগেলা ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয়? (ক) ব্যাসেলারী ডিসেন্ট্রি বা রক্ত আমাশয় (খ) মূত্রনালী এবং ক্ষতের সংক্রমণ (গ) নিউমোনিয়া (ঘ) গনোরিয়া 121. সাধারণত বিভিন্ন রাসায়নিক উপাদান দিয়ে কোন ধরনের ওষুধ তৈরি করা হয়? (ক) আয়ুর্বেদ (খ) হোমিওপ্যাথি (গ) এলোপ্যাথি (ঘ) প্রাকৃতিক চিকিৎসা 122. বিএমএ এর পূর্ণ রূপ কি? (ক) বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (খ) বাংলাদেশ মেডিকেল বোর্ড অ্যাসোসিয়েশন (গ) বাংলাদেশ মেডিকেল সোসাইটি (ঘ) বাংলাদেশ মেডিকেল সোসাইটি এ্যাসোসিয়েশন 123. আমাদের দেশে সবচেয়ে বেশি অপপ্রচার করা হয় কোন রোগটি নিয়ে? (ক) ম্যালেরিয়া (খ) কোভিড-১৯ (গ) ডেঙ্গু (ঘ) যৌন রোগ 124. নিচের কোনটিতে এলুমিনিয়ম ও ম্যাগনেসিয়াম আছে? (ক) রেনিটিডিন (খ) এন্টাসিড (গ) অলভেরাইন (ঘ) সালফাস্যালাজিন 125. ওপেন If (open-wove) ব্যান্ডেজ, ব্লিচড্ ক্যালিকো ব্যান্ডেজ (Bleached calico), মসলিন ব্যান্ডেজ ইত্যাদি কোন ধরনের ব্যান্ডেজ? (ক) তুলার কাপড় (খ) সুতা (গ) লিন্ট (ঘ) বিশেষ 126. কিউলেক্স মশার কামড়ে কোন রোগ হয়? (ক) কিউলেক্সিয়া (খ) গোদরোগ (গ) দাদ (ঘ) ব্রঙ্কাইটিস 127. ১৯-৭০ বছর বয়সী পুরুষের জন্য দৈনিক কত মি.গ্রা. ভিটামিন বি১ দরকার? (ক) ১.১ মি.গ্রা. (খ) ১.২ মি.গ্রা. (গ) ১.৩ মি.গ্রা. (ঘ) ১.৪ মি.গ্রা. 128. সময়ের আগে প্রসব বেদনা শুরু হলে নিচের কোনটি ব্যবহার করা যাবে? (ক) প্যারাসিটামল (খ) সালবিউটামল (গ) ক্রোপিডোগ্রেল (ঘ) সালফিউরিক এসিজ 129. জন্মবিরতিকরণ ইঞ্জেকশন গ্রহণ করলে কতদিন পর্যন্ত গর্ভধারণ প্রতিরোধ করে? (ক) ১০-১৫ দিন (খ) ২০-২৫ দিন (গ) ২৫-৩০ দিন (ঘ) কয়েকমাস 130. ৫-১০ বছরের শিশুদের জন্য এমব্রোক্সল এর সঠিক ডোজেস ফর্ম কোনটি? (ক) ২ মিলি দিনে ২-৩ বার (খ) ৩ মিলি দিনে ২-৩ বার (গ) ৪ মিলি দিনে ২-৩ বার (ঘ) ৫ মিলি দিনে ২-৩ বার 131. প্রাচীন ভারতীয় সভ্যতায় চিকিৎসার পাশাপাশি কে প্রথম অস্ত্রোপচার প্রবর্তন করেন? (ক) চরক (খ) তুতমকমেনেবী (গ) শুশ্রুত (ঘ) হ্যাটশেপসুত 132. বাচ্চা জন্মের ১৪ সপ্তাহ পর কোন টিকা দিতে হয়? (ক) পেন্টাভ্যালেন্ট ৩ (খ) ওপিভি ৩ এবং আইপিভি ৩ (গ) ক ও খ (ঘ) কোনটিও না 133. নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সংক্ষিপ্ত রূপ কী? (ক) DGNM (খ) DGMN (গ) DGME (ঘ) DGMM 134. কোনটি ওষুধযুক্ত গজ? (ক) ট্রাইনাইট্রোফেনল গজ (খ) ক্যাপসিকাম টিস্যু (গ) উভয়ই (ঘ) কোনটিই নয় 135. মুখ, জিহ্বা, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, মলাশয় বা কোলন, যকৃত, অগ্নাশয়, পিত্তথলি ও অন্যান্য গ্রন্থিসমূহ নিয়ে গঠিত কোন তন্ত্রটি? (ক) রেচনতন্ত্র (খ) স্নায়ুতন্ত্র (গ) প্রজননতন্ত্র (ঘ) পরিপাকতন্ত্র 136. গ্যালেন কোথায় জন্মগ্রহন করেন? (ক) গ্রিসে (খ) রোমে (গ) মিশরে (ঘ) ভারতে 137. ইউনানি চিকিৎসা পদ্ধতির আদি জন্মস্থান কোথায়? (ক) টরি প্রদেশে (খ) ইউনান বা হুনান প্রদেশে (গ) সিকোম প্রদেশে (ঘ) ইউমেরি প্রদেশে 138. আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট-এর অধীনে মোট কয়টি ভলান্টারি কাউন্সেলিং ও চিকিৎসাকেন্দ্র আছে? (ক) ১২ টি (খ) ১৬ টি (গ) ২১ টি (ঘ) ২৪ টি 139. কোনটি স্নেহজাতীয় পদার্থের দহনে সহায়তা করে? (ক) আমিষ (খ) শর্করা (গ) স্নেহ (ঘ) ভিটামিন 140. সাধারণত ক্ষত সেরে যাওয়ার কোন ধরনের সুচারস সরিয়ে ফেলা হয়? (ক) স্যারিক্যাল সুচারস (খ) এমিস সুচারস (গ) ক্যাটগাট সুচারস্ (ঘ) অশোষণযোগ্য সুচারস 141. আয়ুর্বেদ ধারায় চিকিৎসকেরা কি নামে পরিচিত? (ক) কবিরাজ (খ) বৈদ্য (গ) উভয়ই (ঘ) কোনটিই নয় 142. রোগী বা গ্রাহককে ওষুধপত্র দেওয়া হয় কোন পদ্ধতিতে? (ক) ডিসপেন্সিং (খ) প্রিস্ক্রিপশন (গ) আপোথেকের ব্যবস্থাপনা (ঘ) ওষুধ ডেলিভারি 143. সাপের কামড়ের উপসর্গ কোনটি? (ক) ঘুম ঘুম ভাব (খ) মাথা ঘোরা (গ) অজ্ঞান হয়ে যাওয়া (ঘ) সবগুলো 144. কত বছর বয়স থেকে মহিলাদের টিটি টিকা দেয়া শুরু করার সঠিক সময়? (ক) ১৫ বছর (খ) ১৬ বছর (গ) ১৭ বছর (ঘ) ১৮ বছর 145. এরোসল এবং ইনহেলার কোন পথে শরীরে প্রয়োগ করা হয়? (ক) ইন্ট্রা-রেস্পিরেটরি বা শ্বাসের মাধ্যমে (খ) প্যাচ (গ) টপিক্যাল বা সরাসরি চামড়ার মাধ্যমে (ঘ) প্যারেন্টারাল রুট বা ইঞ্জেকশনের মাধ্যমে 146. বেরিবেরি রোগ হয় কিসের অভাবে? (ক) থায়ামিন (খ) টকোফেরল (গ) কোলেক্যালসিফেরল (ঘ) সায়ানোকোবালামিন 147. পূর্ণবয়স্ক বা বয়োবৃদ্ধদের ক্ষেত্রে ভিটামিন বি কমপ্লেক্সের সঠিক সেবন বিধি কোনটি? (ক) ১-২ চা চামচ প্রতিদিন দুইবার (খ) ১-২ চা চামচ প্রতিদিন তিনবার (গ) ১-২ চা চামচ প্রতিদিন চারবার (ঘ) ১-২ চা চামচ প্রতিদিন পাঁচবার 148. সার্জিক্যাল প্রোফাইলেক্সিসের জন্য কোনটি ব্যবহৃত হয়? (ক) সেফুরোক্সিম (খ) সেফিক্সিম (গ) সেফট্রিয়াক্সোন (ঘ) সেফোট্যাক্সিম 149. ডিসপেন্সিং প্রক্রিয়ার ১ নাম্বার ধাপ কোনটি? (ক) ঔষধ প্রদান (খ) পোশাক পর্যাপ্তি (গ) ব্যবস্থাপত্রটি পড়া এবং বোঝার চেষ্টা করা (ঘ) মডেলিং 150. সুখী বড়িতে কত মাইক্রোগ্রাম লেভোনরজেসট্রিল থাকে? (ক) ১০০মাইক্রোগ্রাম (খ) ১৫০মাইক্রোগ্রাম (গ) ২০০মাইক্রোগ্রাম (ঘ) ৩০০মাইক্রোগ্রাম 151. শরীরে পানি ও এসিডের ঘাটতি পূরন করা কোন তন্ত্রের কাজ? (ক) পরিপাকতন্ত্রের (খ) প্রজননতন্ত্রের (গ) স্নায়ুতন্ত্র (ঘ) রেচনতন্ত্র 152. আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট-এর অধীনে মোট কয়টি স্যাটেলাইট ক্লিনিক আছে? (ক) ৪১২ টি (খ) ৫২১ টি (গ) ৬৪৪ টি (ঘ) ৭২৩ টি 153. রোগীর রক্ত বা দেহরসের সরাসরি সংস্পর্শে না আসার জন্য কি ব্যবহার করা হয়? (ক) ইঞ্জেকশন (খ) ডিসপোজেবল গ্লাভস (গ) প্যাড (ঘ) প্লাস্টার 154. দিনে কয়বার পাতলাপায়খানা হলে বুঝতে হবে ডায়রিয়া হয়েছে? (ক) ২ বার (খ) ৩ বার (গ) ৪ বার (ঘ) ৫ বার 155. হতাশা কমানোর ওষুধ কোনটি? (ক) জ্যালেপলোন (খ) কার্বাসাজিপাইন (গ) ক্লোমিপ্রামিন (ঘ) সবগুলো 156. নাক, শ্বাসনালী, ট্রাকিয়া, ফুসফুস, ব্রংকাই ও অ্যালভিওলাই এর সমন্বয়ে গঠিত কোন তন্ত্র? (ক) রেচনতন্ত্র (খ) স্নায়ুতন্ত্র (গ) শ্বাসতন্ত্র (ঘ) প্রজননতন্ত্র 157. ট্রাইনাইট্রোফেনল গজে কত শতাংশ ট্রাইনাইট্রোফেনল থাকে? (ক) ১.০-১.৫% (খ) ১.৫-২.৫% (গ) ২.০-২.৫% (ঘ) ২.৫-৩.০% 158. আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট-এর অধীনে মোট কয়টি প্রাথমিক স্বাস্থ্য সেবাকেন্দ্র অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে? (ক) ১৫১ টি (খ) ১৬১ টি (গ) ১৭১ টি (ঘ) ১৮১ টি 159. খাদ্যবস্তুর মধ্যে ______ পদার্থ সবচেয়ে বেশি তাপ ও শক্তি সরবরাহ করে। (ক) আমিষ (খ) শর্করা (গ) স্নেহজাতীয় (ঘ) ভিটামিন 160. স্নায়ুতন্ত্রের উপর পরীক্ষা করে কে তত্ত্ব প্রদান করেন যে, ‘মস্তিষ্ক সব মাংসপেশীর কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে’? (ক) হিপোক্রাটিস (খ) আল-রাজি (গ) ইমহোটেপ (ঘ) গ্যালেন 161. দেশের ওষুধ আমদানি, রপ্তানী, উৎপাদন, বন্টন ও বিক্রয় নিয়ন্ত্রণ করে কোন আইন? (ক) বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ (খ) মোবাইল কোর্ট আইন ২০০৯ (গ) ওষুধ আইন ১৯৪০ (ঘ) দ্যা বেঙ্গল ড্রাগ রুলস ১৯৪৬ 162. মঘা চিকিৎসা পদ্ধতির জনক কে? (ক) মহাবীর জৈন (খ) আদি শঙ্করাচার্য (গ) জীবক (ঘ) ব্রহ্মা 163. ত্বকের গঠন ও রক্ষণাবেক্ষণ, শ্লেষ্মা ঝিল্লী, হাঁড়, দাঁত, দৃষ্টি এবং প্রজনন ক্ষমতার ওপর কোন ভিটামিনের প্রভাব রয়েছে? (ক) ভিটামিন এ (খ) ভিটামিন বি (গ) ভিটামিন সি (ঘ) ভিটামিন ডি 164. এ্যালোপ্যাথি ডাক্তার সাধারণত কোন ধরনের ওষুধ দেন? (ক) ট্যাবলেট (খ) ক্যাপসুল (গ) সিরাপ (ঘ) সবগুলো 165. সরকার জেলা হাসপাতালগুলোতে এলোপ্যাথি চিকিৎসার পাশাপাশি লোকজন চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে এ পর্যন্ত কতটি অতিরিক্ত মেডিক্যাল অফিসারের পদ সৃষ্টি করেছে? (ক) ১২৫টি (খ) ১৫০টি (গ) ১৭৫টি (ঘ) ১৯৮টি 166. নিচের কোনটি অতিরিক্ত মাত্রায় সেবনে ডায়রিয়া এবং কিডনিতে পাথর হওয়ার মত সমস্যা দেখা দিতে পারে? (ক) ভিটামিন-এ (খ) ভিটামিন-বি (গ) ভিটামিন-সি (ঘ) ভিটামিন-ডি 167. কোন ধর্মে প্রাণী হত্যা নিষিদ্ধ? (ক) হিন্দু (খ) ইসলাম (গ) বৌদ্ধ (ঘ) খ্রিষ্টান 168. কোন ধরনের সুচারস আমিষ জাতীয় উপাদান দ্বারা তৈরি? (ক) স্যারিক্যাল সুচারস (খ) এমিস সুচারস (গ) ক্যাটগাট সুচারস্ (ঘ) শোষণযোগ্য সুচারস 169. নিসারিয়া ম্যানিনজাইটিস্ ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয়? (ক) ম্যানিনজাইটিস,সেপটিসেমিয়া (খ) গনোরিয়া (গ) গনোরিয়া (ঘ) খাদ্য বিষক্রিয়া 170. লবন, ফসফরাস, আয়োডিন, কপার, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম ইত্যাদি কোন ধরনের খাদ্য উপাদান? (ক) জৈব (খ) অজৈব (গ) উভয়ই (ঘ) কোনটিই নয় 171. সিউডোমোনাস মেনিনজাইটিসের অ্যামাইনোগ্লাইকোসাইড চিকিৎসা ও সার্জিক্যাল প্রোফাইলেক্সিসের জন্য কোন ওষুধটি ব্যবহৃত হয়? (ক) সেফুরোক্সিম (খ) সেফিক্সিম (গ) সেফটাজিমাইড (ঘ) সেফোট্যাক্সিম 172. ক্লোরামফেনিকল একাধারে কয়দিন ব্যবহার করতে হবে? (ক) ২ দিন (খ) ৩ দিন (গ) ৫দিন (ঘ) ৭দিন 173. হাজার হাজার ছত্রাকের মধ্যে………এর কম ছত্রাক মানুষ বা প্রাণীর জন্য ক্ষতিকারক। (ক) পঞ্চাশ (খ) ষাট (গ) সত্তর (ঘ) আশি 174. বিশেষ তুলার কাপড় ব্যান্ডেজ কোনটি? (ক) জিঙ্ক পেস্ট ব্যান্ডেজ (খ) ব্লিচড্ ক্যালিকো ব্যান্ডেজ (গ) মসলিন ব্যান্ডেজ (ঘ) ওপেন If (open-wove) ব্যান্ডেজ 175. মলমকে উন্নত করেনকে? (ক) হিপোক্রাটিস (খ) গ্যালেন (গ) আল-কেমিপ্রথম (ঘ) ইমালশান 176. আঘাতপ্রাপ্ত বা ক্ষত এলাকা পরিষ্কার করার জন্য কোনটি ব্যবহার করা হয়? (ক) সার্জিক্যাল ব্লেড (খ) থার্মোমিটার (গ) হাইড্রোজেন পার অক্সাইড (ঘ) কটন গজ 177. ‘চরক সংহিতা’ কে রচনা করেন? (ক) চরক (খ) আল রাজী (গ) শুশ্রুত (ঘ) শেন নাং 178. সিকলেসোনাইড এ্যারোসল-এর প্রতি যে সকল রোগীর এলার্জি আছে তাদের কোনটি সেবন করা উচিত নয়? (ক) এরোসল (খ) শ্বাসতন্ত্রের ওষুধ (গ) চর্বি (ঘ) মাথা ব্যাথার ওষুধ 179. মানুষের মৌলিক চাহিদা কয়টি? (ক) ৪টি (খ) ৫টি (গ) ৬টি (ঘ) ৭টি 180. ত্বকের অত্যাধিক শুষ্কতা, শ্লেষ্মা ঝিল্লীর নিঃসরণ কমে যাওয়া, জীবাণুর অনুকুল পরিবেশ সৃষ্টি হওয়া, অশ্রুগ্রন্থির অকার্যকারিতা এবং তার ফলে চোখের শুষ্কতা দেখা দেয় কোন ভিটামিনের অভাবে? (ক) ভিটামিন এ (খ) ভিটামিন বি (গ) ভিটামিন সি (ঘ) ভিটামিন ডি 181. লেভোনরজেস্ট্রিল এর কার্যকারিতা কত পার্সেন্ট? (ক) ৮৬.০০% (খ) ৮৭.০০% (গ) ৮৮.০০% (ঘ) ৮৯.০০% 182. পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড কি নামে পরিচিত? (ক) ভিটামিন বি২ (খ) ভিটামিন বি৩ (গ) ভিটামিন বি৪ (ঘ) ভিটামিন বি৬ 183. ফুসফুসের ব্রংকিউলসের মাংসপেশী, ইউটেরাস বা জরায়ুর মাংসপেশীকে শিথিল করতে কোন ওষুধটি ব্যবহৃত হয়? (ক) প্যারাসিটামল (খ) ক্রোপিডোগ্রেল (গ) সালবিউটামল (ঘ) সালফিউরিক এসিজ 184. এসকরবিক এসিড __ হিসেবে সেবন করা যেতে পারে। (ক) গ্লুকোজ (খ) এন্টিঅক্সিডেন্ট (গ) ভিটামিন (ঘ) ট্যাবলেট 185. টাইপ-ই ওষুধের কোন ধরনের বিরূপ প্রতিক্রিয়া? (ক) সেবনের শেষের প্রতিক্রিয়া (খ) প্রতিদিনের (গ) একই সময়ের (ঘ) সেবনের শুরুর প্রতিক্রিয়া 186. ব্রেইন (Brain), স্পাইনাল কর্ড (Spinal Chord) নিয়ে গঠিত- (ক) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র (খ) মেরুদন্ড (গ) কশেরুকা (ঘ) ক্রোমোজোম 187. প্রেসক্রিপশনের মাধ্যমে কোন ব্যক্তি কোন মাদক সর্বোচ্চ কতবার কিনতে পারবে? (ক) একবার (খ) দুইবার (গ) তিনবার (ঘ) চারবার 188. লাইসেন্স করার প্রক্রিয়া,লাইসেন্স করার শর্ত,নবায়ণ করার প্রক্রিয়া,বৈধ লাইসেন্সের সময়সীমা ইত্যাদি বর্ণনা করা হয়েছে কোন আইনে? (ক) ওষুধ আইন ১৯৪০ (খ) বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ (গ) দ্যা বেঙ্গল ড্রাগ রুলস ১৯৪৬ (ঘ) মোবাইল কোর্ট আইন ২০০৯ 189. একটি মডেল ফার্মেসী কোন গ্রেডের ফার্মাসিস্ট দ্বারা পরিচালিত হতে হবে? (ক) এ গ্রেড (খ) বি গ্রেড (গ) সি গ্রেড (ঘ) ডি গ্রেড 190. লিশমেনিয়া ডোনোভেনি এর কারনে কোন রোগটি হয়ে থাকে? (ক) কালাজ্বর (খ) প্লাসমোডিয়াম ওভেল (গ) লিশমেনিয়া (ঘ) জিয়ারডিয়াসিস্ 191. কোনটি সেবনের ফলে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে রোগীর ঘুম পায়? (ক) প্যারাসিটামল (খ) ক্লোরফেনিরামিন (গ) স্যাবস্টিটিউট (ঘ) এসপিরিন 192. ক্ষত শুকানোর জন্য ভিটামিন-সি (এসকরবিক এসিড) এর সঠিক সেবনবিধি কোনটি? (ক) ১-২টি ট্যাবলেট প্রতিদিন ২/৩ বার (খ) ২-৩টি ট্যাবলেট প্রতিদিন ২/৩ বার (গ) ২-৪টি ট্যাবলেট প্রতিদিন ২/৩ বার (ঘ) ২-৩টি ট্যাবলেট প্রতিদিন ১/২ বার 193. উপজেলা হেলথ কমপ্লেক্স সাধারণত কোথায় অবস্থিত? (ক) উপজেলা সদরে (খ) উপজেলা শহরে (গ) উপজেলা পাল্লীতে (ঘ) উপজেলা গ্রামে 194. ক্ষত ড্রেসিং হিসাবে পরিচিত কোনটি? (ক) স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ১৩,১৪ (খ) স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ১৩,১৪,১৫ (গ) স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ১৫,১৬ (ঘ) স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ১২,১৩,১৬ 195. পানিতে ডুবে যাওয়া রোগীর কোন পালস না থাকলে কি করতে হবে? (ক) ডাক্তার দেখাতে হবে (খ) CPR দিতে হবে (গ) ওরস্যালাইন দিতে হবে (ঘ) তাপ দিতে হবে 196. ইউনিসেফের বাজেটের বৃহদাংশ ব্যবহার করা হয় কোন খাতে? (ক) স্বাস্থ্য খাতে (খ) যুদ্ধখাতে (গ) জাতীয় বাজেটে (ঘ) দুর্যোগব্যবস্থাপনায় 197. উৎপাদকের কাছ থেকে পাইকারী ও খুচরা বিক্রেতার কাছে বা হাসপাতালে সরাসরি বন্টন করা কোন সেক্টরে হয়ে থাকে? (ক) সরকারি সেক্টরে (খ) বেসরকারি সেক্টরে (গ) সার্ভিস সেক্টরে (ঘ) প্রাইভেট সেক্টরে 198. রোগ সংক্রমণকালে রোগীকে পৃথকভাবে রাখার ব্যবস্থার প্রবর্তক কে? (ক) শুশ্রুত (খ) হিপোক্রাটিস (গ) গ্যালেন (ঘ) ইবনে সিনা 199. স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ৩, ৪, ৫ এবং ৬ কে কি বলে? (ক) স্থিতিস্থাপক আঠালো ক্ষত ড্রেসিং (খ) স্থিতিস্থাপক দ্বিতীয় ক্ষত ড্রেসিং (গ) স্থিতিস্থাপক তৃতীয় ক্ষত ড্রেসিং (ঘ) স্থিতিস্থাপক চতুর্থ ক্ষত ড্রেসিং 200. _____ সমস্যা আমাদের এক নম্বর জাতীয় সমস্যা। (ক) যক্ষ্মা (খ) জনসংখ্যা (গ) মাতৃমৃত্যু (ঘ) সড়ক দুর্ঘটনা Loading …