Exam-200 Hard Mode

1. কোন টিকা প্রথম ডোজে কোন রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে না?

 
 
 
 

2. চালের কুঁড়া, মাংস, স্নায়ু, যকৃত, হৃৎপিন্ড এবং বৃক্কের মাংস, ঈস্ট,চর্বিহীন মাংস, ডিম, পাতাযুক্ত সবুজ শাকসব্জি, শস্যদানা, গমের বীজ, বাদাম, মটরশুঁটি ইত্যাদি কোন ভিটামিনের উৎস? 

 
 
 
 

3. জন্মবিরতিকরণ ইঞ্জেকশন গ্রহণ করলে কতদিন পর্যন্ত গর্ভধারণ প্রতিরোধ করে?

 
 
 
 

4. রোগীর রক্ত বা দেহরসের সরাসরি সংস্পর্শে না আসার জন্য কি ব্যবহার করা হয়?

 
 
 
 

5. বাংলাদেশ বোর্ড অব ইউনানী এন্ড আয়ুর্বেদিক সিস্টেমস্ অব মেডিসিন (বিইউএন্ডএবি) এর কাজ কি?

 
 
 
 

6. জন্মনিয়ন্ত্রণ পিলের ২৮টির প্যাকেটে কতটি ট্যাবলেট হরমোন জাতীয়?

 
 
 
 

7. আমিষ, শর্করা, চর্বি, নিউক্লিওপ্রোটিন, নিওক্লিক এসিড ইত্যাদি কোন ধরনের খাদ্য উপাদান?

 
 
 
 

8. বাংলাদেশে কতটি হোমিওপ্যাথিক ডিপ্লোমা কলেজ রয়েছে?

 
 
 
 

9. বিশেষভাবে আগুনে পোড়াজনিত ক্ষতের ব্যান্ডেজ হিসাবে ব্যবহৃত হয় কোনটি?

 
 
 
 

10. এন্টিবডি হচ্ছে একপ্রকারের____।

 
 
 
 

11. পুড়ে যাওয়ার তীব্রতা অনুযায়ী পুড়ে যাওয়া কত প্রকারের হয়ে থাকে?

 
 
 
 

12. বর্জ্য পদার্থ নিঃসরণ করা কোন তন্ত্রের কাজ?

 
 
 
 

13. জিঙ্ক অক্সাইড প্লাস্টারে কত শতাংশ জিঙ্ক অক্সাইডযুক্ত থাকে?

 
 
 
 

14. ______ রোগে চেহারা এবং হাত পায়ের চামড়া ঝুলে পড়ে।

 
 
 
 

15. পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র জীব কোনটি?

 
 
 
 

16. দিনে কয়বার পাতলাপায়খানা হলে বুঝতে হবে ডায়রিয়া  হয়েছে?

 
 
 
 

17. কোন পদ্ধতিতে ছোট একটি অপারেশনের মাধ্যমে শুক্রথলিতে শুক্রাণুর প্রবেশ বন্ধ করে দেয়া হয়?

 
 
 
 

18. একদিন পিল খেতে ভুলে গেলে পরদিন কয়টি পিল খেতে হবে? 

 
 
 
 

19. সালবিউটামল সিরাপ সেবনের ক্ষেত্রে ৬ থেকে ১২ বছর বয়স পর্যন্ত সঠিক ডোজেস ফর্ম কোনটি? 

 
 
 
 

20. সিউডোমোনাস মেনিনজাইটিসের অ্যামাইনোগ্লাইকোসাইড চিকিৎসা ও সার্জিক্যাল প্রোফাইলেক্সিসের জন্য কোন ওষুধটি ব্যবহৃত হয়?

 
 
 
 

21. আল রাজী চিকিৎসার মূল ভিত্তি হিসাবে কোনটি গ্রহণ করেন?

 
 
 
 

22. সাধারণ সর্দি-কাশিতে কোনটি দেয়া যাবে না?

 
 
 
 

23. সায়ানোকোবালামিন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়?

 
 
 
 

24. শিশুকে খাওয়ানোর ক্ষেত্রে একজন মায়ের কয়টি বিষয়ে জানা থাকতে হবে?

 
 
 
 

25. ইবনে সিনা কোথায় জন্মগ্রহন করেন?

 
 
 
 

26. টিটি-৪ টিকা নেয়ার পর কত বছর পর টিটি-৫ টিকা নেয়া যায়?

 
 
 
 

27. স্ট্যান্ডার্ড ড্রেসিংগুলো (বি.পি.সি.) কত নাম্বার পর্যন্ত হয়ে থাকে?

 
 
 
 

28. একজন ফার্মাসিস্টের সাধারণ দায়িত্ব হচ্ছে……।

 
 
 
 

29. হাজার হাজার ছত্রাকের মধ্যে………এর কম ছত্রাক মানুষ বা প্রাণীর জন্য ক্ষতিকারক।

 
 
 
 

30. ____ জীবের একটি সার্বিক শারীরবৃত্তিয় প্রক্রিয়া যার মাধ্যমে জীব খাদ্যবস্তু গ্রহণ, পরিপাক, খাদ্যসার পরিশোষণ, কোষের আত্তিকরণ, দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধিসাধন ও শক্তি উৎপাদিত হয় এবং অপাচ্য খাদ্যাংশের নিষ্কাশন ঘটে।

 
 
 
 

31. আমিষের কাজ কয়টি?

 
 
 
 

32. এসকরবিক এসিড ট্যাবলেটে কত মি.গ্রা. সোডিয়াম এসকরবেট থাকে? 

 
 
 
 

33. __ ওষুধ হলো সেগুলো যা প্রয়োগ বা সেবন করলে খুব দ্রুত মাত্রায় তার ওপর নির্ভরতা চলে আসে।

 
 
 
 

34. ২০১০ সালে পাচ বছরের নিচের শিশুদের মৃত্যুর হার হাজারে ছেলে শিশু কত ছিল?

 
 
 
 

35. পেশাগতভাবে আল রাজী ছিলেন ইরাকের বাগদাদে অবস্থিত বিখ্যাত মুক্তাদারি হাসপাতালের________?

 
 
 
 

36. ওষুধ ও ফার্মার্সিউটিক্যাল পণ্য সংরক্ষণের জন্য মডেল ফার্মেসীতে কোন ধরনের রেফ্রিজারেটর ব্যবহার করতে হবে?

 
 
 
 

37. আমাদের দেশের প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার প্রায় ____ লোক যক্ষ্মার জীবাণু দ্বারা সংক্রমিত।

 
 
 
 

38. পিকর্নো ভাইরাস এর সংক্রমণের ফলে কোন রোগ দেখা দেয়?

 
 
 
 

39. স্মৃতি সংরক্ষণের কাজ করে কোন তন্ত্র?

 
 
 
 

40. সিওপিডি-র কিসের রোগ?

 
 
 
 

41. পাইরিডক্সিন নিচের কোনটির কার্যকারিতা কমিয়ে দেয়? 

 
 
 
 

42. ২১ টি পিলের প্যাকেট ব্যবহারের ক্ষেত্রে শেষ পিলটি খাবার কতদিন পর  নতুন প্যাকেট থেকে বড়ি খাওয়া শুরু করতে হবে?

 
 
 
 

43. টিটি-৪ টিকা নেয়ার পর কত বছর পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বিদ্যমান থাকে?

 
 
 
 

44. ক্রোমিক ক্যাটগাট (chromic) শোষিত হতে কত সময় লাগে?

 
 
 
 

45. বাচ্চা জন্মের ৬ সপ্তাহ পর কোন টিকা দিতে হয়?

 
 
 
 

46. স্থূলতা চিকিৎসায় ব্যবহৃত ওষুধ কোনটি?

 
 
 
 

47. মডেল ফার্মেসী স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কত দিনের মধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে লিখিতভাবে অবহিত করতে হবে?

 
 
 
 

48. বিএইচবি এবং বিইউএন্ডএবি কত সালের আইনের আওতায় কাজ করছে?

 
 
 
 

49. সালমোনেলা ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয়?

 
 
 
 

50. আল রাজি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহন করেন?

 
 
 
 

51. পুষ্টিহীনতার মূল কারণ কি?

 
 
 
 

52. টিকা কোথায় সংরক্ষণ করতে হবে?

 
 
 
 

53. নিচের কোনটি হরমোন জাতীয় ওষুধ?

 
 
 
 

54. পক্স ভাইরাস এর সংক্রমণের ফলে কোন রোগ দেখা দেয়?

 
 
 
 

55. ডিমের কুসুম, মটরশুটি, গম, যব, সূর্যমুখী তেল ইত্যাদি কোন ভিটামিনের উৎস?

 
 
 
 

56. ডিসপেপসিয়া, অলটার্ড গাট মটিলিটি, পেপটিক আলসার, ইসোফেজাইটিস, কোষ্ঠকাঠিন্য, ক্রনিক ইনফ্ল্যামেটরী ডিজিজ, একিউট ও ক্রনিক ডায়রিয়া, গ্যাসট্রোইনটেস্টিনাল ট্রাক্ট সংক্রমন ও ইনটেস্টিনাল সিক্রেশন ইত্যাদি কোন ধরনের রোগ?

 
 
 
 

57. এমএসএইচ এর পূর্ণরূপ কি?

 
 
 
 

58. সরকারিভাবে কতটি ঔষধ বন্টন লক্ষ্য করা যায়?

 
 
 
 

59. তৃতীয় পর্যায়ের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার লক্ষ্য কি?

 
 
 
 

60. আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট-এর অধীনে মোট কয়টি স্যাটেলাইট ক্লিনিক আছে?

 
 
 
 

61. খাবার গ্রহণের কতক্ষণ পূর্বে এমপিসিলিন সেবন করতে হবে?

 
 
 
 

62. যক্ষ্মা রোগ সবচেয়ে বেশি আক্রান্ত করে কোন অঙ্গকে? 

 
 
 
 

63. যুদ্ধক্ষেত্রের চাইতে সেই সব দেশের চিকিৎসকদের সাথে কথা বলে তথ্য বিনিময়ে কে বেশি আগ্রহী ছিলেন কে?

 
 
 
 

64. এসএমএফ এর পূর্ণরূপ কি?

 
 
 
 

65. প্রোটোজোয়া একধরনের___?

 
 
 
 

66. অস্ত্র ও তার আশেপাশের টিস্যু থেকে পানি সংগ্রহের মাধ্যমে পায়খানা/মল কে নরম করে কোনটি?

 
 
 
 

67. ১৯-৭০ বছর বয়সী পুরুষের জন্য  দৈনিক কত মি.গ্রা. ভিটামিন সি দরকার?

 
 
 
 

68. বাচ্চার সময় ১৫ মাস পূর্ণ হলে কোন টিকা দিতে হয়?

 
 
 
 

69. কোন ধারার চিকিৎসকেরা ‘হেকিম’ বা ‘হাকিম’ বা ‘তিব্ব’ নামে পরিচিত?

 
 
 
 

70. শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে কয়ভাবে শরীরে ব্যাকটেরিয়া প্রবেশ করে?

 
 
 
 

71. ওষুধের বিরুপ প্রতিক্রিয়ার ঝুকিতে আছেন কত বছর বয়সের মানুষেরা?

 
 
 
 

72. সাপোজিটরি, মলম, ক্রিম, ঢুশ ইত্যাদি কোন পথে প্রয়োগ করা হয়?

 
 
 
 

73. প্রতিটি অধিদপ্তরের নেতৃত্ব দিচ্ছেন কে?

 
 
 
 

74. ব্রোসেলা ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয়?

 
 
 
 

75. গর্ভবতী মহিলাদের রক্তপাত হতে পারে কোন ভিটামিনের অভাবে?

 
 
 
 

76. ব্যক্তি পর্যায়ের দাতাদের কাছ থেকে ইউনিসেফ তার বাজেটের কত শতাংশ পেয়ে থাকে?

 
 
 
 

77. জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা কোনটি?

 
 
 
 

78. মাদকাসক্তি নিরাময়ে ব্যবহৃত কোন ওষুধ ব্যবহৃত হয়?

 
 
 
 

79. নিচের কোনটি তরল ওষুধ?

 
 
 
 

80. নিচের কোনটি সংস্পর্শের মাধ্যমে স্ক্যাবিস বা চুল্কানি রোগের বিস্তার ঘটায়?

 
 
 
 

81. নিচের কোনটি ব্যাকটেরিয়ার বৃদ্ধি বন্ধ করার শ্রেণিভুক্ত এন্টিবায়োটিক?

 
 
 
 

82. যা গ্রহণের মাধ্যমে আমরা রোগমুক্ত হই তাকে কি বলে?

 
 
 
 

83. কোনটি এন্টিবায়োটিক?

 
 
 
 

84. কার্বামাজেপিন, ক্লোনাজেপাম, গাবাপেনটিন ইত্যাদি ওষুধগুলো কোন  রোগে ব্যবহৃত হয়?

 
 
 
 

85. _ এর মূল কথা হলো অল্প কিছু রাসায়নিক উপাদান দিয়ে মানবশরীরের বহু রোগের চিকিৎসা করা সম্ভব।

 
 
 
 

86. বস্তিবাসী প্রাথমিক স্বাস্থ্যসেবা নেয় কোথা থেকে?

 
 
 
 

87. চাল, গম, আলু, ভুট্টা, গুড়, চিনি, মধু, ফলের রস, ইত্যাদি কোন ধরনের খাদ্য উপাদান?

 
 
 
 

88. সঠিক রোগে নির্দেশিত ওষুধ না দেয়া, ব্যবস্থাপত্রে বিরূদ্ধ-ব্যবহৃত ওষুধ সেবনের নির্দেশ, ওষুধের মাত্রা, পরিমাণ, ধরন, দশমিকের ব্যবহারজনিত ভুল এগুলো কোন ধরনের মেডিকেশন এরর?

 
 
 
 

89. কোন ফুলের গন্ধ ঘুমের আবেশ তৈরি করে?

 
 
 
 

90. শ্বাসতন্ত্র সংক্রান্ত সমস্যা/অসুখের প্রতিরোধে বা আরোগ্যলাভে যে সকল ওষুধ ব্যবহৃত হয়, সেগুলোকে _ ওষুধ বলে । 

 
 
 
 

91. রিবোফ্লাভিন থেকে কয়টি উৎসেচক তৈরি হয়?

 
 
 
 

92. ফার্মেসীতে দায়িত্বপ্রাপ্ত অনুমোদিত কর্মীদের ক্ষেত্রে কোন পরিবর্তন হলে বা দায়িত্বরত ফার্মাসিস্টকে তার চুক্তি হতে অব্যহতি দিলে তা ঔষধ প্রশাসন অধিদপ্তরকে কত দিনের মধ্যে লিখিতভাবে অবহিত করতে হবে?

 
 
 
 

93. গ্রিসের কোন প্রদেশে ইউনানি ধারার উৎপত্তি?

 
 
 
 

94. রক্তকণিকা গঠিত না হওয়াকে কি বলে?

 
 
 
 

95. রোগীকে সিপিআর দেয়ার সময় প্রতি সেকেন্ডে কতবার চাপ দিতে হবে?

 
 
 
 

96. নজোকোমিয়াল সংক্রমনের পরীক্ষামূলক চিকিৎসার জন্য কোনটি ব্যবহৃত হয়?

 
 
 
 

97. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ/মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস শেষ করেছে?

 
 
 
 

98. ফার্মাসিস্টদের জন্য কোড অব ইথিকস অ্যামেরিকান ফার্মাসিস্ট এসোসিয়েশনের সদস্য পদের মাধ্যমে কখন ফার্মাসিস্টদের জন্য কোড অব ইথিকস গ্রহণ করা হয়?

 
 
 
 

99. পাহাড়ে বেড়াতে গেলে আমাদের _ ভাল হয়।

 
 
 
 

100. বাংলাদেশে ২০১৩ সালে নগরায়ণের হার কতো ছিল?

 
 
 
 

101. ক্ষত শুকানোর জন্য ভিটামিন-সি (এসকরবিক এসিড) এর সঠিক সেবনবিধি কোনটি?

 
 
 
 

102. খালি পেটে ____ সেবন করলে রক্তে গ্লুকোজ তৈরি বাধাগ্রস্থ হতে পারে।

 
 
 
 

103. নিচের কোনটি অর্ধ তরল জাতীয় ওষুধ?

 
 
 
 

104. চিকিৎসক বা ফার্মাসিস্ট এর নিকট ১ চা-চামচ মানে কত এমএল?

 
 
 
 

105. লুই পাস্তুর কোথাকার অধিবাসী ছিলেন?

 
 
 
 

106. লুমারটেম কোন জেনেরিকের ওষুধ?

 
 
 
 

107. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে নিস্তেজ করার ওষুধসমূহের সাথে কি সেবনে অতিরিক্ত ঘুম ঘুম ভাব দেখা দিতে পারে?

 
 
 
 

108. বিএনএমসি এর পূর্ণরূপ কি?

 
 
 
 

109. দুধ, ডিম, মাছ, মাংস, চিনাবাদাম, সয়াবিন, মসুর ডাল, মুগ ডাল, ছোলার ডাল ও অন্যান্য ডাল, কাঁঠালের বিচি, শিমের বিচি, নারিকেল ইত্যাদি কোন ধরনের খাদ্য উপাদান?

 
 
 
 

110. স্নায়ু দুর্বল হয়ে পরে কিসের অভাবে?

 
 
 
 

111. ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন নামক দুই ধরনের হরমোন থাকে কোনটিতে?

 
 
 
 

112. ২-৩ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে প্যারাসিটামল সেবনের সঠিক ডোসেজ ফর্ম কোনটি?

 
 
 
 

113. ১২-২৩ মাস বয়সী শিশুদের ক্ষেত্রে প্যারাসিটামল সেবনের সঠিক ডোসেজ ফর্ম কোনটি?

 
 
 
 

114. প্রোটিন ও ক্যালরির অভাবে কোন রোগ হয়?

 
 
 
 

115. মুখ, জিহ্বা, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, মলাশয় বা কোলন, যকৃত, অগ্নাশয়, পিত্তথলি ও অন্যান্য গ্রন্থিসমূহ নিয়ে গঠিত কোন তন্ত্রটি?

 
 
 
 

116. টিকা একটি……… দ্রব্য যা একটি নির্দিষ্ট রোগের বিরুদ্ধে সক্রিয় হয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে।

 
 
 
 

117. ৬-১২ বছর বয়সী  শিশুদের ক্ষেত্রে প্যারাসিটামল সেবনের সঠিক ডোসেজ ফর্ম কোনটি?

 
 
 
 

118. _ জন্মনিয়ন্ত্রণ বড়ির কার্যকারিতা কমায়।

 
 
 
 

119. ক্ষত ড্রেসিং হিসাবে পরিচিত কোনটি?

 
 
 
 

120. কোন পদ্ধতিতে শরীরে বিভিন্ন অংশে চাপ প্রয়োগের মাধ্যমে চিকিৎসা করা হয়?

 
 
 
 

121. মাদক নিয়ন্ত্রণ আইন কত সালে করা হয়?

 
 
 
 

122. _______ হচ্ছে টারবিউটালিনের প্রোড্রাগ যা ক্রনিক হাঁপানীর জন্য দেয়া হয়।

 
 
 
 

123. হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে কোন পদ্ধতিতে ওষুধ তৈরি করা হয়?

 
 
 
 

124. কোন কোন………. মাটিতে তলানী হিসেবে পড়ে এবং সেখানে তারা ধুলিকণার মধ্যে মিশে থাকে। আবার যখন ধুলি আলোড়িত হয় তখন বায়ুমন্ডলে ভেসে উঠে ও শ্বাস গ্রহণের সময় অন্য মানুষের শরীরে প্রবেশ করে।

 
 
 
 

125. ওষুধ অধ্যাদেশ-১৯৮২ এর কততম ধারায় বলা হয়েছে”যেসব ওষুধ এই আইনের তিনটি ভিন্ন সিডিউলের অন্তর্ভুক্ত,সেগুলো উৎপাদন,আমদানি ও বিক্রয় নিষিদ্ধ।”?

 
 
 
 

126. গ্যালেন কোথায় জন্মগ্রহন করেন?

 
 
 
 

127. আধুনিক চিকিৎসা পদ্ধতি বলা হয় কোন চিকিৎসা পদ্ধতিকে?

 
 
 
 

128. যোগাযোগ, সমন্বয় সাধন, ব্যবহার, বুদ্ধি, স্মৃতিশক্তি সংরক্ষণ কোন তন্ত্রের প্রধান কাজ?

 
 
 
 

129. ডায়রিয়া, আমাশয়, রক্ত আমাশয়, কৃমি, জন্ডিস, টাইফয়েড ইত্যাদি কোন ধরনের রোগ?

 
 
 
 

130. হরমোন জাতীয় জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের ফলে কোন সমস্যাটি দেখা দিতে পারে?

 
 
 
 

131. BDHS এর পূর্ণরূপ কি?

 
 
 
 

132. ড্রাগ কিসের জন্য ব্যবহৃত হয়? 

 
 
 
 

133. সুস্থভাবে সন্তান জন্ম দিতে চাইলে প্রথম সন্তান প্রসবের কত বছর পর দ্বিতীয় সন্তান ধারণ করা উচিত?

 
 
 
 

134. হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেন কে?

 
 
 
 

135. কোন ধরনের এজেন্সিগুলোর অধিকাংশের উৎপত্তি জাতিসংঘ হতে?

 
 
 
 

136. চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা সেবা দক্ষতার মান নিশ্চিত করা কোন প্রতিষ্ঠানের দায়িত্ব?

 
 
 
 

137. একই স্থানে ব্যবহারের জন্য একাধিক ক্রিম বা লোশন লাগানোর ক্ষেত্রে একটি লাগানোর পর কতক্ষন পরে দ্বিতীয়টি লাগানো উচিত?

 
 
 
 

138. কোন ধরনের ওষুধ শুধু মাত্র রেজিস্টার্ড চিকিৎসকের দ্বারা লিখিত ব্যবস্থাপত্রের মাধ্যমে বিক্রি করা যাবে?

 
 
 
 

139. কোষের কেন্দ্রে কি থাকে?

 
 
 
 

140. ইরাইথ্রোমাইসিন সেবনের কতক্ষণ পরে ওয়ারফেরিন সেবন করা উচিত?

 
 
 
 

141. ফুলের পরাগ রেণু থেকেও যে এলার্জি হতে পারে তা প্রমাণ করেন কে?

 
 
 
 

142. ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ) টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি-এর জন্য কতটি লক্ষ্য গ্রহণ করে?

 
 
 
 

143. সিগারেট বা তামাকের নিকোটিন কি?

 
 
 
 

144. অ্যালবেনডাজল কোন এনজাইম সিস্টেমকে প্রভাবিত করে?

 
 
 
 

145. সার্জিক্যাল সুচারস কয় ধরনের হতে পারে?

 
 
 
 

146. আমেরিকাতে কত সালে নরপ্ল্যান্ট জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নিষিদ্ধ করা হয়েছে?

 
 
 
 

147. এবারস্ প্যাপিরাসে কয় ধরনের ওষুধের বর্ণনা আছে?

 
 
 
 

148. এসকরবিক এসিড ট্যাবলেট-এ থাকে–

 
 
 
 

149. কে বানর ও শুকরের দেহ ব্যবচ্ছেদ করেন এবং ধারণা করেন যে এদের সাথে মানবদেহের অনেক মিল রয়েছে?

 
 
 
 

150. থায়ামিন কি নামে পরিচিত?

 
 
 
 

151. গ্রিক ও আরব বিজ্ঞানীবৃন্দ এবং ভারতের চরক ও শুশ্রুত দ্বারা প্রভাবিত হয়েছিলেন কে?

 
 
 
 

152. সার্জিক্যাল প্রোফাইলেক্সিসের জন্য কোন ওষুধটি ব্যবহৃত হয়? 

 
 
 
 

153. দ্রুত বীর্যপাতকে বাধা দেয় কোনটি?

 
 
 
 

154. সাময়িক কোষ্ঠকাঠিন্য দেখা দিলে কি নিচের কোনটি ব্যবহার করা উচিত?

 
 
 
 

155. কোষের কোন অংশে ছোট ছোট ছিদ্র থাকে যার মধ্য দিয়ে খাদ্যদ্রব্য ও অন্যান্য বস্তু যাতায়াত করতে পারে?

 
 
 
 

156. সালমোনেলা ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয়?

 
 
 
 

157. দফা-১৮ কী?

 
 
 
 

158. কোন বইতে ৭৬০ ধরনের ওষুধের কথা উল্লেখ আছে?

 
 
 
 

159. ক্যালসিয়ামের লবণ কোন ওষুধের শোষণকে কমিয়ে দেয়?

 
 
 
 

160. জেন্টামাইসিন, টেট্রাসাইক্লিন, ক্লটরিমাজল, কিটোকোনাজল, ফুকোনাজল, নিস্ট্যাটিন, ইকোনাজল, ব্যাট্র্যিাসিন, মিউপিরোসিন ইত্যাদি ওষুধগুলো কোন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়?

 
 
 
 

161. কপার-টি ২০০বি IUD এর কার্যকারিতার মেয়াদ কতবছর?

 
 
 
 

162. বরডিটেলা পারটুসিস্ ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয়?

 
 
 
 

163. সালবিউটামল ট্যাবলেট সেবনের ক্ষেত্রে ১২ বছর বয়স থেকে বৃদ্ধ পর্যন্ত সঠিক ডোজেস ফর্ম কোনটি?

 
 
 
 

164. ৩০ বার বুকের উপর চাপ দেয়ার পর পরই মুখে মুখে ২ বার শ্বাস দেয়ার মাধ্যমে কয়টি চক্র বা Cycle পূর্ণ হয়?

 
 
 
 

165. ৭০ কেজি ওজনের  মানুষের শরীরে কত কেজি পানি থাকে? 

 
 
 
 

166. ফার্মেসি কাউন্সিলে সরকার কর্তৃক কতজন সদস্য মনোনীত হন?

 
 
 
 

167. আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট-এর অধীনে মোট কয়টি সমন্বিত প্রজনন স্বাস্থ্য সেবাকেন্দ্র আছে?

 
 
 
 

168. বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর কতজন লোক  যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে?

 
 
 
 

169. লোকজন চিকিৎসা শেখার জন্য কত বছরের মেয়াদে স্নাতক কোর্স শেষ করতে হয়?

 
 
 
 

170. ওষুধ অধ্যাদেশ-১৯৮২ এর কততম ধারায় বলা হয়েছে “নিম্নমানের ওষুধ উৎপাদন ও বিক্রয়ের শাস্তি শাস্তি হিসাবে ব্যক্তি সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে যা ৫ বছর পর্যন্ত প্রলম্বিত হতে পারে বা ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় শাস্তি পেতে পারে।”?

 
 
 
 

171. অ্যালবেনডাজল কোন গ্রুপের ওষুধ?

 
 
 
 

172. গজের মাপ সাধারণত প্রতি বর্গ ইঞ্চিতে কত সুতা পর্যন্ত হয়ে থাকে?

 
 
 
 

173. নিচের কোনটি পুরুষদের জন্য স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি? 

 
 
 
 

174. সবজি, টক ফল,বিশেষ করে আমলকি, লেবু, কমলা ইত্যাদিতে কোন ভিটামিন রয়েছে?

 
 
 
 

175. উৎপাদকের কাছ থেকে হাসপাতাল ও খুচরা ঔষধের বাজারে সরাসরি বন্টন কোন সেক্টরে হয়ে থাকে?

 
 
 
 

176. ___ এন্টিএলার্জিক হিসেবে মাস্টসেলের উপর কাজ করে এবং হিস্টামিন নিঃসরণকে নিয়ন্ত্রণ করে। 

 
 
 
 

177. কারা আকুপাংচার চিকিৎসা পদ্ধতির আবিষ্কার করেছিল?

 
 
 
 

178. মডেল মেডিসিন শপ কত বছরের বেশী সময়ের জন্য বন্ধ থাকলে পুনরায় মেডিসিন শপকে সচল করার জন্য ঔষধ প্রশাসনে নতুনভাবে আবেদন করতে হবে?

 
 
 
 

179. সিরাপ ও সাপেনশন কোন তাকে রাখা উচিত?

 
 
 
 

180. দ্বিতীয় প্রজন্মের সেফালোস্পোরিন কোনটি? 

 
 
 
 

181. উপাদান, প্রস্তুতপ্রণালী ও ব্যবহারের উপর ভিত্তি করে সার্জিক্যাল ড্রেসিংসমূহকে কয়ভাগে ভাগ করা যায়?

 
 
 
 

182. মাসিকের সময় বেশি রক্তক্ষরণ হওয়াকে কি বলে? 

 
 
 
 

183. গরম কোন তরল বা বাষ্পের কারণে ত্বকে যে ক্ষতের সৃষ্টি হয় তাকে কি বলে?

 
 
 
 

184. জাতীয় তড়িৎ-প্রকৌশল চিকিৎসা যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ওয়ার্কশপ এর সংক্ষিপ্তরূপ কী?

 
 
 
 

185. স্মৃতিভ্রংশের চিকিৎসায় কোন ওষুধটি ব্যবহৃত হয়?

 
 
 
 

186. শরীরে পানি আসা ও শরীর ফুলে যাওয়া কোন রোগের লক্ষণ? 

 
 
 
 

187. র‍্যাবিস ভাইরাস এর সংক্রমণের ফলে কোন রোগ দেখা দেয়?

 
 
 
 

188. মনের উত্তেজনা বাড়িয়ে তোলে কোন ফুল?

 
 
 
 

189. মানবদেহ কি দিয়ে গঠিত?

 
 
 
 

190. ফ্র্যাকচার অর্থ কি?

 
 
 
 

191. খাদ্যদ্রব্য গ্রহণ করা, হজম করা ও শোষণ করা কোন তন্ত্রের প্রধান কাজ?

 
 
 
 

192. গ্রাহক মূল্যায়নের চতুর্থ ধাপ কোনটি?

 
 
 
 

193. দেশের ওষুধ আমদানি, রপ্তানী, উৎপাদন, বন্টন ও বিক্রয় নিয়ন্ত্রণ করে কোন আইন?

 
 
 
 

194. প্রাচীন ভারতীয় সভ্যতায় চিকিৎসার পাশাপাশি কে প্রথম অস্ত্রোপচার প্রবর্তন করেন?

 
 
 
 

195. ব্যবস্থাপত্র ছাড়া কোন ধরনের ওষুধ বিক্রি করা যাবে না?

 
 
 
 

196. প্রথম প্রজন্মের সেফালোস্পোরিন কোনটি?

 
 
 
 

197. স্বাস্থ্যসেবায় দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে কয়টি শ্রেণিতে ভাগ করা হয়?

 
 
 
 

198. গার্হস্থ্য চিকিৎসা ব্যবস্থায় পেটের অসুখ হলে কি দেয়া হয়?

 
 
 
 

199. লিশমেনিয়া ডোনোভেনি এর কারনে কোন রোগটি হয়ে থাকে?

 
 
 
 

200. ওমিপ্রাজল সেবনের কত ঘণ্টা পরে ম্যাগনেসিয়াম এন্টাসিড খেতে হবে?

 
 
 
 

Scroll to Top