Exam-200

1. কে প্রথমবার প্রমাণ করেন যে সংক্রামক রোগের বিস্তার স্বতঃস্ফুর্তভাবে যেকোন অণুজীব দ্বারা হয় না বরং এগুলো নির্দিষ্ট কোন আক্রান্ত দেহ থেকে অন্য দেহে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রবেশ ও বিস্তার লাভ করে?

 
 
 
 

2. মডেল ফার্মেসী স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কত দিনের মধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে লিখিতভাবে অবহিত করতে হবে?

 
 
 
 

3. ওষুধ অধ্যাদেশ-১৯৮২ এর কততম ধারায় বলা হয়েছে “সরকারি ওষুধ চুরির শাস্তি শাস্তি হিসাবে ব্যক্তি সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে যা ১০ বছর পর্যন্ত প্রলম্বিত হতে পারে বা ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় শাস্তি পেতে পারে।”?

 
 
 
 

4. কোষকে রক্ষা করে কোনটি?

 
 
 
 

5. ওষুধের ব্যবহার সম্পর্কে ভাল জ্ঞান রাখেন কে?

 
 
 
 

6. ক্লোসট্রিডিয়া ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয়?

 
 
 
 

7. মাদক ও মনোরোগের ওষুধ/দ্রব্যাদি এবং চিকিৎসা ও মাদকাসক্তদের পুনর্বাসন নিয়ন্ত্রণ করা হয় কোন আইনের মাধ্যমে?

 
 
 
 

8. প্রেসক্রিপশনের মাধ্যমে কোন ব্যক্তি কোন মাদক সর্বোচ্চ কতবার কিনতে পারবে?

 
 
 
 

9. হৃৎপিন্ড, রক্ত এবং বিভিন্ন ধর্নের রক্তনালী যেমন ধমনী (Artery), শিরা (Vein), কৈশিকনালী (Capillary) ইত্যাদি নিয়ে গঠিত কোন তন্ত্রটি?

 
 
 
 

10. পিকর্নো ভাইরাস এর সংক্রমণের ফলে কোন রোগ দেখা দেয়?

 
 
 
 

11. কোষের কেন্দ্রে কি থাকে?

 
 
 
 

12. অষ্টাদশ শতকে কোন জার্মান চিকিৎসক ও রসায়নবিদ হোমিওপ্যাথির ধারণা দেন?

 
 
 
 

13. সরকারি চিকিৎসা সেবার দিক দিয়ে সবার উপরে রয়েছে কোন প্রতিষ্ঠান?

 
 
 
 

14. প্লাসমোডিয়াম ভাইভেক্স, প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাসমোডিয়াম ম্যালেরিয়া ও প্লাসমোডিয়াম ওভেল এর কারণে কোন রোগটি হয়ে থাকে?

 
 
 
 

15. ২০৫০ সাল নাগাদ নগর জনসংখ্যা কত শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবার সম্ভবনা রয়েছে?

 
 
 
 

16. স্মৃতি সংরক্ষণের কাজ করে কোন তন্ত্র?

 
 
 
 

17. ইবনে সিনা হাতের বদলে স্বাস্থ্যসম্মতভাবে বটিকা তৈরির জন্য কাঠের ছাঁচ তৈরি করেন, পরবর্তীতে যার অনুকরণে কী আবিষ্কৃত হয়?

 
 
 
 

18. এসকেরিশিয়া কোলাই ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয়?

 
 
 
 

19. জাতিসংঘের জনসংখ্যা নিয়ন্ত্রণ তহবিল কোনটি?

 
 
 
 

20. স্ট্রেপটোকোক্কাস ব্যাকটেরিয়ার কারনে কোন রোগ হয়?

 
 
 
 

21. ছত্রাক দ্বারা উৎপন্ন রোগকে কি বলে?

 
 
 
 

22. ইউনানি চিকিৎসা শাস্ত্রের প্রধান বিজ্ঞানী হিসাবে কাকে বিবেচনা করা হয়?

 
 
 
 

23. বাংলাদেশে ২০১৩ সালে নগরায়ণের হার কতো ছিল?

 
 
 
 

24. স্বাস্থ্য অধিদপ্তর-এর সংক্ষিপ্ত রূপ কী?

 
 
 
 

25. মডেল ফার্মেসীর উচ্চতা কমপক্ষে কত ফুট হতে হবে?

 
 
 
 

26. মানবদেহ কয়টি তন্ত্র মিলে গঠিত?

 
 
 
 

27. ভাইরাস’ কোন ভাষার শব্দ?

 
 
 
 

28. কোন ধরনের ওষুধ বিক্রয়ের তথ্য ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত রেজিস্টারে লিখে রাখতে হবে?

 
 
 
 

29. স্বাস্থ্যসেবায় দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে কয়টি শ্রেণিতে ভাগ করা হয়?

 
 
 
 

30. ডিওসকোরাইডিস কোথায় জন্মগ্রহন করেন?

 
 
 
 

31. মোবাইল কোর্ট আইন করা হয় কত সালে?

 
 
 
 

32. চরক কার রাজবৈদ্য ছিলেন?

 
 
 
 

33. সাধারণত ভাইরাসের আয়তন কত হয়ে থাকে?

 
 
 
 

34. বাচ্চা জন্মের ১৪ সপ্তাহ পর কোন টিকা দিতে হয়?

 
 
 
 

35. বিভিন্ন গ্রাম এলাকায় নানাবিধ কর্মসূচি ও স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন কর্মশালা পরিচালনা করে কোন ধরনের সংস্থা?

 
 
 
 

36. ভেজাল খাদ্য,পানীয় ও ওষুধ বিক্রির শাস্তি উল্লেখ করা হয়েছে কোন আইনে?

 
 
 
 

37. সাধারণভাবে আমরা যে সব ওষুধ গ্রহণ করি তার বেশির ভাগই হচ্ছে বিভিন্ন_______।

 
 
 
 

38. কে চিকিৎসা কাজে ব্যবহৃত উদ্ভিদের শ্রেণি বিন্যাস ও মানদণ্ড তৈরি করেন?

 
 
 
 

39. কোন নষ্ট, নকল, নিম্নমান সম্পন্ন অথবা মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছে কি না এটি নিশ্চিত করা কার দায়িত্ব?

 
 
 
 

40. উপজেলা হেলথ কমপ্লেক্স সাধারণত কোথায় অবস্থিত?

 
 
 
 

41. হেলথ ইকোনোমিক ইউনিট সংক্ষিপ্ত রূপ কী?

 
 
 
 

42. খ্রিস্টপূর্ব কত সালে শুশ্রুত সংহিতা রচনা করা হয়?

 
 
 
 

43. র‍্যাবিস ভাইরাস এর সংক্রমণের ফলে কোন রোগ দেখা দেয়?

 
 
 
 

44. নষ্ট ও মেয়াদোত্তীর্ণ ওষুধসমূহ কোন ধরনের কালি দিয়ে চিহ্নিত করতে হবে?

 
 
 
 

45. UNDP বাজেটের শতকরা কত ভাগ অর্থ ব্যয় করে স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক খাতে?

 
 
 
 

46. মূলনীতির কথা কোন দফায় বলা হয়েছে?

 
 
 
 

47. আন্তর্জাতিক স্বাস্থ্যতত্ত্ব বিষয়ক কর্মশালা নিয়ন্ত্রণ করে কোন সংস্থা?

 
 
 
 

48. ইবনে সিনার বিখ্যাত গ্রন্থ কোনটি?

 
 
 
 

49. ________ একটি ৬০ ফুট লম্বা এবং ১ ফুট চওড়া কাগজের স্ক্রল যা অনায়াসে গুটিয়ে রাখা যায়।

 
 
 
 

50. UNFPA কত সাল থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে?

 
 
 
 

51. ফার্মাসিস্টগণ কোন ধরনের পেশাজীবী?

 
 
 
 

52. হিপোক্রাটিস কত খ্রিস্টপূর্বে জন্মগ্রহন করেন?

 
 
 
 

53. জাতীয় তড়িৎ-প্রকৌশল চিকিৎসা যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ওয়ার্কশপ এর সংক্ষিপ্তরূপ কী?

 
 
 
 

54. নড়াচড়া ও চলনে সহায়তা করা কোন তন্ত্রের কাজ?

 
 
 
 

55. আয়ুর্বেদিক, ইউনানী, ভেষজ ও হোমিওপ্যাথিক ব্যবস্থার ওষুধসহ সব ধরনের ওষুধ ও চিকিৎসা বিষয়ক যন্ত্রের আমদানি; কাচামাল ও মোড়কীকরণের উপকরণসমূহ কেনা; সম্পূর্ণ তৈরি ওষুধের উৎপাদন; আমদানি, রপ্তানী, বিক্রয়, দাম নির্ধারণ ইত্যাদি নিয়ন্ত্রণ করে কোন অধিদপ্তর?

 
 
 
 

56. ঔষধ প্রশাসন অধিদপ্তরের অধীনে কতটি জেলা অফিস আছে?

 
 
 
 

57. বাংলাদেশে জন্মনিরোধক পিল, কনডম ইত্যাদি প্রদান করে আসছে কোন সংস্থাটি?

 
 
 
 

58. এসএমএফ এর পূর্ণরূপ কি?

 
 
 
 

59. নার্সিং শিক্ষা ও নার্সিং সেবা নিয়ন্ত্রণ করে কোন সংস্থা?

 
 
 
 

60. এইডস্ সম্পর্কিত নানাবিধ জনসচেতনামূলক প্রকল্প পরিচালনা করে থাকে কোন সংস্থা?

 
 
 
 

61. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রান্তিক পর্যায়ের সেবাকেন্দ্র কোনটি?

 
 
 
 

62. এ্যান্টিবায়োটিক কী?

 
 
 
 

63. বরডিটেলা পারটুসিস্ ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয়?

 
 
 
 

64. পেশাভিত্তিক যৌনকর্ম ও জুয়া বন্ধ করতে কে কার্যকরী পদক্ষেপ নেবে?

 
 
 
 

65. ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের বাইরে পুরু ও পিচ্ছিল পদার্থের যে আবরণী থাকে তাকে কি বলে?

 
 
 
 

66. ওষুধ ও ফার্মার্সিউটিক্যাল পণ্য সংরক্ষণের জন্য মডেল ফার্মেসীতে কোন ধরনের রেফ্রিজারেটর ব্যবহার করতে হবে?

 
 
 
 

67. কোন ধরনের ফার্মেসী প্রসাধনী ও অন্যান্য স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি উন্নয়ণের পণ্যাদি মজুদ ও বিক্রি করার অনুমোদন পাবে?

 
 
 
 

68. মডেল ফার্মেসী কত বছরের বেশী সময়ের জন্য বন্ধ থাকলে পুনরায় ফার্মেসীকে সচল করার জন্য ওষুধ প্রশাসনে নতুনভাবে আবেদন করতে হয়?

 
 
 
 

69. অত্যাবশ্যকীয় সার্ভিস প্যাকেজ (ইএসপি) কয়টি?

 
 
 
 

70. স্বাস্থ্য অধিদপ্তর (DGHS) ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর (DGFP) কোন মন্ত্রনালয়ের অধীন?

 
 
 
 

71. স্থানীয় সরকার (মিউনিসিপ্যালিটি) আইন কত সালে করা হয়?

 
 
 
 

72. কোন ব্যাকটেরিয়ার চলাচলে সাহায্য করে?

 
 
 
 

73. চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা সেবা দক্ষতার মান নিশ্চিত করা কোন প্রতিষ্ঠানের দায়িত্ব?

 
 
 
 

74. শরীরে ব্যাকটেরিয়া প্রবেশের দিক দিয়ে সংস্পর্শ কয় প্রকারের হয়ে থাকে?

 
 
 
 

75. বর্তমান সময়ের মূলধারার ওষুধ কোনটি?

 
 
 
 

76. ওষুধ অধ্যাদেশ-১৯৮২ এর কততম ধারায় বলা হয়েছে “বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের যেকোন নিবন্ধনে নিবন্ধিত ফার্মাসিস্টের ব্যক্তিগত সুপারভিশন ছাড়া কোন ব্যক্তি কোন ওষুধ উৎপাদন ও বিক্রয় করতে পারবে না।” ?

 
 
 
 

77. আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট-এর অধীনে মোট কয়টি প্রত্যক্ষ চিকিৎসাকেন্দ্র আছে?

 
 
 
 

78. ট্রাইকোমনাস্ ভ্যাজিনালিস্ এর কারণে কোন রোগটি হয়ে থাকে?

 
 
 
 

79. সর্বপ্রথম গুটি বসন্ত ও হামের চিকিৎসা শুরু করেন কে?

 
 
 
 

80. যুদ্ধক্ষেত্রের চাইতে সেই সব দেশের চিকিৎসকদের সাথে কথা বলে তথ্য বিনিময়ে কে বেশি আগ্রহী ছিলেন কে?

 
 
 
 

81. ছত্রাক একধরনের…….।

 
 
 
 

82. জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সংক্ষিপ্ত রূপ কী?

 
 
 
 

83. আল রাজী চিকিৎসার মূল ভিত্তি হিসাবে কোনটি গ্রহণ করেন?

 
 
 
 

84. ইউনিসেফ মূলত কাদের নিয়ে কাজ করে?

 
 
 
 

85. স্ট্রেপটোকোক্কাস নিউমোনিয়া ব্যাকটেরিয়ার কারনে কোন রোগ হয়?

 
 
 
 

86. ………. কোষের মাঝের এক ধরনের জটিল ও ঘন তরল পদার্থ।

 
 
 
 

87. সাধারণত ইস্টের আয়তন কত মাইক্রন হয়ে থাকে?

 
 
 
 

88. বিএইচবি এর পূর্ণরূপ কি?

 
 
 
 

89. আন্তর্জাতিক দাতা সংস্থাগুলির কাছ থেকে অনুন্নত দেশগুলো স্বাস্থ্য বাজেটের কত শতাংশ অনুদান পেয়ে থাকে?

 
 
 
 

90. যেসব অণুজীব মানুষের জন্য ক্ষতিকারক নয় সেগুলোকে কি বলে?

 
 
 
 

91. এখন পর্যন্ত সবচেয়ে পুরনো চৈনিক ওষুধ বিষয়ক বই কোনটি?

 
 
 
 

92. পেশাগতভাবে আল রাজী ছিলেন ইরাকের বাগদাদে অবস্থিত বিখ্যাত মুক্তাদারি হাসপাতালের________?

 
 
 
 

93. এসএমএফ এর পূর্ণরূপ কি?

 
 
 
 

94. কোন সভ্যতার চিকিৎসকেরা অত্যন্ত সতর্কতার সাথে ভেষজ লতা-পাতাকে তাদের ওষুধি গুণ অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করেন?

 
 
 
 

95. কে বানর ও শুকরের দেহ ব্যবচ্ছেদ করেন এবং ধারণা করেন যে এদের সাথে মানবদেহের অনেক মিল রয়েছে?

 
 
 
 

96. ___ প্রোটোপ্লাজম দ্বারা গঠিত এক প্রকার চুলের ন্যায় উপাঙ্গ।

 
 
 
 

97. অধিকাংশ ভাইরাস কত মিলি মাইক্রন আয়তনের হয়ে থাকে?

 
 
 
 

98. আইএইচটি এর পূর্ণরূপ কি?

 
 
 
 

99. আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট-এর অধীনে মোট কয়টি প্রাথমিক স্বাস্থ্য সেবাকেন্দ্র অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে?

 
 
 
 

100. ফার্মেসীর ড্রাগ লাইসেন্স ও ট্রেড লাইসেন্স কোথায় রাখতে হবে?

 
 
 
 

101. আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট-এর অধীনে মোট কয়টি স্যাটেলাইট ক্লিনিক আছে?

 
 
 
 

102. শিশুশ্রম বিষয়ক কর্মশালা নিয়ন্ত্রন করে কোন সংস্থা?

 
 
 
 

103. নিচের কোনটি অত্যন্ত বিশুদ্ধ এবং সুনির্দিষ্ট রোগের ওপর কাজ করে?

 
 
 
 

104. পৃথিবীতে যাবতীয় জৈব ও অজৈব পদার্থের পচন ও রূপান্তরের বেশিরভাগ কারণ কি ঘটিত?

 
 
 
 

105. বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগে সাহায্য প্রদান করে থাকে কোন সংস্থা?

 
 
 
 

106. ‘চরক সংহিতা’ কত খ্রিষ্টপূর্বাব্দে লেখা হয়?

 
 
 
 

107. হিপোক্রাটিসের চিন্তাধারার সমর্থক ছিলেন কে?

 
 
 
 

108. দেশের ওষুধ আমদানি, রপ্তানী, উৎপাদন, বন্টন ও বিক্রয় নিয়ন্ত্রণ করে কোন আইন?

 
 
 
 

109. বাংলাদেশে ২০১৫ সালে নগরায়ণের হার কতো ছিল?

 
 
 
 

110. মানুষের হাতে কয়টি পেশী রয়েছে?

 
 
 
 

111. স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সেক্টরের নীতিমালা তৈরি ও পূণর্গঠনের পদক্ষেপ নিয়ে থাকে কোন মন্ত্রনালয়?

 
 
 
 

112. ওষুধ অধ্যাদেশ-১৯৮২ এর কততম ধারায় বলা হয়েছে “যে ব্যক্তি অনিবন্ধিত বা ভেজাল মিশ্রিত কোন ওষুধ উৎপাদন,আমদানি, বন্টন ও বিক্রয় করবে, সে শাস্তি হিসাবে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে যা ১০ বছর পর্যন্ত প্রলম্বিত হতে পারে বা ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় শাস্তি পেতে পারে।”?

 
 
 
 

113. ইমালশান আবিস্কার করেন কে?

 
 
 
 

114. বিএইচবি এবং বিইউএন্ডএবি কত সালের আইনের আওতায় কাজ করছে?

 
 
 
 

115. বস্তিবাসী প্রাথমিক স্বাস্থ্যসেবা নেয় কোথা থেকে?

 
 
 
 

116. শুশ্রুতের হাসপাতাল কোন নদীর তীরে ছিল?

 
 
 
 

117. ডাক্তার, ডেন্টিস্ট ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের নিবন্ধনের কাজটি নিয়ন্ত্রণ করে থাকে কোন সংস্থা?

 
 
 
 

118. এবারস্ প্যাপিরাসে কতগুলো ফর্মূলার বর্ণনা আছে?

 
 
 
 

119. ফুলের পরাগ রেণু থেকেও যে এলার্জি হতে পারে তা প্রমাণ করেন কে?

 
 
 
 

120. ঔষধ প্রশাসন অধিদপ্তরের সকল অফিসার কি হিসাবে তাদের দায়িত্ব পালন করে?

 
 
 
 

121. একজন দক্ষ ওষুধবিজ্ঞানী তার জ্ঞান ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে ড্রাগকে কিসে পরিণত করেন?

 
 
 
 

122. ফার্মেসীতে দায়িত্বপ্রাপ্ত অনুমোদিত কর্মীদের ক্ষেত্রে কোন পরিবর্তন হলে বা দায়িত্বরত ফার্মাসিস্টকে তার চুক্তি হতে অব্যহতি দিলে তা ঔষধ প্রশাসন অধিদপ্তরকে কত দিনের মধ্যে লিখিতভাবে অবহিত করতে হবে?

 
 
 
 

123. নিচের কোনটি সংস্পর্শের মাধ্যমে স্ক্যাবিস বা চুল্কানি রোগের বিস্তার ঘটায়?

 
 
 
 

124. OTC এর পূর্ণরূপ কি?

 
 
 
 

125. ইস্ট এক প্রকার এককোষী__?

 
 
 
 

126. বর্তমানে স্বাস্থ্য বিষয়ক ও মানব সম্পদ উন্নয়ন খাতে বিশ্ব ব্যাংকের প্রদত্ত ঋণ তাদের প্রদত্ত মোট ঋণের কত শতাংশ?

 
 
 
 

127. প্রজনন ক্ষমতার মাধ্যমে ভবিষ্যৎ বংশধর সৃষ্টি করা কোন তন্ত্রের প্রধান কাজ?

 
 
 
 

128. চীনারা খ্রিস্টপূর্ব প্রায় কত বছর আগে থেকে ভেষজ ওষুধ ব্যবহার করত?

 
 
 
 

129. ………এর মাধ্যমে সরকার ফার্মেসী কাউন্সিলের সদস্যসংখ্যা বাড়াতে বা কমাতে পারে।

 
 
 
 

130. ড্রাগসের দোকান সাময়িকভাবে বন্ধ করে দিতে পারেন কে?

 
 
 
 

131. যোগাযোগ, সমন্বয় সাধন, ব্যবহার, বুদ্ধি, স্মৃতিশক্তি সংরক্ষণ কোন তন্ত্রের প্রধান কাজ?

 
 
 
 

132. নিচের কোন ব্যাকটেরিয়া যক্ষ্মার জন্য দায়ী?

 
 
 
 

133. দেহ গঠনের এবং কার্যকারিতার একককে কি বলে?

 
 
 
 

134. ইউরোপের বিজ্ঞানীরা আল রাজীকে কি নামে ডাকে?

 
 
 
 

135. ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমকে আবদ্ধ করে যে জড় প্রাচীর থাকে তাকে কি বলে?

 
 
 
 

136. প্রাচীনকালে মানুষ রোগমুক্তির জন্য যেসব ওষুধ ব্যবহার করতো তার অধিকাংশই কোন ধরনের ওষুধ ছিল?

 
 
 
 

137. দেহের ভারসাম্য রক্ষা করে কোন তন্ত্র?

 
 
 
 

138. আয়ুর্বেদীয় শাস্ত্রের প্রতিষ্ঠাতা কে?

 
 
 
 

139. মূত্রের মাধ্যমে শরীর থেকে বর্জ্য পদার্থসমূহ বের করে দেয়া কোন তন্ত্রের কাজ?

 
 
 
 

140. এলোপ্যাথি ওষুধের মূল অসুবিধা কি?

 
 
 
 

141. ফারমেনটেশন শিল্পে বিশেষ করে এলকোহল উৎপাদনে এবং বেকারীতে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় কোন ধরনের ইস্ট?

 
 
 
 

142. জীবকোষের বাইরে ভাইরাস কিসের মতো অবস্থান করে?

 
 
 
 

143. আল রাজি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহন করেন?

 
 
 
 

144. এইডস্, মাতৃত্বকালীন স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য ও মাতৃত্বকালীন মৃত্যুহার বিষয়ে কাজ করে থাকে কোন সংস্থাটি?

 
 
 
 

145. ওষুধকে আধুনিক ও আকর্ষণীয় করার নিয়মের প্রবক্তা কে?

 
 
 
 

146. দেহের সবচেয়ে বড় পেশী কোনটি?

 
 
 
 

147. বিএমডিসি এর পূর্ণরূপ কি?

 
 
 
 

148. বর্জ্য পদার্থ নিঃসরণ করা কোন তন্ত্রের কাজ?

 
 
 
 

149. নার্সিং ইন্সটিটিউটসমূহের অন্তর্ভুক্তিকরণ, নার্সিং ও স্বগোত্রীয় পেশাজীবীদের পরীক্ষা এবং রেজিস্টার রক্ষণাবেক্ষণ করা কোন সংস্থার দায়িত্ব?

 
 
 
 

150. পুরুষ ও মহিলাদের সেক্স হরমোন তৈরি করা কোন তন্ত্রের কাজ?

 
 
 
 

151. চীনে শিকারের অভাবে দুর্ভিক্ষ দেখা দিলে শেন নাং তাঁর জনগণকে কিসে উৎসাহিত করেন?

 
 
 
 

152. কোন বইতে ৭৬০ ধরনের ওষুধের কথা উল্লেখ আছে?

 
 
 
 

153. কোন চিকিৎসা ব্যবস্থায় ওষুধকে সুমিষ্ট, সুস্বাদু ও সুগন্ধময় করে তৈরি করা হয়?

 
 
 
 

154. GRAMEEN BANK একটি…….।

 
 
 
 

155. কে সম্রাট হওয়া সত্বেও অতি সাধারণ পোশাক পরতেন এবং সাদাসিদা জীবনযাপন করতেন?

 
 
 
 

156. কোন রোগটি কখনই সম্পূর্ণ ভাল হয় না?

 
 
 
 

157. দেশীয় ওষুধ শিল্পের উন্নয়ন ও প্রসারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে কে?

 
 
 
 

158. প্রাইভেট সেক্টরে সারা দেশে ঔষধ বন্টনের জন্য কতটি পদ্ধতি মেনে চলা হয়?

 
 
 
 

159. কোন ধরনের এজেন্সিগুলোর অধিকাংশের উৎপত্তি জাতিসংঘ হতে?

 
 
 
 

160. সিগারেট বা তামাকের নিকোটিন কি?

 
 
 
 

161. রুবেলা ভাইরাস এর সংক্রমণের ফলে কোন রোগ দেখা দেয়?

 
 
 
 

162. লিশমেনিয়া ডোনোভেনি এর কারনে কোন রোগটি হয়ে থাকে?

 
 
 
 

163. গ্যালেন কোথায় জন্মগ্রহন করেন?

 
 
 
 

164. ওষুধের সঠিক ব্যবহারে ফার্মাসিস্টে দায়িত্ব ও কর্তব্য কয়টি?

 
 
 
 

165. গ্যালেন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

 
 
 
 

166. ‘পেন্টি-সাও’ (Pen-ti-Sao) একটি________?

 
 
 
 

167. পরিপাকতন্ত্র কয়টি অঙ্গসমূহের সমন্বয়ে গঠিত?

 
 
 
 

168. টিকা একটি……… দ্রব্য যা একটি নির্দিষ্ট রোগের বিরুদ্ধে সক্রিয় হয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে।

 
 
 
 

169. হারপিস ভাইরাস এর সংক্রমণের ফলে কোন রোগ দেখা দেয়?

 
 
 
 

170. ক্ষতিকর বর্জ্যপদার্থ দেহ থেকে বের করে দেয় কোন তন্ত্র?

 
 
 
 

171. ওষুধ অধ্যাদেশ-১৯৮২ এর কততম ধারায় বলা হয়েছে “ওষুধ বেশি দামে বিক্রি বা ফার্মাসিউটিক্যালের কাচামাল বেশি দামে আমদানি ও বিক্রির শাস্তি: শাস্তি হিসাবে ব্যক্তি সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে যা ২ বছর পর্যন্ত প্রলম্বিত হতে পারে বা ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় শাস্তি পেতে পারে।”?

 
 
 
 

172. CARITAS একটি…….।

 
 
 
 

173. যে তন্ত্র দেহের কাঠামো, গঠন, আকৃতি প্রদান, বিভিন্ন অঙ্গকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা এবং দেহের চলাচলে সহায়তা করে তাকে কি বলে?

 
 
 
 

174. নিচের কোনটিতে কেন্দ্রিকা ঝিল্পী থাকে না?

 
 
 
 

175. যা গ্রহণের মাধ্যমে আমরা রোগমুক্ত হই তাকে কি বলে?

 
 
 
 

176. জাতীয় ও মাঠ পর্যায়ে আলাদা ব্যবস্থাপনা ও সেবা প্রদানের কাঠামো রয়েছে কোন অধিদপ্তরের?

 
 
 
 

177. কিসের ইংরেজি পরিভাষা হিসেবে ড্রাগ (Drug) অথবা মেডিসিন (Medicine) দুটোকেই সাধারণত ব্যবহার করা হয়?

 
 
 
 

178. আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট-এর অধীনে মোট কয়টি ভলান্টারি কাউন্সেলিং ও চিকিৎসাকেন্দ্র আছে?

 
 
 
 

179. ক্রোমোজোম কোথায় থাকে?

 
 
 
 

180. জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক আন্তঃসরকার সংস্থা বলা হয় কোনটিকে?

 
 
 
 

181. ১ মাইক্রন সমান কত মিলিমাইক্রন??

 
 
 
 

182. ভাইরাস অর্থ কি?

 
 
 
 

183. রসায়নকে পূর্বে কি বলা হতো?

 
 
 
 

184. ওষুধ অধ্যাদেশ-১৯৮২ এর কততম ধারায় বলা হয়েছে”যেসব ওষুধ এই আইনের তিনটি ভিন্ন সিডিউলের অন্তর্ভুক্ত,সেগুলো উৎপাদন,আমদানি ও বিক্রয় নিষিদ্ধ।”?

 
 
 
 

185. চিকিৎসা বিজ্ঞানের (Medical Science) যে অংশ মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ এবং তাদের কার্যক্রম নিয়ে আলোচনা করে, তাকে কি বলে?

 
 
 
 

186. গ্রিক ও আরব বিজ্ঞানীবৃন্দ এবং ভারতের চরক ও শুশ্রুত দ্বারা প্রভাবিত হয়েছিলেন কে?

 
 
 
 

187. হিপোক্রাটিস কোথায় জন্মগ্রহন করেন?

 
 
 
 

188. উৎপাদকের কাছ থেকে হাসপাতাল ও খুচরা ঔষধের বাজারে সরাসরি বন্টন কোন সেক্টরে হয়ে থাকে?

 
 
 
 

189. শুশ্রুত সংহিতা বইয়ে ৭৬০ টি ওষুধকে তাদের সাধারণ গুণ অনুযায়ী কয়টি গোষ্ঠীতে ভাগ করা হয়?

 
 
 
 

190. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষায়িত দপ্তর কোনটি?

 
 
 
 

191. জলাতংক শরীরে প্রবেশ করে… সংস্পর্শে।

 
 
 
 

192. ব্রোসেলা ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয়?

 
 
 
 

193. সুস্বাস্থ্য রক্ষণাবেক্ষণ, রোগ প্রতিরোধ এবং অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য আমরা যা যা করি তার সবই কিসের অন্তর্ভুক্ত?

 
 
 
 

194. BRAC একটি……।

 
 
 
 

195. সরকারিভাবে কতটি ঔষধ বন্টন লক্ষ্য করা যায়?

 
 
 
 

196. দেশে কত ভাগ ঔষধ উৎপাদন করা হয়?

 
 
 
 

197. ফার্মেসি কাউন্সিলে সরকার কর্তৃক কতজন সদস্য মনোনীত হন?

 
 
 
 

198. ফার্মেসী শিক্ষা ও পেশার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কে?

 
 
 
 

199. কয়েকটি অঙ্গ ও সহযোগী কলা মিলে…….. তৈরি হয়?

 
 
 
 

200. ওয়ার্ড পর্যায়ে একটি কমিউনিটি ক্লিনিক গড়ে কতজনকে সেবা দেয়?

 
 
 
 


Scroll to Top