Exam-200 1. খ্রিস্টপূর্ব কত সালে শুশ্রুত সংহিতা রচনা করা হয়? (ক) ৪০০ খ্রিস্টপূর্বে (খ) ৬০০ খ্রিস্টপূর্বে (গ) ৮০০ খ্রিস্টপূর্বে (ঘ) ১০০০ খ্রিস্টপূর্বে 2. ইউনিসেফের বাজেটের বৃহদাংশ ব্যবহার করা হয় কোন খাতে? (ক) স্বাস্থ্য খাতে (খ) যুদ্ধখাতে (গ) জাতীয় বাজেটে (ঘ) দুর্যোগব্যবস্থাপনায় 3. আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক কর্মসূচিগুলোর সঠিক নির্দেশনা দেওয়া ও এগুলোর সঠিক সমন্বয় সাধন করা কার দায়িত্ব? (ক) ইউএনএফপি (খ) ইউএনডিপি (গ) WHO (ঘ) WORLD BANK 4. চিকিৎসা বিজ্ঞানের (Medical Science) যে অংশ মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ এবং তাদের কার্যক্রম নিয়ে আলোচনা করে, তাকে কি বলে? (ক) যৌন বিদ্যা (খ) শারীরবিদ্যা (গ) কৃষ্টিবিদ্যা (ঘ) জৈব বিদ্যা 5. বিএনএমসি এর পূর্ণরূপ কি? (ক) বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল (খ) বাংলাদেশ নার্সিং কাউন্সিল (গ) বাংলাদেশ নার্সিং ফোরাম (ঘ) নার্সিং কাউন্সিল অব বাংলাদেশ 6. ব্যবস্থাপত্র ছাড়া কোন ধরনের ওষুধ বিক্রি করা যাবে না? (ক) Prescription only (খ) OTC (গ) ORS (ঘ) PPI 7. ওষুধ অধ্যাদেশ-১৯৮২ এর কততম ধারায় বলা হয়েছে “লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া কোন ব্যক্তি,ওষুধের ব্যবহার বা চিকিৎসার দাবী সম্পর্কিত কোন বিজ্ঞাপন প্রচার করতে বা প্রচারের অংশ হতে পারবে না।”? (ক) ১৪তম (খ) ১৫তম (গ) ১৬তম (ঘ) ১৭তম 8. দেহের বিভিন্ন অঙ্গের সাথে অথবা একই অঙ্গের বিভিন্ন অংশের সাথে সংযোগ স্থাপন করে কোন কলা? (ক) সঞ্চালক কলা (খ) সংযোজক কলা (গ) পেশী কলা (ঘ) পরিপাকতন্ত্র 9. নিউক্লিয়াসের অপর নাম কি? (ক) সাইটোপ্লাজম (খ) নিউক্লিয়াস (গ) প্রাণকেন্দ্র (ঘ) কলা 10. মলমকে উন্নত করেনকে? (ক) হিপোক্রাটিস (খ) গ্যালেন (গ) আল-কেমিপ্রথম (ঘ) ইমালশান 11. চিকিৎসাশাস্ত্র অনুযায়ী যে কোন বস্তু যা গ্রহণের পর শরীরে প্রতিক্রিয়া তৈরিতে সক্ষম তাকে কি বলে? (ক) ঔষধ (খ) ডায়াগনোস্টিক (গ) সারগ্রাহী (ঘ) ড্রাগ 12. ভাইরাস কোন ধরনের জীবাণু? (ক) অকোষীয় (খ) এককোষীয় (গ) বাইকোষীয় (ঘ) প্রাণী 13. দ্যা বেঙ্গল ড্রাগ রুলস, ১৯৪৬ এর পার্ট কত তে ওষুধ বিক্রয় সম্পর্কে বর্ণনা করা হয়েছে? (ক) পার্ট-১ (খ) পার্ট-২ (গ) পার্ট-৩ (ঘ) পার্ট-৪ 14. ইমহোটেপ এর জন্ম কত খ্রিস্টপূর্বাব্দে? (ক) ২৭২৫ সালে (খ) ২৫০০ সালে (গ) ২৩৫০ সালে (ঘ) ২০০০ সালে 15. একজন ফার্মাসিস্ট, তার ও রোগীর মধ্যকার অর্জিত সম্পর্ককে কি করবেন? (ক) সম্মান (খ) বৈধতা (গ) বিপত্তি (ঘ) প্রতিষ্ঠা 16. ক্রোমোটিন দ্রব্য বা কেন্দ্রিকা কয়টি ক্রোমোজোম নিয়ে গঠিত? (ক) একটি (খ) দুটি (গ) তিনটি (ঘ) চারটি 17. ইউনানি চিকিৎসা শাস্ত্রের প্রধান বিজ্ঞানী হিসাবে কাকে বিবেচনা করা হয়? (ক) অরিস্টটেলেস (খ) গ্যালেন (গ) ইবনে সিনা (ঘ) হিপোক্রাটিস 18. ইস্ট এক প্রকার এককোষী__? (ক) ব্যাকটেরিয়া (খ) ভাইরাস (গ) ছত্রাক (ঘ) প্রোটোজোয়া 19. ঔষধ প্রশাসন অধিদপ্তরের অধীনে কতটি জেলা অফিস আছে? (ক) ২৫টি (খ) ৩৫টি (গ) ৪৫টি (ঘ) ৫৫টি 20. ………এর মাধ্যমে সরকার ফার্মেসী কাউন্সিলের সদস্যসংখ্যা বাড়াতে বা কমাতে পারে। (ক) পুলিশ (খ) প্রজ্ঞাপন (গ) রেজিস্ট্রি (ঘ) বন্ধকী 21. শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে কয়ভাবে শরীরে ব্যাকটেরিয়া প্রবেশ করে? (ক) ১ ভাবে (খ) ২ ভাবে (গ) ৩ ভাবে (ঘ) ৪ ভাবে 22. ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয়? (ক) টাইফয়েড (খ) ম্যালেরিয়া (গ) ডেঙ্গু (ঘ) কলেরা 23. ওষুধ অধ্যাদেশ-১৯৮২ এর কততম ধারায় বলা হয়েছে “সরকারি ওষুধ চুরির শাস্তি শাস্তি হিসাবে ব্যক্তি সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে যা ১০ বছর পর্যন্ত প্রলম্বিত হতে পারে বা ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় শাস্তি পেতে পারে।”? (ক) ২০তম (খ) ২১তম (গ) ২২তম (ঘ) ২৩তম 24. জাতিসংঘের জনসংখ্যা নিয়ন্ত্রণ তহবিল কোনটি? (ক) ইউনিসেফ (খ) WHO (গ) শিশু সংস্থা (ঘ) ইউএনএফপিএ 25. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ/মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস শেষ করেছে? (ক) ২০১০ সালে (খ) ২০১৩ সালে (গ) ২০১৫ সালে (ঘ) ২০১৮ সালে 26. নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সংক্ষিপ্ত রূপ কী? (ক) DGNM (খ) DGMN (গ) DGME (ঘ) DGMM 27. আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট-এর অধীনে মোট কয়টি প্রাথমিক স্বাস্থ্য সেবাকেন্দ্র অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে? (ক) ১৫১ টি (খ) ১৬১ টি (গ) ১৭১ টি (ঘ) ১৮১ টি 28. আমাদের দেহের ভিতরে ও বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাকটেরিয়া কিভাবে বাস করে? (ক) তৈরি বোনা দ্বারা (খ) এককভাবে (গ) দল বেঁধে (ঘ) কোনটিই নয় 29. বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি ফার্মেসি কাউন্সিলে কতজন সদস্য নিয়োগ করতে পারে? (ক) ১জন (খ) ২জন (গ) ৩জন (ঘ) ৪জন 30. নষ্ট ও মেয়াদোত্তীর্ণ ওষুধসমূহ কোন ধরনের কালি দিয়ে চিহ্নিত করতে হবে? (ক) লাল (খ) সাদা (গ) নীল (ঘ) কালো 31. ________ একটি ৬০ ফুট লম্বা এবং ১ ফুট চওড়া কাগজের স্ক্রল যা অনায়াসে গুটিয়ে রাখা যায়। (ক) প্যাপিরাস (খ) মহাব্রাহ্মণ (গ) সংহিতা (ঘ) এবারস্ প্যাপিরাস 32. ফার্মাসিস্টগণ কোন ধরনের পেশাজীবী? (ক) মেডিকেল পেশাজীবী (খ) প্যারামেডিকেল পেশাজীবী (গ) স্বাস্থ্য পেশাজীবী (ঘ) প্রশাসনিক পেশাজীবী 33. হোমিওপ্যাথি ওষুধ কোন ধরনের উপাদান দিয়ে তৈরি করা হয়? (ক) রাসায়নিক উপাদান (খ) মিশ্রণ উপাদান (গ) ভেষজ উদ্ভিদ (ঘ) স্যান্ড 34. UNFPA এর মোট বাজেটের শতকরা কত ভাগ অর্থ ব্যবহার করা হয় কারিগরি সুবিধা প্রদানে? (ক) ৪০-৫০ ভাগ (খ) ৫০-৬০ ভাগ (গ) ৬০-৭০ ভাগ (ঘ) ৭০-৮০ ভাগ 35. কত বছর পূর্বে আরবের চিকিৎসকরা সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে তাঁদের অসামান্য জ্ঞান-প্রতিভার স্বাক্ষর রেখে যান? (ক) ১,০০০বছর (খ) ১২০০বছর (গ) ১৩০০বছর (ঘ) ১৪০০বছর 36. এ্যান্টিক প্যাপিরাস’ (Ebers’ Papyrus) খ্রিস্টের জন্মের প্রায় কত বছর আগে লেখা হয়? (ক) ১৬০০ বছর (খ) ১৭০০ বছর (গ) ১৮০০ বছর (ঘ) ১৯০০ বছর 37. নার্সিং ইন্সটিটিউটসমূহের অন্তর্ভুক্তিকরণ, নার্সিং ও স্বগোত্রীয় পেশাজীবীদের পরীক্ষা এবং রেজিস্টার রক্ষণাবেক্ষণ করা কোন সংস্থার দায়িত্ব? (ক) বিএমডিসি (খ) বিএনসি (গ) এমবিবিডি (ঘ) ডিসিডি 38. সাধারণত চিকিৎসকেরা কোন রোগীর শরীরে ইনফেকশন বা জীবাণু সংক্রমণ হলে কি দিয়ে থাকেন? (ক) ভিটামিন (খ) এন্টিবায়োটিক (গ) এন্টিহিস্টামিন (ঘ) এন্টিজেন 39. রোগ সংক্রমণকালে রোগীকে পৃথকভাবে রাখার ব্যবস্থার প্রবর্তক কে? (ক) শুশ্রুত (খ) হিপোক্রাটিস (গ) গ্যালেন (ঘ) ইবনে সিনা 40. সর্বপ্রথম কোল্ড ক্রীম তৈরি করেন কে? (ক) হিপোক্রাটিস (খ) আল-রাজি (গ) ডিওসকোরাইডিস (ঘ) গ্যালেন 41. বাংলাদেশে ২০১৫ সালে নগরায়ণের হার কতো ছিল? (ক) ৩২% (খ) ৩৩% (গ) ৩৪% (ঘ) ৩৫% 42. এসএমএফ এর পূর্ণরূপ কি? (ক) স্টেট মেডিকেল এন্ড ফ্যাকাল্টি (খ) স্টেট মেডিকেল ফ্যাকাল্টি (গ) স্টেট মেডিকেল ফোরাম (ঘ) স্টেট মেডিকেল ফার্মেসী 43. শুশ্রুত কোথাকার অধিবাসী ছিলেন? (ক) বেনারসের (খ) তাক্ষশিলার (গ) নালন্দার (ঘ) মথুরার 44. শিশুশ্রম বিষয়ক কর্মশালা নিয়ন্ত্রন করে কোন সংস্থা? (ক) ইউনিসেফ (খ) ইউএনএফপি (গ) ইউএনডিপি (ঘ) WHO 45. চিকিৎসা বিষয়ক যে কোন অবহেলা, সঠিক সেবা না দেয়া অথবা পেশার অপব্যবহার সম্পর্কিত বিষয়গুলি দেখভাল করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা কার দায়িত্ব? (ক) বিএমডিসির (খ) বিএনএমসির (গ) এমবিবিডির (ঘ) ডিসিডির 46. খ্রিস্টপূর্ব কত সালে চীনের সম্রাট শেন নাং পেন্টি-সাও’ (Pen-ti-Sao) রচনা করেন? (ক) ১০০০ খ্রিস্টপূর্ব (খ) ২০০০ খ্রিস্টপূর্ব (গ) ৩০০০ খ্রিস্টপূর্ব (ঘ) ৪০০০ খ্রিস্টপূর্ব 47. ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের বাইরে পুরু ও পিচ্ছিল পদার্থের যে আবরণী থাকে তাকে কি বলে? (ক) প্লাজমা (খ) ক্যাপসুল (গ) সাইটোপ্লাজম (ঘ) কোষ প্রাচীর 48. ঐতিহাসিকের মতে কে ছিলেন প্রথম ফার্মাসিস্ট? (ক) হিপোক্রাটিস (খ) আল-কেমি (গ) গ্যালেন (ঘ) ডিওসকোরাইডিস 49. শ্বসনতন্ত্র কয়টি অঙ্গ নিয়ে গঠিত? (ক) ৩টি (খ) ৫টি (গ) ৭টি (ঘ) ৯টি 50. স্টেফাইলোকোক্কাস পাইয়োজেনস্ ব্যাকটেরিয়ার কারনে কোন রোগ হয়? (ক) প্যাসটুল এবং খাদ্যে বিষক্রিয়া (খ) সাইনোসাইটিস্ (গ) মেনিনজাইটিস্ (ঘ) ফুসফুস সংক্রমণ 51. ওষুধ তৈরি-ডিসপেন্সিং,রোগীকে ওষুধ সম্পর্কে জ্ঞান,ওষুধবিষয়ক সচেতনতা তৈরি, ওষুধ সংরক্ষণ,ওষুধ পরিবহন প্রভৃতি কর্মকাণ্ড কোন পেশার অন্তর্গত? (ক) ফার্মাসিস্ট (খ) ডাক্তার (গ) নার্স (ঘ) টেকনিশিয়ান 52. একই রকমের গঠন কাজসম্পন্ন কতগুলো কোষ মিলে কি তৈরি হয়? (ক) কলা বা টিস্যু (খ) ভিটামিন (গ) খনিজ (ঘ) গাছ 53. দরিদ্র দেশগুলিকে সুবিধাজনক শর্তে স্বাস্থ্যশিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক উন্নয়নের জন্য ঋণ প্রদান করে থাকে কোন সংস্থা? (ক) বিশ্ব ব্যাংক (খ) ইউনিসেফ (গ) ইউএনএফপি (ঘ) ইউএনডিপি 54. প্রোটোজোয়া এক ধরনের……. অণুজীব বা জীবাণু। (ক) এককোষীয় (খ) বহুকোষীয় (গ) অকোষীয় (ঘ) একাত্মক 55. সাধারণত ইস্টের আয়তন কত মাইক্রন হয়ে থাকে? (ক) ১-৫ মাইক্রন (খ) ৫-১০ মাইক্রন (গ) ৫০-১০০ মাইক্রন (ঘ) ১০-২০ মাইক্রন 56. এলকোহল ও অন্যান্য নেশা জাতীয় পানীয় এবং মাদক ব্যবহার রোধকল্পে কে কার্যকরী পদক্ষেপ নেবে? (ক) আইনসভা (খ) মাদক নিয়ন্ত্রণ কমিটি (গ) নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় (ঘ) রাষ্ট্র 57. মস্তিষ্ক (Brain), মেরুরজ্জু (Spiral cord) ও স্নায়ু (Nerve) নিয়ে গঠিত কোন তন্ত্রটি? (ক) রেচনতন্ত্র (খ) স্নায়ুতন্ত্র (গ) শ্বাসতন্ত্র (ঘ) প্রজননতন্ত্র 58. স্বাস্থ্য অধিদপ্তর (DGHS) ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর (DGFP) কোন মন্ত্রনালয়ের অধীন? (ক) মামলা ও বিচার মন্ত্রণালয়ের (খ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অধিনায়কের (গ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (ঘ) বাংলাদেশ সংসদের 59. দি প্রাইভেট প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস রেগুলেশন অর্ডিন্যান্স আইন কত সালে তৈরি হয়? (ক) ১৯৬৬ সালে (খ) ১৯৭৫ সালে (গ) ১৯৮২ সালে (ঘ) ১৯৯০ সালে 60. ওষুধ ও ফার্মার্সিউটিক্যাল পণ্য সংরক্ষণের জন্য মডেল ফার্মেসীতে কোন ধরনের রেফ্রিজারেটর ব্যবহার করতে হবে? (ক) ওয়ালটন ফ্রিজ (খ) দেশীয় রেফ্রিজারেটর (গ) আধুনিক রেফ্রিজারেটর (ঘ) ফার্মেসী গ্রেড রেফ্রিজারেটর 61. বাংলাদেশে নিবন্ধিত এন.জি.ও এর সংখ্যা কত? (ক) প্রায় ৪০০ (খ) প্রায় ৫০০ (গ) প্রায় ৬০০ (ঘ) প্রায় ৭০০ 62. চরক কার রাজবৈদ্য ছিলেন? (ক) কাশীর মহারাজার (খ) কেনিয়া কুমারির মহারাজার (গ) সম্রাট আকবরের (ঘ) সম্রাট অশোকের 63. ………. কোষের মাঝের এক ধরনের জটিল ও ঘন তরল পদার্থ। (ক) সাইটোপ্লাজম (খ) নিউক্লিয়াস (গ) প্রাণকেন্দ্র (ঘ) কলা 64. ‘চরক সংহিতা’ কত খ্রিষ্টপূর্বাব্দে লেখা হয়? (ক) ৬০০ খ্রিষ্টপূর্বাব্দে (খ) ৮০০ খ্রিষ্টপূর্বাব্দে (গ) ১০০০ খ্রিষ্টপূর্বাব্দে (ঘ) ১২০০ খ্রিষ্টপূর্বাব্দে 65. স্ট্রেপটোকোক্কাস ব্যাকটেরিয়ার কারনে কোন রোগ হয়? (ক) ম্যানিনজাইটিস+সেপটিসেমিয়া (খ) গনোরিয়া (গ) ফ্যারিনজাইটিস্-+টনসিলাইটিস্+স্কারলেট জ্বর (ঘ) বটুলিজম+ধনুষ্টংকার 66. আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট-এর অধীনে মোট কয়টি সমন্বিত প্রজনন স্বাস্থ্য সেবাকেন্দ্র আছে? (ক) ২১ টি (খ) ১৮ টি (গ) ২৪ টি (ঘ) ৩১ টি 67. উৎপাদকের কাছ থেকে পাইকারী ও খুচরা বিক্রেতার কাছে বা হাসপাতালে সরাসরি বন্টন করা কোন সেক্টরে হয়ে থাকে? (ক) সরকারি সেক্টরে (খ) বেসরকারি সেক্টরে (গ) সার্ভিস সেক্টরে (ঘ) প্রাইভেট সেক্টরে 68. সালমোনেলা ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয়? (ক) ম্যানিনজাইটিস (খ) ধনুষ্টংকার (গ) গনোরিয়া (ঘ) খাদ্যে বিষক্রিয়া 69. একটি হাঁচি, কাঁশিতে কত সংখ্যক ব্যাকটেরিয়া নির্গমন হয়? (ক) দশ হাজার (খ) এক লক্ষ (গ) দুই লক্ষ (ঘ) লক্ষ লক্ষ 70. কে নতুন ওষুধ নিজের শরীরে প্রয়োগ করে পরীক্ষা করতেন? (ক) শেন নাং (খ) তুতমকমেনেবী (গ) আল রাজি (ঘ) ইমহোটেপ 71. ২০৫০ সাল নাগাদ নগর জনসংখ্যা কত শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবার সম্ভবনা রয়েছে? (ক) ৪৪% (খ) ৫২% (গ) ৫৬% (ঘ) ৫৭% 72. সরকারি বিশেষায়িত হাসপাতালগুলো বেশিরভাগ কোথায় অবস্থিত? (ক) বিভাগীয় শহরে (খ) উপজেলা সদরে (গ) গ্রামে (ঘ) বিভাগীয় প্রতিষ্ঠানে 73. নিচের কোনটি চর্মরোগ এবং শ্বাসনালী ও অন্ত্রনালীর রোগের কারণ হতে পারে? (ক) ছত্রাক (খ) ইস্ট (গ) জীবাণু (ঘ) ব্যাকটেরিয়া 74. কে সম্রাট হওয়া সত্বেও অতি সাধারণ পোশাক পরতেন এবং সাদাসিদা জীবনযাপন করতেন? (ক) কিজিয়াক (খ) ইমহোটেপ (গ) হ্যাটশেপসুত (ঘ) তুতমকমেনেবী 75. মডেল ফার্মেসীতে কাজ করতে চাইলে ‘সি’ গ্রেড ফার্মাসিস্টদের বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক অনুমোদিত কত ঘন্টার মডেল মেডেসিন শপ স্থাপন ও পরিচালনার ওরিয়েন্টেশন প্রশিক্ষণ নিতে হবে? (ক) ৬০ ঘন্টার (খ) ৭০ ঘন্টার (গ) ৮০ ঘন্টার (ঘ) ৯০ ঘন্টার 76. ফার্মেসীতে দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্টের নাম এবং পেশাগত নিবন্ধন সনদ (ফার্মাসিস্ট সার্টিফিকেট) কোথায় রাখতে হবে? (ক) ফার্মেসির যেকোন জায়গায় (খ) সহজে দৃষ্টিগোচর হয় এরূপ স্থানে (গ) সিন্দুকে (ঘ) ড্রয়ারে 77. এবারস্ প্যাপিরাসে কয় ধরনের ওষুধের বর্ণনা আছে? (ক) ৫০০টি (খ) ৭০০টি (গ) ১০০০টি (ঘ) ১৫০০টি 78. কে তার ওষুধগুলোকে ডোজেস ফর্মে তৈরি করতেন? (ক) চরক (খ) আল রাজি (গ) শুশ্রুত (ঘ) শেন নাং 79. সকল ‘এ’ গ্রেড ফার্মাসিস্টদের জন্য বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক অনুমোদিত মডেল ফার্মেসী স্থাপন ও পরিচালনার ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কত ঘন্টার হয়ে থাকে? (ক) ৩০ঘন্টার (খ) ৪০ ঘন্টা (গ) ৫০ ঘন্টা (ঘ) ৬০ ঘন্টা 80. সাধারণ সর্দি-কাশিতে কোনটি দেয়া যাবে না? (ক) এন্টিবায়োটিক (খ) এন্টিহিস্টামিন (গ) নসোয়াসিডাল (ঘ) এন্টিজেন 81. মাদক ও মনোরোগের ওষুধ/দ্রব্যাদি এবং চিকিৎসা ও মাদকাসক্তদের পুনর্বাসন নিয়ন্ত্রণ করা হয় কোন আইনের মাধ্যমে? (ক) মাদক নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ (খ) মোবাইল কোর্ট আইন,২০০৯ (গ) ফার্মেসী অধ্যাদেশ আইন, ১৯৭৬, ২০১৩ (ঘ) বিশেষ ক্ষমতা আইন,১৯৭৪ 82. নিসারিয়া ম্যানিনজাইটিস্ ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয়? (ক) ম্যানিনজাইটিস,সেপটিসেমিয়া (খ) গনোরিয়া (গ) গনোরিয়া (ঘ) খাদ্য বিষক্রিয়া 83. বেড়সোনিয়া একধরনের ___? (ক) নন্-প্যাথজেনিক অণুজীব (খ) টক্সিন (গ) অণুজীব (ঘ) ভাইরাস 84. UNFPA তার বাজেটের শতকরা কত ভাগ অর্থ প্রদান করে অনুন্নত দেশগুলিতে? (ক) ৫০ ভাগ (খ) ৬০ ভাগ (গ) ৭০ ভাগ (ঘ) ৮০ ভাগ 85. ইমহোটেপ ছিলেন একজন মিশরীয় _________? (ক) অংগবিন্যাসকার (খ) সম্রাট বা ফারাও (গ) শিকারী (ঘ) ভৌতত্ত্ববিদ 86. বাংলাদেশ বোর্ড অব ইউনানী এন্ড আয়ুর্বেদিক সিস্টেমস্ অব মেডিসিন (বিইউএন্ডএবি) এর কাজ কি? (ক) ইউনানী ও আয়ুর্বেদিক শিক্ষা এবং সেবা দেয়া (খ) হোমিওপ্যাথি শিক্ষা এবং সেবা দেয়া (গ) ফার্মেসী শিক্ষা এবং সেবা দেয়া (ঘ) আলোপাথিক শিক্ষা এবং সেবা দেয়া 87. ফার্মেসীতে দায়িত্বপ্রাপ্ত অনুমোদিত কর্মীদের ক্ষেত্রে কোন পরিবর্তন হলে বা দায়িত্বরত ফার্মাসিস্টকে তার চুক্তি হতে অব্যহতি দিলে তা ঔষধ প্রশাসন অধিদপ্তরকে কত দিনের মধ্যে লিখিতভাবে অবহিত করতে হবে? (ক) ২৪ ঘন্টার মধ্যে (খ) ৩ দিনের মধ্যে (গ) ৭দিনের মধ্যে (ঘ) ১৪ দিনের মধ্যে 88. মাদক নিয়ন্ত্রণ আইন কত সালে করা হয়? (ক) ১৯৮৯ সালে (খ) ১৯৯০ সালে (গ) ১৯৯১ সালে (ঘ) ১৯৯২ সালে 89. সাধারণভাবে আমরা যে সব ওষুধ গ্রহণ করি তার বেশির ভাগই হচ্ছে বিভিন্ন_______। (ক) খাদ্য (খ) জল (গ) ভিটামিন (ঘ) রাসায়নিক 90. পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর সংক্ষিপ্ত রূপ কী? (ক) DGFP (খ) DGPT (গ) DGBD (ঘ) DGDG 91. রাইনো ভাইরাস এর সংক্রমণের ফলে কোন রোগ দেখা দেয়? (ক) সাধারণ ঠান্ডা লাগা (খ) ইনফ্লুয়েঞ্জা (গ) কোলেরা (ঘ) পলিওমাইলেটিস 92. COPD এর পূর্ণরূপ কি? (ক) ক্রনিক অ্যামিউটফারসিস ডিজিজ (খ) ক্রনিক অবস্ট্রাক্টিভ অ্যামিউটফারসিস ডিজিজ (গ) ক্রনিক অবস্ট্রাক্টিভ অস্থমা অ্যামিউটফারসিস ডিজিজ (ঘ) ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ 93. আয়ুর্বেদীয় চিকিৎসা পদ্ধতির উৎপত্তি কোথায়? (ক) মিশর (খ) চীন (গ) ভারতবর্ষে (ঘ) গ্রীস 94. ডাক্তার, ডেন্টিস্ট ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের নিবন্ধনের কাজটি নিয়ন্ত্রণ করে থাকে কোন সংস্থা? (ক) বিএমডিসি (খ) বিএনএমসি (গ) এমবিবিডি (ঘ) ডিসিডি 95. মডেল ফার্মেসির চারপাশের তাপমাত্রা কত ডিগ্রী সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে? (ক) ২৭ ডিগ্রী (খ) ২৮ ডিগ্রী (গ) ২৯ ডিগ্রী (ঘ) ৩০ ডিগ্রী 96. কে যুদ্ধে আহত সৈন্যদের হাড় জোড়া লাগানোর জন্য বিশেষ ব্যান্ডেজ ও লতাগুল্ম ব্যবহার করতেন? (ক) মেগাস্থিনিজ (খ) শেন নাং (গ) ইমহোটেপ (ঘ) তুতমকমেনেবী 97. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রান্তিক পর্যায়ের সেবাকেন্দ্র কোনটি? (ক) জেনারেল হাসপাতাল (খ) উপজেলা হেলথ কমপ্লেক্স (গ) কমিউনিটি ক্লিনিক (ঘ) প্রাইভেট ক্লিনিক 98. হাত ও পায়ের পেশী, অন্যান্য অঙ্গের পেশী, দেহকান্ডের পেশী এবং হৃৎপেশী নিয়ে গঠিত কোন তন্ত্র? (ক) প্রজননতন্ত্র (খ) কংকালতন্ত্র (গ) অন্তক্ষরাগ্রন্থি তন্ত্র (ঘ) পেশীতন্ত্র 99. যা গ্রহণের মাধ্যমে আমরা রোগমুক্ত হই তাকে কি বলে? (ক) ওষুধ (খ) বিটামিন (গ) খাবার (ঘ) পরামর্শ 100. মানবদেহ কয়টি তন্ত্র মিলে গঠিত? (ক) ৩টি (খ) ৫টি (গ) ৭টি (ঘ) ৯টি 101. পরিবহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থা এর সংক্ষিপ্ত রূপ কী? (ক) TEMO (খ) TELO (গ) TANK (ঘ) TEUD 102. একজন দক্ষ ওষুধবিজ্ঞানী তার জ্ঞান ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে ড্রাগকে কিসে পরিণত করেন? (ক) স্টেরয়েড (খ) ভিটামিন (গ) ওষুধ (ঘ) জীবন্ত উপাদান 103. মডেল মেডিসিন শপ কত বছরের বেশী সময়ের জন্য বন্ধ থাকলে পুনরায় মেডিসিন শপকে সচল করার জন্য ঔষধ প্রশাসনে নতুনভাবে আবেদন করতে হবে? (ক) এক বছর (খ) দুই বছর (গ) তিন বছর (ঘ) চার বছর 104. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিভাগ কয়জন সচিবের অধীনে পরিচালিত হয়? (ক) দুইজন (খ) তিনজন (গ) চারজন (ঘ) পাঁচজন 105. কোন ধরনের ওষুধের কার্যকারিতা অত্যন্ত ধীর? (ক) আয়ুর্বেদ (খ) হোমিওপ্যাথি (গ) এলোপ্যাথি (ঘ) প্রাকৃতিক চিকিৎসা 106. জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সংক্ষিপ্ত রূপ কী? (ক) NEPORT (খ) NAPRO (গ) NIPORT (ঘ) RIPORT 107. শুশ্রুত সংহিতা বইয়ে ৭৬০ টি ওষুধকে তাদের সাধারণ গুণ অনুযায়ী কয়টি গোষ্ঠীতে ভাগ করা হয়? (ক) ৪টি (খ) ৫টি (গ) ৬টি (ঘ) ৭টি 108. বাচ্চার সময় ১৫ মাস পূর্ণ হলে কোন টিকা দিতে হয়? (ক) এমআর ১ (খ) এমআর ২ (গ) এমআর ৩ (ঘ) এমআর ৪ 109. নিচের কোনটি অত্যন্ত বিশুদ্ধ এবং সুনির্দিষ্ট রোগের ওপর কাজ করে? (ক) আয়ুর্বেদ (খ) হোমিওপ্যাথি (গ) এলোপ্যাথি (ঘ) প্রাকৃতিক চিকিৎসা 110. সিগেলা ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয়? (ক) ব্যাসেলারী ডিসেন্ট্রি বা রক্ত আমাশয় (খ) মূত্রনালী এবং ক্ষতের সংক্রমণ (গ) নিউমোনিয়া (ঘ) গনোরিয়া 111. স্বাস্থ্যসেবায় দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে কয়টি শ্রেণিতে ভাগ করা হয়? (ক) ২টি (খ) ৩টি (গ) ৪টি (ঘ) ৫টি 112. এইডস্ সম্পর্কিত নানাবিধ জনসচেতনামূলক প্রকল্প পরিচালনা করে থাকে কোন সংস্থা? (ক) বিশ্ব ব্যাংক (খ) ইউনিসেফ (গ) ইউএনএফপিএ (ঘ) ইউএনডিপি 113. বর্তমানে স্বাস্থ্য বিষয়ক ও মানব সম্পদ উন্নয়ন খাতে বিশ্ব ব্যাংকের প্রদত্ত ঋণ তাদের প্রদত্ত মোট ঋণের কত শতাংশ? (ক) ২০ (খ) ২৫ (গ) ৩০ (ঘ) ৩৫ 114. ওষুধ অধ্যাদেশ-১৯৮২ এর কততম ধারায় বলা হয়েছে”যেসব ওষুধ এই আইনের তিনটি ভিন্ন সিডিউলের অন্তর্ভুক্ত,সেগুলো উৎপাদন,আমদানি ও বিক্রয় নিষিদ্ধ।”? (ক) ৩য় (খ) ৫ম (গ) ৮ম (ঘ) ১০ম 115. কোন ব্যাকটেরিয়ার চলাচলে সাহায্য করে? (ক) কোলিব্রি (খ) পেরিপ্লানা (গ) ব্যাসিলাস (ঘ) ফ্লাজেলা 116. দেশে কত ভাগ ঔষধ উৎপাদন করা হয়? (ক) ৮০-৯০% (খ) ৯০-৯৫% (গ) ৯৫-৯৮% (ঘ) ৯৮-১০০% 117. ভাইরাস’ কোন ভাষার শব্দ? (ক) ল্যাটিন (খ) ইংরেজি (গ) সংস্কৃত (ঘ) বাংলা 118. মাইকোব্যাকটেরিয়াম লেপরি ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয়? (ক) কুষ্ঠ রোগ (খ) টাইফয়েড (গ) ম্যালেরিয়াড (ঘ) ডেঙ্গু 119. যে তন্ত্রের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সাহায্যে শরীর বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন-ডাই-অক্সাইড বায়ুতে নিঃসৃত করে তাকে কি বলে? (ক) সঞ্চালক কলা (খ) শ্বসনতন্ত্র (গ) পেশী কলা (ঘ) সংযোজক কলা 120. ওষুধ হচ্ছে বিশেষ ধরনের…….। (ক) রাসায়নিক যৌগ (খ) ভেষজ (গ) অণু (ঘ) খাবার 121. এমএসএইচ এর পূর্ণরূপ কি? (ক) ম্যানেজমেন্ট সায়েন্টিস্ট ফর হেলথ (খ) ম্যানেজমেন্ট সায়েন্সেস অব হেলথ (গ) ম্যানেজমেন্ট সায়েন্সেস ফর হিউম্যানটি (ঘ) ম্যানেজমেন্ট সায়েন্সেস ফর হেলথ 122. বিপজ্জনক ওষুধ বিষয়ক বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে কোন আইন? (ক) বিপজ্জনক ওষুধ আইন ১৯২৭ এবং ১৯২৭ (খ) বিপজ্জনক ওষুধ আইন ১৯২৮ এবং ১৯৭১ (গ) বিপজ্জনক ওষুধ আইন ১৯২৯ এবং ১৯৬১ (ঘ) বিপজ্জনক ওষুধ আইন ১৯৩০ এবং ১৯৫১ 123. মৃতদেহ সংরক্ষণের জন্য মমি তৈরির কৌশল আবিস্কার করেন কে? (ক) তুতমকমেনেবী (খ) আল রাজি (গ) ইমহোটেপ (ঘ) মেগাস্থিনিজ 124. জাতিসংঘের শিশু তহবিল নিয়ন্ত্রণ করে কোন সংস্থা? (ক) ইউএনএফপি (খ) ইউনিসেফ (গ) WHO (ঘ) শিশু সংস্থা 125. কে বানর ও শুকরের দেহ ব্যবচ্ছেদ করেন এবং ধারণা করেন যে এদের সাথে মানবদেহের অনেক মিল রয়েছে? (ক) গ্যালেন (খ) হিপোক্রাটিস (গ) ডিওসকোরাইডিস (ঘ) শ্যান 126. ওষুধ অধ্যাদেশ-১৯৮২ এর কততম ধারায় বলা হয়েছে “সরকার অফিসিয়াল গেজেটে প্রজ্ঞাপণ জারির মাধ্যমে এই অধ্যাদেশের উদ্দেশ্য পালনের জন্য বিধিমালা তৈরি করতে পারবে।”? (ক) ১০ম (খ) ১৫তম (গ) ২০তম (ঘ) ২৫তম 127. কার লিখিত অনুমতি ছাড়া কোন ডাক্তার প্রেসক্রিপশনে কোন এ-শ্রেণি অথবা বি-শ্রেণির মাদককে ওষুধ হিসাবে প্রেসক্রাইব করতে পারবে না? (ক) ফার্মেসি কাউন্সিলের সচিবের (খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মহাপরিচালকের (গ) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ঘ) সচিবের 128. শুশ্রুত অস্ত্রোপচারের জন্য কয়টি যন্ত্রপাতির নকশা লিপিবদ্ধ করেন? (ক) ১০টি (খ) ২০টি (গ) ৬০টি (ঘ) ১২০টি 129. ওষুধ অধ্যাদেশ-১৯৮২ এর কততম ধারায় বলা হয়েছে “বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের যেকোন নিবন্ধনে নিবন্ধিত ফার্মাসিস্টের ব্যক্তিগত সুপারভিশন ছাড়া কোন ব্যক্তি কোন ওষুধ উৎপাদন ও বিক্রয় করতে পারবে না।” ? (ক) ১১তম (খ) ১২তম (গ) ১৩তম (ঘ) ১৪তম 130. ফার্মেসি কাউন্সিলে সরকার কর্তৃক কতজন সদস্য মনোনীত হন? (ক) ১জন (খ) ২জন (গ) ৩জন (ঘ) ৪জন 131. ১ মাইক্রন সমান কত মিলিমাইক্রন?? (ক) ১০ মিলিমাইক্রন (খ) ৫০০ মিলিমাইক্রন (গ) ৫০ মিলিমাইক্রন (ঘ) ১০০০ মিলিমাইক্রন 132. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে কোনটি স্বায়ত্তশাসিত সংস্থা? (ক) বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল (খ) বাংলাদেশ মেডিকেল কাউন্সিল (গ) বাংলাদেশ নার্সিং কাউন্সিল (ঘ) বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি 133. ইউরোপ মহাদেশের বিজ্ঞানীরা ‘ফাদার অব মেডিসিন’ নামে অভিহিত করেন কাকে? (ক) চরক (খ) তুতমকমেনেবী (গ) হিপোক্রাটিস (ঘ) শুশ্রুত 134. DGDA এর পূর্নরূপ কি? (ক) ঔষধ প্রশাসন অধিদপ্তর (খ) ঔষধ গ্রাহক প্রতিষ্ঠান অধিদপ্তর (গ) দেশগুলোর ড্রাগ প্রতিষ্ঠানের সমন্বয় কর্তৃপক্ষ (ঘ) দেশগুলোর ঔষধ সমন্বয় পরিষদ 135. প্রাচীনকালে মানুষ রোগমুক্তির জন্য যেসব ওষুধ ব্যবহার করতো তার অধিকাংশই কোন ধরনের ওষুধ ছিল? (ক) আয়ুর্বেদিক (খ) ভেষজ (গ) হোমিওপ্যাথিক (ঘ) প্রাকৃতিক 136. বর্তমান সময়ের মূলধারার ওষুধ কোনটি? (ক) আয়ুর্বেদ (খ) হোমিওপ্যাথি (গ) এলোপ্যাথি (ঘ) প্রাকৃতিক চিকিৎসা 137. আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট-এর অধীনে মোট কয়টি প্রত্যক্ষ চিকিৎসাকেন্দ্র আছে? (ক) ৬২ টি (খ) ৭৫ টি (গ) ৯২ টি (ঘ) ১০৪ টি 138. মূত্রের মাধ্যমে শরীর থেকে বর্জ্য পদার্থসমূহ বের করে দেয়া কোন তন্ত্রের কাজ? (ক) প্রজননতন্ত্র (খ) স্নায়ুতন্ত্র (গ) শ্বাসতন্ত্র (ঘ) রেচনতন্ত্র 139. একটি মডেল ফার্মেসী কোন গ্রেডের ফার্মাসিস্ট দ্বারা পরিচালিত হতে হবে? (ক) এ গ্রেড (খ) বি গ্রেড (গ) সি গ্রেড (ঘ) ডি গ্রেড 140. মীনা কার্টুন কোন সংস্থার দ্বারা পরিচালিত হয়? (ক) ইউএনএফপি (খ) ইউনিসেফ (গ) ইউএনডিপি (ঘ) WHO 141. অনুর্ধ ৫ বছর এর শিশু যাদের স্বাস্থ্য সর্বাধিক ঝুঁকিপূর্ণ তাদের স্বাস্থ্যের সুরক্ষায় সম্পদের সিংহভাগ খরচ করে থাকে কোন সংস্থাটি? (ক) ইউনিসেফ (খ) ইউএনএফপি (গ) ইউএনডিপি (ঘ) WHO 142. আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট-এর অধীনে মোট কয়টি সিটি কর্পোরেশনে অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে? (ক) ৯টি (খ) ১০টি (গ) ১১ টি (ঘ) ১২টি 143. যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে ফার্মাসিস্ট হিসাবে নিবন্ধনের উদ্দেশ্যে ফার্মেসী পরীক্ষার অনুমোদন দেয় কে? (ক) ফার্মেসী কাউন্সিল (খ) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর (গ) সংসদ (ঘ) কোনটিই নয় 144. একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির সংক্রমণ (Infection) হলে এমপিসিলিন (৫০০ মি.গ্রা.) ৮ ঘন্টা অন্তর অন্তর দিনে কতবার খেতে? (ক) ৩ বার (খ) ৪ বার (গ) ৫ বার (ঘ) ৬ বার 145. চরক এবং শুশ্রুত যে কাজ করে গেছেন সেগুলোই আজকের _________এর ভিত? (ক) আয়ুর্বেদীয় শাস্ত্র (খ) হোমিওপ্যাথি (গ) নেত্রচিকিৎসা (ঘ) প্লাস্টিক সার্জারি 146. চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা সেবা দক্ষতার মান নিশ্চিত করা কোন প্রতিষ্ঠানের দায়িত্ব? (ক) বিএমডিসি (খ) বিএনএমসি (গ) এমবিবিডি (ঘ) ডিসিডি 147. শরীরে ব্যাকটেরিয়া প্রবেশের দিক দিয়ে সংস্পর্শ কয় প্রকারের হয়ে থাকে? (ক) এক (খ) দুই (গ) তিন (ঘ) চার 148. রুবেলা ভাইরাস এর সংক্রমণের ফলে কোন রোগ দেখা দেয়? (ক) জার্মান মিজেলস্ (খ) মিজেলস (গ) জলাতঙ্ক (ঘ) হারপিস সিমপ্লেক্স 149. ইউরোপের বিজ্ঞানীরা আল রাজীকে কি নামে ডাকে? (ক) র্যাজেস্ (খ) ব্যাগদাদের প্রধান (গ) গ্যালেন (ঘ) ইবনে সিনা 150. ব্যাকটেরিয়ার রাইবোজম, ভলিউটিন দানা, ক্ষুদ্রক্ষুদ্র গহ্বর, কলন ও ক্রোমোটাফোর থাকে কোনটিতে? (ক) সাইটোপ্লাজমে (খ) প্লাজমা ঝিল্পীতে (গ) কোষ প্রাচীরে (ঘ) ক্যাপসুলে 151. রক্ত সঞ্চালন, ভারসাম্য রক্ষা ও যোগাযোগ রক্ষা কোন তন্ত্রের প্রধান কাজ? (ক) স্নায়ুতন্ত্র (খ) শ্বাসতন্ত্র (গ) প্রজননতন্ত্র (ঘ) রক্ত ও রক্তসংবহন তন্ত্র 152. উপজেলা হেলথ কমপ্লেক্স এর পরবর্তী পর্যায়ের স্বাস্থ্যসেবা দেয়া হয় কোথায়? (ক) উপজেলা সদরের হাসপাতালে (খ) উপজেলা শহরের হাসপাতালে (গ) জেলা সদরের হাসপাতালে (ঘ) জেলা শহরের হাসপাতালে 153. নড়াচড়া ও চলনে সহায়তা করা কোন তন্ত্রের কাজ? (ক) প্রজননতন্ত্র (খ) কংকালতন্ত্র (গ) অন্তক্ষরাগ্রন্থি তন্ত্র (ঘ) পেশীতন্ত্র 154. তোয়ালে, বিছানাপত্র, খাওয়ার পাত্র ইত্যাদির মাধ্যমে কোন ধরনের সংস্পর্শ ঘটে থাকে? (ক) প্রত্যক্ষ (খ) পরোক্ষ সংস্পর্শে (গ) উভয়ই (ঘ) কোনটিই নয় 155. ঔষধ প্রশাসন অধিদপ্তরের সংক্ষিপ্ত রূপ কী (ক) DGDA (খ) DGDM (গ) DHOM (ঘ) DWHO 156. কারা একমাত্র স্বীকৃত পেশাজীবী যারা রোগ নির্ণয় ও ওষুধের নাম-মাত্রা ও ব্যবহারের মেয়াদ নির্ধারণ করে থাকেন? (ক) ডাক্তার (খ) নার্স (গ) ফার্মাসিস্ট (ঘ) টেকনিশিয়ান 157. হিপোক্রাটিসের লিখিত বইয়ের নাম কি? (ক) ম্যাটেরিয়া মেডিকা (খ) শুশ্রুত সংহিতা (গ) চরক সংহিতা (ঘ) সুস্রুত সংহিতা 158. বাচ্চা জন্মের ৬ সপ্তাহ পর কোন টিকা দিতে হয়? (ক) পেন্টাভ্যালেন্ট ১, পিসিভি ১ এবং ওপিভি ১ (খ) পিসিভি ১ এবং ওপিভি ১ (গ) পেন্টাভ্যালেন্ট ১ (ঘ) কোনটিও না 159. মাইক্সো ভাইরাস এর সংক্রমণের ফলে কোন রোগ দেখা দেয়? (ক) পলিওমাইলেটিস (খ) ইনফ্লুয়েঞ্জা (গ) কলেরা (ঘ) ডেঙ্গু 160. জাইকা এর পূর্ণরূপ কি? (ক) জার্মান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (খ) জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (গ) জর্ডান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (ঘ) জাবালে নূর ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি 161. স্বাস্থ্য অধিদপ্তর-এর সংক্ষিপ্ত রূপ কী? (ক) DGHS (খ) DGUO (গ) DGBD (ঘ) DGDS 162. জাতীয় তড়িৎ-প্রকৌশল চিকিৎসা যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ওয়ার্কশপ এর সংক্ষিপ্তরূপ কী? (ক) TELO (খ) HEU (গ) NEPO (ঘ) NEMEMW&TC 163. USAID, UKaid, JICA এগুলো কোন ধরনের সংস্থা? (ক) একপাক্ষিক (খ) দ্বি-পাক্ষিক সংস্থা (গ) তৃপাক্ষিক (ঘ) বহুপাক্ষিক 164. স্ট্রেপটোকোক্কাস নিউমোনিয়া ব্যাকটেরিয়ার কারনে কোন রোগ হয়? (ক) নিউমোনিয়া,সাইনোসাইটিস্ ,মেনিনজাইটিস্,ফুসফুস সংক্রমণ (খ) গনোরিয়া (গ) ফ্যারিনজাইটিস্-+টনসিলাইটিস্+স্কারলেট জ্বর (ঘ) বটুলিজম+ধনুষ্টংকার 165. নিচের কোনটি সাধারণত বর্ণহীন অর্ধ-তরল থকথকে বস্তু? (ক) সাইটোপ্লাজম (খ) ক্যাপসুল (গ) প্লাজমা (ঘ) কোষ প্রাচীর 166. মূলনীতির কথা কোন দফায় বলা হয়েছে? (ক) দফা-১৪ (খ) দফা-১২ (গ) দফা-১৬ (ঘ) দফা-১৫ 167. আল রাজি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহন করেন? (ক) ৮৬৫ খ্রিস্টাব্দে (খ) ৪২৫ খ্রিস্টাব্দে (গ) ১৩০ খ্রিস্টাব্দে (ঘ) ৯৮০ খ্রিস্টাব্দে 168. সংকোচন ও প্রসারণের মাধ্যমে আমাদের অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন, নাড়াচড়া ও চলাফেরা করতে সাহায্য করে কোন কলা? (ক) সঞ্চালক কলা (খ) সংযোজক কলা (গ) পেশী কলা (ঘ) পরিপাকতন্ত্রের 169. CARITAS একটি…….। (ক) এনজিও (খ) মাল্টিন্যাশনাল কোম্পানী (গ) লাভজনক সংস্থা (ঘ) সরকারি সংস্থা 170. কত বছরের নিচের শিশুদের কাছে ওষুধ ডিসপেন্স বা বিক্রয় থেকে বিরত থাকতে হবে? (ক) ৫ বছরের (খ) ৭ বছরের (গ) ১০ বছরের (ঘ) ১২ বছরের 171. ল্যাবরেটরিতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা ওষুধ, ওষুধের কোন ধরনের উৎস? (ক) জৈব (খ) প্রাকৃতিক (গ) কৃত্রিম (ঘ) ভেষজ 172. আইএইচটি এর পূর্ণরূপ কি? (ক) ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি (খ) ইনস্টিটিউট টেকনোলজি (গ) ইনস্টিটিউট অব হামার টেকনোলজি (ঘ) ইন্সটিটিউট অব হেলথ ট্রেনিং 173. যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে কি বলে? (ক) প্যাথজেনিক অণুজীব (খ) নন্-প্যাথজেনিক অণুজীব (গ) ব্যাকটেরিয়া (ঘ) প্রোটোজোয়া 174. ফার্মেসীর ড্রাগ লাইসেন্স ও ট্রেড লাইসেন্স কোথায় রাখতে হবে? (ক) ফার্মেসির যেকোন জায়গায় (খ) সহজে দৃষ্টিগোচর হয় এরূপ স্থানে (গ) সিন্দুকে (ঘ) ড্রয়ারে 175. ডিওসকোরাইডিস কোথায় জন্মগ্রহন করেন? (ক) গ্রিসে (খ) রোমে (গ) মিশরে (ঘ) তুরস্কে 176. জীবকোষের বাইরে ভাইরাস কিসের মতো অবস্থান করে? (ক) প্লাজমা (খ) জড়বস্তু (গ) সেলুলোজ (ঘ) গ্লাইকোজ 177. ___ প্রোটোপ্লাজম দ্বারা গঠিত এক প্রকার চুলের ন্যায় উপাঙ্গ। (ক) স্পিরুলা (খ) ফ্লাজেলা (গ) সিলিয়া (ঘ) প্লাজমা 178. সেভ দ্যা চিলডেন একটি…….। (ক) এনজিও (খ) ব্যবসা প্রতিষ্ঠান (গ) ওষুধ প্রতিষ্ঠান (ঘ) এমপিও 179. ব্যক্তি/রোগীকে ঔষধ প্রয়োগের ক্ষেত্রে সর্বোত্তম ব্যবহার করতে সাহায্য করেন কে? (ক) ফার্মাসিস্ট (খ) ডাক্তার (গ) প্যারামেডিক (ঘ) নার্স 180. কোন ধরনের ফার্মেসী প্রসাধনী ও অন্যান্য স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি উন্নয়ণের পণ্যাদি মজুদ ও বিক্রি করার অনুমোদন পাবে? (ক) সাধারণ ফার্মেসী (খ) কমিউনিটি ফার্মেসী (গ) এলাকাভিত্তিক ফার্মেসী (ঘ) মডেল ফার্মেসী 181. ইউনিসেফ-এর বাজেটের শতকরা কত ভাগ বিভিন্ন সরকারের দান হতে প্রাপ্ত? (ক) ৫০ ভাগ (খ) ৬০ ভাগ (গ) ৭০ ভাগ (ঘ) ৮০ ভাগ 182. মডেল ফার্মেসীতে কোনটি থাকা আবশ্যক? (ক) রেফ্রিজারেটর (খ) টিভি (গ) চেয়ার (ঘ) ফ্যান 183. ওষুধের পরিমাণ (ডোজ) নির্ণয়ের জন্য রোগীর কি জানা অত্যাবশ্যক? (ক) বয়স ও ওজন (খ) উচ্চতা (গ) তাপমাত্রা (ঘ) সবগুলো 184. আমাদের শরীরে জৈব সংশ্লেষিত ভিটামিন বি-কমপ্লেক্স সরবরাহ করে থাকে কোন ব্যাকটেরিয়া? (ক) এসকেরিশিয়া কোলাই (খ) সাইমোনেলা টাইফি (গ) টুবারকুলোসিস (ঘ) ডিফ্থেরিয়া 185. বেশির ভাগ প্যাথজেনিক অণুজীব কতগুলো রাসায়নিক বস্তু নিঃসৃত করে যাদেরকে ___ বলে। (ক) এঞ্জাইম (খ) টক্সিন (গ) অ্যামিনো এসিড (ঘ) ক্লরোফিল 186. নিচের কোন ব্যাকটেরিয়া যক্ষ্মার জন্য দায়ী? (ক) টিউবারকুলোসিস্ (খ) সালমোনেলা টাইফি (গ) কলেরা (ঘ) হাম 187. মডেল ফার্মেসীকে সাময়িক ভাবে বন্ধ হওয়ার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কত দিনের মধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে লিখিতভাবে পুনরায় চালু করার সম্ভাব্য তারিখসহ অবহিত করতে হবে? (ক) ১০ দিন (খ) ১৫ দিন (গ) ২০ দিন (ঘ) ৩০ দিন 188. প্লাসমোডিয়াম ভাইভেক্স, প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাসমোডিয়াম ম্যালেরিয়া ও প্লাসমোডিয়াম ওভেল এর কারণে কোন রোগটি হয়ে থাকে? (ক) ফ্যালসিপেরাম (খ) ভাইভেক্স (গ) ওভেল (ঘ) ম্যালেরিয়া 189. ট্রেপোনেমা প্যালিডিয়াম ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয়? (ক) সিফিলিস (খ) কলেরা (গ) ইনফ্লুয়েঞ্জা (ঘ) ম্যালেরিয়া 190. ছত্রাক একধরনের…….। (ক) পরজীবী (খ) প্রাণী (গ) ব্যাকটেরিয়া (ঘ) প্লাজমা 191. প্রাইভেট সেক্টরে সারা দেশে ঔষধ বন্টনের জন্য কতটি পদ্ধতি মেনে চলা হয়? (ক) ১টি (খ) ২টি (গ) ৩টি (ঘ) ৪টি 192. যে তন্ত্র রক্তের মাধ্যমে দেহের সর্বত্র খাদ্যসার, অক্সিজেন ও কার্বন-ডাই-অক্সাইড গ্যাস, বিপাকীয় পদার্থ ও অন্যান্য রাসায়নিক পদার্থ স্থানান্তর করে তাকে কি বলে? (ক) কংকালতন্ত্র (খ) প্রজননতন্ত্র (গ) রক্ত সংবহনতন্ত্র (ঘ) সঞ্চালক কলা 193. বিএমএ এর পূর্ণ রূপ কি? (ক) বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (খ) বাংলাদেশ মেডিকেল বোর্ড অ্যাসোসিয়েশন (গ) বাংলাদেশ মেডিকেল সোসাইটি (ঘ) বাংলাদেশ মেডিকেল সোসাইটি এ্যাসোসিয়েশন 194. __এক শ্রেণীর ক্ষুদ্রাকার উদ্ভিদ যারা হিবিজিবি আকারে সুতার মতো একে অপরের সাথে জড়িয়ে থাকে? (ক) ইস্ট (খ) ব্যাকটেরিয়া (গ) ছত্রাক (ঘ) প্রোটোজোয়া 195. এমপিসিলিন (৫০০ মি.গ্রা.) কতদিন খেতে হবে? (ক) ১ দিন (খ) ৩দিন (গ) ৫দিন (ঘ) ৭ দিন 196. সিগারেট বা তামাকের নিকোটিন কি? (ক) ভিটামিন (খ) হরমোন (গ) ড্রাগ (ঘ) বিষ 197. …….. হাতে ট্যাবলেট ও ক্যাপসুল গোনা নিষিদ্ধ। (ক) খালি (খ) পরিষ্কার (গ) গ্লাভস (ঘ) কৃত্রিম 198. আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট-এর অধীনে মোট কয়টি স্যাটেলাইট ক্লিনিক আছে? (ক) ৪১২ টি (খ) ৫২১ টি (গ) ৬৪৪ টি (ঘ) ৭২৩ টি 199. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কয়টি? (ক) ৪ টি (খ) ৫ টি (গ) ৬ টি (ঘ) ৭ টি 200. লিশমেনিয়া ডোনোভেনি এর কারনে কোন রোগটি হয়ে থাকে? (ক) কালাজ্বর (খ) প্লাসমোডিয়াম ওভেল (গ) লিশমেনিয়া (ঘ) জিয়ারডিয়াসিস্ Loading …