Exam50 1. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রান্তিক পর্যায়ের সেবাকেন্দ্র কোনটি? (ক) জেনারেল হাসপাতাল (খ) উপজেলা হেলথ কমপ্লেক্স (গ) কমিউনিটি ক্লিনিক (ঘ) প্রাইভেট ক্লিনিক 2. UNDP বাজেটের শতকরা কত ভাগ অর্থ ব্যয় করে স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক খাতে? (ক) ২০ ভাগ (খ) ৩০ ভাগ (গ) ৪০ ভাগ (ঘ) ৫০ ভাগ 3. ব্যক্তি/রোগীকে ঔষধ প্রয়োগের ক্ষেত্রে সর্বোত্তম ব্যবহার করতে সাহায্য করেন কে? (ক) ফার্মাসিস্ট (খ) ডাক্তার (গ) প্যারামেডিক (ঘ) নার্স 4. পেলেগ্রা নামক রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন? (ক) ভিটামিন বি-১ (খ) ভিটামিন বি-২ (গ) ভিটামিন বি-৩ (ঘ) ভিটামিন বি-৪ 5. পিরিডক্সিন কি নামে পরিচিত? (ক) ভিটামিন বি৩ (খ) ভিটামিন বি৪ (গ) ভিটামিন বি৫ (ঘ) ভিটামিন বি৬ 6. তিক্ত ও বিস্বাদ ওষুধকে সুমিষ্ট, সুস্বাদু ও সুগন্ধময় করার উপায় হিসাবে সিরাপ আবিষ্কার করেন কে? (ক) হিপোক্রাটিস (খ) গ্যালেন (গ) আল রাজী (ঘ) ইবনে সিনা 7. গ্রাহক মূল্যায়নের চতুর্থ ধাপ কোনটি? (ক) সম্ভাষণ (খ) জিজ্ঞাসা (গ) প্রতিক্রিয়া (ঘ) করণীয় 8. কত বছরের নিচের শিশুদের কাছে ওষুধ ডিসপেন্স বা বিক্রয় থেকে বিরত থাকতে হবে? (ক) ৫ বছরের (খ) ৭ বছরের (গ) ১০ বছরের (ঘ) ১২ বছরের 9. কে নতুন ওষুধ নিজের শরীরে প্রয়োগ করে পরীক্ষা করতেন? (ক) শেন নাং (খ) তুতমকমেনেবী (গ) আল রাজি (ঘ) ইমহোটেপ 10. ___ প্রোটোপ্লাজম দ্বারা গঠিত এক প্রকার চুলের ন্যায় উপাঙ্গ। (ক) স্পিরুলা (খ) ফ্লাজেলা (গ) সিলিয়া (ঘ) প্লাজমা 11. ______ কম ব্যবধানে জন্মগ্রহণকৃত বাচ্চার মৃত্যুর হার অনেক বেশি। (ক) এক বছরের (খ) দুই বছরের (গ) তিন বছরের (ঘ) চার বছরের 12. ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমকে আবদ্ধ করে যে জড় প্রাচীর থাকে তাকে কি বলে? (ক) কোষ প্রাচীর (খ) প্লাজমা ঝিল্পী (গ) সাইটোপ্লাজম (ঘ) ক্যাপসুল 13. ওষুধ অধ্যাদেশ-১৯৮২ এর কততম ধারায় বলা হয়েছে “লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া কোন ব্যক্তি,ওষুধের ব্যবহার বা চিকিৎসার দাবী সম্পর্কিত কোন বিজ্ঞাপন প্রচার করতে বা প্রচারের অংশ হতে পারবে না।”? (ক) ১৪তম (খ) ১৫তম (গ) ১৬তম (ঘ) ১৭তম 14. রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে কোনটি? (ক) আমিষ (খ) শর্করা (গ) স্নেহ (ঘ) ভিটামিন 15. নিসারিয়া ম্যানিনজাইটিস্ ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয়? (ক) ম্যানিনজাইটিস,সেপটিসেমিয়া (খ) গনোরিয়া (গ) গনোরিয়া (ঘ) খাদ্য বিষক্রিয়া 16. __জাতীয় ওষুধসমূহ সাধারণত নির্দিষ্ট সময় পর্যন্ত চিবাতে হয় যাতে সম্পূর্ণ ওষুধ নিঃসরিত হতে পারে। (ক) চুইংগাম (খ) জেল (গ) ট্যাবলেট (ঘ) ক্যাপসুল 17. ট্রাইকোমনাস্ ভ্যাজিনালিস্ এর কারণে কোন রোগটি হয়ে থাকে? (ক) জিয়ারডিয়াসিস্ (খ) ভলভো ভেজিনাইটিস্ (গ) প্লাসমোডিয়াম ম্যালেরিয়া (ঘ) লিশমেনিয়া 18. _______ একটি ব্রঙ্কোডাইলেটর, যা হাঁপানী ও অন্যান্য শ্বাসতন্ত্রের রোগে সৃষ্ট ব্রঙ্কোস্পাজম থেকে মুক্তি পাওয়ার জন্য দেয়া হয়। (ক) বিটলটেরল (খ) বামবিউটেরল (গ) সিলভার (ঘ) কিটোটিফেন 19. সাইনোসাইটিস, অটাইটিস ও এইচ. ইনফ্লুয়েঞ্জি বা বি. ক্যাটারালিস তৈরি বিটাল্যাকটামেজ দ্বারা নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমনের ক্ষেত্রে কোন ওষুধটি ব্যবহৃত হয়? (ক) সেফ্রাডক্সিল (খ) সেফাক্লর (গ) কোলেক্যালসিফেরল (ঘ) সেফ্রাডিন 20. শিশুদের ক্ষেত্রে ভিটামিন বি কমপ্লেক্সের সঠিক সেবন বিধি কোনটি? (ক) ১ চা চামচ দিনে ২ বার (খ) ১ চা চামচ দিনে ৩ বার (গ) ১ চা চামচ দিনে ৪ বার (ঘ) ১ চা চামচ দিনে ৫ বার 21. ৭০ কেজি ওজনের মানুষের শরীরে কত কেজি পানি থাকে? (ক) ৪১ কেজি (খ) ৪২ কেজি (গ) ৪৩ কেজি (ঘ) ৪৪ কেজি 22. আমাদের দেহের অবকাঠামো, ভারবহন ও সংরক্ষণ করা কোন তন্ত্রের কাজ? (ক) প্রজননতন্ত্র (খ) কংকালতন্ত্র (গ) অন্তক্ষরাগ্রন্থি তন্ত্র (ঘ) পেশীতন্ত্র 23. চরক এবং শুশ্রুত যে কাজ করে গেছেন সেগুলোই আজকের _________এর ভিত? (ক) আয়ুর্বেদীয় শাস্ত্র (খ) হোমিওপ্যাথি (গ) নেত্রচিকিৎসা (ঘ) প্লাস্টিক সার্জারি 24. হোমিওপ্যাথি ওষুধ কোন ধরনের উপাদান দিয়ে তৈরি করা হয়? (ক) রাসায়নিক উপাদান (খ) মিশ্রণ উপাদান (গ) ভেষজ উদ্ভিদ (ঘ) স্যান্ড 25. ভাইরাস দেখার জন্য কোন ধরনের অণুবীক্ষণ যন্ত্রের দরকার হয়? (ক) কম্পাউন্ড মাইক্রোস্কোপের (খ) ফ্লুওরেসেন্ট মাইক্রোস্কোপের (গ) ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের (ঘ) লাইট মাইক্রোস্কোপের 26. বর্জ্য পদার্থ নিঃসরণ করা কোন তন্ত্রের কাজ? (ক) স্নায়ুতন্ত্রের (খ) প্রজননতন্ত্রের (গ) পরিপাকতন্ত্রের (ঘ) রেচনতন্ত্রের 27. পদাধীকার বলে ফার্মেসী কাউন্সিলের সভাপতি হবেন স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের……..? (ক) সচিব (খ) মহাসচিব (গ) প্রতিমন্ত্রী (ঘ) প্রধানমন্ত্রী 28. দেশীয় ওষুধ শিল্পের উন্নয়ন ও প্রসারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে কে? (ক) ওষুধ পর্ষদ (খ) বিষয়বস্তু নিয়ন্ত্রণ কমিটি (গ) রাষ্ট্র (ঘ) সংসদ নিয়ন্ত্রণ কমিটি 29. পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর সংক্ষিপ্ত রূপ কী? (ক) DGFP (খ) DGPT (গ) DGBD (ঘ) DGDG 30. ডাক্তার, ডেন্টিস্ট ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের নিবন্ধনের কাজটি নিয়ন্ত্রণ করে থাকে কোন সংস্থা? (ক) বিএমডিসি (খ) বিএনএমসি (গ) এমবিবিডি (ঘ) ডিসিডি 31. সিরাপ ও সাপেনশন কোন তাকে রাখা উচিত? (ক) উপরের তাকে (খ) মাঝের তাকে (গ) নিচের তাকে (ঘ) পাশের তাকে 32. স্বাস্থ্যসেবা প্রদানের সর্বশেষ ধাপ কোনটি? (ক) ওষুধ ডেলিভারি (খ) প্রেস্ক্রিপশন চেক (গ) মজুদ চেক (ঘ) ওষুধ ডিসপেন্সিং 33. ‘পেন্টি-সাও’ (Pen-ti-Sao) একটি________? (ক) অবধারণা (খ) ভেষজ গ্রন্থ (গ) পুরাণ (ঘ) উপন্যাস 34. কোনটি ওষুধযুক্ত গজ? (ক) বোরিক এসিড গজ (খ) ডাবল সায়ানাইড গজ (গ) আয়োডোফর্ম গজ (ঘ) সবগুলো 35. খাবার গ্রহণের কতক্ষণ পূর্বে এমপিসিলিন সেবন করতে হবে? (ক) ১ ঘণ্টা (খ) ২ ঘণ্টা (গ) ৩ ঘণ্টা (ঘ) ৪ ঘণ্টা 36. ইমালশান আবিস্কার করেন কে? (ক) গ্যালেন (খ) হিপোক্রাটিস (গ) আল-রাজি (ঘ) ডিওসকোরাইডিস 37. লুমারটেম কোন জেনেরিকের ওষুধ? (ক) প্যারাসিটামল (খ) আরটিমেথার/লুমিফ্যানট্রিন (গ) ইবুপ্রোফেন (ঘ) স্যালিসিলিন 38. নিচের কোনটিতে এলুমিনিয়ম ও ম্যাগনেসিয়াম আছে? (ক) রেনিটিডিন (খ) এন্টাসিড (গ) অলভেরাইন (ঘ) সালফাস্যালাজিন 39. কতবছর আগে ইউনানি চিকিৎসা পদ্ধতি মধ্যপ্রাচ্যে আসে? (ক) ১০০০ বছর (খ) ২০০০ বছর (গ) 3000 বছর (ঘ) 4000 বছর 40. ঘি, মাখন, চর্বি ও বিভিন্ন ধরনের তেল, মাছ, মাংসের চর্বি ইত্যাদি কোন ধরনের খাদ্য উপাদান? (ক) আমিষ (খ) শর্করা (গ) স্নেহজাতীয় (ঘ) ভিটামিন 41. ইউনানি পদ্ধতিতে রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা করা হতো……। (ক) রোগীর নাড়ির গতি (খ) মল-মূত্র (গ) উভয়ই (ঘ) কোনটিই নয় 42. __ বলতে সেসব জৈব ও অজৈব উপাদানকে বুঝায় যেগুলো জীবদেহ গঠন, ক্ষয়-পূরণ এবং শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। (ক) ওষুধ (খ) খাদ্য (গ) রাসায়নিক (ঘ) ভিটামিন 43. ব্যাকটেরিয়া একটি__ জীব। (ক) এককোষী (খ) দ্বিকোষী (গ) ত্রিকোষী (ঘ) বহুকোষী 44. চিকিৎসা বিষয়ক যে কোন অবহেলা, সঠিক সেবা না দেয়া অথবা পেশার অপব্যবহার সম্পর্কিত বিষয়গুলি দেখভাল করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা কার দায়িত্ব? (ক) বিএমডিসির (খ) বিএনএমসির (গ) এমবিবিডির (ঘ) ডিসিডির 45. মাদক ও নিয়ন্ত্রিত ওষুধ ফার্মাসিস্ট একটি ব্যবস্থাপত্রের অধীনে সর্বোচ্চ কতবার ডিসপেন্স করতে পারবেন? (ক) ১ বার (খ) ২ বার (গ) ৩ বার (ঘ) ৪ বার 46. ত্বকে কোন ক্ষত না থাকলে আঘাতের স্থানে ব্যথা কমানোর জন্য কি ব্যবহার করা হয়? (ক) এন্টিবায়োটিক (খ) ব্যাথানাশক (গ) হাইড্রোজেন পার অক্সাইড (ঘ) ভায়োডিন 47. স্বাস্থ্য পরিচর্যা প্রদানের দায়িত্বের কথা বলা হয়েছে কোন আইনে? (ক) স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন (খ) স্থানীয় সরকার (মিউনিসিপ্যালিটি) আইন (গ) উভয়ই (ঘ) কোনটিই নয় 48. সাধারণভাবে আমরা যে সব ওষুধ গ্রহণ করি তার বেশির ভাগই হচ্ছে বিভিন্ন_______। (ক) খাদ্য (খ) জল (গ) ভিটামিন (ঘ) রাসায়নিক 49. কোন ধরনের যোগাযোগ পদ্ধতি মৌখিক যোগাযোগের চাইতে অধিক গুরুত্বের সাথে গ্রহণ করা হয়? (ক) আলোচনামুলক (খ) মৌখিক (গ) কথোপকথনবিহীন (ঘ) বায়োমেট্রিক 50. ইবনে সিনা কত খ্রিস্টাব্দে জন্মগ্রহন করেন? (ক) ৮৬৫ খ্রিস্টাব্দ (খ) ৪২৫ খ্রিস্টাব্দে (গ) ১৩০ খ্রিস্টাব্দে (ঘ) ৯৮০ খ্রিস্টাব্দে Loading …