Exam50 1. এসএমএফ এর পূর্ণরূপ কি? (ক) স্টেট মেডিকেল এন্ড ফ্যাকাল্টি (খ) স্টেট মেডিকেল ফ্যাকাল্টি (গ) স্টেট মেডিকেল ফোরাম (ঘ) স্টেট মেডিকেল ফার্মেসী 2. ড্রাগসের দোকান সাময়িকভাবে বন্ধ করে দিতে পারেন কে? (ক) ঔষধ প্রশাসন অধিদপ্তর (খ) জেলা ম্যাজিস্ট্রেট (গ) জেলা পুলিশ সুপার (ঘ) ওসি 3. লোকজন চিকিৎসকদের সাহায্য করার জন্য সরকার কত জন সহকারী (বা কম্পাউন্ডার) নিয়োগ দিয়েছে? (ক) ৪২ জন (খ) ৫৬ জন (গ) ৬৪ জন (ঘ) ৭৮ জন 4. হঠাৎ করে ঘটে যাওয়া কোন গুরুতর বা বিপজ্জনক ঘটনাকে কি বলে? (ক) আপাতকালীন (খ) প্রাকৃতিক (গ) আকস্মিক (ঘ) দুর্ঘটনা 5. একটি ইমার্জেন্সি পিল ব্যবহারের কত ঘন্টা পর দ্বিতীয়টি গ্রহণ করা উচিত? (ক) ৮ ঘন্টা (খ) ১২ ঘন্টা (গ) ১৬ ঘন্টা (ঘ) ২৪ ঘন্টা 6. রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে কোনটি? (ক) আমিষ (খ) শর্করা (গ) স্নেহ (ঘ) ভিটামিন 7. সাধারণত মাসিক শুরুর পর কত তম দিনের মধ্যে একজন মায়ের জরায়ুতে একটি করে পরিপক্ক ডিম্বাণু অবস্থান করে? (ক) ১০তম হতে ১৮তম (খ) ১০তম হতে ১৫তম (গ) ১০তম হতে ১৭তম (ঘ) ১০তম হতে ১৯তম 8. শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে কয়ভাবে শরীরে ব্যাকটেরিয়া প্রবেশ করে? (ক) ১ ভাবে (খ) ২ ভাবে (গ) ৩ ভাবে (ঘ) ৪ ভাবে 9. সার্জিক্যাল সুচারস কয় ধরনের হতে পারে? (ক) দুই ধরনের (খ) তিন ধরনের (গ) চার ধরনের (ঘ) পাঁচ ধরনের 10. গজ কি দিয়ে তৈরি কাপড়বিশেষ? (ক) তুলা (খ) কাঠ (গ) ফসফেট (ঘ) লেনিন 11. হিপোক্রাটিসের চিন্তাধারার সমর্থক ছিলেন কে? (ক) হিপোক্রাটিস (খ) গ্যালেন (গ) আল-রাজি (ঘ) শেন নাং 12. রক্তের গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্র করা কোন তন্ত্রের কাজ? (ক) পরিপাকতন্ত্রের (খ) প্রজননতন্ত্রের (গ) স্নায়ুতন্ত্র (ঘ) রেচনতন্ত্র 13. কোন ধরনের এজেন্সিগুলোর অধিকাংশের উৎপত্তি জাতিসংঘ হতে? (ক) মাল্টিলেটেরাল (খ) মাল্টিন্যাশনাল (গ) ইন্টারনেশনাল (ঘ) মাল্টিমিটার 14. দুধ, মাখন, পনির,ডিমের কুসুম,কলিজা, মাছের যকৃতের তেল ইত্যাদি কোন ভিটামিনের উৎস? (ক) ভিটামিন এ (খ) ভিটামিন বি (গ) ভিটামিন সি (ঘ) ভিটামিন ডি 15. সাময়িক কোষ্ঠকাঠিন্য দেখা দিলে কি নিচের কোনটি ব্যবহার করা উচিত? (ক) প্যারাসিটামল (খ) গ্লিসারিন সাপোজিটরি (গ) ভেজাইনাল পেসারিস (ঘ) প্যারাসিটামল সাপোজিটরি 16. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে নিস্তেজ করার ওষুধসমূহের সাথে কি সেবনে অতিরিক্ত ঘুম ঘুম ভাব দেখা দিতে পারে? (ক) এসপিরিন (খ) ওয়ারফেরিন (গ) এন্টিহিস্টামিন (ঘ) অ্যালকোহল 17. জন্মবিরতিকরণ ইনজেকশন ছেড়ে দেয়ার পর গর্ভধারণ করতে চাইলে স্বাভাবিক হতে কতমাস সময় লাগে? (ক) ২-৩ মাস (খ) ৩-৪ মাস (গ) ৪-৬ মাস (ঘ) ৬-১২ মাস 18. রক্তে গ্লুকোজ কমায় কোনটি? (ক) ইনসুলিন (খ) এন্টিবায়োটিক (গ) স্টেরয়েড (ঘ) প্রোটোন-পাম্প ইনহিবিট 19. উপজেলা হেলথ কমপ্লেক্স সাধারণত কোথায় অবস্থিত? (ক) উপজেলা সদরে (খ) উপজেলা শহরে (গ) উপজেলা পাল্লীতে (ঘ) উপজেলা গ্রামে 20. মঘা পদ্ধতিতে ওষুধের উৎস কোনটি? (ক) উদ্ভিজ ও খনিজ (খ) উদ্ভিদ ও রাসায়নিক (গ) উদ্ভিদ ও প্রাণীজ (ঘ) প্রাণীজ ও খনিজ 21. সাধারণত বিভিন্ন রাসায়নিক উপাদান দিয়ে কোন ধরনের ওষুধ তৈরি করা হয়? (ক) আয়ুর্বেদ (খ) হোমিওপ্যাথি (গ) এলোপ্যাথি (ঘ) প্রাকৃতিক চিকিৎসা 22. পুর্ণবয়স্কদের ক্ষেত্রে প্যারাসিটামল সেবনের সঠিক ডোসেজ ফর্ম কোনটি? (ক) ১-২ টি ট্যাবলেট ২-৩ বার (খ) ১-২ টি ট্যাবলেট ৩-৪ বার (গ) ১-২ টি ট্যাবলেট ৪-৫ বার (ঘ) ১-২ টি ট্যাবলেট ৫-৬ বার 23. বেরিবেরি রোগ হয় কিসের অভাবে? (ক) থায়ামিন (খ) টকোফেরল (গ) কোলেক্যালসিফেরল (ঘ) সায়ানোকোবালামিন 24. দ্যা বেঙ্গল ড্রাগ রুলস, ১৯৪৬ এর পার্ট কত তে ওষুধ বিক্রয় সম্পর্কে বর্ণনা করা হয়েছে? (ক) পার্ট-১ (খ) পার্ট-২ (গ) পার্ট-৩ (ঘ) পার্ট-৪ 25. মাইকোব্যাকটেরিয়াম লেপরি ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয়? (ক) কুষ্ঠ রোগ (খ) টাইফয়েড (গ) ম্যালেরিয়াড (ঘ) ডেঙ্গু 26. গ্লিসারিন সাপোজিটরি মল নিষ্কাশনের প্রক্রিয়া সম্পন্ন করেতে কতক্ষণ সময় নেয়? (ক) ১৫ মিনিট থেকে ১ ঘণ্টা (খ) ৩০ মিনিট থেকে ২ ঘণ্টা (গ) ৪০মিনিট থেকে ৩ ঘণ্টা (ঘ) ৫০ মিনিট থেকে ৪ ঘণ্টা 27. মোবাইল কোর্ট আইন ২০০৯ সিডিউলের অধীনে……..তালিকাভুক্ত। (ক) ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ (খ) মোবাইল কোর্ট আইন ২০০৯ (গ) ওষুধ আইন ১৯৪০ (ঘ) দ্যা বেঙ্গল ড্রাগ রুলস ১৯৪৬ 28. থায়ামিন কি নামে পরিচিত? (ক) ভিটামিন বি১ (খ) ভিটামিন বি২ (গ) ভিটামিন বি৩ (ঘ) ভিটামিন বি৪ 29. জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সংক্ষিপ্ত রূপ কী? (ক) NEPORT (খ) NAPRO (গ) NIPORT (ঘ) RIPORT 30. সালবিউটামল ট্যাবলেট সেবনের ক্ষেত্রে ১২ বছর বয়স থেকে বৃদ্ধ পর্যন্ত সঠিক ডোজেস ফর্ম কোনটি? (ক) ০.৫ – ১ টি ট্যাবলেট ৩-৪ বার (খ) ১ – ২ টি ট্যাবলেট ৩-৪ বার (গ) ১.৫ – ২ টি ট্যাবলেট ৩-৪ বার (ঘ) ২ – ৩ টি ট্যাবলেট ৩-৪ বার 31. এন্টিবায়োটিক, রিফামপিসিন অথবা বেদনা নাশক ওষুধ সেবন করলে জন্মনিরোধক হিসেবে কি ব্যবহার করা উচিত? (ক) নরপ্ল্যান্ট (খ) ভেসেক্টমি (গ) ইমার্জেন্সি পিল (ঘ) কনডম 32. মূত্রের মাধ্যমে শরীর থেকে বর্জ্য পদার্থসমূহ বের করে দেয়া কোন তন্ত্রের কাজ? (ক) প্রজননতন্ত্র (খ) স্নায়ুতন্ত্র (গ) শ্বাসতন্ত্র (ঘ) রেচনতন্ত্র 33. আল রাজী চিকিৎসার মূল ভিত্তি হিসাবে কোনটি গ্রহণ করেন? (ক) রসায়ন (খ) ভেষজ (গ) হোমিওপ্যাথি (ঘ) গাছপালা 34. একটি হাঁচি, কাঁশিতে কত সংখ্যক ব্যাকটেরিয়া নির্গমন হয়? (ক) দশ হাজার (খ) এক লক্ষ (গ) দুই লক্ষ (ঘ) লক্ষ লক্ষ 35. কোষের কোন অংশে ছোট ছোট ছিদ্র থাকে যার মধ্য দিয়ে খাদ্যদ্রব্য ও অন্যান্য বস্তু যাতায়াত করতে পারে? (ক) কোষ আবরণী (খ) নিউক্লিয়াস (গ) প্রাণকেন্দ্র (ঘ) কলা 36. কোন কৃমিনাশকটি সবধরনের কৃমির ক্ষেত্রেই কার্যকর? (ক) অ্যালবেনডাজল (খ) এন্থেলমিন্থিক (গ) ক্লোরোকুইন (ঘ) প্রিটাক্সেল 37. অস্ত্র ও তার আশেপাশের টিস্যু থেকে পানি সংগ্রহের মাধ্যমে পায়খানা/মল কে নরম করে কোনটি? (ক) মেট্রোনিডাজল (খ) গ্লিসারিন সাপোজিটরি (গ) সেটিরিজিন (ঘ) সবগুলো 38. কে বানর ও শুকরের দেহ ব্যবচ্ছেদ করেন এবং ধারণা করেন যে এদের সাথে মানবদেহের অনেক মিল রয়েছে? (ক) গ্যালেন (খ) হিপোক্রাটিস (গ) ডিওসকোরাইডিস (ঘ) শ্যান 39. এ্যালোপ্যাথি ডাক্তার সাধারণত কোন ধরনের ওষুধ দেন? (ক) ট্যাবলেট (খ) ক্যাপসুল (গ) সিরাপ (ঘ) সবগুলো 40. কোনটি স্নেহজাতীয় পদার্থের দহনে সহায়তা করে? (ক) আমিষ (খ) শর্করা (গ) স্নেহ (ঘ) ভিটামিন 41. নরইথিস্টেরন কত মাস পর্যন্ত কার্যকর? (ক) এক মাস (খ) দুই মাস (গ) তিন মাস (ঘ) চার মাস 42. ইউনানি, আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথি ডিপ্লোমা কোর্সগুলো কত বছরের মেয়াদী হয়ে থাকে? (ক) ২ বছর (খ) ৩ বছর (গ) ৪ বছর (ঘ) ৫ বছর 43. ব্যাথানাশক ওষুধকে কি বলে? (ক) NSAID (খ) এন্টিবায়োটিক (গ) স্টেরয়েড (ঘ) প্রোটোন-পাম্প ইনহিবিটর 44. ‘ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল কোডেক্স’ মোতাবেক তৈরি বিশেষ ধরনের ড্রেসিং কোনটি? (ক) স্ট্যান্ডার্ড ড্রেসিং (খ) স্পেশাল ড্রেসিং (গ) এক্সট্রা ড্রেসিং (ঘ) সুপার ড্রেসিং 45. মোঘলরা কোন চিকিৎসা পদ্ধতি ব্যবহার করতো? (ক) আয়ুর্বেদ (খ) অ্যালোপ্যাথি (গ) ইউনানি (ঘ) মঘা 46. সাধারণত কয় মাসের মধ্যে পিলের পার্শ্ব-প্রতিক্রিয়া ঠিক হয়ে যায়? (ক) ১-২ মাস (খ) ২-৩ মাস (গ) ৩-৪ মাস (ঘ) ৪-৫ মাস 47. ওষুধ অধ্যাদেশ-১৯৮২ এর কততম ধারায় বলা হয়েছে “নিম্নমানের ওষুধ উৎপাদন ও বিক্রয়ের শাস্তি শাস্তি হিসাবে ব্যক্তি সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে যা ৫ বছর পর্যন্ত প্রলম্বিত হতে পারে বা ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় শাস্তি পেতে পারে।”? (ক) ১৫তম (খ) ১৬তম (গ) ১৭তম (ঘ) ১৮তম 48. এসকরবিক এসিড ট্যাবলেট-এ থাকে– (ক) এসকরবিক এসিড ১০০ মি.গ্রা. (খ) এসকরবিক এসিড ২০০ মি.গ্রা. (গ) এসকরবিক এসিড ৫০ মি.গ্রা. (ঘ) এসকরবিক এসিড ২৫০ মি.গ্রা. 49. সাধারণত হাড়ের স্বাস্থ্যকে উন্নত করার জন্য কোন ধরনের ট্যাবলেট দেয়া হয়? (ক) ফসফরাস (খ) ক্যালসিয়াম (গ) কোরাল (ঘ) গ্লুকোজ 50. ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসেস্ কয় ধরনের হতে পারে? (ক) দুই (খ) তিন (গ) চার (ঘ) পাঁচ Loading …