সেশন-৪ আইন/Acts,/বিধি/Rules ও প্রবিধি/Regulations

293। বিপজ্জনক ওষুধ বিষয়ক বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে কোন আইন?
উত্তরঃ বিপজ্জনক ওষুধ আইন, ১৯৩০ এবং ১৯৫১
294। দেশের ওষুধ আমদানি, রপ্তানী, উৎপাদন, বন্টন ও বিক্রয় নিয়ন্ত্রণ করে কোন আইন?
উত্তরঃ ওষুধ আইন ১৯৪০
295। ভারতীয় ওষুধ আইন ১৯৪০ কত সালে বাংলাদেশের ওষুধ আইন হিসেবে গৃহীত হয়?
উত্তরঃ ১৯৭৪ সালে
296। ওষুধ বিক্রয় ও উৎপাদনের জন্য লাইসেন্সপ্রাপ্ত সরকারি অ্যানালিষ্ট ও ইন্সপেক্টরের দায়িত্ব ও কর্তব্য বর্নণা করে কোন আইন?
উত্তরঃ দ্যা বেঙ্গল ড্রাগ রুলস ১৯৪৬
297। দ্যা বেঙ্গল ড্রাগ রুলস, ১৯৪৬ এর পার্ট কত তে ওষুধ বিক্রয় সম্পর্কে বর্ণনা করা হয়েছে?
উত্তরঃ পার্ট-৩
298। লাইসেন্স করার প্রক্রিয়া, লাইসেন্স করার শর্ত, নবায়ণ করার প্রক্রিয়া, বৈধ লাইসেন্সের সময়সীমা ইত্যাদি বর্ণনা করা হয়েছে কোন আইনে?
উত্তরঃ দ্যা বেঙ্গল ড্রাগ রুলস ১৯৪৬
299। সারাদেশে বিষ (Poison) জাতীয় পণ্য/দ্রব্যাদি আমদানি, মজুদ ও বিক্রয় নিয়ন্ত্রণ করা হয় কোন আইনের মাধ্যমে?
উত্তরঃ বিষ আইন, ১৯৫২
300। খাদ্য, পানীয় ও ওষুধে ভেজাল দেয়াকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে উল্লেখ করা হয়েছে কোন আইনে?
উত্তরঃ বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪
301। ভেজাল খাদ্য, পানীয় ও ওষুধ বিক্রির শাস্তি উল্লেখ করা হয়েছে কোন আইনে?
উত্তরঃ বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪
302। বাংলাদেশে ফার্মেসী প্র্যাকটিস নিয়ন্ত্রণের জন্য ফার্মেসী কাউন্সিল গঠন করার কথা বলা হয়েছে কোন আইনে?
উত্তরঃ ফার্মেসী অধ্যাদেশ আইন, ১৯৭৬, ২০১৩
303। পদাধীকার বলে ফার্মেসী কাউন্সিলের সভাপতি হবেন স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের……..?
উত্তরঃ সচিব
304। ফার্মেসি কাউন্সিলে সরকার কর্তৃক কতজন সদস্য মনোনীত হন?
উত্তরঃ ৪জন
305। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি ফার্মেসি কাউন্সিলে কতজন সদস্য নিয়োগ করতে পারে?
উত্তরঃ ১জন
306। বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি ফার্মেসি কাউন্সিলে কতজন সদস্য নিয়োগ দিতে পারে?
উত্তরঃ ৩জন
307। ………এর মাধ্যমে সরকার ফার্মেসী কাউন্সিলের সদস্যসংখ্যা বাড়াতে বা কমাতে পারে?
উত্তরঃ প্রজ্ঞাপন
308। যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে ফার্মাসিস্ট হিসাবে নিবন্ধনের উদ্দেশ্যে ফার্মেসী পরীক্ষার অনুমোদন দেয় কে?
উত্তরঃ ফার্মেসী কাউন্সিল
309। ওষুধ অধ্যাদেশ-১৯৮২ এর কততম ধারায় বলা হয়েছে”যেসব ওষুধ এই আইনের তিনটি ভিন্ন সিডিউলের অন্তর্ভুক্ত, সেগুলো উৎপাদন, আমদানি ও বিক্রয় নিষিদ্ধ?
উত্তরঃ “? ৮ম
310। ওষুধ অধ্যাদেশ-১৯৮২ এর কততম ধারায় বলা হয়েছে “সরকার অফিসিয়াল গেজেটে প্রজ্ঞাপণ জারির মাধ্যমে এই অধ্যাদেশের উদ্দেশ্য পালনের জন্য বিধিমালা তৈরি করতে পারবে?
উত্তরঃ “? ২৫তম
311। ওষুধ অধ্যাদেশ-১৯৮২ এর কততম ধারায় বলা হয়েছে “বেআইনী বিজ্ঞাপন ও দাবীর শাস্তি: শাস্তি হিসাবে ব্যক্তির ২৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে?
উত্তরঃ “? ২১তম
312। ওষুধ অধ্যাদেশ-১৯৮২ এর কততম ধারায় বলা হয়েছে “সরকারি ওষুধ চুরির শাস্তি শাস্তি হিসাবে ব্যক্তি সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে যা ১০ বছর পর্যন্ত প্রলম্বিত হতে পারে বা ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় শাস্তি পেতে পারে?
উত্তরঃ “? ২০তম
313। ওষুধ অধ্যাদেশ-১৯৮২ এর কততম ধারায় বলা হয়েছে “ওষুধ বেশি দামে বিক্রি বা ফার্মাসিউটিক্যালের কাচামাল বেশি দামে আমদানি ও বিক্রির শাস্তি: শাস্তি হিসাবে ব্যক্তি সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে যা ২ বছর পর্যন্ত প্রলম্বিত হতে পারে বা ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় শাস্তি পেতে পারে?
উত্তরঃ “? ১৯তম
314। ওষুধ অধ্যাদেশ-১৯৮২ এর কততম ধারায় বলা হয়েছে “অবৈধভাবে ওষুধ আমদানির শাস্তি হিসাবে ব্যক্তি সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে যা ৩ বছর পর্যন্ত প্রলম্বিত
উত্তরঃ (No answer provided)
315। হতে পারে বা ৫০,০০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় শাস্তি পেতে পারে?
উত্তরঃ “? ১৮তম
316। ওষুধ অধ্যাদেশ-১৯৮২ এর কততম ধারায় বলা হয়েছে “নিম্নমানের ওষুধ উৎপাদন ও বিক্রয়ের শাস্তি শাস্তি হিসাবে ব্যক্তি সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে যা ৫ বছর পর্যন্ত
উত্তরঃ (No answer provided)
317। প্রলম্বিত হতে পারে বা ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় শাস্তি পেতে পারে?
উত্তরঃ “? ১৭তম
318। ওষুধ অধ্যাদেশ-১৯৮২ এর কততম ধারায় বলা হয়েছে “যে ব্যক্তি অনিবন্ধিত বা ভেজাল মিশ্রিত কোন ওষুধ উৎপাদন, আমদানি, বন্টন ও বিক্রয় করবে, সে শাস্তি হিসাবে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে যা ১০ বছর পর্যন্ত প্রলম্বিত হতে পারে বা ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় শাস্তি পেতে পারে?
উত্তরঃ “? ১৬তম
319। ওষুধ অধ্যাদেশ-১৯৮২ এর কততম ধারায় বলা হয়েছে “লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া কোন ব্যক্তি, ওষুধের ব্যবহার বা চিকিৎসার দাবী সম্পর্কিত
উত্তরঃ (No answer provided)
320। কোন বিজ্ঞাপন প্রচার করতে বা প্রচারের অংশ হতে পারবে না?
উত্তরঃ “? ১৪তম
321। ওষুধ অধ্যাদেশ-১৯৮২ এর কততম ধারায় বলা হয়েছে “বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের যেকোন নিবন্ধনে নিবন্ধিত ফার্মাসিস্টের ব্যক্তিগত সুপারভিশন ছাড়া কোন ব্যক্তি কোন ওষুধ উৎপাদন ও বিক্রয় করতে পারবে না?
উত্তরঃ “? ১৩তম
322। মাদক নিয়ন্ত্রণ আইন কত সালে করা হয়?
উত্তরঃ ১৯৯০ সালে
323। মাদক ও মনোরোগের ওষুধ/দ্রব্যাদি এবং চিকিৎসা ও মাদকাসক্তদের পুনর্বাসন নিয়ন্ত্রণ করা হয় কোন আইনের মাধ্যমে?
উত্তরঃ মাদক নিয়ন্ত্রণ আইন, ১৯৯০
324। কার লিখিত অনুমতি ছাড়া কোন ডাক্তার প্রেসক্রিপশনে কোন এ-শ্রেণি অথবা বি-শ্রেণির মাদককে ওষুধ হিসাবে প্রেসক্রাইব করতে পারবে না?
উত্তরঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মহাপরিচালকের
325। প্রেসক্রিপশনে সি-শ্রেণির মাদককে ওষুধ হিসাবে লিখতে পারে কে?
উত্তরঃ ডাক্তার
326। প্রেসক্রিপশনের মাধ্যমে কোন ব্যক্তি কোন মাদক সর্বোচ্চ কতবার কিনতে পারবে?
উত্তরঃ একবার
327। ড্রাগসের দোকান সাময়িকভাবে বন্ধ করে দিতে পারেন কে?
উত্তরঃ জেলা ম্যাজিস্ট্রেট
328। ড্রাগসের দোকান সাময়িকভাবে বন্ধ করে দিতে পারেন কে?
উত্তরঃ পুলিশ কমিশনার
329। একজন জেলা ম্যাজিস্ট্রেট বা একজন পুলিশ কমিশনার একটি ড্রাগসের দোকানকে সর্বোচ্চ কতদিনের জন্য বন্ধ করে দিতে পারেন?
উত্তরঃ ১৫ দিন
330। মোবাইল কোর্ট আইন করা হয় কত সালে?
উত্তরঃ ২০০৯ সালে
331। মোবাইল কোর্ট আইন ২০০৯ সিডিউলের অধীনে……..তালিকাভুক্ত?
উত্তরঃ ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২
332। ওষুধ বা সেবা নির্ধারিত দামের চাইতে বেশি দামে বিক্রি করা, ভেজাল ওষুধ জেনে বিক্রি করা, ভেজাল ওষুধ উৎপাদন করা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা নিয়ন্ত্রন করে কোন আইন?
উত্তরঃ ভোক্তার অধিকার রক্ষা আইন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top