সেশন-২: ডিসপেন্সিং

534। স্বাস্থ্যসেবা প্রদানের সর্বশেষ ধাপ কোনটি?
উত্তরঃ ওষুধ ডিসপেন্সিং
535। রোগী বা গ্রাহককে ওষুধপত্র দেয়া হয় কোন পদ্ধতিতে?
উত্তরঃ ডিসপেন্সিং
536। যিনি রোগীর ওষুধপত্র ডিসপেন্স করেন তাকে কি বলে?
উত্তরঃ ডিসপেন্সার
537। কোন ধরনের ওষুধ শুধু মাত্র রেজিস্টার্ড চিকিৎসকের দ্বারা লিখিত ব্যবস্থাপত্রের মাধ্যমে বিক্রি করা যাবে?
উত্তরঃ Prescription only Medicine
538। ডিসপেন্সিং প্রক্রিয়ার ১ নাম্বার ধাপ কোনটি?
উত্তরঃ ব্যবস্থাপত্রটি পড়া এবং বোঝার চেষ্টা করা
539। এক্সপা কোন কোম্পানীর ওষুধ?
উত্তরঃ এরিস্টোফার্মা
540। লুমারটেম কোন জেনেরিকের ওষুধ?
উত্তরঃ আরটিমেথার/লুমিফ্যানট্রিন
541। জি-কুইনাইন কোন কোম্পানীর ওষুধের ট্রেড নাম?
উত্তরঃ গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যাল লিমিটেড
542। এক প্যাকেট খাবার সেলাইন বানানোর জন্য কতটুকু ফুটানো এবং ঠান্ডা খাওয়ার পানি নিতে হবে?
উত্তরঃ আধা লিটার
543। সাধারণ মাপের দুইগ্লাস পানিতে কত লিটার হয়?
উত্তরঃ আধা লিটার
544। তৈরি খাবার স্যালাইন দ্রবণ কত ঘন্টার মধ্যে শেষ করতে হবে?
উত্তরঃ ১২ ঘন্টা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top