545। সাধারণত কয়টি প্রধান পথে শরীরে ওষুধ প্রবেশ করানো যায়?
উত্তরঃ চারটি
546। গুড়া ওষুধ, বড়ি বা ট্যাবলেট, ক্যাপসুল, দ্রবণ বা ইমালসন, সিরাপ, জেল, স্যাচেট, পিল ইত্যাদি কোন পথে প্রয়োগ করা হয়?
উত্তরঃ এন্টারাল রুট বা মুখে খাওয়ার মাধ্যমে
547। দ্রবণ, সাসপেনশন, ইমালশন ইত্যাদি কোন পথে শরীরে প্রয়োগ করা হয়?
উত্তরঃ প্যারেন্টারাল রুট বা ইঞ্জেকশনের মাধ্যমে
548। মলম, ক্রিম, পেস্ট, লোশন, প্লাস্টার, ডাস্টিং পাউডার, জেল ইত্যাদি কোন পথে শরীরে প্রয়োগ করা হয়?
উত্তরঃ টপিক্যাল বা সরাসরি চামড়ার মাধ্যমে
549। ট্রান্সডারমাল বা ত্বকের মাধ্যমে কোনটি প্রয়োগ করা হয়?
উত্তরঃ প্যাচ
550। রেক্টাল অর্থ কি?
উত্তরঃ পায়ুপথ
551। সাপোজিটরি, মলম, ক্রিম, ঢুশ ইত্যাদি কোন পথে প্রয়োগ করা হয়?
উত্তরঃ পায়ুপথে
552। লজেন্স, ট্যাবলেট, স্প্রে ইত্যাদি কোন পথে শরীরে প্রয়োগ করা হয়?
উত্তরঃ সাবলিঙ্গুয়াল
553। ফোঁটা, স্প্রে, ইনহেলার ইত্যাদি কোন পথে শরীরে প্রয়োগ করা হয়?
উত্তরঃ ইন্ট্রানাসাল
554। মলম, ফোঁটা বা ড্রপ কোন পথে শরীরে প্রয়োগ করা হয়?
উত্তরঃ কংজাটাইভাল বা চোখে
555। ইন্ট্রা-অকুলার বা চোখের ভিতরে কোনটি প্রয়োগ করা হয়?
উত্তরঃ দ্রবণ
556। এরোসল এবং ইনহেলার কোন পথে শরীরে প্রয়োগ করা হয়?
উত্তরঃ ইন্ট্রা-রেস্পিরেটরি বা শ্বাসের মাধ্যমে
557। এটোরভাসটাটিন এর সাথে নিচের কোনটি খেলে মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে?
উত্তরঃ জাম্বুরা
558। সিপ্রোফ্লক্সাসিন কীসের সাথে গ্রহণ করলে তা অন্ত্রে পুরোপুরি শোষিত হয় না?
উত্তরঃ দুধের
559। নিচের কোনটি সেবনের পূর্বে ভালোভাবে ঝাঁকিয়ে নেয়া উচিত?
উত্তরঃ সাসপেনশন
560। চিকিৎসক বা ফার্মাসিস্ট এর নিকট ১ চা-চামচ মানে কত এমএল?
উত্তরঃ ৫
561। ______ জাতীয় ওষুধসমূহ সাধারণত নির্দিষ্ট সময় পর্যন্ত চিবাতে হয় যাতে সম্পূর্ণ ওষুধ নিঃসরিত হতে পারে?
উত্তরঃ চুইংগাম
562। ______ জাতীয় ওষুধগুলো চুষে খেতে হবে?
উত্তরঃ লজেন্স
563। ব্যবহারের পূর্বে ইনহেলারটি কতবার ঝাকানো উচিত?
উত্তরঃ ৩ থেকে ৪ বার
564। ইনহেলার প্রয়োগের পর কতক্ষণ পর্যন্ত শ্বাস আটকে রাখতে হবে?
উত্তরঃ ৬-১০ সেকেন্ড
565। করটিকোস্টেরয়েড জাতীয় মলম দিনে কত বারের বেশি ব্যবহার করা উচিত নয়?
উত্তরঃ দুই
566। একই স্থানে ব্যবহারের জন্য একাধিক ক্রিম বা লোশন লাগানোর ক্ষেত্রে একটি লাগানোর পর কতক্ষন পরে দ্বিতীয়টি লাগানো উচিত?
উত্তরঃ আধঘণ্টা
567। সাপোজিটরি প্রয়োগ করার পর কত ঘণ্টা পর্যন্ত টয়লেট ব্যবহার করা যাবে না?
উত্তরঃ ১ ঘন্টা
568। _____ জন্মনিয়ন্ত্রণ বড়ির কার্যকারিতা কমায়?
উত্তরঃ অ্যামোক্সিসিলিন
569। অ্যামোক্সিসিলিন সেবনের সময় জন্মনিয়ন্ত্রন বড়ির পরিবর্তে কোনটি ব্যবহার করা উচিয়?
উত্তরঃ কনডম
570। অ্যাসপিরিন এবং ওয়ারফারিন একইসাথে সেবন করলে কি হতে পারে?
উত্তরঃ অতিরিক্ত রক্তক্ষরণ
571। যেকোন মুখে খাওয়ার ওষুধের শোষনে বাধা দেয় কোনটি?
উত্তরঃ চারকোল
572। সিপ্রোফ্লোক্সাসিন এর কার্যকারিতা কমিয়ে দেয় কোনটি?
উত্তরঃ ম্যাগনেসিয়াম এন্টাসিড
573। সিপ্রোফ্লোক্সাসিন সেবনের কত ঘন্টা পর এন্টাসিড সেবন করতে হবে?
উত্তরঃ ২ ঘন্টা
574। ইরাইথ্রোমাইসিন এবং ওয়ারফেরিন একসাথে সেবন করলে তা _____ কমিয়ে দেয়?
উত্তরঃ রক্ত জমাট বাধা
575। ইরাইথ্রোমাইসিন সেবনের কতক্ষণ পরে ওয়ারফেরিন সেবন করা উচিত?
উত্তরঃ ১ ঘন্টা
576। মেট্রোনিডাজল ও এলকোহল একসাথে সেবন করলে কি হতে পারে?
উত্তরঃ অতিরিক্ত বমি
577। _______ পাকস্থলীতে ওমিপ্রাজলের কার্যকারিতা নষ্ট করে দেয়?
উত্তরঃ এন্টাসিড
578। ওমিপ্রাজল সেবনের কত ঘন্টা পর ম্যাগনেসিয়াম এন্টাসিড খেতে হবে?
উত্তরঃ ২ ঘন্টা
579। ফেনোবারবিটল কোনটির কার্যকারিতা নষ্ট করে দেয়?
উত্তরঃ ওয়ারফেরিন
580। টেট্রাসাইক্লিনজাতীয় ওষুধ যেমন ডক্সিসাইক্লিন, অক্সিটেট্রাসাইক্লিন সেবনের কতক্ষণ পর এন্টাসিড সেবন করা উচিত?
উত্তরঃ ২ ঘন্টা
581। আয়রণ,ক্যালসিয়াম বা জিংক সমৃদ্ধ ওষুধের সাথে কোনটি সেবন করা উচিত নয়?
উত্তরঃ টেট্রাসাইক্লিনজাতীয় ওষুধ
582। দুধ পান করার কয় ঘন্টা পরে সিপ্রোফ্লোক্সাসিন সেবন করা উচিত?
উত্তরঃ ২ ঘন্টা
583। খাবার গ্রহণের কতক্ষণ পূর্বে এমপিসিলিন সেবন করতে হবে?
উত্তরঃ ১ ঘন্টা
584। চর্বিযুক্ত খাবারের সাথে _____ সেবন করতে হবে?
উত্তরঃ গ্রাইসিওফুলভিন
585। উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ কোনটি?
উত্তরঃ ফিলোডিপিন, নিফেডিপিন, নিমোডিপিন, নিকারডিপিন
586। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে নিস্তেজ করার ওষুধসমূহের সাথে কি সেবনে অতিরিক্ত ঘুম ঘুম ভাব দেখা দিতে পারে?
উত্তরঃ অ্যালকোহল
587। ব্যথানাশকসমূহের (NSAIDs) সাথে সেবন কি সেবন করলে পাকস্থলীতে রক্তক্ষরণের সম্ভাবনা বৃদ্ধি পায়?
উত্তরঃ এলকোহল
588। খালি পেটে _____ সেবন করলে রক্তে গ্লুকোজ তৈরি বাধাগ্রস্থ হতে পারে?
উত্তরঃ অ্যালকোহল
589। ______ গ্রহণের সাথে এলকোহল গ্রহণ করলে জীবন নাশের ঝুঁকিপূর্ণ বিষক্রিয়ার সৃষ্টি হতে পারে?
উত্তরঃ ডাইসালফিউরাম
590। মেট্রোনিডাজল, সেফোপেরাজোন, ক্লোরপ্রোপামাইড (ডায়াবেটিস) এবং প্রোকার্বাজিনের সাথে কোনটি সেবন করা যাবে না?
উত্তরঃ এলকোহল
591। ক্যাফেইন এর সাথে বিক্রিয়া করে কোনটি?
উত্তরঃ হতাশানাশক ওষুধ