সেশন-২: অণুজীববিজ্ঞান

418। _______হচ্ছে এক প্রকার অতি ক্ষুদ্র জীব যা খালি চোখে দেখা যায় না?
উত্তরঃ অণুজীব
419। অণুজীবের আরেক নাম কি?
উত্তরঃ জীবাণু
420। কে প্রথম অনুজীব সম্পর্কে আধুনিক ধারনা দেন?
উত্তরঃ লুই পাস্তুর
421। লুই পাস্তুর কোথাকার অধিবাসী ছিলেন?
উত্তরঃ ফ্রান্সের
422। কে প্রথমবার প্রমাণ করেন যে সংক্রামক রোগের বিস্তার স্বতঃস্ফুর্তভাবে যেকোন অণুজীব দ্বারা হয় না বরং এগুলো নির্দিষ্ট কোন আক্রান্ত দেহ থেকে অন্য দেহে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রবেশ ও বিস্তার লাভ করে?
উত্তরঃ লুই পাস্তর
423। যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে কি বলে?
উত্তরঃ প্যাথজেনিক অণুজীব
424। বেশির ভাগ প্যাথজেনিক অণুজীব কতগুলো রাসায়নিক বস্তু নিঃসৃত করে যাদেরকে বলে?
উত্তরঃ টক্সিন
425। যেসব অণুজীব মানুষের জন্য ক্ষতিকারক নয় সেগুলোকে কি বলে?
উত্তরঃ নন্-প্যাথজেনিক অণুজীব
426। ব্যাকটেরিয়া একধরনের
?
উত্তরঃ অণুজীব
427। প্রোটোজোয়া একধরনের?
উত্তরঃ অণুজীব
428। রিকেটসিয়া একধরনের
?
উত্তরঃ অণুজীব
429। বেড়সোনিয়া একধরনের?
উত্তরঃ অণুজীব
430। ব্যাকটেরিয়া একটিজীব?
উত্তরঃ এককোষী
431। পৃথিবীতে যাবতীয় জৈব ও অজৈব পদার্থের পচন ও রূপান্তরের বেশিরভাগ কারণ কি ঘটিত?
উত্তরঃ জীবাণুঘটিত
432। আমাদের দেহের ভিতরে ও বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাকটেরিয়া কিভাবে বাস করে?
উত্তরঃ দল বেঁধে
433। আমাদের শরীরে জৈব সংশ্লেষিত ভিটামিন বি-কমপ্লেক্স সরবরাহ করে থাকে কোন ব্যাকটেরিয়া?
উত্তরঃ এসকেরিশিয়া কোলাই
434। কোথায় ব্যাকটেরিয়ার উপস্থিতি আশা করা যায় না?
উত্তরঃ রক্তরসে
435। _
প্রোটোপ্লাজম দ্বারা গঠিত এক প্রকার চুলের ন্যায় উপাঙ্গ?
উত্তরঃ ফ্লাজেলা
436। কোন ব্যাকটেরিয়ার চলাচলে সাহায্য করে?
উত্তরঃ ফ্লাজেলা
437। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের বাইরে পুরু ও পিচ্ছিল পদার্থের যে আবরণী থাকে তাকে কি বলে?
উত্তরঃ ক্যাপসুল
438। ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমকে আবদ্ধ করে যে জড় প্রাচীর থাকে তাকে কি বলে?
উত্তরঃ কোষ প্রাচীর
439। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের অভ্যন্তরে যে স্থিতিস্থাপক ঝিল্লী থাকে তাকে কি বলে?
উত্তরঃ প্লাজমা ঝিল্পী
440। নিচের কোনটি সাধারণত বর্ণহীন অর্ধ-তরল থকথকে বস্তু?
উত্তরঃ সাইটোপ্লাজম
441। ব্যাকটেরিয়ার রাইবোজম, ভলিউটিন দানা, ক্ষুদ্রক্ষুদ্র গহ্বর, কলন ও ক্রোমোটাফোর থাকে কোনটিতে?
উত্তরঃ সাইটোপ্লাজমে
442। উৎস বা সূত্র হতে ব্যাকটেরিয়ার চলাচল বা স্থানান্তর কয়টি পদ্ধতিতে ঘটে থাকে?
উত্তরঃ ৫টি
443। নিচের কোনটিতে কেন্দ্রিকা ঝিল্পী থাকে না?
উত্তরঃ কেন্দ্রিকা
444। ক্রোমোটিন দ্রব্য বা কেন্দ্রিকা কয়টি ক্রোমোজোম নিয়ে গঠিত?
উত্তরঃ একটি
445। শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে কয়ভাবে শরীরে ব্যাকটেরিয়া প্রবেশ করে?
উত্তরঃ ৩ ভাবে
446। একটি হাঁচি,কাঁশিতে কত সংখ্যক ব্যাকটেরিয়া নির্গমন হয়?
উত্তরঃ লক্ষ লক্ষ
447। নিচের কোনটি বিন্দুকণার মতো বাতাসে ভাসতে থাকে এবং পরে শ্বাসের সাথে অন্য ব্যক্তির শরীরে প্রবেশ করে?
উত্তরঃ ব্যাকটেরিয়া
448। কোন কোন………. মাটিতে তলানী হিসেবে পড়ে এবং সেখানে তারা ধুলিকণার মধ্যে মিশে থাকে?
উত্তরঃ আবার যখন ধুলি আলোড়িত হয় তখন বায়ুমন্ডলে ভেসে উঠে ও শ্বাস গ্রহণের সময় অন্য মানুষের শরীরে প্রবেশ করে? ব্যাকটেরিয়া
449। নিচের কোন ব্যাকটেরিয়া যক্ষ্মার জন্য দায়ী?
উত্তরঃ টিউবারকুলোসিস্
450। নিচের কোনটি মানবশরীরে প্রবেশ করে টাইফয়েড রোগের সৃষ্টি করে?
উত্তরঃ সালমোনেলা টাইফি
451। শরীরে ব্যাকটেরিয়া প্রবেশের দিক দিয়ে সংস্পর্শ কয় প্রকারের হয়ে থাকে?
উত্তরঃ দুই প্রকার
452। জলাতংক শরীরে প্রবেশ করে……. সংস্পর্শে?
উত্তরঃ প্রত্যক্ষ সংস্পর্শে
453। তোয়ালে, বিছানাপত্র, খাওয়ার পাত্র ইত্যাদির মাধ্যমে কোন ধরনের সংস্পর্শ ঘটে থাকে?
উত্তরঃ পরোক্ষ
454। নিচের কোনটি সংস্পর্শের মাধ্যমে স্ক্যাবিস বা চুল্কানি রোগের বিস্তার ঘটায়?
উত্তরঃ সারকোপটিস্ স্ক্যাবিই
455। গনোরিয়া, সিফিলিস কীভাবে ছড়ায়?
উত্তরঃ যৌন সঙ্গমের মাধ্যমে
456। চিকুনগুনিয়া,ম্যালেরিয়া ও ডেঙ্গু কিসের দংশণে সংক্রমিত হয়?
উত্তরঃ মশার
457। স্টেফাইলোকোক্কাস পাইয়োজেনস্ ব্যাকটেরিয়ার কারনে কোন রোগ হয়?
উত্তরঃ প্যাসটুল এবং খাদ্যে বিষক্রিয়া
458। স্ট্রেপটোকোক্কাস ব্যাকটেরিয়ার কারনে কোন রোগ হয়?
উত্তরঃ ফ্যারিনজাইটিস্, টনসিলাইটিস্, স্কারলেট জ্বর
459। স্ট্রেপটোকোক্কাস নিউমোনিয়া ব্যাকটেরিয়ার কারনে কোন রোগ হয়?
উত্তরঃ নিউমোনিয়া, সাইনোসাইটিস্, মেনিনজাইটিস্, ফুসফুস সংক্রমণ
460। স্ট্রেপটোকোক্কাস ফিকালিস্ ব্যাকটেরিয়ার কারনে কোন রোগ হয়?
উত্তরঃ মূত্রনালীর ইনফেকশন
461। নিসারিয়া ম্যানিনজাইটিস্ ব্যাকটেরিয়ার কারনে কোন রোগ হয়?
উত্তরঃ ম্যানিনজাইটিস্, সেপটিসেমিয়া
462। নিসারিয়া গনোরিয়া ব্যাকটেরিয়ার কারনে কোন রোগ হয়?
উত্তরঃ গনোরিয়া
463। ক্লোসট্রিডিয়া ব্যাকটেরিয়ার কারনে কোন রোগ হয়?
উত্তরঃ বটুলিজম, খাদ্য বিষক্রিয়া, ধনুষ্টংকার, গ্যাস গ্যাংগ্রিন
464। এসকেরিশিয়া কোলাই ব্যাকটেরিয়ার কারনে কোন রোগ হয়?
উত্তরঃ মূত্রনালী এবং ক্ষতের সংক্রমণ, নিউনেটাল মেনিনজাইটিস
465। সালমোনেলা ব্যাকটেরিয়ার কারনে কোন রোগ হয়?
উত্তরঃ এনটারিক জ্বর বা টাইফয়েড এবং খাদ্যে বিষক্রিয়া
466। সিগেলা ব্যাকটেরিয়ার কারনে কোন রোগ হয়?
উত্তরঃ ব্যাসেলারী ডিসেন্ট্রি বা রক্ত আমাশয়
467। বরডিটেলা পারটুসিস্ ব্যাকটেরিয়ার কারনে কোন রোগ হয়?
উত্তরঃ হুপিং কফ
468। ব্রোসেলা ব্যাকটেরিয়ার কারনে কোন রোগ হয়?
উত্তরঃ ব্রোসেলোসিস্
469। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস্ ব্যাকটেরিয়ার কারনে কোন রোগ হয়?
উত্তরঃ যক্ষা
470। মাইকোব্যাকটেরিয়াম লেপরি ব্যাকটেরিয়ার কারনে কোন রোগ হয়?
উত্তরঃ কুষ্ঠ রোগ
471। ট্রেপোনেমা প্যালিডিয়াম ব্যাকটেরিয়ার কারনে কোন রোগ হয়?
উত্তরঃ সিফিলিস
472। ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়ার কারনে কোন রোগ হয়?
উত্তরঃ কলেরা
473। ‘ভাইরাস’ কোন ভাষার শব্দ?
উত্তরঃ ল্যাটিন
474। ভাইরাস এর আভিধানিক অর্থ কি?
উত্তরঃ বিষ
475। ভাইরাস কোন ধরনের জীবানু?
উত্তরঃ অকোষীয়
476। জীবকোষের বাইরে ভাইরাস কিসের মতো অবস্থান করে?
উত্তরঃ জড়বস্তু
477। ভাইরাস দেখার জন্য কোন ধরনের অণুবীক্ষণ যন্ত্রের দরকার হয়?
উত্তরঃ ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের
478। অধিকাংশ ভাইরাস কত মিলি মাইক্রন আয়তনের হয়ে থাকে?
উত্তরঃ ২১০ মিলি মাইক্রন
479। ১ মিলিমিটারে কত মাইক্রন?
উত্তরঃ ১০০০ মাইক্রন
480। ১ মাইক্রন সমান কত মিলিমাইক্রন?
উত্তরঃ ১০০০ মিলিমাইক্রন
481। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র জীব কোনটি?
উত্তরঃ ভাইরাস
482। সাধারণত ভাইরাসের আয়তন কত হয়ে থাকে?
উত্তরঃ ১৭-৪৫০ মিলিমাইক্রন
483। পিকর্নো ভাইরাস এর সংক্রমণের ফলে কোন রোগ দেখা দেয়?
উত্তরঃ পলিওমাইলেটিস
484। রাইনো ভাইরাস এর সংক্রমণের ফলে কোন রোগ দেখা দেয়?
উত্তরঃ সাধারণ ঠান্ডা লাগা
485। মাইক্সো ভাইরাস এর সংক্রমণের ফলে কোন রোগ দেখা দেয়?
উত্তরঃ ইনফ্লুয়েঞ্জা
486। প্যারামাইক্সো ভাইরাস এর সংক্রমণের ফলে কোন রোগ দেখা দেয়?
উত্তরঃ মামস্, মিজেলস
487। র‍্যাবিস ভাইরাস এর সংক্রমণের ফলে কোন রোগ দেখা দেয়?
উত্তরঃ জলাতঙ্ক
488। রুবেলা ভাইরাস এর সংক্রমণের ফলে কোন রোগ দেখা দেয়?
উত্তরঃ জার্মান মিজেলস্
489। হারপিস ভাইরাস এর সংক্রমণের ফলে কোন রোগ দেখা দেয়?
উত্তরঃ হারপিস সিমপ্লেক্স, চিকেন পক্স
490। পক্স ভাইরাস এর সংক্রমণের ফলে কোন রোগ দেখা দেয়?
উত্তরঃ স্মল পক্স, কাউ পক্স (
491। ছত্রাক দ্বারা উৎপন্ন রোগকে কি বলে?
উত্তরঃ মাইকোসিস
492। ইস্ট এক প্রকার এককোষী………?
উত্তরঃ ছত্রাক
493। সাধারণত ইস্টের আয়তন কত মাইক্রন হয়ে থাকে?
উত্তরঃ ৫-১০ মাইক্রন
494। ছত্রাক একধরনের…….?
উত্তরঃ পরজীবী
495। ফারমেনটেশন শিল্পে বিশেষ করে এলকোহল উৎপাদনে এবং বেকারীতে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় কোন ধরনের ইস্ট?
উত্তরঃ স্যাপরোফাইটিক ইস্ট
496। নিচের কোনটি চর্মরোগ এবং শ্বাসনালী ও অন্ত্রনালীর রোগের কারণ হতে পারে?
উত্তরঃ ইস্ট
497। ……… এক শ্রেণীর ক্ষুদ্রাকার উদ্ভিদ যারা হিবিজিবি আকারে সুতার মতো একে অপরের সাথে জড়িয়ে থাকে?
উত্তরঃ ছত্রাক
498। ছত্রাক উদ্ভিদের অন্তর্ভুক্ত হলেও এদের কোন…….. থাকে না?
উত্তরঃ ক্লোরোফিল
499। হাজার হাজার ছত্রাকের মধ্যে………এর কম ছত্রাক মানুষ বা প্রাণীর জন্য ক্ষতিকারক?
উত্তরঃ পঞ্চাশের
500। প্রোটোজোয়া এক ধরনের……. অণুজীব বা জীবাণু?
উত্তরঃ এককোষীয়
501। ম্যালেরিয়া এবং এমিবিক ডিসেন্ট্রি (আমাশয়) কোন শ্রেণির জীবাণুর কারনে হয়ে থাকে?
উত্তরঃ প্রোটোজোয়া
502। জিয়ারডিয়া ল্যামব্রিয়া (আমাশায়ের কারণ) এবং ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস্ (যা যোনিতে ইনফেকশন সৃষ্টি করে) হচ্ছে রোগ সৃষ্টিকারী…….?
উত্তরঃ প্রোটোজোয়া
503। প্লাসমোডিয়াম ভাইভেক্স,প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম,প্লাসমোডিয়াম ম্যালেরিয়া ও প্লাসমোডিয়াম ওভেল এর কারনে কোন রোগটি হয়ে থাকে?
উত্তরঃ ম্যালেরিয়া
504। ট্রাইকোমনাস্ ভ্যাজিনালিস্ এর কারনে কোন রোগটি হয়ে থাকে?
উত্তরঃ ভলভো ভেজিনাইটিস্
505। জিয়ারডিয়া ল্যাম্বলিয়া এর কারনে কোন রোগটি হয়ে থাকে?
উত্তরঃ জিয়ারডিয়াসিস্
506। এন্টামোইবা হিস্টোলাইটিকা এর কারনে কোন রোগটি হয়ে থাকে?
উত্তরঃ আমাশয়
507। লিশমেনিয়া ডোনোভেনি এর কারনে কোন রোগটি হয়ে থাকে?
উত্তরঃ কালাজ্বর
508। টিকা একটি……… দ্রব্য যা একটি নির্দিষ্ট রোগের বিরুদ্ধে সক্রিয় হয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে?
উত্তরঃ জৈবিক
509। সংক্রামক রোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকরী পদ্ধতি কোনটে?
উত্তরঃ টিকা
510। বাচ্চা জন্মের পরপর কোন টিকা দিতে হয়?
উত্তরঃ বিসিজি এবং ওপিভি
511। বাচ্চা জন্মের ৬ সপ্তাহ পর কোন টিকা দিতে হয়?
উত্তরঃ পেন্টাভ্যালেন্ট ১, পিসিভি ১ এবং ওপিভি ১
512। জন্মের ১০ সপ্তাহ পর কোন টিকা দিতে হয়?
উত্তরঃ পেন্টাভ্যালেন্ট ২, পিসিভি ২ এবং ওপিভি ২
513। জন্মের ১৪ সপ্তাহ পর কোন টিকা দিতে হয়?
উত্তরঃ পেন্টাভ্যালেন্ট ৩, ওপিভি ৩ এবং আইপিভি
514। জন্মের ১৮ সপ্তাহ পর কোন টিকা দিতে হয়?
উত্তরঃ পিসিভি ৩
515। বাচ্চার সময় ৯ মাস পূর্ণ হলে কোন টিকা দিতে হয়?
উত্তরঃ এমআর ১
516। বাচ্চার সময় ১৫ মাস পূর্ণ হলে কোন টিকা দিতে হয়?
উত্তরঃ এমআর ২
517। মহিলাদের ১৫ বছর বয়সে টিটি (টিটিনাস টক্সয়েড) টিকার কোন ডোজ দেয়া হয়?
উত্তরঃ টিটি-১
518। টিটি-১ টিকা নেয়ার কমপক্ষে কতদিন পর টিটি-২ নিতে হয়?
উত্তরঃ ২৮দিন
519। টিটি-২ টিকা নেয়ার কমপক্ষে কতমাস পর টিটি-৩ নিতে হয়?
উত্তরঃ ৬ মাস
520। টিটি-৩ টিকা নেয়ার কমপক্ষে কতবছর পর টিটি-৪ নিতে হয়?
উত্তরঃ ১ বছর
521। টিটি-৪ টিকা নেয়ার কমপক্ষে কতবছর পর টিটি-২ নিতে হয়?
উত্তরঃ ১ বছর
522। টিটি টিকার কোন ডোজ নেয়ার পর মহিলাদের গর্ভধারণে সক্ষম বয়স পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বিদ্যমান থাকে?
উত্তরঃ টিটি-৪
523। টিকা কোথায় সংরক্ষণ করতে হবে?
উত্তরঃ ফ্রিজে
524। টিকা কত ডিগ্রী তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়?
উত্তরঃ ২-৮
525। কোন মাল্টি ডোজের ভায়াল খোলার কত ঘন্টার মধ্যে ব্যবহার করে ফেলতে হবে?
উত্তরঃ ৬ ঘন্টা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top