সেশন-২: শুধুমাত্র প্রেসক্রিপশনের মাধ্যমেই ক্রেতার নিকট বিক্রয়যোগ্য ওষুধসমূহ (Prescription Only Medicines)

886। শ্বাসতন্ত্র সংক্রান্ত সমস্যা/অসুখের প্রতিরোধে বা আরোগ্যলাভে যে সকল ওষুধ ব্যবহৃত হয়, সেগুলোকে ….. ওষুধ বলে?
উত্তরঃ শ্বাসতন্ত্রের
887। বেটা ২-এ্যাগোনিস্ট (Beta2-agonists), কর্টিকোস্টেরয়েড ও জ্যানথান (Xanthan) জাতীয় ওষুধগুলো কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়?
উত্তরঃ মারাত্মক তীব্র হাঁপানি
888। বেটা ২-এ্যাগোনিস্ট (Beta2-agonists), কর্টিকোস্টেরয়েড ও জ্যানথান (Xanthan) জাতীয় ওষুধগুলো কোন পথে প্রয়োগ করতে হয়?
উত্তরঃ শিরায় ও মুখে
889। সিকলেসোনাইড এ্যারোসল-এর প্রতি যে সকল রোগীর এলার্জি আছে তাদের কোনটি সেবন করা উচিত নয়?
উত্তরঃ শ্বাসতন্ত্রের ওষুধ
890। …… ফুসফুসের একটি দীর্ঘমেয়াদী রোগ?
উত্তরঃ হাঁপানী
891। শ্বাসকষ্ট এবং নিঃশ্বাসের সময় শিসের মত অথবা সাঁসাঁ শব্দ করে কি হলে?
উত্তরঃ হাঁপানী
892। হাঁপানী কাদের বেশি হয়?
উত্তরঃ শিশুদের
893। হাঁপানীর লক্ষণগুলো কখন বেশি দেখা যায়?
উত্তরঃ রাতে ও ভোরে
894। COPD এর পূর্ণরূপ কি?
উত্তরঃ ক্রনিক অবসট্রাকটিভ পালমোনারী ডিজিজ
895। ……. হচ্ছে স্বল্পসময়ের জন্য কার্যকরী 32 এড্রেনার্জিক রিসেপ্টর?
উত্তরঃ সালবিউটামল
896। সিওপিডি-র কিসের রোগ?
উত্তরঃ ফুসফুসের
897। ……. হচ্ছে টারবিউটালিনের প্রোড্রাগ যা ক্রনিক হাঁপানীর জন্য দেয়া হয়?
উত্তরঃ বামবিউটেরল
898। নিচের কোনটি একটি সিনথেটিক ষ্টেরয়েড?
উত্তরঃ বেকলোমেথাসন
899। ……. একটি ব্রঙ্কোডাইলেটর, যা হাঁপানী ও অন্যান্য শ্বাসতন্ত্রের রোগে সৃষ্ট ব্রঙ্কোস্পাজম থেকে মুক্তি পাওয়ার জন্য দেয়া হয়?
উত্তরঃ বিটলটেরল
900। ……. একটি কর্টিকোষ্টেরয়েড যা ইনফ্ল্যামেটরী বাওয়েল ডিজিজ/আইবিএস, হাঁপানী ও শ্বাসের সমস্যাতেও দেয়া হয়?
উত্তরঃ বিউডেসোনাইড
901। নিচের কোনটি শরীরের ভিতরের কোন রোগের একটি উপসর্গ?
উত্তরঃ কাশি
902। ক্রনিক ব্রঙ্কাইটিস ও ব্রঙ্কিয়েকটাসিস রোগীর জন্য কোনটি ক্ষতিকর?
উত্তরঃ কফ জমে যাওয়া
903। নিচের কোন ওষুধটি কোষ্ঠকাঠিন্য তৈরি করে?
উত্তরঃ কোডিন
904। নিচের কোনটি মিউকোলাইটিক এজেন্ট?
উত্তরঃ ব্রমহেক্সিন
905। আঠালো ও অতিরিক্ত মিউকাসযুক্ত শ্বাসতন্ত্রের রোগে কোনটি ব্যবহৃত হয়?
উত্তরঃ ব্রমহেক্সিন
906। ১০ বছরের বেশী ও বয়স্কদের জন্য এমব্রক্সল এর সঠিক ডোজেস ফর্ম কোনটি?
উত্তরঃ ১০ মিলি দিনে ৩ বার
907। ৫-১০ বছরের শিশুদের জন্য এমব্রক্সল এর সঠিক ডোজেস ফর্ম কোনটি?
উত্তরঃ ৫ মিলি দিনে ২-৩ বার
908। সায়ানোকোবালামিন ইত্যাদি কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়?
উত্তরঃ রক্তস্বল্পতাজনিত
909। এটিনোলল, কার্ডেডিলল, র‍্যামিপ্রিল, লোসারটান, ভালসারটান, বেনেজাপ্রিল, এ্যামলোডিপিন ইত্যাদি কিসের ওষুধ?
উত্তরঃ হৃদরোগের
910। কোনটি ব্যাকটেরিয়াঘাতী বিটা ল্যাকটাম এন্টিবায়োটিক?
উত্তরঃ পেনিসিলিন
911। ব্যাকটেরিয়া কোষের দেয়াল সংশ্লেষণ করার মাধ্যমে কাজ করে থাকে কোনটি?
উত্তরঃ পেনিসিলিন
912। সেফালোস্পোরিন ও অন্যান্য বিটা ল্যাকটামে পেনিসিলিন-সংবেদনশীল রোগীর কত শতাংশের এলার্জি হয়?
উত্তরঃ প্রায় ১০%
913। সেফালোস্পোরিন এর কোন প্রজন্মের ওষুধ বেশি প্রতিরোধী?
উত্তরঃ তৃতীয়
914। …..ব্যাকটেরিয়া হতে বিটাল্যাকটামেজ দ্বারা অধিকতর হাইড্রোলাইসিসে বেশী সক্ষম?
উত্তরঃ এস. অরিয়াস
915। মূত্রতন্ত্রের সংক্রমন, সামান্য পলিমাইক্রোবিয়াল সংক্রমন, যেমন- সেলুলাইটিস, সফট টিস্যু এবসেস, অটাইটিস মিডিয়া, সাইনোসাইটিস ইত্যাদির জন্য কোন ওষুধটি ব্যবহৃত হয়?
উত্তরঃ সেফ্রাডক্সিল
916। রিকারেন্ট ইউটিআই-র প্রোফাইলেক্সিসের জন্য কোন ওষুধটি ব্যবহৃত হয়?
উত্তরঃ সেফালেক্সিন
917। সার্জিক্যাল প্রোফাইলেক্সিসের জন্য কোন ওষুধটি ব্যবহৃত হয়?
উত্তরঃ সেফ্রাডিন
918। সাইনোসাইটিস, অটাইটিস ও এইচ. ইনফ্লুয়েঞ্জি বা বি. ক্যাটারালিস তৈরি বিটাল্যাকটামেজ দ্বারা নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমনের জন্য কোন ওষুধটি ব্যবহৃত হয়?
উত্তরঃ সেফাক্লর
919। পেরিটোনাইটিস, ডাইভারকুলাইটিস, ফ্যাকালটেটিভ গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়া সংক্রমণ, যেমন-পেলভিক ইনফ্ল্যামেটরী ডিজিজ, ডায়াবেটিক, পায়ের সংক্রমন ইত্যাদির জন্য ওষুধটি ব্যবহৃত হয়?
উত্তরঃ সেফোক্সিটিন
920। উর্দ্ধ শ্বাসতন্ত্রের সংক্রমন, চামড়া ও সফট টিস্যু সংক্রমনের জন্য কোন ওষুধটি ব্যবহৃত হয়?
উত্তরঃ সেফপ্রোজিল
921। সার্জিক্যাল প্রোফাইলেক্সিস, লাইম ডিজিজ, গনোরিয়া ও কমিউনিটি একুয়ার্ড নিউমোনিয়া ইত্যাদি রোগে কোন ওষুধটি ব্যবহৃত হয়?
উত্তরঃ সেফুরোক্সিম
922। গনোরিয়া, অটাইটিস মিডিয়া, ফ্যারেনজাইটিস, নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমন, যেমন-ব্রঙ্কাইটিস ইত্যাদি রোগে কোন ওষুধটি ব্যবহৃত হয়?
উত্তরঃ সেফডিনির
923। সাইনোসাইটিস, অটাইটিস মিডিয়া, চামড়া ও সফট টিস্যু সংক্রমনের জন্য কোন ওষুধটি সেবন করতে হয়?
উত্তরঃ সেফিক্সিম
924। সেফোট্যাক্সিম এর সাথে কয়টি ওষুধ সেবন করতে হয়?
উত্তরঃ ২টি
925। মেনিনজাইটিস (এইচ. ইনফ্লুয়েঞ্জি, পেনিসিলিন-সংবেদনশীল এস. নিউমোনি, এন. মেনিনজাইটিডিস ও গ্রাম-নেগেটিভ এনটেরিক ব্যাকটেরিয়া), গনোরিয়া, হেমোফিলাস এপিগ্লটাইটিসের জন্য কোন ওষুধটি ব্যবহৃত হয়?
উত্তরঃ সেফোট্যাক্সিম
926। শ্বাসতন্ত্রের সংক্রমন, বিশেষ করে যেগুলো রিকারেন্ট ও অন্য এন্টিবায়োটিকে প্রতিরোধী, নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমন, যেমন-ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়া, এবং চামড়া ও সফট টিস্যু সংক্রমন ইত্যাদি রোগে কোন এন্টিবায়োটিক টি ব্যবহৃত হয়?
উত্তরঃ সেফপোডোক্সিম
927। সিউডোমোনাস মেনিনজাইটিসের অ্যামাইনোগ্লাইকোসাইড চিকিৎসা ও সার্জিক্যাল প্রোফাইলেক্সিসের জন্য কোন ওষুধটি ব্যবহৃত হয়?
উত্তরঃ সেফটাজিমাইড
928। সার্জিক্যাল প্রোফাইলেক্সিসের জন্য কোনটি ব্যবহৃত হয়?
উত্তরঃ সেফট্রিয়াক্সোন
929। নজোকোমিয়াল সংক্রমনের পরীক্ষামূলক চিকিৎসার জন্য কোনটি ব্যবহৃত হয়?
উত্তরঃ সেফিপিম
930। এজিথ্রোমাইসিন, ক্লারিথ্রোমাইসিন, ইরাইথ্রোমাইসিন, রক্সিথ্রোমাইসিন, স্পাইরাথ্রোমাইসিন ইত্যাদি কি ধরনের এন্টিবায়োটিক?
উত্তরঃ ম্যাক্রোলাইডস
931। মাইকোপ্লাজমা নিউমোনিয়া সংক্রমন, ক্যামপাইলোব্যাক্টর এন্টেরাইটিস, গর্ভবতীদের ক্ল্যামাইডিয়াল ইউরোজেনিটাল সংক্রমন, ক্ল্যামাইডিয়াল নিউমোনিয়া, ডিপথেরিয়া, পারটুসিস, লিজিওনেয়ারস ডিজিজ, ও একনি ভালগারিস চিকিৎসার জন্য কোন এন্টিবায়োটিক ব্যবহৃত হয়?
উত্তরঃ ইরাইথ্রোমাইসিন
932। নিচের কোনটিতে এলুমিনিয়ম ও ম্যাগনেসিয়াম আছে?
উত্তরঃ এন্টাসিডে
933। ডমপেরিডন, এপ্রিপিট্যান্ট, রেনিটিডিন, ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, ওআরএস, চালের ওআরএস, টেট্রাসাইক্লিন, সিপ্রোফ্লক্সাসিন,অলভেরাইন সাইট্রেট, রাবিপ্রাজল, সালফাস্যালাজিন,
উত্তরঃ (No answer provided)
934। অন্ডানসেট্রন, ইসোমিপ্রাজল, সিমেটিডিন, হেসপেরিডিনসহডায়োসমিন, মিসোপ্রস্টল, ট্রাইমেবুটিন ম্যালিয়েট, লোপেরামাইড হাইড্রোক্লোরাইড, ড্রোটাভেরিন হাইড্রোক্লোরাইড, নিটাজোক্সানাইড ইত্যাদি কোন ধরনের ওষুধ?
উত্তরঃ গ্যাসট্রোইনটেস্টিনাল
935। নিচের কোনটি ডায়রিয়া সৃষ্টি করতে পারে?
উত্তরঃ ম্যাগনেসিয়াম ট্রাইসিলিকেট
936। ……. সিস্টেমের ওষুধ প্রজনন অঙ্গ ও মূত্রতন্ত্রের সমস্যাসমূহ চিকিৎসার জন্য ব্যবহৃত হয়?
উত্তরঃ জেনিটোইউরিনারি
937। পুরুষত্বহীনতার ওষুধ কোন পদ্ধতিতে পেনিসে রক্তের প্রবাহ বাড়িয়ে ইরেকশন করে?
উত্তরঃ ভ্যাসোডাইলেটেশন
938। সিলডেনাফিল, এলপ্রোসটাডিল, ভার্ডেনাফিল, টাডালাফিল ইত্যাদি কিসের ওষুধ?
উত্তরঃ পুরুষত্বহীনতার
939। প্রসব করাতে ও নির্বাচিত গর্ভপাত ঘটাতে ……. ওষুধ ব্যবহার করা হয়?
উত্তরঃ ইউটেরোটনিক এজেন্ট
940। CVS এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Central Nervous System
941। ব্রেইন (Brain), স্পাইনাল কর্ড (Spinal Chord) নিয়ে গঠিত?
উত্তরঃ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র
942। হিপনোটিকস, এ্যানজিওলাইটিকস কোন ধরনের ওষুধ?
উত্তরঃ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের
943। বেনজোডায়জেপিন, ব্রোমাজেপাম, ডায়াজিপাম, লরাজিপাম ইত্যাদি কোন ধরনের ওষুধ?
উত্তরঃ হিপনোটিকস ও এ্যানজিওলাইটিকস
944। ফ্লুপেনটিক্সল, ক্লোজাপিন, রিসপেরিডোন, হ্যালোপেরিডল ইত্যাদি ওষুধসমূহ কোন ধরনের সমস্যায় ব্যবহৃত হয়?
উত্তরঃ মানসিক
945। মাদকাসক্তি নিরাময়ে ব্যবহৃত কোন ওষুধ ব্যবহৃত হয়?
উত্তরঃ বিউপ্রোপিওন
946। মরফিন, পেথিডিন, ট্রামাডল ইত্যাদি কি জাতীয় ওষুধ?
উত্তরঃ Opioids
947। প্যারাসিটামল, এসিটাইল স্যালিসাইলিক এসিড ইত্যাদি কি জাতীয় ওষুধ?
উত্তরঃ Non-Opioids
948। কার্বামাজেপিন, ক্লোনাজেপাম, গাবাপেনটিন ইত্যাদি ওষুধগুলো কোন রোগে ব্যবহৃত হয়?
উত্তরঃ এপিলেপসিতে
949। ডমপেরিডন,প্রোমেথাজিন, মেটোক্লোপরামাইড, ফেনোেথায়াজিন, সিনারিজন, অনডানসেট্রোন ইত্যাদি ওষুধগুলো কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
উত্তরঃ বমি বমি ভাব ও মাথা ঘোরানোর
950। স্থূলতা চিকিৎসায় ব্যবহৃত ওষুধ কোনটি?
উত্তরঃ ফুপেনটিক্সল
951। ক্যালসিয়াম কার্বোনেট, ক্যালসিয়াম গ্লুকোনেট, খনিজ লবণ (Mineral Salts), জিঙ্ক, ভিটামিন, এলবুমিন ইনফিউশন ইত্যাদি কোন ধরনের সমস্যায় ব্যবহৃত হয়?
উত্তরঃ পুষ্টির অভাবজনিত
952। জেন্টামাইসিন, টেট্রাসাইক্লিন, ক্লটরিমাজল, কিটোকোনাজল, ফুকোনাজল, নিস্ট্যাটিন, ইকোনাজল, ব্যাট্র্যিাসিন, মিউপিরোসিন ইত্যাদি ওষুধগুলো কোন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়?
উত্তরঃ চর্মরোগ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top