617। যোগাযোগ প্রধানত কয় ধরনের?
উত্তরঃ দুই ধরনের
618। ওষুধ ডিসপেন্সার ও রোগী/গ্রাহকের চাহিদা নিরূপণের সময় কোন ধরনের যোগাযোগ পদ্ধতি ব্যবহার করা হয়?
উত্তরঃ মৌখিক
619। কোন ধরনের যোগাযোগ পদ্ধতি মৌখিক যোগাযোগের চাইতে অধিক গুরুত্বের সাথে গ্রহণ করা হয়?
উত্তরঃ কথোপকথনবিহীন
session 6 module 4
620। হঠাৎ করে ঘটে যাওয়া কোন গুরুতর বা বিপজ্জনক ঘটনাকে কি বলে?
উত্তরঃ দুর্ঘটনা
621। একজন ব্যক্তি যিনি অন্যের প্রয়োজনে তাকে সাহায্য করেন এবং সমবেদনা জানান তাকে কি বলে?
উত্তরঃ Samaritan
622। যে ব্যাগ বা বাক্সে প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবহার্য ওষুধ ও জিনিসপত্র থাকে তাকে কি বলে?
উত্তরঃ ফাস্ট এইড বক্স
623। আঘাত বা ক্ষতের ত্বক/চামড়া কাটার জন্য ব্যবহার করা হয় কোনটি?
উত্তরঃ সার্জিক্যাল ব্লেড
624। শরীরের তাপমাত্রা মাপার জন্য ব্যবহার করা হয় কোনটি?
উত্তরঃ থার্মোমিটার
625। আঘাতপ্রাপ্ত বা ক্ষত এলাকা পরিষ্কার করার জন্য কোনটি ব্যবহার করা হয়?
উত্তরঃ হাইড্রোজেন পার অক্সাইড
626। ব্যান্ডেজ করার সময় ক্ষতের উপরে কোনটি ব্যবহার করা হয়?
উত্তরঃ কটন গজ
627। প্লাস্টার কেন ব্যবহার করা হয়?
উত্তরঃ ক্ষতস্থানকে ঢেকে দেয়ার জন্য
628। আহত/আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে শক্তির চাহিদা পূরণের জন্য কোনটি দেয়া হয়?
উত্তরঃ গ্লুকোজ
629। ত্বকে কোন ক্ষত না থাকলে আঘাতের স্থানে ব্যথা কমানোর জন্য কি ব্যবহার করা হয়?
উত্তরঃ ব্যাথানাশক
630। রোগীর রক্ত বা দেহরসের সরাসরি সংস্পর্শে না আসার জন্য কি ব্যবহার করা হয়?
উত্তরঃ ডিসপোজেবল গ্লাভস
631। ডিহাইড্রেশন দেখা দিলে রোগীকে রিহাইড্রেট্ করার জন্য কি দিতে হবে?
উত্তরঃ খাবার স্যালাইন
632। ______ একটি কাঠের টুকরা যাা হাতের বা পায়ের হাড় ভেঙ্গে গেলে তাকে সোজা ও সঠিকভাবে রাখতে সহায়তা করে?
উত্তরঃ স্প্লিন্ট
633। জরুরি রোগীকে প্রাথমিক সেবা দেয়ার সময় কোনটি মনে রাখতে হবে?
উত্তরঃ DR ABC
634। Danger,Response,Airway,Breathing এবং Circulation কে একত্রে কি বলে?
উত্তরঃ DR ABC
635। রোগীকে সিপিআর দেয়ার সময় প্রতি সেকেন্ডে কতবার চাপ দিতে হবে?
উত্তরঃ দুইবার
636। রোগীকে সিপিআর দেয়ার সময় এমনভাবে চাপ দিতে হবে যেন ______ ইঞ্চি দেবে যায়?
উত্তরঃ দেড় থেকে দুই
637। সিপিআর দেয়ার সময় কতবার বুকে চাপ দেয়ার পর মুখ খুলে শ্বাস দিতে হবে?
উত্তরঃ ৩০ বার
638। ৩০ বার বুকের উপর চাপ দেয়ার পর পরই মুখে মুখে ২ বার শ্বাস দেয়ার মাধ্যমে কয়টি চক্র বা Cycle পূর্ণ হয়?
উত্তরঃ ১টি
639। Cardio Palmonary Resuscitation কে সংক্ষেপে কি বলে?
উত্তরঃ CPR
640। _____ ব্যক্তিকে কখনো কোনো কিছু খেতে বা পান করতে দেয়া যাবে না?
উত্তরঃ অজ্ঞান
641। মস্তিষ্কে দুর্বল রক্ত সরবরাহের কারণে সাময়িকভাবে জ্ঞান হারানোকে কি বলে?
উত্তরঃ অজ্ঞান হওয়া
642। শুকনো তাপের সংস্পর্শে যে ক্ষতের সৃষ্টি হয় তাকে কি বলে?
উত্তরঃ পুড়ে যাওয়া
643। গরম কোন তরল বা বাষ্পের কারনে ত্বকে যে ক্ষতের সৃষ্টি হয় তাকে কি বলে?
উত্তরঃ Scald বা ঝলসে যাওয়া
644। পুড়ে যাওয়ার তীব্রতা অনুযায়ী পুড়ে যাওয়া কত প্রকারের হয়ে থাকে?
উত্তরঃ ৩
645। সাধারণত হাড়ভাঙ্গা কয় ধরনের হয়ে থাকে?
উত্তরঃ দুই ধরনের
646। ফ্র্যাকচার অর্থ কি?
উত্তরঃ ভাঙ্গা হাড়
647। ______ হাড়ভাঙ্গার ক্ষেত্রে ভাঙ্গা হাড় ত্বকভেদ করে বের হয়ে আসে না?
উত্তরঃ সাধারণ
648। _____ হাড়ভাঙ্গা হলো যেখানে হাড়ভাঙ্গার স্থানে একটি উন্মুক্ত ক্ষত দেখা যাবে?
উত্তরঃ জটিল
649। কোন ধরনের ফ্র্যাকচারের ক্ষেত্রে ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের ঝুঁকি বেশি থাকে?
উত্তরঃ জটিল
650। হাড় তার স্বাভাবিক অবস্থান থেকে সরে গেলে তাকে কি বলে?
উত্তরঃ ডিসলোকেশন
651। বিশ্বজুড়ে দুর্ঘটনা জনিত মৃত্যুর কারণগুলোর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে কোনটি?
উত্তরঃ পানিতে ডুবে মারা যাওয়া
652। মোট দুর্ঘটনাজনিত মৃত্যুর কত ভাগ পানিতে ডুবে মারা যায়?
উত্তরঃ ৭%
653। বাংলাদেশে ১ থেকে ৪ বছরে শিশুদের মধ্যে সকল মৃত্যুর শতকরা কত ভাগ পানিতে ডুবে মারা যায়?
উত্তরঃ ৪৩ ভাগ
654। বিশ্বজুড়ে প্রতিবছর আনুমানিক কতজন মানুষ পানিতে ডুবে মারা যায়?
উত্তরঃ ৩৭২০০০
655। পানিতে ডুবে যাওয়া রোগীর কোন পালস না থাকলে কি করতে হবে?
উত্তরঃ CPR দিতে হবে
656। পানিতে ডুবা রোগীকে ____ বের না হওয়া পর্যন্ত কৃত্রিম শ্বাস দেয়া যাবে না?
উত্তরঃ পানি
657। যেসকল উপাদান এলার্জির সৃষ্টি করে তাদেরকে কি বলে?
উত্তরঃ এলার্জেন
658। শ্বাসকষ্ট হচ্ছে এমন রোগীর মাথার নিচে বালিশ দিলে কি হবে?
উত্তরঃ শ্বাসনালী বন্ধ হয়ে যেতে পারে
659। কখন রোগীকে মুখে কোন কিছু খেতে দেয়া যাবে না?
উত্তরঃ শ্বাসকষ্ট হলে
660। হুল ফোটার জায়গায় হুল সরিয়ে ফেলার পর অন্তত ___ মিনিট বরফ চেপে ধরতে হবে?
উত্তরঃ ১০
661। মৌমাছি বা বোলতা হূল ফোটালে কতদিন পর্যন্ত এনটটিহিস্টামিন(OTC) জাতীয়ওষুধ খেতে হবে?
উত্তরঃ ৩ দিন
662। কুকুর, বানর, বাদুর ইত্যাদি কামড় দিলে কোন টিকা নিতে হবে?
উত্তরঃ র্যাবিস টিকা
663। বিজ্ঞানসম্মত ও স্বাস্থ্যসম্মতভাবে যেসব সহায়কদ্রব্য ক্ষত সারাতে ও ক্ষতকে বাইরের আঘাত হতে রক্ষা করতে ব্যবহৃত হয় তাই হলো___?
উত্তরঃ সার্জিক্যাল ড্রেসিং
664। উপাদান, প্রস্তুতপ্রণালী ও ব্যবহারের উপর ভিত্তি করে সার্জিক্যাল ড্রেসিংসমূহকে কয়ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ ৫
665। গজ কি দিয়ে তৈরি কাপড়বিশেষ?
উত্তরঃ তুলা
666। গজের মাপ সাধারণত প্রতি বর্গ ইঞ্চিতে কত সুতা পর্যন্ত হয়ে থাকে?
উত্তরঃ ৪×৩৬ হতে ২০×১২
667। বোরিক এসিড গজে কত শতাংশ বোরিক এসিড থাকে?
উত্তরঃ ৩-৭%
668। ডাবল সায়ানাইড গজে কত শতাংশ মারকারি সায়ানাইড থাকে?
উত্তরঃ ০.৫-১.৫%
669। ডাবল সায়ানাইড গজে কত শতাংশ জিঙ্ক সায়ানাইড থাকে?
উত্তরঃ ১.৫-৩.০%
670। আয়োডোফর্ম গজে কত শতাংশ আয়োডোফর্ম থাকে?
উত্তরঃ ৪-৬%
671। ট্রাইনাইট্রোফেনল গজে কত শতাংশ ট্রাইনাইট্রোফেনল থাকে?
উত্তরঃ ১.৫-২.৫%
672। ব্যান্ডেজ তুলা বা এর সাথে উলের সংমিশ্রণে তৈরি বিশেষ _____?
উত্তরঃ কাপড়
673। প্রস্তুত প্রণালী অনুযায়ী ব্যান্ডেজকে কয়ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ চার
674। ওপেন If (open-wove) ব্যান্ডেজ, ব্লিচড্ ক্যালিকো ব্যান্ডেজ (Bleached calico), মসলিন ব্যান্ডেজ ইত্যাদি কোন ধরনের ব্যান্ডেজ?
উত্তরঃ তুলার কাপড়
675। বিশেষ তুলার কাপড় ব্যান্ডেজ কোনটি?
উত্তরঃ জিঙ্ক পেস্ট ব্যান্ডেজ
676। ____ হলো তুলার ফেব্রিক দ্বারা তৈরি ওষুধযুক্ত বা ওষুধবিহীন কাপড় বিশেষ?
উত্তরঃ লিন্ট
677। বোরিক এসিড লিন্টে কত শতাংশ বোরিক এসিড থাকে?
উত্তরঃ ৩-৭%
678। ইউফ্লেভিন লিন্টে কত শতাংশ ইউফ্লেভিন থাকে?
উত্তরঃ ০.১%
679। _____ হলো আঠাযুক্ত তুলার ফেব্রিক?
উত্তরঃ প্লাস্টার
680। জিঙ্ক অক্সাইড প্লাস্টারে কত শতাংশ জিঙ্ক অক্সাইডযুক্ত থাকে?
উত্তরঃ ২০-৩০%
681। স্থিতিস্থাপক আঠালো প্লাস্টারের মধ্যে কত শতাংশ জিঙ্ক অক্সাইড থাকে?
উত্তরঃ ২০-৩০%
682। কোন ধরনের প্লাস্টার টানলে লম্বা হয়?
উত্তরঃ স্থিতিস্থাপক আঠালো প্লাস্টার
683। ৮০% ক্যালসিয়াম সালফেটের মাধ্যমে চামড়ার সাথে যুক্ত থাকে কোনটি?
উত্তরঃ প্লাস্টার অব প্যারিস
684। ‘ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল কোডেক্স’ মোতাবেক তৈরি বিশেষ ধরনের ড্রেসিং কোনটি?
উত্তরঃ স্ট্যান্ডার্ড ড্রেসিং
685। স্ট্যান্ডার্ড ড্রেসিংগুলো (বি.পি.সি.) কত নাম্বার পর্যন্ত হয়ে থাকে?
উত্তরঃ ১-১৬
686। ডাবল সায়ানাইড ড্রেসিং নামে পরিচিত কোনটি?
উত্তরঃ স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ১
687। ফার্মেন্টেশন ড্রেসিং নামে পরিচিত কোনটি?
উত্তরঃ স্ট্যান্ডর্ড ড্রেসিং নম্বর ২
688। স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ৩, ৪, ৫ এবং ৬ কে কি বলে?
উত্তরঃ স্থিতিস্থাপক আঠালো ক্ষত ড্রেসিং
689। _____এক ধরনের লিন্ট ফিঙ্গার ড্রেসিং যা আঙ্গুলের ব্যান্ডেজ হিসাবে ব্যবহৃত হয়?
উত্তরঃ স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ৭
690। হাত বা পায়ের ব্যান্ডেজ হিসাবে ব্যবহৃত হয় কোনটি?
উত্তরঃ স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ৮ ও ৯
691। আগুনে পোড়াজনিত ক্ষতের ব্যান্ডেজ হিসাবে ব্যবহৃত হয় কোনটি?
উত্তরঃ স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ১০
692। বিশেষভাবে আগুনে পোড়ার ব্যান্ডেজ হিসাবে পরিচিত কোনটি?
উত্তরঃ স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ১১ এবং ১২
693। ক্ষত ড্রেসিং হিসাবে পরিচিত কোনটি?
উত্তরঃ স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ১৩, ১৪ এবং ১৫
694। চোখের প্যাড নামে পরিচিত কোন ড্রেসিং?
উত্তরঃ স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ১৬
695। _______এক ধরনের তন্তু বা সুতা যা ক্ষত সেলাইয়ের কাজে ব্যবহৃত হয়?
উত্তরঃ সার্জিক্যাল সুচারস
696। সার্জিক্যাল সুচারস কয় ধরনের হতে পারে?
উত্তরঃ দুই ধরনের
697। কোন ধরনের সুচারস আমিষ জাতীয় উপাদান দ্বারা তৈরি?
উত্তরঃ শোষণযোগ্য সুচারস্
698। সাধারণত কোষীয় এনজাইম দ্বারা পরিপাক হয়ে ব্যবহৃত স্থানেই শোষিত হয়ে যায় কোনটি?
উত্তরঃ ক্যাটগাট সুচারস্
699। ______ ভেড়ার ক্ষুদ্রান্ত্রের সাবমিউকাস যোজন কলা হতে তৈরি যা জীবাণুমুক্ত বন্ধ কাঁচের টিউবে বিভিন্ন আকারে সরবরাহ হয়ে থাকে?
উত্তরঃ ক্যাটগাট সুচারস্
700। সাধারণ ক্যাটগাট শোষিত হতে কতদিন লাগে?
উত্তরঃ ৩-৫ দিন
701। ক্রোমিক ক্যাটগাট (chromic) শোষিত হতে কত সময় লাগে?
উত্তরঃ ১০-৪০ দিন
702। সাধারণত ক্ষত সেরে যাওয়ার কোন ধরনের সুচারস সরিয়ে ফেলা হয়?
উত্তরঃ অশোষণযোগ্য সুচারস্