সেশন-১০:ওষুধের ভুল প্রয়োগ এবং যৌক্তিক ও অযৌক্তিক ব্যবহার

780। ‘মেডিকেশন এরর’-কে সাধারণত কয় ভাগে ভাগ করা যেতে পারে?
উত্তরঃ ৫
781। সঠিক রোগে নির্দেশিত ওষুধ না দেয়া, ব্যবস্থাপত্রে বিরূদ্ধ-ব্যবহৃত ওষুধ সেবনের নির্দেশ, ওষুধের মাত্রা, পরিমাণ, ধরন, দশমিকের ব্যবহারজনিত ভুল এগুলো কোন ধরনের মেডিকেশন এরর?
উত্তরঃ ব্যবস্থাপত্রজনিত
782। ওষুধ ডিসপেন্সিং জনিত ভুল সাধারণত কার দিক থেকে হয়ে থাকে?
উত্তরঃ ফার্মাসিস্টের
783। রোগীকে ওষুধ ডিসপেন্স করার সময় এক ওষুধের লেবেল অন্য ওষুধের মোড়কে লাগিয়ে ফেলা কোন ধরনের মেডিকেশন এরর?
উত্তরঃ Packaging Error
784। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আয়োজনে ওষুধের যৌক্তিক ব্যবহারের ওপর কত সালে নাইরোবিতে আন্তর্জাতিক সম্মেলন হয়?
উত্তরঃ ১৯৮৫
785। …… ওষুধ হলো সেগুলো যা প্রয়োগ বা সেবন করলে খুব দ্রুত মাত্রায় তার ওপর নির্ভরতা চলে আসে?
উত্তরঃ মাদক
786। নিয়ন্ত্রিত ওষুধসমূহকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছ?
উত্তরঃ ৩টি
787। কোন ধরনের ওষুধের জন্য চিকিৎসক আলাদা নির্ধারিত ব্যবস্থাপত্র ব্যবহার করবেন?
উত্তরঃ মাদক
788। মাদক ও নিয়ন্ত্রিত ওষুধ ফার্মাসিস্ট একটি ব্যবস্থাপত্রের অধীনে সর্বোচ্চ কতবার ডিসপেন্স করতে পারবেন?
উত্তরঃ ১বার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top