বর্তমানে ডেঙ্গু একটি ব্যাধিতে পরিণত হয়েছে। ডেঙ্গুকে একটি মৌসুমি রোগ মনে করা হলেও বিগত বছরগুলোতে তাকালে দেখা যাবে সারাবছরই ডেঙ্গুর প্রকোপ ছিল।বিশেষ করে ঢাকা শহরে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি। আগস্ট পর্যন্ত ডেঙ্গুর কারণে মৃতের সংখ্যা দাড়িয়েছে তিনশোর উপরে। এছাড়াও প্রায় অর্ধ লক্ষ মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে ডেঙ্গুর কারনে। তাই ডেঙ্গু থেকে বাচতে ডেঙ্গু কি,কেন হয়, ডেঙ্গু এর লক্ষণ গুলো কি কি এবং এর প্রতিকার সম্পর্কে জেনে রাখা উচিত।
ডেঙ্গু জ্বর কি?
ডেঙ্গু জ্বর একটি ভাইরাসজনিত রোগ যা স্ত্রী এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। এডিস মশার উপদ্রব দিনের বেলায় বেশি লক্ষ্য করা যায় বিশেষ করে সকালে ও বিকালে। উপক্রান্তিয় এবং ক্রান্তীয় অঞ্চলের গ্রীষ্ম-প্রধান দেশগুলোতে ডেঙ্গুর প্রকোপ বেশি। সাধারণত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এই রোগটি বেশি দেখা যায়।
ডেঙ্গু এর লক্ষণ
প্রথমবার ডেঙ্গুতে আক্রান্ত হলে ৪-১০ দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পায়। এক্ষেত্রে নিম্নোক্ত লক্ষণগুলো দেখা দিতে পারে:
- জ্বর
- তীব্র মাথা ব্যাথা
- চোখের নিচে ব্যাথা
- বমি করা
- নাক দিয়ে পানি পরা
- জয়েন্ট এবং পেশীতে ব্যাথা
- ক্লান্ত অনুভব করা
- ফুসকুড়ি
এছাড়াও অন্যান্য লক্ষণগুলোর মধ্যে আছে
- পেটে ব্যাথা
- অস্থিরতা
- ফ্যাকাশে ও ঠান্ডা ত্বক
- অস্থিরতা
- দ্রুত শ্বাসপ্রশ্বাস নেয়া
- বমি বা মলে রক্ত পরা
- অনেক বেশি তৃষ্ণার্ত অনুভব করা
ডেঙ্গু রোগের চিকিৎসা
শুরুতে জ্বর দেখা দিলে নাপা বা প্যারাসিটামল সেবনের মাধ্যমে জ্বর নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি অন্যান্য লক্ষণগুলো দেখা দেয় তাহলে দ্রুত হাসপাতালে যেতে হবে। কারণ অবহেলার কারণে ডেঙ্গু মৃত্যু ডেকে আনতে পারে।
ডেঙ্গু প্রতিরোধ
- বাসস্থান হিসেবে ঘন জনবসতিপূর্ণ এলাকা পরিহার করুন
- যেহেতু ডেঙ্গু মশার মাধ্যমে ছড়ায় তাই মশার প্রজননস্থল গুলো নির্মূল করতে হবে। যেমন: ডাবের খোসায়,টবে ভা টায়ারে জমে থাকা পানি পরিষ্কার করতে হবে।
- মশা থেকে বাচতে কয়েল বা মশারি ব্যবহার করতে হবে।
- ঘরের জানালায় মশা প্রতিরোধী নেট বা জাল লাগাতে হবে
- যেহেতু এডিস মশা সকলে এবং বিকালে বেশি দেখা যায় তাআ এই সময়টাতে সতর্ক থাকুন
- প্রতিবেশীদের সহায়তায় আপনার এলাকার সম্ভাব্য মশার প্রজননস্থলগুলো চিন্হিত করুন ও নির্মূল করুন।
ডেঙ্গু সম্পর্কে আপনাদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর:
প্রশ্ন: ডেঙ্গু কি মানুষ থেকে মানুষে ছড়াতে পারে?
উত্তর: না, ডেঙ্গু সরাসরি ব্যক্তি থেকে ব্যক্তিতে ছড়াতে পারে না। এটি সংক্রমণের জন্য বাহক হিসেবে মশার দরকার হয়।
প্রশ্ন: ডেঙ্গুর কি নির্দিষ্ট কোন চিকিৎসা আছে?
উত্তর: না, ডেঙ্গুর জন্য নির্দিষ্ট কোন চিকিৎসা নেই। ডাক্তার হয়তো কিছু ওষুধ দিতে পারে। তবে সেগুলো শুধু আপনার লক্ষণগুলোকে দমিয়ে রাখার জন্য দেয়া হয়। এছাড়া ডেঙ্গু হলে বেশি বেশি পানি পান করতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে। গুরুতর সমস্যার ক্ষেত্রে হাসপাতালে ভর্তির প্রয়োজন হতে পারে।
প্রশ্ন: ডেঙ্গুর জন্য কি ভ্যাকসিন পাওয়া যায়?
উত্তর: হ্যা, ডেঙ্গুর জন্য ভ্যাকসিন আছে। তবে বাংলাদেশে এখনো ডেঙ্গুর জন্য কার্যকরী কোন ভ্যাকসিন নেই। কারন ডেঙ্গুর অনেক ধরনের ভেরিয়েন্ট আছে বাংলাদেশে।
প্রশ্ন: অ্যান্টিবায়োটিক দিয়ে কি ডেঙ্গু নিরাময় করা যায়?
উত্তর: না, ডেঙ্গু একটি ভাইরাল সংক্রমণ এবু অ্যান্টিবায়োটিক ডেঙ্গুর ভাইরাসের বিরুদ্ধে কার্যকর নয়। এক্ষেত্রে বিশ্রাম এবং শরীরের যত্ন নেয়ার পরামর্শ দেয়া হয়ে থাকে।
প্রশ্ন: ডেঙ্গু হলে কি মারা যাবার সম্ভাবনা আছে?
উত্তর: সাধারণত প্রতি তিনশো জনের মধ্যে একজন আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়ে থাকে। তবে অঞ্চলভেদে এই হার কম বেশি হতে পারে।
প্রশ্ন: ডেঙ্গু এবং অন্যান্য সংক্রামক রোগের মধ্যে পার্থক্য কি?
উত্তর: ডেঙ্গুর লক্ষণগুলো অন্যান্য ভাইরাল সংক্রমণের মতো হতে পারে। তবে ডেঙ্গুতে প্রায়ই গুরুতর জয়েন্ট এবং পেশী ব্যাথা থাকে যা অন্যান্য ভাইরাল সংক্রমণের অসুস্থতার ক্ষেত্রে কম দেখা যায়?
বিভিন্ন রোগের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে জানতে চাইলে ভিজিট করুন pharmacistbd.com/