৬৩ তম ব্যাচ মডেল টেস্ট পরীক্ষা
সার্জিক্যাল প্রোফাইলেক্সিসের জন্য কোনটি ব্যবহৃত হয়?
(ক) সেফুরোক্সিম
(খ) সেফিক্সিম
(গ) সেফট্রিয়াক্সোন ⚫
(ঘ) সেফোট্যাক্সিম
চিকিৎসক বা ফার্মাসিস্ট এর নিকট ১ চা-চামচ মানে কত এমএল?
(ক) 1 এমএল
(খ) 5 এমএল ⚫
(গ) 10 এমএল
(ঘ) 15 এমএল
ওষুধ অধ্যাদেশ-১৯৮২ এর কততম ধারায় বলা হয়েছে “নিম্নমানের ওষুধ উৎপাদন ও বিক্রয়ের শাস্তি শাস্তি হিসাবে ব্যক্তি সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে যা ৫ বছর পর্যন্ত প্রলম্বিত হতে পারে বা ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় শাস্তি পেতে পারে।”?
(ক) ১৫তম
(খ) ১৬তম
(গ) ১৭তম ⚫
(ঘ) ১৮তম
আমাদের দৈনন্দিন খাদ্যের বিভিন্ন উপাদানের মধ্যে কোনটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে?
(ক) আমিষ
(খ) শর্করা ⚫
(গ) স্নেহ
(ঘ) ভিটামিন
ইউরোপের ওষুধবিজ্ঞানিদের মধ্যে উল্লেখযোগ্য…….?
(ক) হিপোক্রাটিস্
(খ) ডিওসকোরাইডিস্
(গ) গ্যালেন
(ঘ) সবাই ⚫
মানুষের হাতে কয়টি পেশী রয়েছে?
(ক) ১০টি
(খ) ৩০টি
(গ) ৫০টি
(ঘ) ৬০ টিরও বেশি ⚫
মৌমাছি বা বোলতা হূল ফোটালে কতদিন পর্যন্ত এনটটিহিস্টামিন(OTC) জাতীয়ওষুধ খেতে হবে?
(ক) ২ দিন
(খ) ৩ দিন ⚫
(গ) ৪ দিন
(ঘ) ৫ দিন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রান্তিক পর্যায়ের সেবাকেন্দ্র কোনটি?
(ক) জেনারেল হাসপাতাল
(খ) উপজেলা হেলথ কমপ্লেক্স
(গ) কমিউনিটি ক্লিনিক ⚫
(ঘ) প্রাইভেট ক্লিনিক
………. কোষের মাঝের এক ধরনের জটিল ও ঘন তরল পদার্থ।
(ক) সাইটোপ্লাজম ⚫
(খ) নিউক্লিয়াস
(গ) প্রাণকেন্দ্র
(ঘ) কলা
ক্লোরামফেনিকল সেবনের ফলে কোন সমস্যাটি দেখা দিতে পারে?
(ক) এপ্লাস্টিক অ্যানিমিয়া ⚫
(খ) সাইটোমেগালোভাইরাস ইনফেকশন
(গ) অ্যালার্জিক রিয়্যাকশন
(ঘ) গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা
রক্তে গ্লুকোজ কমায় কোনটি?
(ক) ইনসুলিন ⚫
(খ) এন্টিবায়োটিক
(গ) স্টেরয়েড
(ঘ) প্রোটোন-পাম্প ইনহিবিট
_ হচ্ছে স্বল্পসময়ের জন্য কার্যকরী 32 এড্রেনার্জিক রিসেপ্টর।
(ক) সালবিউটামল ⚫
(খ) এরোসল
(গ) এটরভাস্টাটিন
(ঘ) ক্লোপিডোগ্রেল
মাদকাসক্তি নিরাময়ে ব্যবহৃত কোন ওষুধ ব্যবহৃত হয়?
(ক) মরফিন
(খ) পেথিডিন
(গ) বিউপ্রোপিওন ⚫
(ঘ) সবগুলো
Carbohydrate অর্থ কি?
(ক) আমিষ
(খ) শর্করা ⚫
(গ) স্নেহ
(ঘ) ভিটামিন
শুশ্রুত সংহিতা বইয়ে ৭৬০ টি ওষুধকে তাদের সাধারণ গুণ অনুযায়ী কয়টি গোষ্ঠীতে ভাগ করা হয়?
(ক) ৪টি
(খ) ৫টি
(গ) ৬টি
(ঘ) ৭টি ⚫
নদীর বুকে ভ্রমণকালে আমাদের _ বেড়ে যায়।
(ক) তৃষ্ণা
(খ) ঘুম
(গ) ক্ষুধা ⚫
(ঘ) প্রেসার
আইএইচটি এর পূর্ণরূপ কি?
(ক) ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি ⚫
(খ) ইনস্টিটিউট টেকনোলজি
(গ) ইনস্টিটিউট অব হামার টেকনোলজি
(ঘ) ইন্সটিটিউট অব হেলথ ট্রেনিং
১৯-৭০ বছর বয়সী পুরুষের জন্য দৈনিক কত মি.গ্রা. ভিটামিন সি দরকার?
(ক) ৭০ মি.গ্রা.
(খ) ৮০ মি.গ্রা.
(গ) ৯০ মি.গ্রা. ⚫
(ঘ) ১০০ মি.গ্রা.
কোন ধরনের ফ্র্যাকচারের ক্ষেত্রে ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের ঝুঁকি বেশি থাকে?
(ক) সাধারণ
(খ) জটিল ⚫
(গ) উন্মুক্ত
(ঘ) ভাঙ্গা
মডেল ফার্মেসী স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কত দিনের মধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে লিখিতভাবে অবহিত করতে হবে?
(ক) ১০ দিন
(খ) ১৫ দিন
(গ) ২০ দিন
(ঘ) ৩০ দিন ⚫
দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসা মোট রোগীদের মধ্যে কত শতাংশ রোগী লোকজ চিকিৎসা গ্রহণ করেছেন?
(ক) ২০.০০%
(খ) ২৫.০০%
(গ) ২৮.০০% ⚫
(ঘ) ৩৫.০০%
আয়ুর্বেদ ধারায় চিকিৎসকেরা কি নামে পরিচিত?
(ক) কবিরাজ
(খ) বৈদ্য
(গ) উভয়ই ⚫
(ঘ) কোনটিই নয়
মাদক ও নিয়ন্ত্রিত ওষুধ ফার্মাসিস্ট কতবার ডিসপেন্স করতে পারবেন?
(ক) ১ বার ⚫
(খ) ২ বার
(গ) ৩ বার
(ঘ) ৪ বার
টিটি-২ টিকা নেয়ার পর কত বছর পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বিদ্যমান থাকে?
(ক) ২ বছর
(খ) ৩ বছর ⚫
(গ) ৪ বছর
(ঘ) ৫ বছর
ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, এন্টামিবা হিসটোলাইটিকা, জিয়ারডিয়া ইনটেসটিনালিস, এবং এনারোবিক ব্যাকটেরিয়া ইত্যাদি কোন শ্রেণির পরজীবী?
(ক) ব্যাকটেরিয়া
(খ) প্রোটোজোয়া ⚫
(গ) ভাইরাস
(ঘ) কর্ডাটা
ক্যালসিয়ামের লবণ কোন ওষুধের শোষণকে কমিয়ে দেয়?
(ক) ফ্লুটিকাসন
(খ) বাইফসফোনেট ⚫
(গ) নেবোভোলল
(ঘ) সবগুলো
জাইকা এর পূর্ণরূপ কি?
(ক) জার্মান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি
(খ) জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি ⚫
(গ) জর্ডান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি
(ঘ) জাবালে নূর ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি
রক্তস্বল্পতাজনিত সমস্যায় আয়রন সমৃদ্ধ খাবারের সাথে কোন সাপ্লিমেন্ট অত্যন্ত ফলপ্রসু?
(ক) ফলিক এসিড ⚫
(খ) কমলার রস
(গ) সাইট্রিক এসিড
(ঘ) আদার রস
ডিপোপ্রভেরা কোন জেনেরিকের ওষুধ?
(ক) লিন্ডিওল
(খ) ওভোস্ট্যাট
(গ) পোস্টিনর
(ঘ) মেডরক্সিপ্রজেসটেরন ⚫
এসকরবিক এসিড ট্যাবলেট-এ থাকে–
(ক) এসকরবিক এসিড ১০০ মি.গ্রা. ⚫
(খ) এসকরবিক এসিড ২০০ মি.গ্রা.
(গ) এসকরবিক এসিড ৫০ মি.গ্রা.
(ঘ) এসকরবিক এসিড ২৫০ মি.গ্রা.
পক্স ভাইরাস এর সংক্রমণের ফলে কোন রোগ দেখা দেয়?
(ক) স্মল পক্স
(খ) কাউ পক্স
(গ) উভয়ই ⚫
(ঘ) কোনটিই নয়
দেহের বিভিন্ন অঙ্গের সাথে অথবা একই অঙ্গের বিভিন্ন অংশের সাথে সংযোগ স্থাপন করে কোন কলা?
(ক) সঞ্চালক কলা
(খ) সংযোজক কলা ⚫
(গ) পেশী কলা
(ঘ) পরিপাকতন্ত্র
বাচ্চার সময় ৯ মাস পূর্ণ হলে কোন টিকা দিতে হয়?
(ক) এমআর ১ ⚫
(খ) এমআর ২
(গ) কোনটিও না
(ঘ) বেশিরভাগ সময় টিকা লাগে না
জন্মবিরতিকরণ ইনজেকশনে কোন হরমোন থাকে?
(ক) টেস্টোস্টেরন
(খ) প্রজেস্ট্রোজেন ⚫
(গ) সিরাম
(ঘ) সবগুলো
লাইগেশন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি কাদের ক্ষেত্রে প্রযোজ্য?
(ক) পুরুষদের
(খ) মহিলাদের ⚫
(গ) উভয় লিঙ্গের
(ঘ) কোনটিই নয়
হুল ফোটার জায়গায় হুল সরিয়ে ফেলার পর অন্তত _ মিনিট বরফ চেপে ধরতে হবে।
(ক) ৫
(খ) ১০ ⚫
(গ) ১৫
(ঘ) ২০
প্রথম জেনারেশনের মানসিক সমস্যার ওষুধসমূহ সেবনের ফলে কোন সমস্যাটি দেখা দিতে পারে?
(ক) ডিপ্রেশন
(খ) গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা
(গ) হাইপারটেনশন
(ঘ) পারকিনসনিজমn ⚫
ভারতীয় ওষুধ আইন ১৯৪০ কত সালে বাংলাদেশের ওষুধ আইন হিসেবে গৃহীত হয়?
(ক) ১৯৭১ সালে
(খ) ১৯৭২ সালে
(গ) ১৯৭৩ সালে
(ঘ) ১৯৭৪ সালে ⚫
আয়ুর্বেদ শাস্ত্রের প্রথম বই কোনটি?
(ক) চরক সংহিতা ⚫
(খ) আয়ুর্ভেদা
(গ) হিন্দু শাস্ত্র
(ঘ) কুমারিকা
ডমপেরিডন, এপ্রিপিট্যান্ট, রেনিটিডিন, ওমিপ্রাজল, সিমেটিডিন, হেসপেরিডিনসহডায়োসমিন, মিসোপ্রস্টল, ট্রাইমেবুটিন ম্যালিয়েট, লোপেরামাইড হাইড্রোক্লোরাইড, ড্রোটাভেরিন হাইড্রোক্লোরাইড, নিটাজোক্সানাইড ইত্যাদি কোন ধরনের ওষুধ?
(ক) গ্যাসট্রোইনটেস্টিনাল ⚫
(খ) রক্তস্বল্পতার
(গ) হৃদরোগের
(ঘ) টনসিলের
আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট-এর অধীনে মোট কয়টি মিউনিসিপ্যালিটি এলাকায় অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে?
(ক) ৪ টি
(খ) ৫ টি ⚫
(গ) ৬ টি
(ঘ) ৭ টি
পুকুর-দিঘী-নদীর পানি ছেঁকে কমপক্ষে কত মিনিট টগবগ করে ফুটাতে হবে?
(ক) ৩০ মিনিট ⚫
(খ) ৪০ মিনিট
(গ) ৫০ মিনিট
(ঘ) ৬০ মিনিট
দিনে কয়বার পাতলাপায়খানা হলে বুঝতে হবে ডায়রিয়া হয়েছে?
(ক) ২ বার
(খ) ৩ বার ⚫
(গ) ৪ বার
(ঘ) ৫ বার
অ্যামোক্সিসিলিন সেবনের সময় জন্মনিয়ন্ত্রণ বড়ির পরিবর্তে কোনটি ব্যবহার করা উচিয়?
(ক) কনডম ⚫
(খ) লজেন্স
(গ) চারকোল
(ঘ) এস্পিরিন
ই.মালটিলোকুলারিস জাতীয় কৃমির চিকিৎসার ক্ষেত্রে অ্যালবেনডাজল ব্যবহারের ফলে কি হতে পারে?
(ক) যকৃত বা লিভারের এনজাইম বৃদ্ধি
(খ) রক্তের শ্বেতকণিকার সংখ্যা কমে যাওয়া
(গ) উভয়ই ⚫
(ঘ) কোনটিই নয়
প্রায় সকল ব্যথার সমস্যা ও জ্বরের চিকিৎসায় কোনটি ব্যবহার করা হয়ে থাকে?
(ক) সেটিরিজিন
(খ) মেট্রোনিডাজল
(গ) প্যারাসিটামল ⚫
(ঘ) প্রেডনিসোলন
৮০% ক্যালসিয়াম সালফেটের মাধ্যমে চামড়ার সাথে যুক্ত থাকে কোনটি?
(ক) প্লাস্টার অব প্যারিস ⚫
(খ) প্লাস্টার অব লন্দন
(গ) প্লাস্টার অব ম্যাড্রিড
(ঘ) প্লাস্টার অব রোম
জি-কুইনাইন কোন কোম্পানীর ওষুধের ট্রেড নাম?
(ক) স্ক্যানডিনেভিয়ান ফার্ম
(খ) গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যাল লিমিটেড ⚫
(গ) প্যারামেড
(ঘ) ম্যাকসুলিন
খাদ্যদ্রব্য গ্রহণ করা, হজম করা ও শোষণ করা কোন তন্ত্রের প্রধান কাজ?
(ক) রেচনতন্ত্র
(খ) স্নায়ুতন্ত্র
(গ) প্রজননতন্ত্র
(ঘ) পরিপাকতন্ত্র ⚫
দি প্রাইভেট প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস রেগুলেশন অর্ডিন্যান্স আইন কত সালে তৈরি হয়?
(ক) ১৯৬৬ সালে
(খ) ১৯৭৫ সালে
(গ) ১৯৮২ সালে ⚫
(ঘ) ১৯৯০ সালে
গ্রাহক মূল্যায়নের প্রথম ধাপ কোনটি?
(ক) সম্ভাষণ ⚫
(খ) প্রতিক্রিয়া
(গ) জিজ্ঞাসা
(ঘ) মূল্যায়ন
পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড কি নামে পরিচিত?
1/1
(ক) ভিটামিন বি২
(খ) ভিটামিন বি৩
(গ) ভিটামিন বি৪
(ঘ) ভিটামিন বি৬ ⚫
সাধারণ মাপের দুইগ্লাস পানিতে কত লিটার হয়?
(ক) ১ লিটার
(খ) ২ লিটার
(গ) ৩ লিটার
(ঘ) আধা লিটার ⚫
গনোরিয়া, অটাইটিস মিডিয়া, ফ্যারেনজাইটিস, নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমন, যেমন-ব্রঙ্কাইটিস ইত্যাদি রোগে কোন ওষুধটি ব্যবহৃত হয়?
(ক) সেফ্রাডিন
(খ) সেফুরোক্সিম
(গ) সেফপ্রোজিল
(ঘ) সেফডিনির ⚫
চিকিৎসা বিজ্ঞানের (Medical Science) যে অংশ মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ এবং তাদের কার্যক্রম নিয়ে আলোচনা করে, তাকে কি বলে?
(ক) যৌন বিদ্যা
(খ) শারীরবিদ্যা ⚫
(গ) কৃষ্টিবিদ্যা
(ঘ) জৈব বিদ্যা
জরুরি রোগীকে প্রাথমিক সেবা দেয়ার সময় কোনটি মনে রাখতে হবে?
(ক) DR BCG
(খ) DR HALF
(গ) DR ABC ⚫
(ঘ) DR MTL
রক্তস্বল্পতা, ম্যারাসমাস ও কোয়ারশিয়রকর ইত্যাদি রোগ হয় কিসের অভাবে?
(ক) আমিষ ⚫
(খ) শর্করা
(গ) স্নেহ
(ঘ) ভিটামিন
ম্যাটস এর পূর্ণরূপ কি?
(ক) মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ⚫
(খ) মেডিকেল অ্যাডভাইজার এসোসিয়েশন
(গ) মেডিকেল অ্যাকাডেমী ট্রেনিং সেন্টার
(ঘ) মেডিকেল অ্যাপলাইয়ান্স ট্রেনিং স্কুল
কোন বইতে ৭৬০ ধরনের ওষুধের কথা উল্লেখ আছে?
(ক) চরক সংহিতা
(খ) তুতেনকমেনেবী সংহিতা
(গ) শুশ্রুত সংহিতা ⚫
(ঘ) মেডিকা
একজন ব্যক্তি যিনি অন্যের প্রয়োজনে তাকে সাহায্য করেন এবং সমবেদনা জানান তাকে কি বলে?
(ক) বেনিফিশারি
(খ) সোসাইটি মেন্টর
(গ) সেলফিশ
(ঘ) স্যামারিটান ⚫
কোথায় ব্যাকটেরিয়ার উপস্থিতি আশা করা যায় না?
(ক) পা
(খ) মুখ
(গ) পেট
(ঘ) রক্তরস ⚫
পদাধীকার বলে ফার্মেসী কাউন্সিলের সভাপতি হবেন স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের……..?
(ক) সচিব ⚫
(খ) মহাসচিব
(গ) প্রতিমন্ত্রী
(ঘ) প্রধানমন্ত্রী
ড্রাগ কিসের জন্য ব্যবহৃত হয়?
(ক) রোগমুক্তি
(খ) রোগপ্রতিরোধ
(গ) নেশা
(ঘ) সবগুলো ⚫
_ মহিলাদের জন্য একটি দীর্ঘমেয়াদী অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি।
(ক) ভেসেক্টমি
(খ) নরপ্ল্যান্ট ⚫
(গ) লাইগেশন
(ঘ) পিল
শিশুদের ক্ষেত্রে ভিটামিন বি কমপ্লেক্সের সঠিক সেবন বিধি কোনটি?
(ক) ১ চা চামচ দিনে ২ বার
(খ) ১ চা চামচ দিনে ৩ বার ⚫
(গ) ১ চা চামচ দিনে ৪ বার
(ঘ) ১ চা চামচ দিনে ৫ বার
জাতীয় তড়িৎ-প্রকৌশল চিকিৎসা যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ওয়ার্কশপ এর সংক্ষিপ্তরূপ কী?
(ক) TELO
(খ) HEU
(গ) NEPO
(ঘ) NEMEMW&TC ⚫
সরকারি হোমিওপ্যাথিক ডিগ্রি কলেজে কতটি শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে?
(ক) ১০ শয্যা
(খ) ২০ শয্যা
(গ) ৫০ শয্যা
(ঘ) ১০০ শয্যা ⚫
কিসের অভাবে অস্থি নরম, বাঁকা, ভঙ্গুর ও বিকৃত আকারের হয়?
(ক) ক্যালসিয়াম ⚫
(খ) আয়োডিন
(গ) প্রোটিন
(ঘ) সেলুলোজ
কোন ফুলের গন্ধ ঘুমের আবেশ তৈরি করে?
(ক) চন্দ্রমল্লিকা
(খ) রোজ
(গ) বেলি ⚫
(ঘ) সোনালী
চরক তার লিখিত ‘চরক সংহিতা’য় ওষুধের কতটি শ্রেণি তৈরি করেন?
(ক) ২৫টি
(খ) ৩০টি
(গ) ৪০টি
(ঘ) ৫০টি ⚫
ফুলের পরাগ রেণু থেকেও যে এলার্জি হতে পারে তা প্রমাণ করেন কে?
(ক) হিপোক্রাটিস
(খ) গ্যালেন
(গ) আল রাজী ⚫
(ঘ) ইবনে সিনা
সিরাপ ও সাপেনশন কোন তাকে রাখা উচিত?
(ক) উপরের তাকে
(খ) মাঝের তাকে ⚫
(গ) নিচের তাকে
(ঘ) পাশের তাকে
বাংলাদেশের বার্ষিক প্রবৃদ্ধির হার শতকরা__ ভাগের বেশি অর্জিত হচ্ছে।
(ক) ৫
(খ) ৬ ⚫
(গ) ৭
(ঘ) ৮
দেহের বাইরের ও ভিতরের আবরণ তৈরি করে কোন কলা?
(ক) সাইটোপ্লাজম
(খ) নিউক্লিয়াস
(গ) ক্রোমোজোম
(ঘ) আবরণী কলা ⚫
ক্লোসট্রিডিয়া ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয়?
(ক) গনোরিয়া
(খ) ম্যানিনজাইটিস
(গ) খাদ্য বিষক্রিয়া ⚫
(ঘ) নিউমোনিয়া
ক্ষত ড্রেসিং হিসাবে পরিচিত কোনটি?
(ক) স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ১৩,১৪
(খ) স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ১৩,১৪,১৫ ⚫
(গ) স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ১৫,১৬
(ঘ) স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ১২,১৩,১৬
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও ল্যাব টেকনিশিয়ানদের শিক্ষার মান বৃদ্ধি ও তাদের পরীক্ষা নেয়ার দায়িত্ব পালন করে করে কোন প্রতিষ্ঠান?
(ক) বিএমডিসি
(খ) বিএনসি
(গ) এমবিবিডি
(ঘ) এসএমএফ ⚫
ফার্মেন্টেশন ড্রেসিং নামে পরিচিত কোনটি?
(ক) স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ২ ⚫
(খ) স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ৩
(গ) স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ৪
(ঘ) স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ৫
পাইরিডক্সিন নিচের কোনটির কার্যকারিতা কমিয়ে দেয়?
(ক) এটরভাস্টাটিন
(খ) মেট্রোনিডাজল
(গ) এটেনোলল
(ঘ) লেভোডোপা ⚫
স্ট্রেপটোকোক্কাস ব্যাকটেরিয়ার কারনে কোন রোগ হয়?
(ক) ম্যানিনজাইটিস+সেপটিসেমিয়া
(খ) গনোরিয়া
(গ) ফ্যারিনজাইটিস্-+টনসিলাইটিস্+স্কারলেট জ্বর ⚫
(ঘ) বটুলিজম+ধনুষ্টংকার
ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসেস্ কি দিয়ে তৈরি?
(ক) এলুমিনিয়াম
(খ) কপার
(গ) প্লাস্টিক ⚫
(ঘ) তুলা
পুর্ণবয়স্কদের ক্ষেত্রে প্যারাসিটামল সেবনের সঠিক ডোসেজ ফর্ম কোনটি?
(ক) ৩-৪ চামচ ৩-৪ বার
(খ) ৪-৫ চামচ ৩-৪ বার
(গ) ৪-৬ চামচ ৩-৪ বার
(ঘ) ৪-৮ চামচ ৩-৪ বার ⚫
হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেন কে?
(ক) আদি শঙ্করাচার্য
(খ) গৌতম বুদ্ধ
(গ) মহাবীর জৈন
(ঘ) ডাঃ হানিম্যান ⚫
ফোঁটা, স্প্রে, ইনহেলার ইত্যাদি কোন পথে শরীরে প্রয়োগ করা হয়?
(ক) চোখে
(খ) চামড়ায়
(গ) ইয়ার
(ঘ) ইন্ট্রানাসাল ⚫
‘চরক সংহিতা’ বইয়ে প্রতিটি শ্রেণিতে কয়টি ওষুধের কথা লেখা ছিল?
(ক) ৮টি
(খ) ১০টি ⚫
(গ) ১২টি
(ঘ) ১৫টি
শর্করার কাজ কয়টি?
(ক) ৩ টি
(খ) ৪ টি ⚫
(গ) ৫ টি
(ঘ) ৬ টি
অত্যাবশ্যকীয় সার্ভিস প্যাকেজ (ইএসপি) কয়টি?
(ক) ৩টি
(খ) ৪টি
(গ) ৫টি
(ঘ) ৬টি ⚫
নিচের কোনটি শরীরে পটাশিয়াম কমায়?
(ক) ক্যালসিয়াম
(খ) সালবিউটামল ⚫
(গ) লবণ
(ঘ) ক্ষার
শারীরিক দুর্বলতায় কোন ভিটামিন দেয়া হয়?
(ক) ভিটামিন সি
(খ) ভিটামিন বি কমপ্লেক্স ⚫
(গ) ভিটামিন কে
(ঘ) ভিটামিন ই
আয়ুর্বেদ থেকে কোন চিকিৎসা পদ্ধতির উদ্ভব হয়েছে?
(ক) অ্যালোপ্যাথি
(খ) মঘা ⚫
(গ) ইউনানি
(ঘ) আয়ুর্বেদ
ফ্যাটি এসিড ও গ্লিসারল এর সমন্বয়ে গঠিত কোনটি?
(ক) আমিষ
(খ) শর্করা
(গ) স্নেহজাতীয় ⚫
(ঘ) ভিটামিন
চালের কুঁড়া, মাংস, স্নায়ু, যকৃত, হৃৎপিন্ড এবং বৃক্কের মাংস, ঈস্ট,চর্বিহীন মাংস, ডিম, পাতাযুক্ত সবুজ শাকসব্জি, শস্যদানা, গমের বীজ, বাদাম, মটরশুঁটি ইত্যাদি কোন ভিটামিনের উৎস?
(ক) ভিটামিন বি-১ ⚫
(খ) ভিটামিন বি-২
(গ) ভিটামিন বি-৩
(ঘ) ভিটামিন বি-৪
বিশ্বব্যাপী সবচেয়ে সমাদৃত ও ব্যবহৃত জন্মবিরতিকরণ পদ্ধতি কোনটি?
(ক) নরপ্ল্যান্ট
(খ) ইনজেকশন
(গ) পিল
(ঘ) কনডম ⚫
রক্তকণিকা গঠিত না হওয়াকে কি বলে?
(ক) ইরিথ্রোসাইটোপেনিয়া
(খ) হেমোলিটিক অ্যানেমিয়া
(গ) এপ্লাস্টিক অ্যানিমিয়া ⚫
(ঘ) লুকেমিয়া
ডিওসকোরাইডিস কত খ্রিস্টাব্দে জন্মগ্রহন করেন?
(ক) ১০ খ্রিস্টাব্দে
(খ) ২০ খ্রিস্টাব্দে
(গ) ৩০ খ্রিস্টাব্দে ⚫
(ঘ) ৪০ খ্রিস্টাব্দে
নিচের কোনটি OTC ড্রাগ নয়?
(ক) প্যারাসিটামল
(খ) সুখি
(গ) লেভোনরজেস্ট্রিল
(ঘ) ইমার্জেন্সি জন্মনিরোধক পিল ⚫
কোলেক্যালসিফেরোল কি নামে পরিচিত?
(ক) ভিটামিন-এ
(খ) ভিটামিন-বি
(গ) ভিটামিন-সি
(ঘ) ভিটামিন-ডি ⚫
হুল ফোটার জায়গায় হুল সরিয়ে ফেলার পর অন্তত _ মিনিট বরফ চেপে ধরতে হবে।
(ক) ৫
(খ) ১০ ⚫
(গ) ১৫
(ঘ) ২০
লজেন্স, ট্যাবলেট, স্প্রে ইত্যাদি কোন পথে শরীরে প্রয়োগ করা হয়?
(ক) সাবলিঙ্গুয়াল ⚫
(খ) ইন্ট্রানাসাল
(গ) টপিক্যাল
(ঘ) দ্রবণ
প্রোটোজোয়া একধরনের_?
(ক) নন্-প্যাথজেনিক অণুজীব
(খ) টক্সিন
(গ) অণুজীব ⚫
(ঘ) ভাইরাস